নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন গাছকে ভালোবাসি

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২




সাবধান হয়ে যাও, আকাশে ও পৃথিবীতে যা কিছু সব আল্লাহরই ৷ তোমরা যে নীতিই অবলম্বন করো আল্লাহ তা জানেন ৷ যেদিন লোকেরা তাঁর দিকে ফিরে যাবে সেদিন তিনি তাদের বলে দেবেন তারা কি সব করে এসেছে৷ তিনি সব জিনিসের জ্ঞান রাখেন।

আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে।খুব কষ্ট হচ্ছে আমার।

তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।

আমরা সবাই ঢাকা থাকি শুধু আমার লাল চাচা গ্রামের বাড়িতে থাকেন। আমাদের গ্রামের বাড়ি অনেক রকম গাছ আছে। সব গুলো গাছ অনেক বড় বড়। একদিন লাল চাচা'র টাকার দরকার হলো, তিনি কাউকে কিচ্ছু না জানিয়ে সব গুলো গাছ কেটে বিক্রি করে দিলেন।

এক শুক্রবার আমি আর আব্বা গ্রামের বাড়িতে গেলাম। গিয়ে দেখি উঠান ফাঁকা। একটা গাছও নেই। আব্বা খুব রাগারাগি করলো লাল চাচার সাথে। এই গাছ গুলো অনেক যত্ন নিয়ে লাগিয়ে ছিলেন, আমার দাদা আর আব্বা। লাল চাচার এই কর্মকাণ্ডে আব্বা খুব কষ্ট পেলেন। তিনি রাগ করে বললেন- আমি আর গ্রামের বাড়ি যাব না।

লাল চাচা একদিন আমাকে ফোন করে জানালেন, তিনি আবার নতুন করে অনেক গুলো গাছের চারা লাগিয়েছেন। সারাদিন তিনি গাছের যত্ন নিতে খুব ব্যস্ত। তার খাওয়া-দাওয়া, গোছল, ঘুম সব হারাম হয়ে গেছে। আব্বা যেন একবার গ্রামে গিয়ে দেখে আসে।

গাছ কেটো না, গাছ মেরো না, গাছ আমাদের ভাই।
মন দিয়ে আজ শোনো সবাই- বলতে শুধু চাই-
গাছের মতো এমন ভালো বন্ধু নাই।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন:

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০০

জাহিদ হাসান বলেছেন: পৃথিবীকে বাচাঁতে গাছকে ভালোবাসতেই হবে। গাছ লাগাতেই হবে। এর কোন বিকল্প আজো আবিস্কৃত হয়নি।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: যে পরিমান গাছ কাটা হচ্ছে, সেই পরিমান গাছ লাগানো হচ্ছে না।
পুরো পৃথিবীর ভয়াবহ অবস্থা হচ্ছে। অথচ কারো মধ্যে কোনো চিন্তা দেখি না।

৩| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পচা পেঁয়াজের ঝাঁজে শতাধিক গাছের মৃত্যু । ---- প্রথম আলো (২৫.০৭.১৯)
:(

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হায় হায়---

৪| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: গাছ লাগান, পরিবেশ বাচান।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: বলবেন না।
গাছ লাগান।
সবাই শুধু বলে। কিন্তু গাছ লাগায় না।

৫| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১১

রাকিব আর পি এম সি বলেছেন: আসলেই গাছ আমাদের ভাল বন্ধু। কিন্তু কতজন মানুষ এই কথাটা উপলব্ধি করতে পারে? :(

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: পুরো বাংলাদেশ গাছ লাগিয়ে ভরে ফেলতে হবে।

৬| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: গাছ প্রকৃতির সবচে বড় বন্ধু।
গাছ মানুষের সবচে উপকারী বন্ধু

গাছ লাগান- নিজেকে বাঁচান

++++++++

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি দশ টা গাছ লাগান।

৭| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাছ প্রচুর ভালোবাসি তাইতো দিনরাত খালি ছবি তুলি

