নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮



আমি সুখী, কারন আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি অতি দ্রুত ভুলে যাই। শুধু ভুলে যাই না, দেখা যায় তার সাথে গলায় হাত দিয়ে চা খাচ্ছি। গল্প করছি। অথচ যার গলায় হাত দিয়ে চা খাচ্ছি সে আমাকে পেছন দিক থেকে ছুরি মেরেছিল। আমার ক্ষতি করেছি, অপমান করেছিল। আমি ভুলে যাই, সব ভুলে যাই। বারবার ভুলে যাই। কিন্তু হুট হাঁট করে একসময় আমার একটু আধটু মনে পড়ে। তখন নিজের উপর রাগ হয়, যে আমাকে অপমান করেছে, আমার ক্ষতি করেছে- আমি তার সাথে বসে চা খাচ্ছি! তখন নিজেকে বলি রাজীব ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দেই।

আপনার চিন্তা ভাবনা একটু পজেটিভ করুন।
ছোট্র একটা দেশ। মানুষ বেশী। নানান সমস্যা থাকবেই। সরকার আমাদের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। (ঢাকায় বসবাসরত সকল নাগরিক এগিয়ে না আসলে ঢাকা সিটি-কর্পোরেশনের ২ মেয়র ও ২/৪ শত মশক নিধন কর্মীর পক্ষে ঢাকা শহরের মশা সমস্যা সমাধান করা আগামী ১০০ বছরও সম্ভব হবে না।)
এই শহরের মানুষ গুলো রাস্তায় বের হলেই কেমন অমানুষ হয়ে যায়। কেউ কোনো নিয়ম মানতে চায় না। বরং নিয়ম নামাটাই তারা বাহাদূরী মনে করে। এই দেশের মানূষের মানসিকতা না বদলালে দেশের উন্নতি সম্ভব না।

প্রচুর বৃষ্টিপাত হলে ঢাকা শহরে বছরে দুই একদিন রাস্তায় পানি জমে থাকে। আপনারা হায় হায় শুরু করে দেন। আমি বলব এত অস্থির হওয়ার কিছু নেই। দরিদ্র একটা দেশে রাতারাতি সব সম্ভব না। চিন্তা করে দেখুন, আজ থেকে ২৫ বছর আগে বিক্রমপুর যেতে সময় লাগতো- ৭/৮ ঘন্টা। আর এখন সময় লাগে এক ঘন্টা। উন্নতি হচ্ছে। পদ্মাসেতু আর মেট্রোরেল হয়ে গেলে সমস্ত দেশে আলোড়ন সৃষ্টি করবে। ঢাকার বাইরে রাস্তা গুলো দেখলে মন ভরে যায়।

রাস্তায় জ্যামে পড়লেই হায়-হায় শুরু করে দেন। লন্ডন আমকেরিকার সাথে নিজের দেশের তুলনা করেন। যারা এই তুলনা করেন তারা অবশ্যই বোকা। কেন বুঝতে চান না, ঢাকা শহরটা খুব ছোট। ধারন ক্ষমতার তিন গুন বেশি লোক বাস করে। জ্যাম হবে নাতো কি হবে? সমস্যা গুলো বুঝুন। পজেটিভ চিন্তা ভাবনা করুন। অন্য বহু দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। একবার চিন্তা করে দেখুন, আপনার পকেট ভর্তি টাকা কিন্তু বাজারে মাছ নেই। বা ভাতের চাল নেই। তখন কি করবেন?

আপনার যা কিছু দরকার সবার আগে নামাজ পড়ে, আল্লাহর কাছে চাইবেন। তিনি ব্যবস্থা করে দিবেন উছিলার মাধ্যমে। বিশ্বাস করুন তিনি দেন। মন থেকে চান, তিনি অবশ্যই দিবেন। আমাকে দিয়েছেন। আমি মনে প্রানে, বিপদে আপদে নিজের অজান্তেই আল্লাহকে ডাকতে থাকি। অটোমেটিক আল্লাহর নাম জপ করতে থাকি। একটা ভুল করলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। সময় সুযোগ পেলেই প্রতিটা মুসলমানের উচিত আল্লাহর প্রশংসা করা। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, আমাদের ক্ষমা করে দাও। তোমার রহমত থেকে আমাদের নিরাশ করো না।
আল্লাহ বলেন, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব!"

