নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দু\'টি গল্প

২০ শে জুন, ২০১৯ রাত ১১:০২



গল্প এক
সনি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি।
সুন্দর অতি মনোরম বিকেল। আমি সুরভির জন্য অপেক্ষা করছিলাম। সুরভি ফোন দিয়ে বলল, তার আসতে আরো ঘন্টা দেরী হবে। বাসায় হঠাত গেস্ট এসেছে। আমি চুপ করে দাঁড়িয়ে চারপাশ দেখছি। এমন সময়- একটা রিকশা আমার সামনে এসে থামলো।

রিকশাওয়ালা নালিশের ভঙ্গিতে আমাকে বলছে, এই মাইয়া তিন ঘন্টা ধরে আমার রিকশায় করে ঘুরছে। কোথায় যাবে ঠিক করে কিছুই বলছে না। আমি বুড়া রিকশাওয়ালাকে বললাম, শান্ত হোন। আর একটা কথা বলবেন না। আমি দেখছি ব্যাপারটা।
মেয়েটিকে দেখেই আমি বুঝতে পারছি, মেয়েটির কাছে টাকা নেই। আমি রিকশাওয়ালাকে বললাম, আপনার কত টাকা? রিকশাওয়ালা বলল, টাকা তো অনেক, আপনে পাঁচ শ' টাকা দিলেই হবে। আমি ম্যানিব্যাগ খুলে একটা পাঁচ শ' টাকার নোট দিয়ে দিলাম। রিকশাওয়ালা চলে গেল।
মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে কাঁদছে আর একটু পরপর শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছে। কোনো মানুষের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি মেয়েটিকে বললাম, কাঁদবেন না। মনে হয় আপনি সকাল থেকে না খেয়ে আছেন। চলুন আপনাকে আগে কিছু খাইয়ে নিই। আমারও অনেক ক্ষুধা পেয়েছে।


গল্প দুই
ঢাকা শহরটা বড় অদ্ভুত।
ভর দুপুরবেলা আমি মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। হাতে কোনো কাজ নেই। কি করবো, কোথায় যাবো- কিছুই পূর্বনির্ধারিত নয়। গলা শুকিয়ে কাঠ। মাথার উপরে গনগনে সূর্য। চলছে আষাঢ় মাস। অথচ সূর্যের তাপ দেখে মনে হচ্ছে গ্রীষ্ম কাল। একলোক ফুটপাতের সামনে দাঁড়িয়ে গেন্ডারির রস বিক্রি করছে। খাবো কিনা বুঝতে পারছি না। ঠিক এই সময় দেখতে পেলাম এক মেয়ে রিকশায় করে আমার দিকেই আসছে। মেয়েটির চোখে মুখে দিশেহারা ভাব। রিকশাওয়ালা আমার সামনে রিকশা থামিয়ে মেয়েটিকে ধমকের সুরে বলল, নামেন রিকশা থিক্কা। যত্তসব! আমি মেয়েটির মুখের দিকে তাকালাম। মায়াময় একটি মুখ। কি সুন্দর করেই না চোখে কাজল দিয়েছে! হালকা নীলের মধ্যে সাদা সাদা ফুল আঁকা শাড়ি খুব সুন্দর করে পড়েছে। শাড়ির কুচি গুলোর ভাঁজ সমান। কোনো হৃদয়বান মানুষের পক্ষে একটা সুন্দরী মেয়ের সাথে খারাপ ব্যবহার করা সম্ভব না। শুধু মাত্র রিকশাওয়ালাদের পক্ষেই সম্ভব।
তারপরের ঘটনা প্রথম গল্পটির মতোন।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ রাত ১১:১৯

বলেছেন: আপনার গল্পের সব মেয়েরা গরীব কেন !!!!


২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: আমি নিজে গরীব বলে।

২| ২০ শে জুন, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


যথা সময়ে সাহায্যের হাত

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: অসহায় মানুষদের সাহায্য করে বিপুল আনন্দ পাই।

