নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্তব্ধ সময়

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৫২



‘দরকার ধীর-স্থির ও কষ্টসহিষ্ণু একটি মেয়ে৷ যাঁর চাহিদা থাকবে কম, প্রেরণা থাকবে বেশি’৷
সকালে ঘুম থেকে উঠেই এই কথাটিই মনে হলো- ফরহাদ সাহেবের। ফরহাদ বিয়ে করেছে, আজ ছয় বছর হলো। তার স্ত্রী সুমি। তাদের দু’টা সন্তান। এই শহরেই তারা একটা ভাড়া বাড়িতে থাকে। বিয়ে করার সাত দিন পর ফরহাদের মনে হয়েছে ‘বিয়ে করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। তারপরও এই বঊ বাচ্চা আর সংসার টেনে ছয় বছর পার করে ফেলেছে। এখন সে অতিষ্ঠ। বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেছে। তার দম বন্ধ হয়ে আসে। আর ভালো লাগে না। সমাজ, পরিবার, সন্তান এবং চক্ষু লজ্জার কারনে বউকে তালাকও দিতে পারছে না। অন্যদিকে বউকে সহ্য করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এক বিছানায় ঘুমালেও মনের দূরত্ব সাত সমুদ্র। ফরহাদ মনে মনে চায় সুমি পাশের ঘরে গিয়ে ঘুমাক।

ফরহাদ সাহেব তার স্ত্রীকে সহ্য করার মতোন কোনো কারন খুঁজে পায় না।
অথচ এক সময় এই মেয়ের জন্যই কি পাগলামী’ই না করেছেন তিনি! বিয়ের আগে সপ্তাহে দুই দিন দেখা না হলে পাগল হয়ে যেতেন। এখন ফরহাদ সাহেব বুঝতে পারছেন, বিয়ের আগেই জীবনটাই বেশ সুন্দর ছিল। প্রেম ভালোবাসার সময়টাই আনন্দময়। বিয়ের পর দোজক। গত ছয় বছরে ফরহাদ সাহেবের জীবনটা শেষ। কোনো আনন্দ নেই। সে আর পারছে না। এখন আপনারা জানতে চাইবেন- সমস্যাটা কোথায়? সুমি কি করেছে? ভদ্রলোকের ছেলে বলে, সমস্যাটা যে কোথায় তা কাউকে বলতেও পারছে না ফরহাদ সাহেব। মনে মনে নিজের বউকে অকথ্য ভাষায় গালাগালি করেন সকাল দুপুর। ভদ্রলোকের ছেলে বলে চিৎকার চেচামেচি করতে পারছেন না। চিৎকার চেচামেচি করলে আশে পাশের লোকজন শুনবে। জানবে। হাসবে। বাইরে থেকে অনেকেই বলেন, সুমি খুব ভালো। সংসারটা কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে।

ফরহাদের বউ সুমি মাস্টার্স পাশ।
চালচলনে আধুনিক। সংসার জীবন ছয় বছর হয়ে গেছে। সুমি মনে করে সে তার বেস্টটাই দিয়েছে সংসারে। এখন, ফরহাদ বউ এর রান্না মুখে দিতে পারে না। দিনের পর দিন হোটেল থেকে খেয়ে আসে। অথচ সে নিয়মিত ভালো ভালো বাজার করে। রান্না খারাপ হলেও ফরহাদ সুমিকে বলে না। বলতে ইচ্ছা করে না। সুমি ভালো কথা বললেও ফরহাদের শরীর জ্বলে। গত ছয় মাস ধরে ফরহাদ পারতপক্ষে বউ এর সাথে বাড়তি কথা বলে না। বউ যখন বলে তার বাবা ফোন করেছিল- যেতে বলেছে। তখন ফরহাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সারা বাংলাদেশের সব জাগায় ফরহাদের যেতে ইচ্ছা করে অথচ ওদের বাসায় (শ্বশুরবাড়ি) যেতে ইচ্ছা করে না। ফরহাদের দম বন্ধ হয়ে আসে। ওদের বাসায় গেলে সারাটা দিন মাটি আমার ফরহাদ বলে। সুমি কোথাও বেড়াতে গেলে ফরহাদের খুব শান্তি লাগে। যাক, কিছুটা সময় ধপাশ শব্দ আর ক্যাট ক্যাট থেকে রক্ষা পাওয়া গেল।

