নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভাবুন

২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:১০



পৃথিবীর আসন্ন বিপদ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই।
সব বুদ্ধিমান মানুষেরা, বিদ্বান মানুষেরা গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে গ্রাম ফাঁকা আর অন্ধকার হয়ে যায়। তখন আজেবাজে লোকেরা গ্রামে রাজত্ব করে। দিনের পর দিন ভুল শিক্ষা, ভুল রাজনীতি, ভুল ধর্ম, ভুল নৈতিকতা নষ্ট করে দিচ্ছে আমাদের গ্রাম গুলোকে। হায়ার এডুকেশন, বেটার জব অপরচুনিটি, হায়ার স্ট্যাটাস- এইসব মানুষকে গ্রাম থেকে টেনে আনে শহরে দিকে। আমি ঠিক করেছি গ্রামে চলে যাব। কৃষক হয়ে যাবো, নিজের কাঁধে লাঙ্গল তুলে নিব। জমিতে সেচ দিব, ঘর আর উঠান মাটি দিয়ে নিজ হাতে লেপে দিব। আমি জানি, একদিন আমাদের সবাইকেই গ্রামে ফিরে যেতে হবে।

এইসব শহরের বড় বড় দালান তৈরি করা মানুষের খুব বড় ভুল হয়েছে। ঢাকা শহরের বাতাস বিষিয়ে গেছে। দূষনের শেষ মাত্রায় পৌঁছে গেছে। মানুষের ভুল যেদিন ভাঙবে সেদিন মানুষ এইসব বড় বড় দালান ভেঙ্গে ফেলবে। কলকারখানা বন্ধ করে দেবে। আজ থেকে পঁচিশ/ত্রিশ বছর পর প্রকৃতি তার কঠিন প্রতিশোধ নিবে মানুষের উপর। কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ে ঘটিয়ে একসাথে কমপক্ষে এক কোটি লোক মারা যাবে। তখন এত মৃত দেহ কবর দেয়ার লোকও খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে দুঃখের বিষয় সমাজপতিরা এইসব নিয়ে ভাবছে না! রাজনীতিবিদরা কুটকচালিতে ব্যস্ত, আমলারা ব্যস্ত প্রশাসনিক কাজে আর সাধারন মানুষ ব্যস্ত অন্ন বস্ত্র ও বাসস্থানের ধান্দায়।

এই পৃথিবীর জন্য, মাটির জন্য, গাছের জন্য- কারো কোনো মায়া নেই, চিন্তা নেই। মানুষের এই উদাসীনতা আমার অসহ্য লাগে। আমার হাতে ক্ষমতা থাকলে- কেউ যদি গাছ কাটতো তাহলে আমি তাকে মরুভূমিতে পাঠিয়ে দিতাম। দু'টা বাচ্চা থাকার পরও যেন কেউ আর সন্তান নিতে না পারে তার জন্য জন্ম নিরোধোক পিল খাইয়ে দিতাম। যেসব কলকারখানা পরিবেশ দুষিত করে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতাম। মাটির নীচে তেল-গ্যাস ফুরিয়ে আসছে- এইসব নিয়ে কেউ ভাবছে না! মানুষ এত নির্বোধ কেন?

বিজ্ঞানীরা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না। তারা রাজনীতিবিদ আর প্রশাসনের শিকার। বিজ্ঞানীরা আমাদের হাতে খেলনা দিয়ে আর রুপ কথার গল্প বলে আমাদের ভুলিয়ে রাখছে। রকেট উৎক্ষেপণ না করে, অস্ত্র না বানিয়ে অথবা এটম বোমা না বানিয়ে, সেই টাকা দিয়ে একটা মরুভূমিকে কিভাবে সবুজ বানানো যায় সেই কাজে খরচ করলে পৃথিবীর বেশী উপকার হয়, বা আফ্রিকার প্রাচীন রাষ্ট্র ইথিওপিয়ার দরিদ্র দেশের মানূষের কল্যাণে খরচ করা অনেক বেশী ভালো।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ বলতে ঢাকা হয়ে গেছে। কলেজ - ঢাকা, বিশ্ববিদ্যালয় - ঢাকা, চিকিৎসা - ঢাকা, শপিং - ঢাকা, ব্যাবসা - ঢাকা, চাকুরী - ঢাকা, চুরী চামারী - ঢাকা, সমগ্র বাংলাদেশের মানুষ ঢাকা চলে আসছেন তাদের ফেরাবে কে ?

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: এই জন্যই ঢাকা গজব অবস্থা।

২| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪২

আখেনাটেন বলেছেন: আমি ঠিক করেছি গ্রামে চলে যাব। কৃষক হয়ে যাবো, নিজের কাঁধে লাঙ্গল তুলে নিব। -- হা হা হা; আপনি পারেনও।

এখন আপন ধান রোপণ চলছে। আমার সাথে নেক্সট উইকে চলেন। একবেলা বিচন (ধানের চারা) তুলবেন, আর একবেলা রোপণ করবেন। আপনার দম দেখব। ;)

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ভয় পাই না।
শিখে নিবো।

৩| ২৬ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক সিদ্ধান্ত হতো আপনি যদি শুরুতেই গ্রামে থেকে যেতেন।

সঠিক সিদ্ধান্ত হতো আপনি যদি শুরুতেই গ্রামে থেকে যেতেন।

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ভাই গ্রাম তো আমার আছে। কিন্তু জাগা জমি নাই।
বাপ দাদা র সম্পত্তি সবই চাচাদের দখলে।

৪| ২৬ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: গ্রামের জীবন অনেক কষ্টের। রাজীব ভাই এটা আপনার আবেগের কথা ।আপনি ফিরে গেলেও সেখানে থাকতে পারবেন না।

২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ঢাকা তে কি কষ্ট কম করছি??
খুব কষ্ট করছি।
গ্রামই ভাল।

৫| ২৬ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাবনার কোন লিমিটেশান নেই...

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৬| ২৬ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: হাহা ভাবনায় বেশ প্রাণ আছে। অবসরের পর গ্রামে ফিরে যাব। সামান্য 2/4 কাঠা জমিতে চাষবাস করবো। আর ইচ্ছা আছে খাঁটি দুধের জন্য গরু প্রতিপালন করার। সময় পেলে সকাল-সন্ধ্যায় ব্লগিংও কর্ব। হাহাহাহাহা

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো হবে।

৭| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: গ্রামের কাদা মাটিতে হাটার অভ্যাস আছে?

গ্রামের কাদা মাটিতে হাটার অভ্যাস আছে?

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: এই ছবিটা রোহিংগাদের।

৮| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫০

আনমোনা বলেছেন: মানুষ একটি নির্বোধ প্রাণী। যে ডালে বসে আছে সেই ডালের গোড়াতেই কুঠার চালায়।

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: মানুষ বুদ্ধিমান প্রানী বলেই এটা আধুনিক যুগ।

৯| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫২

নীল আকাশ বলেছেন: রাজিব ভাই আপ্নাকেই তো দরকার। গ্রামের আমাদের ধানি জমিতে চাষ করার জন্য লোক পাওয়া যাচ্ছে না। ট্রাই করবেন নাকি? ফ্রি ফ্রি দেব চাষ করার জন্য! দেখি পোস্টেই লিকগেছেন নাকি সত্যি আগ্রহ আছে?

২৭ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আগ্রহ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.