নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০৩

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯



১। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কই? উনি এই সময়ে বিদেশ কেন? উনি কি বিদেশ থেকে ফিরে এসে বই লিখবেন ডেংগুর দিনগুলোতে ট্যুর। সারাক্ষণই আতঙ্কে থাকতে হচ্ছে, এই বুঝি ছোট্ট প্রাণীটি এসে শরীরের কোথাও ফুটিয়ে দেবে হুল! এরপর অসহনীয় যন্ত্রণা নিয়ে কাতরাতে হবে বাসার বিছানায় অথবা হাসপাতালের বেডে!

২। ভিআইপির জন্য ফেরি বিলম্ব করায় কিশোর তিতাসের মৃত্যু একটি হত্যাকাণ্ড... যারা ঘটিয়েছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে কি?

৩। কেউ জনগণের টাকায় আবার কেউ বা অবৈধ টাকায়,আর কেউ কষ্টের টাকায় হজ করেন। আল্লাহ সঠিক মানুষেরই হজ কবুল করবেন।আমীন

৪। সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও টেকেনি, সবচেয়ে বুদ্ধিমান প্রাণীরাও না; টিকে রয়েছে কেবল তারাই, যারা চারপাশের পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পেরেছে"---চার্লস ডারউইন।

৫। ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই অজানা থাকে।

৬। 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
নিমন্ত্রন পড়ে তো আমি হতবাক!!! মেয়েরা সুদর্শন ছেলে দেখে প্রেমে পড়ে এবং সেই ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার বন্ধু-বান্ধব‘দের দ্বারা ধর্ষিত হয়।
এই লেখিকার বই পড়ার আগে তার জীবনী ভাল করে পড়ে নিবেন। তসলিমা নাসরিন নিজেই নিজের সম্পর্কে সহজ সরল ভাষায় লিখেছেন।
খুবই সাহসী নারী। আমি তাকে শ্রদ্ধা করি। আমার ক্ষমতা থাকলে আমি তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম।


বিশেষ অনুরোধঃ আপনার পরিবারের মানুষের কথা ভেবে হলেও চারদিক পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। প্রয়োজনে পাড়ায় পাড়ায় ১০ জন মিলে একটা টিম করে কাজ শুরু করে দেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

বিষন্ন পথিক বলেছেন: স্বাস্হ্যমন্ত্রী ভিভিআইপি, নিজের স্বাস্হ্য সুরক্ষায় এই বিপদে উনি বিদেশে থাকবেন এটাই তো স্বাভাবিক, এখানে দোষের কিছু দেখছিনা

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: উনি দেশের মানূষের কথা ভাববেন না?

২| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: আমরা এমন কেন ? কবে বোধোদয় হবে।
ছিঃ নিজের ই লজ্জা লাগছে । এমন দেশে জন্মেছি আমি !!!

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: আমি এক প্রকার রুক্ষ কাকের মতো
নিজেকে তিলেতিলে আবিষ্কার করি..

৩| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: একথা বলে লাভ নেই
আমরা স্বার্থপর জাতী
আমরা কারো স্বার্থে কোনো কাজ করি না :(
এ আমাদের লজ্জা

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: অংকে ভয় পাওয়া মেয়েটা এখন অংক নিয়ে খেলে।
জীবন যেন এমনই এক জটিল অংক
কিন্তু নাম তার সরল

৪| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩১

রাকিব আর পি এম সি বলেছেন: সমাজের বর্তমান প্রেক্ষাপটে ডারউইনের কথাটির তাৎপর্য অনেক।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: নিমন্ত্রণ আমি পড়েছি সেই ছোটবেলায়, সত্যি বইটি মনে দাগ কেটেছিল সেসময়, আপনার লেখা পড়ে পুরো গল্পটা মনে পড়ে গেল। এর আগে কোন নারী লেখক ধর্ষনের এমন নিখুঁত বর্ণনা দিয়েছেন কিনা আমার জানা নেই।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: আমার দুঃখ একজন লেখক আজ ২৫ বছর ধরে দেশের বাইরে তাকে দেশে আনার কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে।

৬| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৫

محمد فسيح الاسلام বলেছেন: কঠিন কঠিন কথাগুলোকে সরল উক্তির মাধ্যমে প্রকাশ করা মোটেই সহজ কাজ নয়।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ কাজ হোক আর কঠিন কাজ হোক। কোনো দাম নেই।

৭| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৫

জাহিদ হাসান বলেছেন: হিটলার অষ্ট্রিয়া আক্রমণ করলে ঠিক এভাবেই অষ্ট্রিয়ার শাসকেরা দেশ ও জাতিকে ভাগ্যের হাতে সোপর্দ করে বিদেশ পালিয়ে গিয়েছিল। কাদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি একটু ভাবা দরকার।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: যোগ্য লোক নেই।
বড় বড় পদে সব কুলাঙ্গার বসে আছে।

৮| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: কেউ জনগণের টাকায় আবার কেউ বা অবৈধ টাকায়,আর কেউ কষ্টের টাকায় হজ করেন। আল্লাহ সঠিক মানুষেরই হজ কবুল করবেন। - অসুস্থ্য হইয়া কাতরাইয়া কাতরাইয়া পেরধান মেন্ত্রির কাছে সিঙ্গাপুর যাওয়ার বাসনা পোষন করিবেক।