আরেকটা বিয়ে যে ফরহাদ করবে সে সাহস তার নেই।
আসলে টাকা নেই। টাকা থাকলে সাহস আপনা আপনি চলে আসে। রাতে সুমি ফরহাদের গায়ে হাত দিলে ফরহাদ ধাক্কা দিয়ে হাত সরিয়ে দেয়। ফরহাদের কাছে মনে হয়- ওর গায়ে বাজে গন্ধ, মুখেও বাজে গন্ধ। কতদিন যে ফরহাদ সুমি’র সাথে সহবাস করে না- তার হিসাব নেই। গত ছয় মাস ধরে সুমি বুঝতে পেরেছে- তার প্রতি ফরহাদেরর ভালোবাসা কমতে শুরু করেছে। তবে ফরহাদ সংসারের অন্যসব দায়িত্ব যথাযথভাবে পালন করছে। দুই হাত ভর্তি করে প্রতি সপ্তাহে নিয়মিত বাজার করে। বাচ্চাদের সমস্ত খরচ যথাসময়ে দিয়ে দেয়। ফল দিয়ে ফ্রিজ সব সময় ভরে রাখে। এমনকি প্রতিমাসের এক তারিখে সুমির হাত খরচ দিয়ে দেয়। এককথায় সংসারের সমস্ত দায়িত্ব পালন করছে।

সুমির কোন কোন বিষয় গুলো ফরহাদের অসহ্য লাগে তা সে একটা তালিকা তৈরি করেছে। তালিকায় ৩১৭ টা বিষয় আছে। যেমন, সুমি সকালে ব্রাশে পেষ্ট লাগিয়ে পেষ্টের মুখ লাগায় না। হাজার বার বলার পরও সে এই কাজ বছরের পর বছর করছে। হাঁটা চলা এমনকি বসার মধ্যেও কোনো সুমির কোনো সৌন্দর্য নেই। ধপাশ করে শব্দ করে বসে। আরে মেয়েদের হাঁটা চলা, বসার মধ্যে একটা নমনীয় ব্যাপার থাকে। সুমি হস্তিনী টাইপ নারী। সে শিক্ষিত হয়েও বস্তির মাতারিদের মতোন আচরন করে। ফরহাদ যখন সারাদিন অফিস শেষ করে বাসায় আসে এবং বিশ্রাম নেয় তখন সুমি এসে কানের কাছে চিবিয়ে চিবিয়ে কথা বলে। যা ফরহাদ একেবারেই সহ্য করতে পারে না। দিনের পর দিন একই অবস্থা। এজন্য ফরহাদ এখন অফিস থেকে দেরীতে বাসায় ফিরে। রাতে বাসায় ফিরেই চুপ করে ঘুমিয়ে পড়ে। সকালে সময়ের আগে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। অফিসে ছুটি একেবারেই নেয় না।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:০৯

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: হুম।

২| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:১৭

ভোলামন বলেছেন: যদি সুমি নামে কেউ পড়তো বা জানতো ! খুবই ভালো লাগতো !

০৩ রা জুন, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: আচ্ছা ধরেন সুমি পড়লো। তাহলে এখন সুমির চিন্তা ভাবনা কি হবে?

৩| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের এত দোষ খুঁজে বের করা ঠিক না ।খুঁজে দেখুন আপনার মধ্যে হাজারটা দোষ পাবেন। আপনি না পেলে আপনার আশেপাশের লোকজন বের করতে পারবেন।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: মানুষ আর ফেরেশতা না। দোষ থাকবেই।

৪| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৫:১৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: মানুষের প্রত্যাশা আর প্রাপ্তি কখনো এক হয়না , ফরহাদকে হয়তো সারাজীব মানিয়ে চলতে হবে

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


জঘন্য পরিস্হিতি তুলে ধরেছেন; ইহাকে কিভাবে সমাধান করতে হবে?

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: মনে করুন এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো।
আপনি কি পরামর্শ দিবেন?

