নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঢাকা শহরের মানুষ গুলো ঘর থেকে বাইরে বের হলেই হিংস্র হয়ে যায়। অমানবিক হয়ে যায়। একজন দায়িত্বশীল পিতা, যার সংসারের প্রতি অগাধ মায়া। সন্তনাদের প্রতি সীমাহীন ভালোবাসা- সে-ও বাইরে বের হলে হিংস্র হয়ে যায়। তখন তার মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এই শহরে কেউ নিয়ম মানে না। নিয়মের কথা বললেও রেগে যায়। বিশেষ করে রিকশাওয়ালা এবং বাইকওয়ালারা। এবং এরা খুব বেয়াদব হয়। এই শহরের মানুষ গুলো শুধু মাত্র যদি নিয়ম মেনে চলাচল করতো এই শহরের জ্যাম থাকতো না। প্রতিটা লোক অপ্রয়োজনে বিকট হর্ন দেয়। দেশ উন্নয়নের মহাসড়কে অথচ আজও মানুষ দৌড়ে দৌড়ে বাসে উঠে, বাসে উঠে একজন গায়ে গা গালিয়ে দাঁড়িয়ে থাকে। দশো টাকার ভাড়া দেয় বিশ টাকা। প্রয়োজনে অপ্রয়োজনে বাইরে বের হলেই প্রতিদিন এই শহরের দোষ ত্রুটি গুলো আমার চোখে পড়ে। আমার কিচ্ছু করার নেই। আমি চুপ করে দাঁড়িয়ে দেখি। বেশ করেকবার বলতে গিয়ে বিরাট বিপদে পড়েছি। আমাকে মারতে আসে। আমার কলার চেপে ধরে। আশে পাশে সবাই দাঁড়িয়ে দেখে, কেউ বাঁচাতে আশে না। কথা না বাড়িয়ে, আসুন কিছু ছবি দেখি।
১।
প্রতিদিন সন্ধ্যায় মাছের বাজারে যাই। খিলগা রেলগেট। রেল লাইনের পাশে প্রতিদিন সন্ধ্যায় জমজমাট মাছের বাজার বসে। প্রচুর মাছ বিক্রি হয়।
২।
সেদিন এক কাজে বায়তুল মোকারম গিয়েছি। বাসায় ফিরবো রিকশা ওয়ালা ভাড়া চায় ৮০ টাকা। আমি টেম্পুতে দশ টাকা দিয়ে চলে আসছি।
৩।
প্রচুর মাছ, প্রচুর দাম।
৪।
মনে করুন, আপনি একটা রুই মাছ কিনেছেন ৭০০ টাকা দিয়ে। সে কাটতে নিবে ৬০ টাকা। তবে ওরা খুব দ্রুত কাটে।
৫।
এই লোক কেন খালি গায় সাইকেল চালাচ্ছে আমি জানি না। আমি ছিলাম বাসের মধ্যে, মতিঝিল যাচ্ছিলাম।
৬।
এই ছবিটা গতকাল সকালে তুলেছি। মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে। দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেলেও এদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না! যুগ যুগ ধরে এরা রাস্তায় ঘুমায়।
৭।
এই ছবিটার মানে হলো- চলার পথে আমি আকাশের দিকে তাকাই।
৮।
সুন্দর করে ইলিশ মাছ গুলো সাজিয়ে রাখে। উপরে থাকে লাইট, আলো এসে পড়ে মাছের গায়ে। মাছ গুলো চকচক করে। আচ্ছা, রাস্তার মধ্যে তারা বিদ্যুৎ পায় কোথায়?
৯।
কি সুন্দর করে রাস্তায় কলা সাজিয়ে বিক্রি করে।
১০।
এক জরুরী কাজে যাচ্ছিলাম। রাস্তায় বৃষ্টিতে আটকে গেলাম।
১১।
এ জায়গাটা নিশ্চয় সবাই চিনেন?