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।

২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আপনি তো দেখি দিনকে দিন মানব থেকে মহামানবের দিকে ধাবিত হচ্ছেন! =p~

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে। ব্যস। গাইতে গাইতে গায়েন।

৩| ১৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে। হন, আশাবাদী হয়েই থাকেন। যতোদিন বাচবেন, এভাবেই থাকেন। এই আশাবাদ নিয়েই একদিন মরে যাবেন। আর ঢাকা এমনই থাকবে, কিংবা আরো খারাপ হবে।

ঢাকার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। সরকার চাইলে আগামী পাচ বছরে ঢাকার অর্ধেক সমস্যার সমাধান করে ফেলতে পারে; আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, পরিকল্পনাও দিয়ে দিতে পারি। কিন্তু কি লাভ? আমাদের কথা কেউ শুনবে না।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৪

রাজীব নুর বলেছেন: না, ভুল কথা।
সামনে আমাদের সু সময় অপেক্ষা করছে।

৪| ১৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ইতিবাচক মন মানসিকতাকে স্যালুট, কাঠ গোলাপ আমার প্রিয় ফুল।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৩

মাহের ইসলাম বলেছেন: ভুলে যেতে পারাটাই মানুষের সবচেয়ে ভালো গুণ।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৬

রাজীব নুর বলেছেন: হে হে--

৬| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




যাক.... এবার তা হলে উপলব্ধি হয়েছে যে আপনি সুখি! আমরাও আপনার সুখে সুখি।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি সুখী, কারন আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি অতি দ্রুত ভুলে যাই।
....................................................................................................................
সুখ বা দু:খ কথাটাই আপেক্ষিক,
মাত্রাটা কার জন্য কতটুকু প্রযোজ্য এখনও বোধহয়
কোন বিজ্ঞানী পরিমাপ করতে পারে নাই ।
তবে অল্পতে সন্তষ্ট বা সুখি,
জীবনের জটিলতা থেকে রক্ষা করে ।
.........................................................................................

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একবার ধর্মকে আফিম বলেন, আরেকবার আল্লাহর কাছে চাইতে বললে হবে?

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: একটা কথার সাথে আরেকটা কথা মিলাবেন না।
পথ তো দুইটা। দুই পথের কথা একসাথে করতে গেলেই ভুল বুঝাবুঝি হয়।

৯| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ উপলব্ধি !

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪২

অর্থনীতিবিদ বলেছেন: সব বিষয়ে চিন্তাভাবনাকে পজিটিভ করা হলে তো ভালোই। সব সমস্যার সমাধান হয়ে যায়।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৯

মোবারক বলেছেন: অসাধারণ লিখা, কপি মারতে ইচ্ছে হচ্ছে।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: কোনো সমসয়া নাই, যেটা ভালো লাগবে নিয়ে নিবেন।
এটা অতি তুচ্ছ বিষয়।

১২| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যদি মানুষকে কিছু একটা বলতেন, পৃথিবী ভয়ংকর এক সুখের মাঝে থাকতো; যারা বলে, "আল্লাহ বলেছেন", এরা হয় মিথ্যুক, না হয় বেকুব; আল্লাহ কোনদিন কিছু বলেননি।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আহ ট্রাই টু আন্ড্রাসটেন্ড।

১৩| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ইসিয়াক বলেছেন: নামাজ পড়ি তবে মাঝে মাঝে নামাজে ফাঁকি ও দেই ।কে জানে আল্লাহ কি করবেন। তবে আল্লাহ অতি ক্ষমাশীল।

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: বার বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.