নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি কথা বলে

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৫


ডেঙ্গু জমে থাকা পানিতে জন্মায়, রাস্তার ধুলায় না বাহে!


নেটে সাম্প্রতিক সময়ে কিছু ছবি আমার চোখে পড়েছে।
ছবি গুলো দেখে হাসলাম, ভাবলাম। একটা ছবি কোনো কিছু না বলেই অনেক কথা বলে দেয়। এমন একটা ঝড় আসুক যেন সব ডেঙ্গু মশা উড়ে গিয়ে আছড়ে পড়ে হিমালয়ে! সরকারের ভালো দিকগুলো তুলে ধরলে হয় দালাল আর সরকারের বিপক্ষে কথা বললে প্রতিবাদী! কী আজিব চিন্তা-ভাবনা!
সময় দুপুর দুইটা। বনানীতে রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা খাচ্ছি। আমার দুইহাত দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে। আমি ভাবছি চা খাওয়া শেষে কুকুরটাকে একটা রুটি অথবা বিস্কুট কিনে দিব, ঠিক এই সময় এক বদমাশ লোক কোথা থেকে এসে কুকুরটাকে মোটা একটা লাঠি দিয়ে ধাম-ধাম করে দুইটা বাড়ি মারল। কুকুরটার পা মনে হয় ভেঙ্গে গেছে, কুকুরটা বিকট চিৎকার দিয়ে খোড়াতে খোড়াতে কোথাও চলে গেল। আমার খুব রাগ লাগল- আমি লাঠিটা নিয়ে বদমাশটাকে ধাম-ধাম করে দু'টা লাগিয়ে দিলাম।
ভালো করেছি না?

১।
হাইকোর্টের রুল মেনে নিয়ে প্রথম শিক্ষামন্ত্রী দীপু আপা সাধারন জনতার লাইনে দাঁড়িয়ে কোন ভি আই পি প্রোটোকল না নিয়ে,উনি শিক্ষামন্ত্রী তাই শিক্ষা বা নিয়ম মানার রেওয়াজটা আপার থেকেই হয়তো শুরু হলো, দেখে ভীষন ভালো লেগেছে, আর আপা এমনিতে ভালো মানুষও, নেতিবাচক ও রাজনৈতিক মন্তব্য থেকে বিরুত থাকুন, কেবল ইতিবাচক দৃষ্টিতে মন্তব্য সবাই করবেন বলে আশা রাখছি.....

২।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের
সংগ্রাম ও সফল্যের ২৫ বছর সফল করার লক্ষ্য আজ গফরগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ বছর পূতি অনুষ্ঠানে .....
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

৩।
লেডিস এডিস মশা প্রতিরোধক পোশাক। কে করলো জেন্ডার ইস্যুবিহীন বোরকা-মশারি আবিষ্কার। সাধু সাধু।

৪। শিশুদের জন্য সাহিত্য রচনা খুবই কঠিন। এই কাজটিই ওনারা করেন।
গতকাল শিশুএকাডেমি চত্বরে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সদস্যবৃন্দ

৫। বিশ্বে সর্বাধিক প্রচারসংখ্যা যার সেই দৈনিক য়োমিউরি শিম্বুন পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম হওয়া আদৌ সহজ কাজ নয়!
যিনি পেরেছেন তিনি জাপানের বর্তমান প্রধান মন্ত্রী আবে শিনজোও। একজন ন্যাশনালিস্ট, একজন রাজনীতিবিদ এবং একজন প্রধান মন্ত্রী। এরকম দুর্জয়, তেজস্বী এবং ভবিষ্যতমুখী নেতা এশিয়া বহু বছর দেখেনি।

৬। দক্ষিণের মেয়র সাঈদ খোকন উত্তরে থাকেন। সাবেক মেয়র আনিসুল হক রাতে ঘুরে ঘুরে দেয়াল থেকে পোস্টার পরিষ্কার করতেন। সাঈদ খোকনের বনানীর বাসার উল্টো দিকে এমনভাবে সাটা পোস্টার আর পোস্টার ...তার দেখা উচিত বিষয়টা ..

