নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রবীন্দ্রনাথের গান গুলো আমাকে শান্তি দেয়, আনন্দ দেয়। দুশ্চিন্তা মুক্ত রাখে। বারবার মুগ্ধ হই। গানের কথা আর সুর অসাধারন। আজ সকালে ঘুম থেকে উঠেই এই গানটা শুনলাম-
‘’ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥‘’
গানটা অনেকবার শুনলাম। একসময় মা যখন রবীন্দ্রনাথের গান শুনতেন তখন আমার বিরক্ত লাগতো। আর আজ আমি নিজের সেই সব গান গুলো মুগ্ধ হয়ে শুনি।
খুটখুট শব্দে ঘুম ভেঙ্গে গেল।
ঘুম ভেঙ্গে গেলেও আমি চোখ বন্ধ করে রেখেছি। আমার ধারনা রাত তিনটা বাজে। খুট খাট শব্দ আসছে রান্না ঘর থেকে। এত রাতে রান্না কে করবে? হাত দিয়ে দেখলাম সুরভি আমার পাশেই শুয়ে আছে। তাহলে রান্না ঘরে কে? অথচ রান্না ঘর থেকেই শব্দ আছে। কে যেন ডিম বাজছে। ডিম ভাজার গন্ধ পাচ্ছি। যেহেতু আমি একজন আধুনিক মানুষ, কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস নেই। তাই লাইট অন করে রান্না ঘরে না ঢুকে চিন্তা করতে লাগলাম- এত রাতে রান্না ঘরে ডিম কে ভাজছে।
কোনো ভূত রান্না ঘরে ডিম ভাজতে যায়নি।
আমার মাথার কাছে একটা জানালা আছে। জানালায় পর্দা ঝুলানোর জন্য স্টীলের স্ট্যান্ড লাগানো। সেই স্ট্যান্ডে সকালে হেঙ্গার থেকে শার্ট নিয়ে, হেঙ্গারটি পর্দার স্ট্যান্ডে ঝুলিয়ে রেখেছি। হেঙ্গারটি ফ্যানের বাতাসে কেঁপে ঠক ঠক শব্দ হয়েছে। আমার কাছে সেই শব্দ মনে হয়েছে রান্না ঘর থেকে এসেছে। আর ডিম ভাজার গন্ধটা মনে হয় আমার মস্তিস্ক তৈরি করেছে। অথবা পাশের বাসার কেউ সত্য সত্য ডিম ভাজছে।
রবীন্দ্রাথের আরেকটি গান আমাকে মুগ্ধ করে-
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥
বিশ্বহৃদয়্পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে—
তোমার সুরে সুরে সুর মেলাতে?।
অসাধারন গান। অসাধারন সুর। তুলনা হয়। জাস্ট গ্রেট। রবীন্দ্রনাথ একজন ম্যাজিশিয়ান। সবার মনের কথা লিখে গেছেন।
প্রায় ছয় মাস ধরে বেকার বসে আছি।
জমানো টাকা সব শেষ। সারাদিন মুভি দেখি, বই পড়ি, গান শুনি আর বই পড়ি। ক্ষমতাবান মামা চাচা নেই- তাই আমার কপালে চাকরীও নেই। ঘুষ দিয়ে যে চাকরী নিবে সেই টাকাও নেই। আমার মতো বেকার যুবকের অভাব নেই। যখন আমি ভাবি আমি একাই বেকার না, আরো বহু লোক বেকার- তখন শান্তি শান্তি লাগে। পরিচিত সবার কাছেই গিয়েছি। সবাই ফিরিয়ে দিয়েছে। চাকরী পাওয়ার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছি। এখন আর সেই চেষ্টা করিও না। কিন্তু সংসার চলবে কি করে? এই চিন্তা করতে গেলেই দম বন্ধ হয়ে আসে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বেকার লোক কম, তাই গ্রামে ধান কাটার জন্য লোক পাওয়া যায় না। গ্রামে গিয়ে যে ধান কাটবো, ধান কি করে কাটে তা-ও তো জানি না।
অনেক প্রতিভা নিয়েই জন্মেছিলাম।
কিন্তু কিচ্ছু হলো না। চলছে আষাঢ় মাস। অথচ বৃষ্টির দেখা নেই। গ্রীষ্ম কালের চেয়ে বেশি গরম এখন। চামড়া জ্বলে যায়, পুড়ে যায়। সেদিন উত্তরা যাবো। লাফ দিয়ে এক বাসে উঠলাম। ভাগ্য ভালো ছিট পেলাম। বাইরে কড়া রোদ। প্রচন্ড গরম। কিছু দূর যেতেই অনেক যাত্রী উঠলো। একযাত্রী আমার সামনে দাঁড়ালো। ভয়াবহ বাজে গন্ধ। ঘামের বাজে গন্ধে আমার বমি এসে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। এর চেয়ে ডাস্টবিনের ময়লার গন্ধও অনেক ভালো। ঘামের গন্ধ এমন ভাজে হতে পারে- আমার ধারনার বাইরে। আমি লাফ দিয়ে যেভাবে বাসে উঠেছিলাম, ঠিক সেভাবেই লাফ দিয়েই নেমে গেলাম। বাস থেকে নেমেও শান্তি নেই। ঘামের গন্ধ পিছু ছাড়ছেই না। ঘটনা কি যেখানেই যাচ্ছি ঘামের গন্ধ পাচ্ছি। শেষে আবিস্কার করলাম- ঘামের বাজে গন্ধ আমার গা থেকেই আসছে।
