নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ১৮

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৯



১। আজ সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে।
গতকাল রাতে স্বপ্নে দেখলাম-
আমি একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আর চারজন লোক এসে আমার সামনে দাঁড়ালো। তারা সবাই কালো পোশাক পরা। চোখ মুখ ঢাকা। তাঁদের আমি চিনি না।
চারজন আমার সামনে এসে বললেন, সময় হয়ে গেছে, তুমি কলিংবেল বাজিয়ে দিয়েছ। তাই আমরা এসে গেছি।
আমি জিজ্ঞেস করলাম - আপনারা কে? তারা জবাব দিল না। তাঁরা আমাকে জোর করে হাত পা বাধতে লাগলেন, কালো কাপড় দিয়ে চোখ মুখ ডেকে দিল। তারপর একটা খাটে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে।

২। আমি যখন জীবনানন্দের কবিতা পাঠ করি তখন প্রতিটি লাইন পড়ে আমাকে থামতে হয়, বার বার থামতে হয়।

৩। কীর্তনখোলা নদী।
আমি আর সুরভি নৌকায় করে যাচ্ছি। নদী শান্ত। ঠান্ডা বাতাস। বাতাসে সুরভি'র শাড়ির আঁচল উড়ছে। মাঝি আপন মনে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর বিকেল।

আমাদের নৌকাটা যাচ্ছে নাম না জানা একটা গ্রামের পাশ দিয়ে। ছোট ছেলে-মেয়েরা নদীতে লাফা-লাফি করছে। একলোক তার মহিষকে গোছল করাচ্ছে।
হঠাত মুহূর্তের মধ্যে আকাশ ভরা মেঘ দেখা দিল। চারপাশ গাঢ় অন্ধকার হয়ে গেল। মাঝির মুখে আতঙ্ক। বলল, তুফান আইতাছে। প্রচন্ড ঝড় শুরু হলো।

আমরা দু'জন জানি না সাঁতার। আমি সুরভি'র হাত ধরলাম। আর কি আশ্চর্য, বিশাল এক ঢেউ এসে আমাদের নৌকাটা উলটে দিল। আমরা পানিতে তলিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।

ঠিক তখন আমার ঘুম ভাঙল। দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত ধরে রেখেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা। সুরভি'কে ঘরে রেখে আমি ছাদে গেলাম। অনেকদিন ভোরের আকাশ দেখি না।

৪। তিনি জেনিকে বিয়ে করেন। লেখার কারনে জার্মানি থেকে বিতাড়িত হবার পর প্যারিসে যান। সেখান থেকে লেখার কারনে বিতাড়িত হবার পর লন্ডন আসেন। এই লন্ডনে তিনি ছিলেন ৩০ বছর। তখন তাঁর সন্তান ছিল ৬ সন্তান। কাজের মেয়ের গর্ভেও জন্ম নিয়েছিল তাঁর এক সন্তান। খুব মানবেতর জীবন কাটিয়েছেন তিনি। অতি দারিদ্রতায়, অপুষ্টিতে তাঁর ৪ সন্তান এবং স্ত্রী মারা যায়। এরপর তিনি আক্ষেপ করে বলেন, আপনারা জানেন যে, আমি আমার জীবন বিপ্লবী কাজে উৎসর্গ করেছি। আমাকে যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দেয়া হয়, তবে আমি যা করেছি তাই করতাম, তবে বিয়ে করতাম না!

বলুন, আমি কার কথা বলছি? আমি একটু সহজ করে দিচ্ছি- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তাঁর মৃত্যু হয়।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২১

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই ,
আপনি এতো ভয়ের স্বপ্ন দেখেন কেন ? এরপর তো অসুস্থ হয়ে পড়বেন । ভীতিকর চিন্তা ভাবনা থেকে দুরে থাকুন । মজার মুভি দেখুন । সুন্দর সুন্দর গান শুনুন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: দোয়া করুন। দোয়ায় কাজ হয়।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৩

ইসিয়াক বলেছেন: ৪ নং টা বলতে পারলাম না । মনটা ভালো নেই তাই সকাল থেকে সামুতেই বসে আছি।
ধন্যবাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: মন কেন ভালো নেই?? কি হয়েছে??

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

ইসিয়াক বলেছেন: আমার সারাটাদিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।

আমার সারাটাদিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।

তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন, সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে
চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।

আমার সারাটাদিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
আমার সারাটাদিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।

গান: বৃষ্টি তোমাকে দিলাম
শিল্পী: শ্রীকান্ত আচার্য
অ্যালবাম: বৃষ্টি তোমাকে দিলাম

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৪

ডার্ক ম্যান বলেছেন: 4/ কার্ল মার্কস

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ১৮৮৩ সালের ১৪ই মার্চ ৬৪ বছর বয়সে তিনি মারা যান।

জীবনের গল্প ১৮ খুব ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই। ভালো থাকুন।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কার্ল মার্কস

১৮৮৩ সালের ১৪ই মার্চ ৬৪ বছর বয়সে তিনি মারা যান। 

জীবনের গল্প ১৮ খুব ভালো লেগেছে।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৭

ইসিয়াক বলেছেন: Books name -- Karl Marx Frederic Engels collected works
কার্ল মার্কসের নিজের লেখা কিছু কবিতা ব্লগার ইমন জুবায়ের অনুবাদে



০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good morning, Sir.

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: আজকাল আপনার পোষ্ট দেখি না কেন??

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়ে যে এক বিরাট ঝামেলা কার্ল মার্কস ভালোভাবেই বুঝেছিলেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: বিয়ে করার পর সব পুরুষই বুঝে বিয়ে মানেই বিরাট দিকদারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.