নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
''টুকরো টুকরো সাদা মিথ্যা, রাস্তায় পাওয়া ডায়েরী থেকে, জীবনের গল্প, আজকের ডায়েরী, ঢাকার পথে পথে'' এরকম শিরোনামে আমি ব্লগে লিখি। অবশ্য এসব শিরোনামের বাইরেও অনেক রকম লেখা লিখি। পাঁচ সাত বছর আগেও একই শিরোনামে নানান রকম লেখা লিখেছি। সে লেখা গুলো বহুদূর নিয়ে যেতে পারি নি। লিখতে এবং পড়তে আমার ভীষন ভালো লাগে। মনে হয় জীবনে এর চেয়ে শান্তির আর কিছুই নেই। আমি অতি ক্ষুদ্র এবং তুচ্ছ মানুষ। তবু আমার অনেক কিছু বলার আছে। আমি বলতে চাই। জানাতে চাই। বলার জন্য, এবং জানার জন্য ব্লগের চেয়ে ভালো জায়গা আর কোথায় আছে! দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে সামুর সাথে আছি। হয়তো আমৃত্যু পর্যন্ত থাকবো। যে সমাজে আমি বাস করি, সে সমাজের অনেক ভাল ব্যাপার, মন্দ ব্যাপার আছে। আমাকে সে গুলো বলতে হবে। তাই আজ থেকে এই সমাজ শিরোনাম দিয়ে নতুন লেখা শুরু করলাম। নিজের পেটের ভেতর কথা রেখে কোনো লাভ নেই। বলে ফেললেই হালকা লাগে। শান্তি শান্তি লাগে। কাজেই লেখা চলছে, চলবেই।
চতুর্থ রোজার দিনের কথা।
আমার বাসার কাছে মসজিদের সামনে ফলের দোকানে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য ইফতারীর জন্য কিছু ফল কিনব। কি কি ফল কিনব, কতটুকু কিনব মনে মনে হিসাব করছি। ঠিক এই সময় একজন লোক এলেন ফল কিনতে। দোকানদারকে বললেন, আপেল কত করে?
বিক্রেতা বলল, ২৩০ টাকা।
লোকটি বেশ রাগ দেখিয়ে বলল, সব জাগায় আপেল ২০০ টাকা করে। তুমি ত্রিশ টাকা বেশি চাচ্ছো কেন?
দোকানদার বলল, আমাকে প্রতিদিন পুলিশকে ৩০০ টাকা করে দিতে হয়।
লোকটা বলল, কোন পুলিশ? কি নাম?
বিক্রেতা, পুলিশের নাম বলল। কোন থানার পুলিশ তাও বলল।
সাথে সাথে ফল কিনতে আসা লোকটা থানায় ফোন করলো। দুলা ভাই, আমি অমুক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। থানার অমুকে এসে এই ফল বিক্রেতার কাছ থেকে প্রতিদিন ৩০০ টাকা নিয়ে যায়। এজন্য ফলের দাম আমার কাছে বেশি রাখছে। এই ফলের দোকান থেকে যেন আর টাকা নেওয়া না হয়।
সত্যি সত্যি এই ফলের দোকান থেকে এরপর অনেক দিন চাঁদা নেওয়া হয় নাই। আমি নিজে খোজ খবর রেখেছি।
আজ আবার আমি এই ফলের দোকানে গিয়েছি। ফল বিক্রেতা বলল, ভাগ্য খারাপ। গতকাল থেকে আবার চাঁদা দিতে হচ্ছে। তবে কয়েকটা দিন বেশ ছিলাম। কোনো চাঁদা দিতে হয় নাই। ফল বিক্রেতা আরও বলল, প্রতিদিন থানার পুলিশ গাড়ি বা বাইক দিয়ে আসে। এই গলির মধ্যে মোট সতের টা দোকান। সব গুলো দোকান থেকে আমিই প্রতিদিন টাকা তুলে পুলিশের হাতে দেই। না দিয়ে তো কোনো উপায় নেই।
সেদিন শ্যামলী যাবো, বাসে উঠেছি।