৬| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিশেষ একজন ম্যাডামের সমর্থকদের কাছে শুনতে খারাপ লাগলেও, পৃথিবীতে অনেক কিছুতে আপোষ করেই।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আপোষে আজকাল কাজ হয় না।

৭| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:২৩

সাকলায়েন শামিম বলেছেন: বিষয়গুলো সত্য। শেষ বয়সে আসলেই ভালোবাসার মানুষগুলো অসয্য হয়ে যায় । অবশ্য এটা যার যার ব্যক্তিগত বেশ কিছু কারন থাকে। তবে আমার মনে হয় দুজন মানুষের মাঝে খোলামেলা কথাবার্তা, ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া-পাওয়া সব কিছু যখন একে অন্যেরটা জানতে পরবে তখন এ সমস্যাটা হয়ত কিছুটা কমবে আগামী প্রজন্মের।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৮| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন কোন মানুষ সমস্যা তৈরি করে ।কোন কোন মানুষ সমাধান তৈরি করে।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: জানি না। জানি না/। আমি জানি না।

৯| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: KUALA LUMPUR, June 3 — Muslims in Malaysia will celebrate Aidilfitri on Wednesday (June 5), the Keeper of the Rulers’ Seal Tan Sri Syed Danial Syed Ahmad announced here tonight.

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ০৩ রা জুন, ২০১৯ রাত ১০:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: হঠাৎ আমার একটা জিনিস মনে হলো,
সম্ভাবনাটাকে দূর করে মাথা থেকে তাড়িয়ে দিলাম। ভালো থাকুন।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন।

১১| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:৩৬

নাসির ইয়ামান বলেছেন: দুনিয়ার সবই সম্ভোগজাত বস্তু,আর জগতের সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগ্য জিনিস হলো,সতী নারী!

যার বউ ভাল,তার চোখে জগৎটা অনেক ভালো।
আর যার এর বিপরীত,সে অতৃপ্ত হৃদয় নিয়ে বেঁচে থাকে।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১২| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একজন স্বামী কখনোই ভাল মানুষ নয় যতক্ষন তার স্ত্রীর কাছে সে ভাল।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: আর স্ত্রী??

১৩| ০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৫:২০

কথার ফুলঝুরি! বলেছেন: ওমন মেয়ে খুজে পাওয়া কঠিন, তবে অসম্ভব নয়।
সুমি আর ফরহাদের মত এমন অনেক সংসারই টিকে আছে এবং থাকে শুধু সন্তান ও দায়িত্বের খাতিরে।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৪| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৩৩

জাহিদ অনিক বলেছেন:
বিরাট ঝামেলা!
দাম্পত্য অশান্তি। পারস্পারিক সম্পর্কযুক্ত দ্বিপাক্ষীয় গোলটেবিল বৈঠক দরকার মনে হচ্ছে।
সুমির এতোগুলো খারাপ অভ্যেস বিয়ের পরেই করে নজরে এলো! বিয়ের আগে সে চাবিয়ে চাবিয়ে কথা বলত না? বস্তির মেয়েদের মত আচরণ করত না? রান্না খারাপ হলে, নিজে শিখিয়ে দেয়া যায়। সৌহার্দতা দরকার আছে।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: আসলে বিবাহিত জীবনে সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য দুজনেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। যত ছাড় দেওয়া হবে সংসার তত আনন্দময় হবে।

১৫| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বামী ব্যাটা কে মনে হচ্ছে যেন ধোয়া তুলসী পাতা! তার কি কোনো দোষ নেই ? সে আগে নিজে সংশোধন হোক।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই তার দোষ আছে।

১৬| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:০৪

মুক্তা নীল বলেছেন: রাজীব ভাই ,
ফরহাদ এর সমস্ত সিমটম পরকীয়া । এটা কি বাস্তব ঘটনা ? আপনার এই লেখা পড়ে মনে হল আশপাশের কারো জীবনের ঘটনা পড়লাম ।

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: বাস্তব ঘটনা।
ফরহাদ পরকীয়া করে না। তার সাথে কারো সাথে সম্পর্ক নেই।

১৭| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বাজে অবস্থা....

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: কসাই মাংস বিক্রি করে আর দাম ঠিক করে মেয়র। কী উদ্ভট সত্যের মুখোমুখি আমরা !! তাহলে আলু-পটল-নুন-তেল-কচুর লতির দাম কে ঠিক করবে? তার জন্য কি কোনো সেল আছে?

১৮| ০৪ ঠা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একজন ব্লগারকে দেখতাম গল্প লিখতে। তার নিক ছিল কাকার। উনি কি আজকাল আর লিখছেন না?

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: উনার নিক কাইকর।
টিভি নাটক নিয়েও কাজ করতো। অনেকদিন দেখি না ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.