১২।
অপ্রয়োজনীয় ছবি।
১৩।
আমার বাসার ছাদ থেকে তোলা।
১৪।
ভিক্ষুক সম্প্রদায়।
১৫।
হাতির ঝিল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় দাম বেশি নিক, তবু জিনিসটা ভালো দিক। মাপে ঠিক দিক।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষগুলো ছবি'র মত সুন্দর হলে ভাল হত...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: ১২ ও ৭ নম্বরটা মনে ধরেছে।
আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
হারালো সুর হারালো গান
ফুরালো যে বেলা ।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
৬। এই ছবিটা গতকাল সকালে তুলেছি। মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে। দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেলেও এদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না! যুগ যুগ ধরে এরা রাস্তায় ঘুমায়।- আমরা শিল্পীদের লক্ষ লক্ষ টাকা দেবো কারণ তারা দেশের সম্পদ।
৮। সুন্দর করে ইলিশ মাছ গুলো সাজিয়ে রাখে। উপরে থাকে লাইট, আলো এসে পড়ে মাছের গায়ে। মাছ গুলো চকচক করে। আচ্ছা, রাস্তার মধ্যে তারা বিদ্যুৎ পায় কোথায়? - সরকারী মাল দরিয়ামে ডাল
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দু'টা গুরুত্বপূর্ন বিষয় আপনার চোখ এড়িয়ে যায় নি বলে।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
দেশে গলাকাটা ক্যাপিটেলিজম চলছে।
৬ নং: রাস্তায় ঘুমন্ত বাংগালীরা এই দেশের কেহ নন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: তারা তো বাংলায় কথা বলে।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরে যে পরিমাণ লোক বসবাস করে পুরো মালয়েশিয়াতে ও সেই পরিমাণ লোক নেই।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: লোক বেশি সেটা সমস্যা না। সমস্যা হলো আইন না মানাটা। ভদ্র আচরন না করাটা।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজপথে যারা ঘুমায় তাদের জন্য বাথরুমের কি ব্যবস্থা আছে? তারা গোসল করে কোথায়? প্রাকৃতিক কর্ম সারে কোথায়?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: সম্ভবত- রাস্তার পাশে যে ড্রেন গুলো থাকে সেখানে।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি বলুন , তো বাংলাদেশের মত এত বেশি মানুষ আর কোন দেশে আছে ? আমার জানা মতে, পৃথিবীর কোন দেশেই বাংলাদেশের মতো এত বেশি অতিরিক্ত লোক জন নেই। জনসংখ্যা থাকতে হবে সম্পদ ও দেশের আয়তন এর সমান অনুপাতে। বাংলাদেশের সেটা নেই । তাই কামলা দিতে ছুটে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অন্যান্য দেশে। এটি একটি দেশের জন্য অবশ্যই লজ্জার ব্যাপার। অন্যের দেশে কামলা দেওয়াটা একটা অপমানের বিষয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: কামলা বলে প্রবাসীদের নিচু করছেন কেন?
কাজ কে সম্মান করতে হবে। ভালোবাসতে হবে।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৪
ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আমার বাসার ছাদ থেকে তোলা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৩
ল বলেছেন: যুগ যুগ ধরে এরা রাস্তায় ঘুমায় -- আহা জীবন
অসাধারণ ছবি ++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ল।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: কামলা বলে প্রবাসীদের নিচু করছেন কেন?
কাজ কে সম্মান করতে হবে। ভালোবাসতে হবে।
এতই যখন ভালোবাসা আর দরদ উথলে উঠেছে তাহলে দেশের মানুষদেরকে দেশেই কাজ দেওয়া হয়না কেন ? কেন তাদেরকে সহায় সম্বল বিক্রি করে পেটের দায়ে বিদেশে ছুটতে হয়? কেন তারা দেশেই একটি পারিবারিক জীবন পায় না?
