নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকর সাদা মিথ্যা- ১০৮

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০



১। হুটহাট করে মাঝে মাঝে টুকরো টুকরো সৃতি খুব মনে পড়ে যায়। কত তুচ্ছ অর্থহীন সব ঘটনা।

তখন আমার চার কি পাঁচ বছর বয়স হবে-
একটা চকলেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে অসংখ্য পিঁপড়া আমাকে ঘিরে ধরলো। পিপড়ার কামড়ে ঘুম ভেঙ্গে গেল, চিৎকার করে কাঁদতে শুরু করলাম আমি। মা আলো জ্বালালো। দেখা গেল লাল পিপড়ে দিয়ে ভরে গেছে আমার বালিশ- বিছানা। আব্বা তো হই চই শুরু করে দিল। একটাকেও আস্ত রাখবো না। সব ক'টা পুড়িয়ে মারবো। আমার ছেলেকে কামড় দিয়েছে। কেরাসিন আনো, দিয়াশলাই দাও। মা বলল, এত রাতে চিৎকার চেচামেচি করো না। ......

আর আমি তখন বসে বসে ভাবছি- পিঁপড়েদের খবর দিল কে? কি করে তারা জানতে পারল আমার হাতে চকলেট আছে? পিপড়া'রা কি রাতে ঘুমায় না?

২। মেডিক্যালের এক ছাত্র উচ্চতর ক্যালকুলাসে ফেইল করে প্রফেসরের কাছে গিয়ে ক্ষোভ ঝাড়ে, “হেই, ছাতার এই অঙ্ক করে আমার কি লাভ? আমি কেন ক্যালকুলাস পড়ব? এমন তো না যে আমি ডাক্তার হলে ক্যালকুলাস আমার হাতি ঘোড়া উপকার করবে!”
প্রফেসর শান্তভাবে উত্তর দেন, “আসলে তুমি যা বলেছ ঠিক নয়। ক্যালকুলাস মানুষের প্রাণ বাঁচায়।”
“কীভাবে? দেখান দেখি!” ছাত্র জানতে চায়।
“খুব সোজা। ডাক্তার হওয়ার মতো যোগ্যতা যাদের নেই, ক্যালকুলাসের কারণে আগে থেকেই তারা মেডিক্যাল স্কুল থেকে ঝরে পড়ে।”

৩। মনে রাখবেন সকল সফল এবং চোর বদমাশ, দূর্নীতিবাজ ব্যক্তিই এক সময় মায়ের কোলে কাঁদতে থাকা শিশু ছিলো। সব বড় অট্টালিকাই একসময় শুধু একটি নকশা ছিলো। আপনি আজ কোথায় আছেন তা গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে আপনি কোথায় পৌছাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪। গ্রিক দার্শনিক প্রবর নাকি দিনের বেলা বাতি জ্বালিয়ে কোনো কিছু খুঁজে বেড়াচ্ছিলেন। এক পথচারী তাকে জিজ্ঞাসা করেছিল, মহোদয় আপনি দিনের বেলায় এমন করে কী খুঁজছেন? উত্তরে দার্শনিক বলেছিলেন মানুষ। দার্শনিক প্রবরের খুঁজে বেড়ানোর ধারা আর উত্তরের মধ্যে বেশ অভিনবত্ব আছে এ কথা স্বীকার করতেই হবে। কারণ মানুষ যেখানে চারপাশেই ভিড় করে আছে সেখানে তাকে খুঁজে বেড়াতে হয় না। আবার দিনের বেলায় বাতি জ্বালিয়ে খোঁজা সে তো এক দেখার মতো ব্যাপার। কাজেই সব ব্যাপারটার মধ্যে যদি অন্য কোনো তাৎর্পয না থাকে তাহলে এটাকে পাগলামি বলা ছাড়া গত্যন্তর নেই।
বিচক্ষণ ব্যক্তি মাত্রই বলবেন, না, ব্যাপারটা পাগলামি নয় এর মধ্যে তাৎর্পয তো আছেই, তদপুরি আছে একটি শাশ্বত তথ্য। অর্থাৎ এমনি দিনের বেলায় বাতি জ্বালিয়ে মানুষ খোঁজার ব্যাপারটি দার্শনিকের সঙ্গেই শেষ হয়ে যায়নি। প্রতি যুগেই এমনি মানুষ খোঁজার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। অতীতেও তা ছিল, আর এখনো আছে। এতে বোঝা যাচ্ছে, মানুষ তাহলে মানুষ নয় আর দিনের আলোও আলো নয়। চারদিকে অজ্ঞানতার অন্ধকারে ছেয়ে আছে। এর সামনে দিনের আলো আর রাতের কালো সবই এক সমান। আর সেই অন্ধকারে মানুষের চেহারা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মানুষ নয়, ভিন্নতর কোনো জীব। দার্শনিক জ্ঞানের মশাল নিয়ে তাই মানুষ খুঁজে বেড়াচ্ছেন।