প্রচন্ড গরম, প্রচন্ড ভিড় বাসে। সময় তখন দুপুর দুইটা। আমি বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে টপটপ করে ঘামছি। আমার সামনের সিটে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে বসে আছে। তারা খুব বেশি নির্লজ্জ। একে তো রোজার মাস। তার উপর প্রচন্ড গরম, রাস্তায় জ্যাম। শ্যামলী যাওয়া খুব দরকার, দেরী হয়ে যাচ্ছে। এদিকে ছেলে মেয়ে দু'টা নোংরামি করছে। করেই যাচ্ছে। বাসে নানান বয়সী লোক আছে। আমরা কত গুলো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছি। সেদিকে যেন তাদের নজর নেই। আমার মন মেজাজ এমনিতেই প্রচন্ড খারাপ। ইচ্ছা করছে ছেলে মেয়ে দু'টাকে থাপ্পড় দেই। তারা সমানে কচলা-কচলি করেই যাচ্ছে। এযুগের ছেলে মেয়ে গুলো এত লজ্জাহীন কেন? তারা দু'জন দুজনের হাত সেই প্রথম থেকেই ধরে রেখেছে। একটু পর পর ছেলেটা হাসতে হাসতে মেয়েরটার গায়ের উপর পড়ে যাছে। আমিসহ আমার আশে পাশের কয়েকজন যে ওদের মাথার উপর দাঁড়িয়ে আছি- সেদিকে তাদের খেয়াল নেই। তাদের দু'জনের মধ্যেই হু কেয়ারস ভাব।
আমার মেজাজ খারাপ চক্রবৃদ্ধি হারে বেড়েই যাচ্ছে।
আমি যে অন্যদিকে সরে দাড়াবো সে উপায়ও নেই। বাস ভরতি লোক। এক সময় ছেলেটাকে বললাম, এই শুয়োর তোর সমস্যা কি রে? ঢলাঢলি করছিস ক্যান? এই মেয়ে কি তোর বউ? আর বউ হলেও তুই বাসের মধ্যে ঢলাঢলি করতে পারিস না। ছেলেটা রাগী চোখে আমার দিকে তাকালো। যে আমাকে মেরেই ফেলবে। মেয়েটাকে বললাম, তুমি যে এই ছেলের সাথে বাসে গা ঘষাঘষি করে আছো- তোমার বাসায় জানে? এই জন্য কি তোমার বাবা মা কলেজে পাঠায়? এখন তোমার লেখাপড়া করার বয়স। রঙ ঢং করার বয়স না। এই ছেলেকে দেখেই বুঝা যায় তোমার সাথে নষ্টিফষ্টি করে ভাগবে। ওর চেহারের মধ্যে আছে লুচ্চামি। তুমি কেন তা বুঝতে পারছো না।
এদিকে ছেলেটা ক্রমাগত কাকে যেন ফোন করে যাচ্ছে।
আমি বললাম, যাকেই ফোন দেছ, লাভ নাই। আজকে তোরে খাইছি হারামজাদা। লুচ্চামির স্বাদ মিটিয়ে দিব। বাসের লোকজনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তারা আমার সাথেই আছে। ছেলেটাকে বললাম, এই সব বাদ দে। লেখাপড়ায় মন দে। এক যুগের বেশি সময় আগে লেখাপড়া শেষ করেছি। বন্ধু বান্ধব তো আমাদেরও ছিল। আরে প্রেম তো আমিও করেছি। স্বচ্ছ পবিত্র প্রেম ভালোবাসা ছিল আমাদের। তোদের মতো নোংরামি ছিল না। ভালো হয়ে যা। এই সময় বাসের একজন যাত্রী আমাকে বলল, ভেরি গুড ইয়াংম্যান।
শ্যামলীর কাছাকাছি চলে এসেছি।
নামার আগে বদ ছেলেটাকে বললাম, তুই যেন কাকে কাকে ফোন দিলি। তারা কি এলো? আমি তো এখনই নেমে যাবো। ছেলেটা মাথা নিচু করে রেখেছে। বাস থেকে নামার আগে মেয়েটাকে বললাম, ছোট বোন। পড়া লেখায় মন দাও। এই সমাজে তোমার সাথে এক শ' জনই এরকম করতে রাজী হবে। নিজেকে সস্তা করো না। মূল্যহীন করো না। নিজেকে যোগ্য করে তুলে, পরিবারের জন্য কিছু করো। তারপর দেশের কথা ভাবো। তোমার যা যা দায়িত্ব আছে পরিবারের প্রতি, সমাজের প্রতি সর্বোপরি দেশের প্রতি তা পালন করতে চেষ্টা করো।
০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: হুম।
২| ০১ লা জুন, ২০১৯ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
ঢাকা এলে, আমি আপনার সাথে বাসে যাবো; টেলিফোন করার সুযোগও পাবে না; হরমোনযুক্ত মুরগী খেয়ে অকালপক্ক হয়ে গেছে লিলিপুটিয়ান ছেলেগুলো!
