নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০৫

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪



১। "ফিজিক্স" যেখানে শেষ... "মেটাফিজিক্স" সেখানে শুরু। বিজ্ঞান যেখানে যেতে পারে না, দর্শন সেখানে বিচরণে সক্ষম।ধর্মতত্ত্ব সহায়ক ভূমিকা পালন করতে পারে ও দর্শনকে ঠিক রাস্তায় নিতে পারে। ইসলামী ধর্মতত্ত্ব দর্শনকে ঠিক পথে চালাতে সক্ষম।

২। পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি?

৩। যখন জীবনটা হতাশা-বিশৃঙ্খলার মাঝে দিয়ে যায়, তখন প্রতিটা পুরুষের জন্যেই একজন প্রেরনাদায়ী নারীর প্রয়োজন পড়ে।
ঠিক যেমনটি দাবা খেলার সময় রাজাকে রানী রক্ষা করে।

৪। প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।

৫। গাউসিয়ার মতো শপিং সেন্টারগুলোর ভীড় কতটা ভয়াবহ বিশেষ করে ঈদের মার্কেটে তা নিশ্চয়ই কম বেশি সকলেরই জানা।নারীদের নিরাপদ যাতায়াত ও শপিংয়ের সুযোগ করা যায় অনায়াসেই। অথচ এই দু'টি ক্ষেত্রেই আমাদের মা-বোনেরা প্রতিনিয়ত হয়রানী ও বিব্রতকর অবস্থার শিকার হচ্ছেন।

৬। স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ??
.
.
.
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : "হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।"

৭। মেয়েদের একটা ব্যাপার খুব অদ্ভুত । তারা খুব সহজেই কঠোর হয়ে যেতে পারে না। তারা চায় একই সাথে তার চারপাশের মানুষগুলোকে খুশি রাখতে । তারা দুই দিকেই সব্যসাচি হতে চায় , অর্থাত্‍ দুই নৌকায় পা দিয়ে রাখে । সুতরাং সবসময় তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে । সবাইকে খুশি রাখতে গিয়ে কখন যে সে তার প্রিয় মানুষকে কষ্ট দিয়ে ফেলে বুঝতেই পারে না । কিন্তু ধ্রুব সত্য হচ্ছে আপনি কখনই পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষকে খুশি রাখতে পারবেন না । সুতরাং তাকেই খুশি রাখুন যে আপনার কাছে অনেক বেশি মূল্যবান ।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


মেটাফিজিক্স বিজ্ঞান নয়, ধর্ম দর্শন নয়।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


৪ নং সুন্দর হয়েছে

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

শাহিন-৯৯ বলেছেন:


৭নং জীবনের বাস্তবতা, মানুষের এই সুত্র মেনে চলা উচিত।
আচ্ছা, দাবা খেলায় রাণী কোনটি আর রাজা কোনটি?
বউ কি পরে স্বামীর সংসার করেছিল? নাকি ঝগড়া করে মীমাংসা করে নিয়েছিল।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: মীমাংসা করেছে।

৪| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৯

আনমোনা বলেছেন: ২। SHORT SHORTER

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: !

৫| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২০

তারেক ফাহিম বলেছেন: ৪-৭ ভালো লাগছে।

৪ নাম্বার মন্তব্যে আপনার প্রশ্নের উত্তর সম্ভবত পেয়েছি।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

অন্তরা রহমান বলেছেন: ৬ নাম্বারে ৫ মিনিট ধরে হা হা হা =p~

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: হাসুন। খুব হাসুন।

৭| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন: পরে পড়ব। মনটা খুব খারাপ তাই ....

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: মন কেন খারাপ তাই বলুন। প্লীজ বলুন।

৮| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ৪ ও ৬ নং খুব.... =p~

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: ৬। স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ??
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : "হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।"
- এটি বাংলাদেশের তথাকথিত বাঙ্গালীর চিত্র।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: না বাঙ্গালী অনেক ভালো হয়েছে। উন্নত হয়েছে।

১০| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৬

সুপারডুপার বলেছেন: ১ নং এর সাথে দ্বিমত। কারণ ইসলামের আগে দর্শন এসেছে।
আর বেশির ভাগ ধর্মতত্ত্ব, কাল্পনিক কাহিনীতে ভরপুর।

৪ নং এর এর তিন চাঁপাবাজের কথা শুনে মজা পেলাম।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ১ নং আমি আপনার সাথে একমত।

১১| ০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:১৯

বলেছেন: ৬নাং চরিত্রে লোকগুলো অশ্লীলতা কি বুঝতে চায় না????

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: বাস্তব আসলে এই রকমই।

১২| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩০

ইসিয়াক বলেছেন: হা হা হা হি হি হি হো হো হো
দারুন লেগেছে কিন্তু..

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: মন খারাপ কিছু কমেছে?? মন কেন খারাপ হলো??

১৩| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Small. Smaller. Smallest.

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: সিউর??

১৪| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: এখন মন ভালো হয়ে গেছে । হঠাৎ খুব ....। সব অভাব অভিযোগ কবিতায় ঝেড়ে দিয়েছি । হা হা হা ..ভালো কবিতা লিখতে পারি না তো এজন্য .।চেষ্টা করছি .।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: মনের দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়া, হতাশা সব লিখে ফেলবেন। দেখবেন তারপর আরাম লাগে।
আমি নিজেও এই কাজ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.