মশা নিধনের সবচেয়ে বড় ও সহজ সমাধান নাগরিক সচেতনতা। এই দেশের মানুষ খায় বেশী ময়লা করে বেশী, নর্দমা তৈরিতে এই দেশের মানুষই দায়ী, ভীণ গ্রহের এ্যালিয়েন এসে বাংলাদেশ নর্দমা করে যায়নি।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: স্বাস্থ্য মন্ত্রী মালয়েশিয়া গিয়েছে, তাতে ডেঙ্গুর কি? ডেঙ্গুর উন্নয়ন তার আপন গতিতে চলবে .।.।.।.।

৯| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৭

ঢাবিয়ান বলেছেন: ৩ নং ভিয়াইপি টা কে ? চিনতে পারছি না

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ।।একজন গায়ক। ।

১০| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

মা.হাসান বলেছেন: ফুলের ছবিটা অনেক সুন্দর। খারাপ কে খারাপ না বলি। মন্ত্রীরা গেছেন দেশের উন্নয়নের মশলা জোগাড় করতে।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী কারো জন্যে রাস্তা ফাঁকা রাখতে হবে সেরকম কোনো বিধিবিধান নেই। অথচ-----

১১| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪২

জুন বলেছেন: এইমাত্র খবরে পড়লাম আমাদের স্বাস্থ্যমন্ত্রী সফর সংখিপ্ত করে ফিরে আসছেন। আপনার লেখা স্বার্থক।

৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: ছোট পুকুরে ছোট ঢিলেই অনেক ঢেউ জাগে ।

১২| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া অনেক অসৎ দুর্নীতিবাজ বাংলাদেশীদের নিরাপদ আশ্রয়। এখানে অবৈধ টাকা সহজে রাখা যায় । মালয়েশিয়ান সরকার অবৈধ টাকা কে সব সময়েই স্বাগত জানায়।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: মালোশিয়ার সরকার ইচ্ছা করলে যারা অবৈধ টাকা রেখেছে তাদের তালিকা প্রকাশ করে দিতে পারে।

১৩| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তসলিমা নাসরিনের বই ব্যাপক আগ্রহ নিয়ে পড়ি। সাপ্তাহিক যায় যায় দিন পত্রিকায় উনি নিয়মিত কলাম লিখতেন। কলামের
নাম ছিল "নষ্ট কলাম"। তিনি অনেক সাহসী সব লেখা লিখেছেন। তিনি দেশে ফিরে আসলে আমি সবচেয়ে বেশি খুশি হব।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: দারুন মন্তব্য করেছেন। গুড।

১৪| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশার ভয়ে হিজরত শিরোনামে একটা পোস্ট দেওয়া দরকারি। কিন্তু কেউ দিচ্ছে না। সাহসী পোস্টার সাহেবরা কোথায়?

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আসলে মশার জন্য পুরো দেশ একসাথে একটা দোয়ার আয়োজন করা উচিত।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ক্কোটি কোটী লোক হাত তুললে আল্লাহ নিরাশ করবেন না হয়তো।

১৫| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই;
(১) আমাদের হেলথ মিনিস্টার বায়ু পরিবর্তন করতে বিদেশে গেছেন। পাবলিকের ডেঙ্গু নিয়ে এতো বিজি ছিলেন তাই বায়ু পরিবর্তন আবশ্যিক ছিলো। এটাকে ডেঙ্গু ট্যুর বইল্যা বিটলামি করা ঠিক হইবে না।
(২) ভিআইপিদের বাপদাদার সম্পত্তি এই দেশ। তিনারা এখন নব্য জমিদার। তিসাস, সুরমা, মধুমতি কে মারা গেলো না জিতে গেলো তাদের প্রভুদের কি বা...... আসে যায়। তিনাদের পরশনো অইলো, এতো ছোট্ট পোলাডারে মোেটর সাইকেল চালাইতে কেডা দিল? হের ময়না তদন্ত আগে করা হউক।
(৩) পাবলিকের টাকায় কমিউনিস্ট/কমরেডরাও হজ্জ করছে ইদানিং! গায়ক-নায়ক কোন ব্যাপার নাকি? তয় শুনেছি উনাদের সৌদি ভ্রমণে পকেট মানি কয়েক লাখ টাহা! কিচ্ছু কওয়ার নেই।

আর এগুলে মামলা খাব; এখানেই ফুলস্টপ।।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ১। স্বাস্থমন্ত্রী বিদেশ যাওয়া মটেও উচিত হয়নি।
২। ভি আই পিদের ঝামেলা শেষ। হাইকোর্ট যা বলার বলে দিয়েছেন।
৩। সরকারী টাকায় যারা হজ্বে গেছেন তাদের প্রত্যকের আর্থিক অবস্থা ভালো।

১৬| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৩

তারেক ফাহিম বলেছেন: জনসচেতনাতই ডেঙ্গু নিধনের উত্তম পন্থা।


০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.