নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। কষ্ট পেতে শিখুন।
কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিন।
শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই।
স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি, মানুষ যত কষ্ট পায়, তত খাঁটি হয়।
তাই চুপ করে থাকুন। মনে রাখবেন, ''দেরী হোক যায়নি সময়।''
২। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন, - ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ।
কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- - ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।
ছোটখানো অসঙ্গতিগুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প্যাঁচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।
৩। আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি। কেন জানেন?? কারণ ছোট বেলার ভুল গুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত। কিন্তু বড় হওয়ার পর ভুল গুলো মুছে ফেলা যায় না !
৪।লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর: বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।
৫। আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন ?
৬। গর্ত করো।
একটু পরপর বেশ কয়েকজন মিলে চিৎকার করে বলছে, গর্ত করো। গর্ত করো। তাদের হাতে আধুনিক পিস্তল।
আমরা প্রায় একুশ জন নারী পুরুষ মাটি কেটে যাচ্ছি সকাল থেকেই। আমরা ক্লান্ত- বিধ্বস্ত। একদিনে বিশাল একটা পুকুর কাটা সহজ নয়। তাছাড়া এ কাজ আমরা কখনো করিনি আগে।
বুঝতে পারছি না তারা এ পুকুর কেটে কি করবে। এখানে আমাদের গুলি করে মারবে? অথবা জীবন্ত করব দিবে? আমার হাত আর চলছেই না।
আমার দিকে পিস্তল তাক করে থাকা একজনকে বললাম, সকাল থেকে কিছুই খাইনি। অন্তত এক কাপ চা কি খেতে পারি? পিস্তল হাতে থাকা লোকটি রেগে মেগে বলল, তুমি নিয়ম ভঙ্গ করেছো। তোমার সময় শেষ। তারপর অনেক গুলো গুলি করে আমাকে হত্যা করা হলো। আমার মৃত্যুর মধ্যে দিয়ে আমার ঘুম ভাঙ্গলো!
২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: প্রথম হওয়া অনেক আনন্দের।
২| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪২
ইসিয়াক বলেছেন: ২নং , ৩নং, ৪নং টা ভালো লেগেছে। ৬নং স্বপ্নটা কি আজ দেখেছেন।
সকাল সকাল ঘুমিয়ে পড়ুন । ভোরে উঠে ফজরের নামাজ পড়ুন । বাজে স্বপ্ন দেখবেন না। নিজেরমনে দু শ্চিন্তা নিয়ে নাড়াচাড়া যত সম্ভব কম করুন । গান শুনতে পারেন আড্ডা দিতে পারেন ।কঠিন সময় সবারই যায়।
২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কথা
২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
৬ নং: আপনার রুমের ফ্লোর ঠিক আছে তো?
২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৫| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাকে পিস্তল দেওয়া হলে আমি পিস্তলটি সমুদ্রে ফেলে দিব। আমি মারামারি হত্যাকান্ড নৃশংসতা পছন্দ করিনা।
২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: ভেরি গড।
৬| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: ভেরি গড।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৯
ইসিয়াক বলেছেন: আমি প্রথম। আসছি ।পড়ে নেই।