২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: হুম।
২| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো হয়েছে
২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৫০
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ভালো লিখেছেন । কিন্তু মনে রাখবেন , রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৪| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৫৮
সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: অসাধারণ লিখেছেন, শুভ কামনা।
২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৫| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:২৫
ল বলেছেন: ছয়মাস থেকে বেকার - এর আগে কি করতেন ?
২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: চাকরী করতাম।
৬| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৩০
শায়মা বলেছেন: ভাইয়া ইহা কি সত্য ঘটনা অবলম্বনে রচিত!
২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে---
ইহা সত্য।
৭| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:০১
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই , এই লেখাটা পড়ে আপনার জন্য মন খারাপ লাগছে । রবীন্দ্র সংগীত আমারো প্রিয়।
২৬ শে জুন, ২০১৯ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: মন খারাপ করার কিছু নাই। বাস্তব মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
৮| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:২৭
শায়মা বলেছেন: তাহলে মন ভালো করো ভাইয়া......ফাগুন হাওয়া
২৬ শে জুন, ২০১৯ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন খুবই ছোট একটা ব্যবসা শুরুন করুন।
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: এই দেশে আমার মতোন মানুষের জন্য কোনো ব্যবসা নেই।
১০| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৬:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি রাজনীতির খাতায় নাম লেখান।
ঠিকাদারী ব্যবসা শুরু করুন।
লাভ ৫০০%।
বিফলে মূল্য ফেরত।
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: জ্বী, ধন্যবাদ।
১১| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৭:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছয় মাস বেকার যেনে কষ্ট লাগলো, ভালো লিখেছেন বাস্তব কথাগুলো সুন্দরভাবে।
শুভকামনা রইল আপনার জন্য
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
১২| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৯
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
২৬ শে জুন, ২০১৯ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার ভালো করুক।
১৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:১৮
মেঘ প্রিয় বালক বলেছেন: পড়লাম
২৬ শে জুন, ২০১৯ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ১১:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,
এই পোস্টটি পড়ে আমার ঠিক মন্তব্য করার মত মানসিক অবস্থা ছিল না। যে কারণে মন্তব্য না করার সিদ্ধান্ত নেই।পাওয়া চাকরি চলে গেলে বা বেকারত্বের জ্বালা নিজের পরিচিত বা আত্মীয়-স্বজননের মধ্যে দেখলে প্রচন্ড হতাশ হয়ে পড়ি। অন্তরের অন্তস্থল থেকে ভাইয়ের জন্য শুভকামনা রইল। 6 মাস সময়টা আমার চিন্তাটা বহুগুণ বাড়িয়ে দিল।
২৭ শে জুন, ২০১৯ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আমি এই ভেবে শান্তি পাই যে আমার চেয়ে বহু গুন খারাপ অবস্থায় বহু লোক রয়েছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এর ই নাম সংসার।