৫। অনেকদিন আগে বেশ কিছু দিন পুরান ঢাকায় কলতা বাজার ছিলাম। তখন দেখতাম-গলির মাথায় ল্যাম্প পোষ্টের সামনে দাঁড়িয়ে- মধ্যেরাত্রে একলোক মদ খেয়ে অকথ্য ভাষায় আকাশের দিকে তাকিয়ে গালা-গালি করত।তারপর বউটা এসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে নিয়ে যেত।আমি সারারাত জেগে বই পড়তাম । ওই লোকের গালা-গালি শুনে ব্যলকনিতে এসে দাঁড়াতাম। একদিন ওই মাতালটার সাথে খুব সাহস করে আলাপ করে ফেললাম । প্রথমে লোকটা ভাব করতে চায়নি । পরে একটু একটু করে ভাব হয়েই গেল । আমি লোকটার কাছে অনেকবার জানতে চেয়েছি- সে মদ খেয়ে মধ্যরাত্রে কেন গালাগালি করে । লোকটা জবাব দিতে পারেনি । তখন বুঝতে পারলাম, ওর রাগটা বিশেষ কারো ওপর নয়। ওর মনটাই বিগড়ে গেছে । মদ খেলেই ভিতরের নানা রকম জমে- থাকা বিষ গালাগাল হয়ে বেরিয়ে আসে। তখন আরাম লাগে । এখন সে আমার বন্ধু ।

সামু কর্তৃপক্ষকে অনুরোধ করবো শ্রদ্ধেয় চাঁদগাজীকে পোষ্ট এবং মন্তব্য ব্যান করা থেকে অব্যাহতি দেওয়া হোক। উনার পোষ্ট অসংখ্য ব্লগারগন মুগ্ধ হয়ে পড়েন। উনি ভালো মন্তব্য করেন। উনার মন্তব্য থেকে ব্লগাররা তাদের ভুল গুলো বুঝতে পারেন।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন:
রাজীব ভাই ভালো লাগছে । শেষ করা হয়নি এখনো ...............

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা----
স্কুলে ভর্তি হবার সময় তুলতে হয়েছিল।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

ইসিয়াক বলেছেন:

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

হাফিজ বিন শামসী বলেছেন: পিঁপড়াদের খবর দিতে হয়না পিঁপড়ারা খবর পেয়ে যায়। ওরা সমাজে ওঁত পেতে থাকা পিঁপড়েদের মতই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ইসিয়াক বলেছেন:

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর জন্য শুভ কামনা।
উনার মন্তব্য থেকে আমরা আমাদের ভুল গুলো বুঝতে পারি ।
সামু কতৃপক্ষকে বিনীত অনুরোধ চাঁদগাজীকে পোষ্ট ও মন্তব্য ব্যান করা থেকে অব্যাহতি দেওয়া হোক।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মুক্তিযোদ্ধা ব্লগার জনাব চাঁদগাজী কে ব্যান করার প্রতিবাদে পোস্ট দেয়া থেকে বিরত আছি।
এটাই আমার প্রতিবাদ। আমাদের হাত বাঁধা কেন ? আমাদের চোখ খুলে দাও!

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আমিও এই কাজ করবো।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

রাকিব আর পি এম সি বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজীকে ব্যান করা হয়েছে!! খুবই দুঃখজনক ব্যাপার। তাকে ব্যান থেকে অব্যাহতি দেয়ার দাবী জানাচ্ছি। ২ নং অংশটি পড়ে বেশ মজা পেলাম, হাহাহা..। ভাল থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: হুকুম এবং দাবী একটাই চাঁদগাজীকে চাই।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

জাহিদ অনিক বলেছেন:
২ নাম্বারটা দারুন !

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্যরি যে আমি দার্শনিক প্রবরের নাম শুনিনি। উনি কোন দেশের কোন সময়ের মানুষ?
শ্রদ্ধেয় ব্লগারের ব্যানের ব্যাপারটা জানতাম না। শুনে খারাপ লাগছে। ভাই পোস্টের সঙ্গে সহমত পোষণ করছি। একজন শ্রদ্ধেয় ব্লগার, সামুর প্রতি ওনার একাগ্রতা প্রশ্নাতীত। ওনার এই খবরে ব্যক্তিগতভাবে আমি যারপরনাই ব্যথিত। ওনার স্টাটাস পরিবর্তনের প্রার্থনা করছি। ধন্যবাদ প্রিয় ছোট ভাইকে বিষয়টি সামনে আনার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: দাদা আসুন চাঁদগাজীকে মুক্ত না করা পর্যন্ত আমরা সামুতে আর পোষ্ট দিব না।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব ভাই, আপনার পিঁপড়ার গল্প একটু অন্যভাবে আগেও একদিন পড়েছি। (২০১৬ থেকে আমি আপনার একজন নিয়মিত পাঠক। ব্লগে এলেই আপনার পোস্ট চোখে পড়ে। ইচ্ছায়, অনিচ্ছায় পড়তে হয় B-) )

২, ৩, ৪ দারুণ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
পোষ্ট দিলে কিছুটা পড়বেন। মন্তব্যও করবেন। এতটুকু আশা তো করতেই পারি আপনার কাছে।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগার চাঁদগাজী বেশ ভালো একজন পাঠক। ব্লগের নতুন, পুরাতন সবার পোস্ট তিনি পড়েন। ভালোভালো লেখায় প্রেরণাদায়ক মন্তব্য করেন। অনুপ্রাণিত করেন।

এডমিনের প্রতি 'উনার কমেন্ট-সংক্রান্ত শাস্তি শীতল করার অনুরোধ রইলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ইয়েস।
সহমত।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০২

ching বলেছেন: শ্রদ্ধেয় চাদঁগাজীকে পোস্ট ও মন্তব্য ব্যান থেকে অব্যাহতি দেয়া হউক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

ডার্ক ম্যান বলেছেন: ভাল । বেশ ভাল

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার বন্ধু মনে হয় আল্লাহকে গালাগাল করত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: না না। তা কি হয়!!

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: Rajib bro please come back. We are miss you.

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: এসে পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.