নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বরিশালের জয়জয়কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবির রায়হান- এ চার জনই বরিশাল অঞ্চলের!
২। শোভন-রাব্বানি জাবি (ঘুঘু) দেখেছে এবার জাবির ভিসিকেও (ফাদ) দেখছে।
৩। আপনি আপনার 'ন্যায্য পাওনা' চেয়েছিলেন। কিন্তু আপনাকে না দিয়ে উল্টো পদ থেকে কৌশলে সরিয়ে দিলো। ক্ষমা করবেন মানবতার হকার আই মিন ফেরিওয়ালা। আমরা আপনাকে ডিজার্ভ করি না।
৪। মানবতার ফেরিওয়ালাকে ক্ষমা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন। দলে দলে ক্ষমা করুন।
৫। ক্ষমাপ্রার্থনা করে প্রমান করলো, সে আসলেই অপরাধী। এখন উচিৎ হবে আইনের আওতায় আনা। সাথে ডাকসুর জিএস পদ থেকে বহিস্কার করা।
৬। তুমি ছাত্রলীগের পদ থেকে সরে গেলেও তোমার পরে যারা আসবে তারা কি রকম হয় সেটাই এখন দেখার বিষয়।
তবে যদি বাংলাদেশের কোন ছাত্রলীগ সংগঠন না থাকত তাহলে সবচেয়ে খুশি হইতাম আমরা সাধারণ শিক্ষার্থীরা,,,
তবে গোলাম রাব্বানী তোমার গানের গলাটা কিন্তু বেশ ছিল।
৭। শহিদ জিয়ার নাম উপড়ে পেলা সালা উদদীন কাদের চৌধুরীর কবরে লাথি মারা এসবের জন্য মহান রাব্বুলআলামীনের কাছে অনুতপ্ত হন অবৈধ হাসিনার কাছে না হয়ে।
৮। চিন্তার বা মন খারাপের কিছু নাই জনাব!
দিন শেষে আপনারাই পদধারী হইয়া যুবলীগ অথবা আওয়ামী লীগের খেদমতে হাজির হইবেন! আগামী নির্বাচনে হয়তো দলের মনোনয়নও পাইবেন!! যার যতো বেশি বদনাম, এদেশে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সেই ততো যোগ্য!
৯। কোনটার জন্য অনুতপ্ত! ভোট ডাকাতি না দুর্নীতি!!
ভোট ডাকাতি করে যাদের ক্ষমতায় বসালেন তারাই আজ নৈতিকতার দোহায় দিয়ে আপনাকে ক্ষমতাচ্যুত করেছে! জানি এরপরেও আপনাদের শিক্ষা হবেনা।
১০। মানবতার ফেরিওয়ালার আড়ালে কী আছে তা মানুষ জানে বোঝে।ডাকসুর ভিপির কাছে ক্ষমা চেয়ে নিন,নৈতিকতার প্রশ্নে আপনার ঊর্ধ্বে সে।সাধারণ মানুষের সাথে থেকে সমস্ত অন্যায়,দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও প্রতিবাদ জানান,মানুষের ভালোবাসা পাবেন,দলকানারা ঘৃণিত।
১১। প্রধানমন্ত্রী উদ্যোগী না হলে এল সময় এই দলের অস্তিত্ব ই বিপন্ন হবে।সাধারণ জনগণ চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষোভে ফুঁসে আছে.. নিজেদের স্বার্থে এরা দলকে ব্যবহার করে দলের ইমেজ নষ্ট করছে। এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার..
১২। রাব্বানী ভাই আপনার এখন পুরোপুরি বিসিএস এ মনোযোগ দেয়ার সময় এসে গেছে।
১৩। কত অল্প সময়ে কোন উছিলায় আল্লাহ কার পতন করবেন তিনিই ভাল যানেন। এই দুদিন আগেও কত প্রতাপশালী ছিল এই হেলবাহিনীর সেনাপতি! অথচ রক্ষকই তার ভক্ষক হয়ে গেল। একইভাবে পৃথিবীর তৃতীয় সৎ ব্যাক্তির শাস্তিও তার রক্ষক ভারতই করে দিবে, ঠিক যেমনটা মুজিব সাহেবকে করেছিল!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: হা হা হা---
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০০
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগ বাংগালী জাতির দু:খ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ এক অভিশাপের নাম। এড়া বড় ভয়ঙ্কর।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৩
ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আজকের লেখাটাঅনেক কঠিন ........।
আরো পড়ে মন্তব্য করতে হবে ।
তবে আগাছা দুর হয়েছে ভালো হয়েছে ।
এখন এই আগাছার ছায়ায় আরো আগাছা আছে , সেগুলো এবার বেড়ে উঠবে। আবার ফুলেফলে ভরে উঠবে।
থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় ..............।
এর নাম বাংলাদেশ। এ কাহিনীর শেষ নাই ।
রাজনীতি নিয়ে আগ্রহ কম হওয়াতে আমি বুঝি কম । যা বুঝলাম তাই বললাম ।
ধন্যবাদ বন্ধু ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ছাত্র রাজনীতি করে টাকার জন্য। লীগে যে সমস্ত ছাত্র যোগ দেয় তারা টাকা আর ক্ষমতার জন্য। দেশকে ভালোবেসে নয়।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
ঢাবিয়ান বলেছেন: মানুষ ভাবছে যে শুধু আওয়ামিলীগের শুধুই এই দুই জনেই চাঁদাবাজ লুটেরা , বাকি সব ধোয়া তুলসী পাতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ, রাজনীতিবিদ আর রাজনীতিবিদের ছত্রছায়ায় থাকা লোকজন এবং সরকারী কর্মকর্তারা সব লুটে শেষ করে দিচ্ছে।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাস্তান তন্ত্র
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ওরা বড় হিংস্র।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬
সাইন বোর্ড বলেছেন: এসব আবর্জনা নিয়ে সাধারন মানুষ তেমন কিছু ভাবছে বলে আমার মনে হয় না, আর জাতীয় নাটক দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: মন্দ বলেন নি।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাইন বোর্ড বলেছেন: এসব আবর্জনা নিয়ে সাধারন মানুষ তেমন কিছু ভাবছে বলে আমার মনে হয় না, আর জাতীয় নাটক দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে ।
একদম ঠিক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০
খায়রুল আহসান বলেছেন: শুরু থেকেই এদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত ছিল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ওরা আজ বড় ভয়ঙ্কর।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ঢাকসু চাকসু রাকসু নাম শুনে মনে হয় হয় বাটা স্যু এর মতো কোনো স্যু কোম্পানী !!!