নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১০১

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৬



১। স্বপ্নে দেখি-
আমার ৫ বছর বয়স। আমার হাতে একটা বই, বইয়ের নাম- 'চলো যাই চিড়িয়াখানায়। বই পড়তে পড়তে আমার ইচ্ছা হলো চিড়িয়াখায় যাব, আমি বাবা আর মা।

সকাল ৯ টায় রওনা দিলাম চিড়িয়াখনার উদ্দেশ্যে। বাসে ওঠার আগেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি আর থামে না। বাবা-মা সিদ্বান্ত নিলেন এই বৃষ্টির মধ্যে আজ আর যাওয়া যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাসায় ফিরলাম।

চিড়িয়াখানায় যেতে না পেরে আমার অনেক মন খারাপ হলো। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আমার মা বলে উঠলেন, 'অ্যাই দ্যাখো! তোমার ছেলে কান্না শুরু করেছে।' আবার বাবা আমাকে বললেন, 'মন খারাপ কোরো না। আজ আমরা যেতে পারি নি সত্যি, কিন্তু পরের বার আমরা ঠিকই যাবো।'

২। ইরানী মুভিগুলো দেখার পর মানবিক দিক দিয়ে খুব তাড়িত হই। তাড়িত হতে ভালো লাগে। আজ দেখলাম- 'The White Balloon' । এটা ১৯৯৫ সালের ইরানী ড্রামা মুভি । পরিচালনা করেছেন জাফর পানাহি। মুভির গল্প যেমন তেমন কিন্তু বাচ্চা দুইটার অভিনয় একদম চোখে লেগে থাকার মতো।

কাহিনি এই রকমঃ বাচ্চা মেয়েটি মায়ের হাত-পা ধরে তাকে একটা গোল্ড ফিশ কিনে দেবার জন্য। অভাবী মায়েদের মতো এই মা ও তার শিশুর আবদার পাশ কেটে যায়। কিন্তু মাকে অনেক কষ্টে পটিয়ে মেয়েটার বড় ভাই তাকে মাছে কেনার টাকা এনে দেয় । একটা ৫০০ টাকার নোট দেওয়া হয়, মাছের মুল্যবাবদ ১০০ টাকা রেখে তাকে বাকি টাকা ফেরত দিতে বলা হয়। বারবার স্মরন করিয়ে দেওয়া হয়, তার টাকা যেন না হারায়। কিন্তু মেয়েটা হারিয়ে ফেলে টাকা, আবার খুজেও পায়। মুল গল্প এই।

আগামীকাল দেখব- About Elly । এটাও ইরানী মুভি।

৩। সে অনেক অনেক দিন আগের কথা।
এক রাজ্যে ছিল এক রাজকুমারী। তার ছিল খুব গল্প, কবিতা আর গানের শখ।পাশেই বনে রোজ বসতো পাখিদের কবিতা, গান, গল্পের আসর। হাজার রকমের পাখি আসতো সেখানে। লাল পাখি, হলুদ পাখি, কমলা পাখি ,সবুজ পাখি সারা পৃথিবীর সুকন্ঠি সব পাখি।রাজকুমারী মুগ্ধ হয়ে শুনত পাখিদের গল্প, কবিতা আর গান। সেও মাঝে মাঝে পাখিদের সাথে গলা ছেড়ে গান ধরত, মিহি কন্ঠে আবৃত করে যেতো কবিতা, সবাইকে সুন্দর সুন্দর গল্প বলতো। এক দিন কি হল রাজকুমারী পাখিদের সাথে গান গাইছে এমন সময় দেখে চিহি চিহি করে তাকে দূর থেকে ভেঙাচ্ছে এক বাঁদর।রাজকুমারী বাঁদরের দুষ্টমি দেখে হেসেই খুন। আর বাদরটিও দেখতে ছিল খুব কিউট। অন্য সব বাঁদরদের থেকে দেখতে অনেকটাই আলাদা। মাঝে মাঝে সে মানুষের মত দু পায়ে দাঁড়াতে পারে, কুস্তি করতে পারে, ভিন্দেশী ভাষায় কুটকুট করে কথা বলতে পারে। রাজকুমারী বাঁদরকে দেখে তো অবাক!

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good morning.

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: শুভ বিকেল।

২| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৮

আখেনাটেন বলেছেন: ইরানী আর্ট ফিল্মগুলো আসলেই অন্যরকম।

মাজিদ মাজিদির 'চিলড্রেন অব হ্যাভেন' দেখে তো টাস্কি খেয়ে গিয়েছিলাম। সামান্য জুতা নিয়েও এরকম ছবি বানানো যায়।

আসগর ফারহাদি'র অস্কার পাওয়া 'অ্যা সেপারেশন'-এ বউয়ের অনুপস্থিতিতে ছেলে কর্তৃক বাবাকে গোসল করানোর সময় সেই কান্না র দৃশ্য কখনই ভোলার নয়।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত মুভি। দূর্দান্ত অভিনয়।
মুভি দেখার পর মনটা বিষন্ন হয়ে যায়।

৩| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মুভি দেখেও অনেক কিছু শেখা যায়। অনুপ্রাণিত হয়েছি, সময় করে আমারও দেখার ইচ্ছা হচ্ছে।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: প্রতিটা মানূষের ভালো ভালো বই পড়া উচিত। আর ভালো ভালো মুভি দেখা উচিত।

৪| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

বাদরে ক্যারেক্টারে কিঞ্চিৎ বাদড়ামি আছে।।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি, মন্তব্য করার জন্য।

৫| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: চিড়িয়াখানা আর শিশুপার্কে যাওয়া একসময় বাংলাদেশী শিশু কিশোরদের কাছে ছিলো স্বপ্নের মতো।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: এখনও বহু শিশু বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় যায়। তাদের হাসি মুখ দেখার জন্য আমি নিজেও চিড়িয়াখানায় যাই। হে হে

৬| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইরানী ছবি কোন ভাষায় হয়? পারসী না ইংরেজি?

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আমি বাংলা ডাবিং দেখেছি।

৭| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১২

আমিই মুসাফির বলেছেন: ভালা

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০

ঢাবিয়ান বলেছেন: সুখী মানুষ। শেষ কবে তিন ঘন্টার একটা পুরো সিনেমা দেখেছি মনে করতে পারছি না।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: হায় হায় ---
আমি প্রতিদিন কমপক্ষে একটা সিনেমা দেখিই।

৯| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good morning.

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

১০| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৬

তারেক ফাহিম বলেছেন: পুরো মুভিতে কতটুকু সময় ব্যয় করেন?

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: হআ হআ হআ---
একটা মুভি দুই আড়াই ঘন্টা হয়।

১১| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


রাজকুমারীর গল্পটা বোরিং হয়েছে

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: স্যরি।

১২| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৭

আনমোনা বলেছেন: মিথ্যাগুলো সত্যের চেয়ে ভালো

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: আর মিথ্যায় কারো কোনো ক্ষতি হয় না।

১৩| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



ভালো। এই লেখাগুলো পড়ে মনে হয়, রাজীব ভাই চাইলেই হুমায়ুন আহমেদের মতো অনেক বই লিখতে পারতেন। দু'জনের ভাবনা আর লেখার মধ্যে তফাৎ সমান্য। সিরিয়াসলি কথাটি বললাম রাজীব ভাই।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: এটা আমার জন্য বছরের সেরা মন্তব্য।

১৪| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নীলপরি। ভালো থাকুন।

১৫| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৯

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: হে হে
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.