নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কাজী নজরুল ইসলামকে কতটা জানেন?

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪



# কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত?
# বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন?
# কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত?
# কবি নজরুলের প্রথম রচনা কোনটি?
# কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
# আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন?
# কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
# কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল?
# নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?
# ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
# কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়?
# কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
# কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি?
# এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
# বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
# কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন?
# আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি?
# ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন?
# কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন?
# ‘চন্দ্রবিন্দু' কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
# ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
# কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
# কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম লিখুন?
# কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
# কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
# বহরামপুর জেলে বসে বাংলা ১৩৩০ সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন?
# ‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
# কত সালে কবি নজরুল কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
# কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়?
# ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবরণ করতে হয়?
# কখন কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা এবং একুশে পদক প্রদান করা হয়?
# কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে ডক্টরেট উপাধি প্রদান করেন?
# কত সালে কাজী নজরুল ইসলাম কলিকাতা থেকে স্থায়ী ভাবে ঢাকায় আসেন?
# কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য শিরঃপীড়ায় আক্রান্ত হন?

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



অধর্কের কম উত্তর জানা আছে আমার; উত্তরগুলো আপনি জানিয়ে দেন।

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: দেখি অন্য কেউ পারে কি না? পারলেও কতটা পারে।
শেষমেষ তো আমি আছি।

২| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'বিদ্রোহী কবি' খ্যাত কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫শে মে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি দুখু মিয়া নামের পরিচিত ছিলেন। তাঁর প্রথম রচনা সম্ভবত 'বাউণ্ডুলের আত্মকাহিনী'' এবং কবিতা 'মুক্তি'......
কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট ইহলোক ত্যাগ করেন! :``>>

লিখতে গিয়ে আবিষ্কার করলাম, অনেক কিছুই জানি না। অথচ একটাসময় এইসব মুখস্থ ছিলো! ছোটবেলায় যেটাকে বলতাম , 'গড়গড়া মুখস্থ।'

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: জানার শেষ নাই।

৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪১

সোনালী ডানার চিল বলেছেন: কিছু জানা আছে, অনেকগুলো নেই;
আশা করছি আপনার এই পোষ্টে সবগুলো জানতে পারবো!

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: দিনের শেষে আমি জানিয়ে দিব।

৪| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। জানার শেষ নেই। অন্যকেউ লিখলে ছয় নাম্বার পয়েন্ট থেকে লিখতে পারেন। আমি প্রথম পাচ'টা লিখেছি। B-)

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৩

ইসিয়াক বলেছেন: হায় হায় অনেক কিছুই তো জানি না। দয়া করে উত্তর গুলো জানান।
পোষ্টে লাইক । শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৮

রাকু হাসান বলেছেন:

পরিক্ষা আয়োজন করলেন নাকি ? ;) একটু ভিন্ন স্টাইলে পোস্ট ।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী হিসেবে এগুলো আমাদের জানা দরকার আছে।

৭| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: উত্তরগুলো যদি এখনই জানাতে না চান, তবে অন্ততঃ প্রশ্নগুলোকে ক্রমিক নম্বর দিয়ে সাজিয়ে দেন, তা'হলে পাঠকের প্রশ্নোত্তর দিতে সুবিধে হবে।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: এটা আমিও মনে মনে ভেবেছলাম।

৮| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১

নতুন নকিব বলেছেন:



খায়রুল আহসান ভাইকে ধন্যবাদ। তিনি সুপরামর্শ দিয়েছেন। এইভাবে ক্রমিক নাম্বার দিয়ে প্রশ্নগুলো সাজিয়ে দিলে পাঠকের ক্রমিক ধরে ধরে উত্তর দিতে সুবিধা। আপনার সুবিধার জন্য ক্রমিক নাম্বার বসিয়ে দিলাম। ইচ্ছে করলে পোস্ট আপডেট করে দিতে পারেন। প্রথম ৩ টি প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম।

১। কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত?
উত্তর: জন্ম ২৫ মে ১৮৯৯ পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়, মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) ঢাকা, বাংলাদেশ।
২। বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন?
উত্তর: দুখুমিয়া।
৩। কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত?
উত্তর: বিদ্রোহী কবি।
৪। কবি নজরুলের প্রথম রচনা কোনটি?
উত্তর:
৫। কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
উত্তর:
৬। আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন?
উত্তর:
৭। কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
উত্তর:
৮। কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল?
উত্তর:
৯। কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য শিরঃপীড়ায় আক্রান্ত হন?
উত্তর:
১০। নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?
উত্তর:
১১। ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
উত্তর:
১২। কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়?
উত্তর:
১৩। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর:
১৪। কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি?
উত্তর:
১৫। এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
উত্তর:
১৬। বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তর:
১৭। কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন?
উত্তর:
১৮। আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি?
উত্তর:
১৯। ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন?
উত্তর:
২০। কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন?
উত্তর:
২১। ‘চন্দ্রবিন্দু' কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
উত্তর:
২২। ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
উত্তর:
২৩। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তর:
২৪। কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম লিখুন?
উত্তর:
২৫। কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তর:
২৬। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
উত্তর:
২৭। বহরামপুর জেলে বসে বাংলা ১৩৩০ সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন?
উত্তর:
২৮। ‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর:
২৯। কত সালে কবি নজরুল কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উত্তর:
৩০। কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়?
উত্তর:
৩১। ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবরণ করতে হয়?
উত্তর:
৩২। কখন কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা এবং একুশে পদক প্রদান করা হয়?
উত্তর:
৩৩। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে ডক্টরেট উপাধি প্রদান করেন?
উত্তর:
৩৪। কত সালে কাজী নজরুল ইসলাম কলিকাতা থেকে স্থায়ী ভাবে ঢাকায় আসেন?
উত্তর:

প্রিয় কবিকে নিয়ে লিখে তাকে জানার সুযোগ করে দেয়ায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: উত্তর গুলো নিয়ে শ্রীঘই একটা পোষ্ট দিব।

৯| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যখন বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষা দিতাম তখন এই সব প্রশ্নের উত্তর তো পারতাম ই বরং এর চেয়ে অনেক বেশি প্রশ্নের উত্তর জানা ছিল। এখন সবগুলো না পারলেও বেশিরভাগ পাবো ইনশাল্লাহ।

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১০| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩২

জাতির বোঝা বলেছেন: এই ভদ্রলোক এক জন কবি । এতোটুকু জানা কি যথেষ্ট নয়?

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: মোটেও যথেষ্ঠ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.