নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১০৩

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২



১। অনেকের কাছেই কথাটা শুনেছি মানুষের জীবনের একটা রাস্তা বন্ধ হয়ে যায় আল্লাহ তার জন্য অন্য রাস্তাগুলো উন্মুক্ত করে দেন।কথাটা এই জন্য বলা যে আমি আমার কাছের মানুষগুলোকে যতটা পছন্দ করি বা ভালবাসি সেটা কখনোই তাদের সামনে প্রকাশ করতে পারি না বা তাদের বোঝাতে পারি না।কখনো বা ছোটোখাটো ভুল বুঝাবুঝিতে দূরত্ব তৈরি হয়ে যায়।আর এই জন্যই হয়তো আমার কাছের মানুষগুলো কোনো না কোনো কারণে দূরে চলে যায়।জীবন ও সময়ের প্রয়োজনে দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছি।কিন্তু কাজের ফাঁকে সর্বদা তাদের আভাববোধটা আমার মাঝে থেকেই যায়।প্রকৃতি নাকি কখনো শুন্যস্থান পছন্দ করে না।প্রকৃতি কি পারবে আমার সেই মানুয়গুলোকে ফিরিয়ে দিতে. . . ? সেই মানুষগুলোর শূন্যস্থান কে পূরণ করবে . . . . . . . ?

২। এক ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ঈশ্বর তার সামনে এলো। লোকটি জিজ্ঞেস করল, “হে ঈশ্বর, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি?” ঈশ্বর বললেন “বলো হে বৎস”। লোকটি বলল “ঈশ্বর, আমাদের এক মিলিয়ন বছর আপনার কাছে কত?” জবাবে ঈশ্বর বলল “মাত্র এক সেকেন্ড।” লোকটি অভিভূত হলো। সে বলল “তাহলে এক মিলিয়ন ডলার আপনার কাছে কত?” ঈশ্বর বলল “মাত্র এক পয়সা।” লোকটি তখন বলল “ঈশ্বর, আমি কি এক পয়সা পেতে পারি?” ঈশ্বর এবার বলল “অবশ্যই, এক সেকেন্ড…”

৩। মেয়েদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি হচ্ছে লাখ টাকায়, যাচ্ছে বিদেশে। এই চুল বিক্রি করে সংসার চলছে শত শত মানুষের। এক কেজি চুলের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। চুল সংগ্রহ এবং বেচাকেনা এবং পরচুলা তৈরিকে কেন্দ্র করে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর প্লাজাসহ ১২টি কারখানায় ১০ হাজার পুরুষ আর ৫ হাজার নারী কাজ করছেন।
চীনসহ বিভিন্ন দেশে এ চুলের রয়েছে অনেক কদর। যা থেকে সরকারও পাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অভাবী নারীরা চুলের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন।

৪। 'লোটা কম্বল' লেখক- সঞ্জীব চট্টোপাধ্যায়।
আমার পড়া একটি অম্ল-মধুর, হাস্য-রস মিশ্রিত মধ্যবিত্ত ঘরের বর্ণনা সম্বলিত চমৎকার উপন্যাস। দুই খন্ডের বই। প্রায় আটশ' পৃষ্ঠা জুড়ে এর কাহিনীর বিস্তার।
বইয়ের নিজের ভাষায়, "ভেঙে যাওয়া যৌথ পরিবারের পটভূমিকায় দাঁড়িয়ে নিঃসঙ্গ এক পৌঢ়, হিমালয়ের মত যাঁর ব্যক্তিত্ব, অসম্ভব যাঁর আদর্শনিষ্ঠা, আপাত কঠোর যেন প্রুশীয়ান জেনারেল অথচ ভেতরে ভেতরে কুসুম কোমল। আর সেই মানুষটির একমাত্র মাতৃহারা যুবক সন্তান, মাঝে দুই পুরুষের ব্যবধান।
পূর্বপুরুষ উত্তর পুরুষে সঞ্চারিত করতে চায় জীবনের শ্রেষ্ঠ গুণ আর মূল্যবোধ। মানুষের মত মানুষ করে তুলতে চায়।....দুই পুরুষের মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গির ঠোকাঠুকির মধ্যে আর এক পুরুষ। তিনি বৃদ্ধ মাতামহ। আধ্যাত্মিকতার বাতিটি তুলে যিনি খুঁজে পেতে চান সেই চির-চাওয়া পরমপুরুষটিকে..."

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৯

ইসিয়াক বলেছেন: সঞ্জীবচট্টোপাধ্যায় আমার একজন প্রিয় লেখক। তার লেখা "ইতি পলাশ" যেন আমার জীবনের গল্প।
শুভসকাল

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ইতি পলাশ পড়িনি।

তবে অবশ্যই পড়বো।

২| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: ইতি পলাশ এর লিংক, বইটি ডাউনলোড করে নিতে পারেন
eti-palash-sanjib-chattopadhyay

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আমি এভাবে পড়ে আরাম পাই না।
আমাকে শুয়ে বসে, বই হাতে নিয়ে পড়তে হয়। মোবাইলে বা কম্পিউটারে আরাম পাই না।

৩| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন: পড়তে পড়তে সন্ধ্যা হবে
আলো নেভা চারিপাশ ।
মা এসে আলো জ্বালাবে,বকুনি দেবে,বলবে,
"কি পড়িস সারাদিন ছাইপাশ"।।

২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: এক জাহাজ না
মাত্র এক মুঠো স্বপ্ন
না ফুরিয়ে
হাতের রেখায় হলেও বেঁচে থাকাটা জরুরী।

৪| ২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৮

ভুয়া মফিজ বলেছেন: দুই নাম্বারটা চরম হয়েছে। =p~
সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল পড়েছি। উনি আমার একজন অন্যতম প্রিয় লেখক।

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: দারুন মজা করে লেখেন উনি।

৫| ২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:

মন খারাপ দুর করার একটি ভালো উপায় আমার জানা আছে, আপনার বাসায় রেষ্টুরেন্টের যেই ধরনের খাবার সকলে পছন্দ করেন তা বিকেলে নিয়ে বাসায় উপস্থিত হোন, আপনার মন খারাপ চলে যাবে সকলের আনন্দ দেখে।

ভালো থাকুন।

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: এখন খাবার নিয়ে গেলে বাসার সবাই আমাকে মারবে।
বলবে, বাসায় অসুখ বিসুখ- আর তুই ফাজলামো শুরু করেছিস!!!

৬| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ২ নং টা পড়ে কিছুক্ষণ হাসলাম। :)

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: হে হে---

৭| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


২ নং'টা খুবই পছন্দ হয়েছে।

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.