৭। আফসোসের বিষয় হচ্ছে, ওই দিগভ্রান্ত লোকরাই এখন সমাজের নেতা। সুদের টাকায় হজ করে মসজিদের সভাপতি সাজছেন! প্রতিবেশীর হক মেরে দানবীর হচ্ছেন। আর আলেমরা হয়ে গেছেন তাদের তাঁবেদার


(নেট থেকে সংগৃহীত)।

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৬

জাহিদ হাসান বলেছেন: কোন জগতে আছি? :|

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: একটা অযোগ্য এবং অদক্ষ লোকদের জগতে আছি।

২| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দীপু মণি এক জন ভালো নেতা।

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ তার ভালো করুক। আর উনি দেশের জন্য ভালো কিছু করুক।

৩| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:০৬

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: বিনোদন।

৪| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


কুকুর পেটানোর লোকটাকে পেটানোর দরকার ছিলো

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমি জানতাম আপনি এমনটাই বলবেন। ধন্যবাদ। স্যলুট।

৫| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৬

মোগল সম্রাট বলেছেন: দেশের মহামারি টাইমে মশা ভয়ে যে দেশের স্বাস্থ্য মন্ত্রী মালয়েশিয়া পালায় এমন বোকাচোদা লোকেরা এখন আমাদের শাসনকর্তা শোশন কর্তা। সুতরাং সব হজম করে যান, মরলে শহীদ আর বাচলে গাজী।।

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩

ভুয়া মফিজ বলেছেন: তবুও আশাবাদী হোন........'আশা' আপনাকে ছাড়লেও আপনি কিন্তু তাকে আকড়ে ধরে রাখবেন। ছাড়বেন না একেবারেই! =p~

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। তাহলে আরও কিছু দিন বেঁচে থাকা যায়।

৭| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:১২

অন্তরা রহমান বলেছেন: ১। ডা দীপু মনি আসলেই একজন ভালো মানুষ।
৪। শিশু সাহিত্য লেখা শুধু কঠিন না, ক্রিটিকালও।
৬। আনিসুল হক, আনিসুল হক-ই। কই খোকন?!?

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ আসলেই একটা অভাগা দেশ।

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: আসলেই।

৯| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

রাকিব আর পি এম সি বলেছেন: আমরা ডেঙ্গুকে দমন করতে পারিনি, তাই ডেঙ্গু আমাদেরকে দমন করছে। ডেঙ্গু প্রতিরোধক পোশাকটি দারুন লেগেছে! :p

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ডেংগু অবশ্যই আমরা দমন করতে পারি।

১০| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬

কানিজ রিনা বলেছেন: অনেক হাসলাম লেডিস এডিস মশা
এক্কেবারে সত্য শেষের ৭ নং। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: হে হে---

১১| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: যতই আমরা নিজেদের মাটির মানুষ মাটির মানুষ বলে চিৎকার করি আসলে আমরা অসম্ভব নিষ্ঠুর জাতি। কুকুর বিড়াল দেখলেই আমাদের হাতে লাঠি উঠে। বিড়ালকে একটা লাথি না দিলে আমাদের ভাত হজম হয় না ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ঠিক আছে, ঠিক বলেছেন। আমরা কিন্তু আবার কুকুর বিড়ালদের ভালোবাসি।

১২| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার বোন জুন বলেছেন: যতই আমরা নিজেদের মাটির মানুষ মাটির মানুষ বলে চিৎকার করি আসলে আমরা অসম্ভব নিষ্ঠুর জাতি। কুকুর বিড়াল দেখলেই আমাদের হাতে লাঠি উঠে। বিড়ালকে একটা লাথি না দিলে আমাদের ভাত হজম হয় না । এটি খুবই দুঃখজনক ‍ও মর্মান্তিক। খুবই দুঃখজনক পোষা প্রাণী ও অবহেলিত প্রাণীর সাথে বাংলাদেশের মানুষ যতোটা নিষ্ঠুর তার বর্ণনা দিলে বাংলাদেশের মানুষ ডেঙ্গু মশার মতোই খারাপ ও বিপদজনক।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের অল্প কিছু মানুষ খারাপ।
সব মানুষ খারাপ না।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:০৭

ঢাবিয়ান বলেছেন: তিন নম্বরটাতো দারুন। মশারি গায়ে দিয়ে হোন্ডা চালানো B:-/ অভিনব আইডিয়া !:#P

