নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০৮

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬



১। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
প্রিয় খাবার গুলো দিয়ে পেট ভরে খেলে সুখ? প্রিয় মানুষের সাথে সমুদ্রে বা পাহাড়ে বেড়ানো- সুখ? ব্যাংকে প্রচুর টাকা থাকলে সুখ? দেশ বিদেশ ঘুরে বেড়ালে সুখ? নিজের সন্তান সুস্থ সবল থাকলে সুখ?

সুখ পরিমাপ করার কি কোনো যন্ত্র আবিস্কার হয়েছে? ধর্ম গুলো সুখ নিয়ে কি বলে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি সুখী মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ তো বলেছেন- 'এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...'।

দার্শনিক এরিস্টটল বলেছেন- 'জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না'। একজন লেখককে জিজ্ঞেস করলাম- সুখ ব্যাপারটা আসলে কি? লেখক বললেন- ' সুখ অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। একেক মানুষ একেকভাবে একে উপভোগ করে।'

২। পৃথিবীতে শক্তিমান লোকগুলোর ওপর ইদানিং খুব রাগ হয় আমার। আমাদের হাতে সময় অনেক কম- তাই চটপট বন্ধুত্ব করা ঠিক নয়। বন্ধুত্বের জন্য সমান সমান হওয়া খুব প্রয়োজন। লোকে বুঝতেই পারে না আমার চোখে গোয়েন্দার পর্যবেক্ষন আছে। ছেলে গুলো চাকরী ছাড়া আর কিছু বুঝতে চায় না। আর চালাক লোকগুলো তাদের খাটিয়ে মারে। সমাজে পাপী মানূষের সংখ্যাই বেশী এবং পাপীরাই সমাজ চালায়।

৩। চার্লস ব্যাবেজকে যদি কম্পিউটারের জনক বলা হয় তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিঃসন্দেহে আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর জনক বলা যেতে পারে। একটু গভীর দৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথের কবিতাগুলোর দিকে তাকালেই আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর স্বপ্নদ্রষ্টা।

৪। একটা জেগে থাকার পাশে বসে থাকে প্রতীক্ষা। জেগে থাকে শেয়াল, নেকড়ে বন-কুকুর। তারা হিংস্র। মুখ ও মুখোশ চেনে না। অপ্রীতিকর শব্দে বের করে জিভ, শুভ্র দাঁত ও শান দেয়া নখ। পালাবে কোথায়?
তাচ্ছিল্য, একটি বেগুনি রঙের ভাব-বাচক বিশেষ্য।
তারপর.....….
বেঁচে থাকলে কেউতো আজ জন্মদিনের শুভেচ্ছা জানাতো। কেননা অতীতের কোন বছরে আজকের দিনেই কবি ও ব্লগার কুহক মাহমুদের জন্ম হয়েছিলো।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: কবিগুরুকে আধুনিক ব্যাংকিংয়ের স্রষ্টা বলাটা ঠিক পরিস্কার হলো না।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে। দার্শনিক অ্যারিস্টোটলের কথাটা বেশ ভালো লেগেছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: দাদা রবীন্দ্রনাথ নানান ধরনের ব্যবসা করেছেন।
গ্রামের মানূষের জন্য তার অনেক চিন্তা ভাবনা আছে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮

বলেছেন: মনের সুখই প্রকৃত সুখ।।।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: আসলে সুখ হলো নিজের কাছে । চাওয়া পাওয়ার হিসাব যদি প্রতি নিয়ত বেড়ে চলে তবে সেই ব্যক্তি কখনো সুখের দ্বারপ্রান্তে পৌছাবে না। অল্পতে সন্তুষ্ট হওয়া ,সুন্দর ভাবে জীবন যাপন করা , নিয়মের মধ্যে থাকা ।দৈব দূর্বিপাক বাদে আমার মনে হয় সুখ তাকে ধরা দেবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি সুখী

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: মানুষ কখনো সুখী , কখনো দুঃখী। সুখ ও দুঃখ এ দুইয়ের সমন্বয়েই আমাদের সবার জীবন। একেক জনের সুখ একেক রকম।
সবগুলো পড়েছি বেশ ভালো লেগেছে। প্রিয় কবি ও ব্লগা কুহক মাহমুদের আত্মার মাগফেরাত কামনা করছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বার্থহীন ভাবে মানুষের উপকার করুন । দেখবেন খুব আনন্দ পাবেন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: রাইট।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখনও প্রতি বছর অনেক বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাদের সন্তানের ডেলিভারি করতে শুধু মাত্র একটি পাসপোর্ট পাবার আশা য়। আমার পরিচিতির মধ্যে এরকম অনেক আছে। আমি নিজে অনেক মানুষ দেখেছি, যারা বাংলাদেশে ইনকাম করে মালয়েশিয়াতে এনে খরচ করে। ফ্যামিলির সবাই থাকে মালয়েশিয়াতে। আর কর্তা বাংলাদেশে ইনকাম করছেন। এমন দৃশ্য আমেরিকা ও কানাডায় ও নাকি অনেক দেখা যায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: আমার এক আত্মীয় থাকে ইতালিতে।
ইতালিতে তাদের দুটা সন্তান জন্ম নেয়।
ছেলে দু'টোর স্কুলে ভর্তি হবার সময় হয়েছে।
তাই বাবা, মা আর ইতালি থাকবেন না।
দেশে ফিরে আসবেন। ছেলেদের এ দেশের শিক্ষা দিবেন। বিদেশের শিক্ষা তাদের পছন্দ না।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৫

গোধুলী বেলা বলেছেন: সুখটা এক অপেক্ষিক মনস্তাত্ত্বিকবিষয়ের নাম।যা সময়ের সাথে পরিবর্তন হতে হতে মৃত্যুর কামনায় গিয়ে শেষ হয়। সবাই সুখী আবার কেউই সুখীনয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: অন্যের জন্য ভালো কিছু করলে, যে সুখ। সেটাই আসল সুখ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইতালিতে হাজার হাজার বাংলাদেশী অনেক কষ্টে আছে । আবার কেউ কেউ বেশ ভালো আছে। আমার পরিচিত মালয়েশিয়ায় এক শ্রমিক নেতা যার বাড়ি শরীয়তপুরে । তার এক ছেলে ইটালিতে দোকান দিয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমার খুব শখ বিদেশে একটা দোকান দেওয়ার।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ইচ্ছা করলে মালয়েশিয়াতে এসে দোকান দিতে পারেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: দেখি।
চেষ্টায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.