৩| ২০ শে জুন, ২০১৯ রাত ১১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা তাহলে ভাইয়ের নারী ভাগ্যটা বেশ ভালোই বলতে হবে। আজ আমি একটু অন্য প্রসঙ্গে মন্তব্য করব।
আমার এক সিনিয়র সহকর্মীকে প্রায়ই বলতে শুনতাম দুস্থদের বই,খাতা, ব্যাগপত্র কিনে দেওয়ার কথা। পরে আরো একটু ঘনিষ্ঠ হয়ে উনার নিজের এলাকায় গিয়ে জানতে পারি, উনি পারিশ্রমিক বিনা কোন ছাত্রকে পড়াতেন না। কোন কন্যাদায়গ্রস্ত পাওয়া মা এলে তাদেরকে সাহায্য করতেন না। পরে জানতে পারি ওনার যুক্তি ছিল শিক্ষা বা বিবাহ কখনো ভিক্ষা দিয়ে হয়না। অথচ ভাষণ দানের ব্যাপারে কোন জুড়ি ছিল না।
('শুধু ধন্যবাদ দাদা' -প্রতিমন্তব্য নয় , আরও একটু বেশি চাই হাহাহাহাহা..)

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: দাদা খোঁচা দিলেন নাকি আমাকে??
না দাদা এরকম আশা করি না আপনার কাছ থেকে।
আপনাকজে বড্ড ভালোবাসি।

৪| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:০৪

মাহমুদুর রহমান বলেছেন: ছেলে হলে কি বলতেন?

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ছেলে হলেও সাহায্য করতাম। নারী পুরুষ আদালা করিনি।
লক্ষ্য করে দেখবেন- আমি মানুষ বলেছি।

৫| ২১ শে জুন, ২০১৯ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব মাইয়ারা খালি আপনার কাছেই চইলা আসে।
ব্যাপারটা খারাপ না।

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আমি তো মানুষকে মানুষ হিসেবে দেখি।

৬| ২১ শে জুন, ২০১৯ সকাল ১০:০৬

কালো যাদুকর বলেছেন: সবার ধারণা কেন মেয়েরা লেখকের কাছে আসে। এটা ভুললে চলবে না, এটা শুধুই গল্প। একজন লেখক চাইলে গল্পে অনেক কিছুই করতে পারেন।

আমি সিওর , এখানে মেয়ের জায়গায় অনাথ ছেলে হলে, পাবলিক গল্পে খুব বেশী অগ্রহী হত না.. হা হা হা

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

৭| ২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আপনি বরং এক কাজ করেন।
সব দৈনিক গুলোতে বিজ্ঞাপন দেন। যে সব মেয়ে শাড়ি পরে, দেখতে ভালো এবং গরীব (মানে রিকশা ভাড়া নাই আর কি :P ) তারা যেন আপনার সাথে রিকশা ভাড়ার জন্য যোগাযোগ করে। =p~

২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা জীবনে কারো না কারো সাথে ঘটে।

৮| ২১ শে জুন, ২০১৯ দুপুর ১২:০১

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: এরকম ঘটনা জীবনে কারো না কারো সাথে ঘটে। আপনার সাথে খুব ঘন ঘন ঘটে। ;)

২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: না, মানে ইয়ে।

যাই হোক। মানব জীবনে এরকম কত'ই ঘটনা ঘটে ঘটছে।

৯| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৪

এ.এস বাশার বলেছেন: সিনেমাটিক ব্যাপার.................গল্প হলেও সত্যি.........

২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: জ্বি সত্যি।

১০| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৭

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
প্রথমে ভেবেছিলাম গল্প, এখন তো দেখছি সত্যি ঘটনা।
সুরভি ভাবি জানে ? পাখি দুটির ছবি খুব সুন্দর ।

২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: পাখির ছবিটা এক বৃষ্টির দিনে কমলাপুর রেল স্টেশন থেকে তুলি।

১১| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৯

করুণাধারা বলেছেন: স্বপ্ন হলেও সত্যি!!

২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: হুম।

১২| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইকে অনিচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমার ধারণা ছিল ভাই আমার মন্তব্যটা নিজের গায়ে মাখবে না।
আমি আমার পুরানো সহকর্মীর চালাকির কথা উল্লেখ করেছি মাত্র। যাই হোক প্রেজেন্টেশনটা ভুল ভাবে উপস্থাপিত হওয়ার জন্য ক্ষমাপ্রার্থী বা প্রতিমন্তব্যে আবার আসা। আশা করি এরপর ভাইয়ের মনে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটবে।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২১ শে জুন, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: দাদা, না খুব রাগ করিনি। অল্প রাগ করেছি। আর এখন তো আপনার এই মন্তব্য পড়ে সব পানি হয়ে গেছে।
আমার রাগ বেশি ক্ষন থাকে না।

ভালো থাকুন। দোয়া করবেন।

১৩| ২২ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ছোটো গল্প ।

২২ শে জুন, ২০১৯ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ২৩ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো লেগেছে।

২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.