নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের পত্রিকা

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:২২



সকাল থেকে বসে বসে আজকের সব ক’টি পত্রিকা পড়ে ফেললাম।
ফযরের আযানের পর আর ঘুমাই নি। বাইরে বের হলাম ছাতা নিয়ে। কিছুক্ষন হাঁটলাম। বাসায় ফেরার পথে দেখি, এক বুড়ো লোক বৃষ্টির মধ্যে জবুথবু হয়ে পলিথিন গায়ে দিয়ে বসে আছে। খুব মায়া লাগলো। কি মনে করে সব ক’টি দৈনিক পত্রিকা কিনে ফেললাম। পড়লাম। আজকের দৈনিক গুলোর কিছু শিরোনাম নিয়েই আজকের পোষ্ট। সব গুলো পত্রিকাতে বিভিন্ন শিরোনামে প্রায় একই রকম নিউজ।

১। মক্কা সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ, তিনি বলেছেন, ও আই সির সহায়তা চাই। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন,।
২। ছাত্রলীগের জটিলতা অচিরেই অবসান হবে- ওবায়দুল কাদের।
৩। Help take Rohingya case to in't l court
৪। All they did was demand fair rice price for farmers
৫। অবৈধভাবে চলছে ৩৭% বাস- ট্রাক, করও দেয় না
৬। ইয়াবা সম্রাটের বিপুল ৩১ কোটি টাকার সম্পদ জব্দ।
৭। বাংলাদেশ সফরে আসবেন মোদি
৮। ১৬ কোটি মানুষের স্বপ্ন জয়ের পথে আজ পা রাখতে যাচ্ছে বাংলাদেশ দল।
৯। দ্বিতীয় দিনেও ট্রেন বিলম্ব
১০। আতর টুপি জায়নামাজের দোকানে উপচে পড়া ভিড়।
১১। যাকাত ফিতরা পাপ ও পাপের গ্লানি দূর করে
১২। এ কে খন্দকার ক্ষমা চাইলেন
১৩। ১০০০ কোটি টাকা চায় টি আই বি
১৪। চীনকে সতর্ক করলো যুক্ত্রাষ্ট্র।
১৫। ধানের দাম নেই, মন্দায় গ্রামীণ ঈদ কেনাকাটা
১৬। কোনো প্রস্তাবেই সাড়া নেই বেসিক ব্যাংকের খেলাপিদের।
১৭। মোদির মন্ত্রীসভায় ৫১ জন্যই কোটি পতি
১৮। সিলেটের ফুটপাতে জমজমাট কেনাবেচা।
১৯। বাংলাদেশ থেকে পশিমবঙ্গে পাচার সিংহ শাবক ও বানর
২০। মানিক মিয়া এভিনিউয়ে হঠাত পড়ে গেল পাম গাছ, অল্পের জন্য মোটরসাইকেল আরোহীর রক্ষা।
ভার্জিনিয়ার বন্ধুকধারীর গুলিতে নিহত ১২
২১। যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা তুঙ্গে
২২। খালি পেটে বেশি লিচু খাওয়া ঠিক নয়।


আজ বাংলাদেশের খেলা আছে। কিছুক্ষনের মধ্যেই খেলা শুরু হবে। আমি নিশ্চিত আজ আমরা জিতবো।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৯ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


রোহিংগা পুরুষদের মাঠে ও সরকারী কাজে লাগানো দরকার।

০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: তাদের তো ওই এড়িয়া থেকে বের হতেই দেওয়া হয় না। সবচেয়ে বড় কথা এই দেশের লোকজনই কাজ পায় না। তারা কাজ পাবে কোথা থেকে?

২| ০২ রা জুন, ২০১৯ বিকাল ৪:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: রোহিংগা সমস্যা সমাধানটা বেশি জরুরি,দিন দিন এটা চরম উত্তেজনায় পৌছাচ্ছে।

০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: আন্তর্জাতিক হস্তক্ষেপ লাগবে।

৩| ০২ রা জুন, ২০১৯ রাত ৯:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোহিঙ্গারা প্রায়ই বাংলাদেশের পাসপোর্ট বানিয়ে নিয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করে। মাঝে মাঝে পুলিশ তাদেরকে ধরে। এদের প্রজনন হার খুব বেশি। 12 লাখ রোহিঙ্গা এক কোটি হতে খুব বেশি হলে সময় নেবে 10 বছর। তারপর তারা শুরু করবে স্বাধীন রোহিঙ্গা ল্যান্ড আন্দোলন। চট্টগ্রাম অঞ্চলেটি বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে। আফসোস!

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: না এতটা হবে না। তার আগেই রোহিংগা সমস্যার হয়ে যাবে।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: না এতটা হবে না। তার আগেই রোহিংগা সমস্যার সমাধান হয়ে যাবে।

৪| ০২ রা জুন, ২০১৯ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


৬/৭ লাখ মানুষকে এভাবে "রিলিফ ক্যাম্পে" বসিয়ে না রেখে, পুরুষদের দিয়ে "সরকারী কাজ" করানো দরকার; এতে দেশের সম্পদ বাড়তো, এবং রোহিংগারা বাংলাদেশকে নিজের দেশের মতো ভালোবাসতে শিখতো।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। ভালো চিন্তা করেছেন।

৫| ০৩ রা জুন, ২০১৯ রাত ১:১১

বলেছেন: রোহিঙ্গা জনগোষ্ঠী হবে বাংলাদেশের একটা দুঃখ ---

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: রোহিংগা সমস্যার সমাধান হয়ে যাবে ।

৬| ০৩ রা জুন, ২০১৯ রাত ৩:২৭

জাহিদ অনিক বলেছেন: ওবায়েদুল কাদের কী দেশে ফিরেছেন ? সুস্থ হয়েছেন?

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: দেশে ফিরেছেন। সুস্থ হয়েছেন।

আপনি কি দেশের খবর রাখেন না? টিভিতে সংবাদ দেখেন না?!!!

৭| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: আপনি সব গুলো কাগজ কিনে নিয়েছেন শুনে ভালো লাগলো ।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নীলপরী।

৮| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনিশ শ' একানব্বই সালে যেসব রোহিঙ্গা এসেছিল তারা কিন্তু ভারতের ফিরে যায়নি। আপনি যত সহজে সমাধান হয়ে যাবে বলছেন ব্যাপারটা তত সহজ নয়।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: যদি তারা না যায়- তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। তাতে আমাদের দেশেরই মঙ্গল।

৯| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: : উনিশ শ' একানব্বই সালে যেসব রোহিঙ্গা এসেছিল তারা কিন্তু বার্মায় ফিরে যায়নি। আপনি যত সহজে সমাধান হয়ে যাবে বলছেন ব্যাপারটা তত সহজ নয় এখানে আন্তর্জাতিক রাজনীতি আছে।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: যা দেখা যায়, তা দেখা যায়। যা দেখা যায় না, তা অসীম শূন্যের ভেতর গভীর সমুদ্রে নাচে!

১০| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একসময় খুব পত্রিকা পড়তাম। এমন হয়েছে ইত্তেফাক অফিসের সামনে দাঁড়িয়ে দেয়ালে লাগিয়ে রাখা পত্রিকাগুলো পর্যন্ত পড়ে শেষ করতাম।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ভেজালে সারাটা দেশ সয়লাব। অথচ আমরা জনগণই ভোদাই, একটি প্রতিবাদও কোথাও করিনি, হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.