আবেগ আর কল্পনা দিয়ে কবিতা লেখা চলে । কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: আরে ভাই, ছোট্র একটা দেশ মানুষ বেশি। তাই সমস্যা তো থাকবেই। বহু বিদেশি কিন্তু আমাদের দেশী সে কাজ করে।
যুগ যুগ ধরেই মানুষ কাজের সন্ধানে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। এটা স্বাভাবিক।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাছ বাজারের ছবি মনে হয় চট্টগ্রাম থেকে তোলা। সাগরের মাছ দেখছি।
ছবি ব্লগ আরও সুন্দর হতে পারতো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: না চট্রগ্রাম না। ঢাকা।
আমি ঢাকা থাকি। পোষ্টের শিরোনামই ঢাকার পথে পথে।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: প্রথম আলো'র নিউজটা পড়েছি।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবি ব্লগ ।
5 নম্বরে আমার ফটোটা এখানে এলে কি করে!
সকালে গামছা গায়ে সাইকেল চালাচ্ছিলাম। কখন লেন্সবন্দি গোলাম বুঝতেই পারিনি। হাহাহাহাহা। ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: হা হা হা----------
দাদা ছবিটা প্রেস ক্লাবের উল্টো পাশ থেকে তুলেছি।
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯
বঙ্কু বাবু বলেছেন: অপ্রয়োজন-এ হর্ন দেয়া ঢাকার সব ধরনের চালকদের এক ভয়ংকর বদঅভ্যাস।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: জরিমানা করতে হবে। তাহলে অযথা হর্ন দিবে না।
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: আরে ভাই, ছোট্র একটা দেশ মানুষ বেশি। তাই সমস্যা তো থাকবেই। বহু বিদেশি কিন্তু আমাদের দেশী সে কাজ করে।
যুগ যুগ ধরেই মানুষ কাজের সন্ধানে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। এটা স্বাভাবিক।
বিদেশ থেকে বাংলাদেশের যারা কাজ করতে আসে তারা সম্মানজনক কাজ করতে এবং পরিবার পরিজন নিয়ে ঢাকাতে বসবাস করে। আমি এ ব্যাপারে বেশ কিছু তথ্য জানি । ঢাকার অভিজাত এলাকাগুলোতে সাধারণত তারা থাকেন। আমার পরিচিত কিছু শ্রীলঙ্কান ভদ্রলোক আছেন যাদের বেতনের অংক শুনলে আমি টাশকি খেয়ে যেতাম।।
আমাদের দেশের শ্রমিকরা বিদেশে কখনোই পরিবার-পরিজন নিয়ে থাকার কথা ভাবতেও পারে না । তারা বিদেশে পুলিশের লাঠি গুতা আর উষ্টা খেয়ে কোন রকমে টিকে থাকে । আজকের প্রথম আলোর খবর টা এজন্যই আপনাকে লিঙ্ক দিয়েছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: মানুষের নানান সমস্যা। একেক মানূষের সমস্যা একেক রকম। কেউ টাকার জন্য বিদেশ যায়, কেউ জীবন উপভোগ করার জন্য বিদেশ যায়, কেউ কর্মের খাতিতে।
সুযোগ পেলে আমি নিজেই বিদেশ চলে যাবো। তবে মধ্য প্রাচ্যের দেশ গুলোতে যাবো না।
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন:
সুযোগ পেলে আমি নিজেই বিদেশ চলে যাবো। তবে মধ্য প্রাচ্যের দেশ গুলোতে যাবো না।
কোথায় ? অষ্ট্রেলিয়ায় ?
খুব সুন্দর দেশ .........
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: আমেরিকা, কানাডা, আমস্টারডাম অথবা অষ্টেলিয়া।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
আরোগ্য বলেছেন: আপনার এই ধরনের ছবিব্লগগুলো বেশ ভালো লাগে। আমি অধিকাংশ সময় স্বপ্ন থেকে মাছ কিনি, ভালো দরদাম করতে পারি না তাই।