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: ১০০ ছবি তোলার চেয়ে তিনটা গাছ লাগানো বেশি গুরুত্বপূর্ণ।

৮| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভবত ১৯৯৭ সাল হবে। গাছ নিয়ে একটি গল্প লিখে একটি পত্রিকায় পাঠিয়েছিলাম। ছাপা হয়েছিল। সেই পত্রিকা থেকে সম্মানী বাবদ ১২৫ টাকা পেয়েছিলাম।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: সেই গল্পটা পড়তে ইচ্ছা করছে। কোথায় পাবো?

৯| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: গাছতো কাটতে হবে বাসায় ফার্নিচার, বিয়েতে যৌতুক বাবদ ফার্নিচার !!! গাছ কেটে দেশকে মরুভূমি করে দিতে হবে। তখন দেশে উট আমদানী হবে - আমরা উটে চড়বো !!!

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: উট চড়ানোর সময় পাবো না। এর আগেই সবাই মারা পড়বো।

১০| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৩

নজসু বলেছেন:





গাছ লাগাই
পরিবেশ বাঁচাই।

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: কমপক্ষে দশটা গাছ লাগিয়ে এসে আমাকে জানান।

১১| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেইই গল্পটি আমারও খুব পড়তে ইচ্ছা করছে । কিন্তু দুঃখের বিষয় হল সেটার কোন সংগ্রহ আমার কাছে নেই। আফসোস!

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
কিন্তু আপনার লেখা গল্প, তাই গল্পের থিমটা নিশ্চয় মনে আছে। তাই নতুন করে গল্পটা সামুর ব্লগারদের জন্য একটু কষ্ট করে লিখে ফেলুন।

১২| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৯

তারেক ফাহিম বলেছেন: আসুন, সবাই গাছ লাগাই।
পরিবেশ বাঁচাই।

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: গাছ লাগানোর কথা বলবেন না। গাছ লাগিয়ে তারপর এসে বলবেন।
সবাই শুধু গাছ লাগানোর কথা বলে কিন্তু কেউ গাছ লাগায় না।

১৩| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন: লেখক বলেছেন: গাছ লাগানোর কথা বলবেন না। গাছ লাগিয়ে তারপর এসে বলবেন।
সবাই শুধু গাছ লাগানোর কথা বলে কিন্তু কেউ গাছ লাগায় না।



শাসনামর্মে মাজা পেলুম :D

আপনার বাড়ীতে গিয়ে ঘুরে আসা দরকার।

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: ওয়েলকাম।

১৪| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩১

নাসির ইয়ামান বলেছেন: ভাই, ঢাকার বদ্ধ ও নোংরা পরিবেশে টিকতে না পেরে চাকরি ছেড়ে দিয়ে এখন বগুড়ার একটি শহরতলীতে বাস করছি!
এখানে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারি।

তবে চিন্তা হয়,রোজগারের জন্য অসহায় গরীবদের ঢাকায় পড়ে থাকার জন্যে!

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: গরীব মানুষ শুধু ঢাকাতে নয়, পুরো বাংলাদেশেই আছে।

১৫| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩১

নাসির ইয়ামান বলেছেন: ভাই, ঢাকার বদ্ধ ও নোংরা পরিবেশে টিকতে না পেরে চাকরি ছেড়ে দিয়ে এখন বগুড়ার একটি শহরতলীতে বাস করছি!
এখানে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারি।

তবে চিন্তা হয়,রোজগারের জন্য অসহায় গরীবদের ঢাকায় পড়ে থাকার জন্যে!

১৬| ২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি যেখানেই যাই চেষ্টা করি সেখানের পরিচিতদের নিয়ে গাছ লাগাতে । আমার কাছে সবুজ অনেক ভাল লাগে । প্রকৃতিতে সবুজ বিলীন হয়ে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই ।

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.