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: যা সময় যাচ্ছে এরকমটাই সঠিক।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ছবি শুধু কথাই বলেনি, ১ নম্বরে দীপু মনির ছবি সব হেজিপেজী ভিআইপিদের গালে একটা করে থাপ্পর মেরেও গেছে।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: গনতন্ত্র দেশ। তাই সাধারন মানুষ তাদের মনের কথা গুলো বলবেই।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৪১

তারেক ফাহিম বলেছেন: আনিসুল হক নিজ জেলার লোক বলে নয়, আমি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা চোথে উনাকে দেখতাম।

উনার লেকচারগুলো মাঝের মধ্যে এখনও শুনি।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আমিও শুনি।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ ভোর ৬:০৪

ভবিষ্যত বলেছেন: ছবি আসলে কথা বলে...কিন্তু কথা বলে না অবোধরা...

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আমাদের সবাইকে বলতে হবে। বলার সুযোগ দিতে হবে।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৭:১১

আনমোনা বলেছেন: ছবি কথা বলে, ছবির ঝাড়ুদারেরা সে কথা বুঝে?

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: মানুষ যখন বোকার মতো কাজ করে, তখন সে বুঝতে পারে না। পরে বুঝতে পারে।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকার বিলাস বহুল বাস ড্রাইভার , বড় লোকদের গাড়ির ড্রাইভার তাদের হাতে শক্ত একটা লাঠি থাকে। সময় ও সুযোগ বুঝে রিকশাচালকদের পিঠে ধাম ধাম করে মারতে থাকে।সস

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: অনেক আগে। আমি তখন ছোট।
তখন আমাদের একটা ড্রাইভার ছিল। সে সব সময় তার হাতের কাছে একটা লাঠি রাখতো। গাড়ি চালানোর সময় কোনো রিকশা যদি নিয়ম না মানতো, সে লাঠি দিয়ে রিকশাওল্যালাকে মারতে যেত।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৮

রাকিব আর পি এম সি বলেছেন: এই ড্রেসটাই এখন প্রয়োজন!

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের মাফ করো।

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকার বিলাস বহুল বাস ড্রাইভার , বড় লোকদের গাড়ির ড্রাইভার তাদের হাতে শক্ত একটা লাঠি থাকে। সময় ও সুযোগ বুঝে রিকশাচালকদের পিঠে ধাম ধাম করে মারতে থাকে

নিয়ম ভঙ্গ করার জন্য পিটাতো না । পিটাতো রিক্সাওয়ালা গরিব বলে । গরিব রিক্সাওয়ালা রাস্তা দখল করে রিক্সা চালাবে কেন? রাস্তা তো শুধু মাত্র বড়লোকদের গাড়ি চালানোর জন্য।

বাংলাদেশে গরিব হওয়া বিরাট অপরাধ , অমার্জনীয় অপরাধ । এই অপরাধের কোন ক্ষমা নেই। তাই সারা জীবন লাঠির পিটুনি খেয়ে যেতে হয়। আফসোস!

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: গরবী লোক গুলো নিয়ম মানতে চায় না। নিয়ম- আইন শিখতেও চায় না।
আর এখান থেকেই সমসয়ার শুরু।

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন:

এই রকম রসিকতা বাদ দিয়ে দেশের জন্য আসল কাজ করতে হবে।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:১০

সাইন বোর্ড বলেছেন: জনগণের সাথে প্রতারনা করারও একটা সীমা থাকা উচিৎ ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: ডেঙ্গু নির্মূলে মন্ত্রী-সচিব ও সরকারি শিল্পীদের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার দৃশ্যে আমাদের জ্ঞান আরও বাড়লো। আমরা জানতে পারলাম, দিনের বেলায় এডিস মশা রাস্তায় জমায়েত হয়ে মনুষ্যবিরোধী অবস্থান কর্মসূচি পালন করে।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: গরবী লোক গুলো নিয়ম মানতে চায় না। নিয়ম- আইন শিখতেও চায় না।
আর এখান থেকেই সমসয়ার শুরু।

গরিব লোকেরাই নিয়ম মেনে রিক্সা চালায়। বড় লোকের গাড়ি উল্টা পথে চালায় । প্রতিনিয়তই ঢাকা শহরে এটি দেখা যায়।

০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: উলটোপথে গাড়ি চালায় ধনীদের ড্রাইভাররা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.