০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: শুধু ছেলেরা অপরাধী না। মেয়েরা আছে। দুই দলেরই একই অবস্থা।
৩| ০১ লা জুন, ২০১৯ রাত ২:৪৩
ভুয়া মফিজ বলেছেন: আপনি তো দেখি দিনকে দিন ইয়াং হচ্ছেন!!
০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: হে হে
৪| ০১ লা জুন, ২০১৯ ভোর ৬:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাবাস! এটাই না বীরের প্রকাশ।
আমরা সবাই নীরবে সয়ে যাই।
ফলে খারাপ মানুষরা চান্স পেয়ে যাচ্ছে ।
০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা জুন, ২০১৯ দুপুর ২:৩৯
টারজান০০০০৭ বলেছেন: আপনি তো দেহি প্রগতিশীলতার অন্তরায়, ব্যক্তি স্বাধীনতার শত্রু !!!
কলিকাতার বাসে এক টোনাটুনি দম্পতির ভূমিকা পালন করিতে যাইয়া গণধোলাইয়ের সম্মুখীন হইলে বুদ্ধুজীবী, যৌনধিকার কর্মী , ছাম্বাদিক, লেখক-কবি যাহারা ফ্রি ফ্র্রি কলা-মুরগি খাইয়া অভ্যস্ত , তাহারা পরতিবাদ মুখর হইয়াছিল ! আপনি দেহি সমর্থন পাইতাছেন !
আফনারে মুর্দাবাদ !!
০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: এরকম আমি কেন করলাম জানি না। আমি তো এরকম নই।
৬| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:৫৭
জাহিদ অনিক বলেছেন:
হা হা, কেয়া বাত !
ওরা প্রেম করবে ঠিক আছে, জিং জিং করুক আপত্তি নাই--- নিজের ভালো নিজে বুঝলে কে বোঝাবে। তাই বলে বাসে ট্রামে এসব প্রেম যেন নোড়াংমি না হয়ে যায়।
০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: এযুগের পোলাপানরা তো জিং জং করবেই। আমারই ভুল হয়েছে।
৭| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশ করেছেন, বাসে থাকলে আমিও আপনার সাথে থাকতাম।
০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৮| ০১ লা জুন, ২০১৯ রাত ৮:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাস্তাঘাটে যা তা করে বেড়ানোর নাম প্রগতিশীলতা নয়।
০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ০১ লা জুন, ২০১৯ রাত ১১:৩৬
মেঘ প্রিয় বালক বলেছেন: প্রথম গল্পে গরীবদের উপর পুলিশদের অত্যাচার সুন্দর করে ফুটিয়ে তুলেছেন,এসব পুলিশরাই জানোয়ার। দ্বিতীয় গল্পটা বেশ চমৎকার,একজন অভিভাবকের কাজ করেছেন। একজন সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন।
০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: গল্প নয় বাস্তব।
১০| ০২ রা জুন, ২০১৯ সকাল ৮:৪৫
হাবিব বলেছেন: খুব ভালো কাজ করেছেন। সেলুট ভাই
০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| ০২ রা জুন, ২০১৯ সকাল ১০:০০
নীলপরি বলেছেন: বাসে ঠিক কাজ করেছেন ।
০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:৪৩
ল বলেছেন: What a day.
You are just a true legend