নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার বাসার সামনেই ফেনী ফার্মেসী।
ফার্মেসীর মালিক রফিক ভাই। রফিক ভাই আমার বন্ধুর মতোন। তবে তার বয়স আমার চেয়ে বেশী। আমি প্রায়ই ফেনী ফার্মেসীতে আড্ডা দেই। রফিক ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। পাঞ্জাবী পড়েন, মুখ ভর্তি দাঁড়ি। মাথায় সারাক্ষন থাকে নামাজের টুপি। রফিক ভাইয়ের চুল আর দাঁড়ি সাদা হতে শুরু করেছে। রাত নয়টা থেকে ফেনী ফার্মেসীতে আমাদের আড্ডা শুরু হতো। দোকানে দুইজন ছেলে ওষুধ বিক্রি করতো। আমরা আড্ডা দিতাম। রফিক ভাই পত্রিকা পড়েন না, টিভিও দেখেন না। আমার কাছ থেকেই দেশের সব খবর নেন। কোনো কারন ছাড়াই উনি আমাকে সব সময় সাংবাদিক বলে ডাকতেন। অবশ্য আমি কিছুদিন পত্রিকা অফিসে কাজ করেছি। আমাদের সাথে আড্ডায় আরও দুই তিনজন থাকে নিয়মিত।
গত বৃহস্পতিবার আড্ডায় রফিক ভাই আমাকে তিনটা প্রশ্ন করলেন, হাসিনা কি খালেদা জিয়াকে মুক্তি দিবে? রোহিঙ্গাদের শেষ পরিনীতি কি হবে? দেশে ছাত্রলীগের দরকারটা কি? আমি বললাম, রাজনীতির কথা আগে ভাগে কিছুই বলা যায় না। কখন কি হয় কেউ জানে না। তবে আমার ধারনা খালেদা জিয়ার মৃত্যু হয়ে কারাবন্ধী থাকা অবস্থায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন হাসপাতালে। এদিকে তারেক তার মাকে দেশে শেষ দেখা দেখতে মনে হয় দেশে আসবে না। দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান এত সহজে হবে না। ১১ লাখ রোহিঙ্গা থেকে কমপক্ষে পাঁচ লাখ রোহিঙ্গা আমাদের সাথে মিশে যাবে। আর ভাগ্যবান রোহিঙ্গারা বিদেশ পারি দিতে সক্ষম হবে। মারামারি কাটাকাটির জন্য ছাত্রলীগের দরকার আছে। আওয়ামীলীগ জানে যে তারা বড় ভয়ঙ্কর। ক্ষমতায় টিকে থাকার জন্য এদের দরকার আছে।
আড্ডা শেষে রফিক ভাই বললেন, আগামীকাল গ্রামের বাড়ি যাবো। সাংবাদিক সাহেব আপনি আমাদের সাথে চলেন। আমার গ্রামের বাড়িটা দেখে আসবেন। রফিক ভাই বিয়ে করেছে দুই বছর হলো। তার একটা ছেলে আছে। ছেলে নতুন হাঁটা শিখেছে। আমি বললাম, আমার কাজ আছে। তবে আগামী বছর সুরভিকে সাথে করে নিয়ে যাবো ইনশাল্লাহ। রফিক ভাই বেশ খুশি হলেন। বিদায় নিয়ে আমি বাসায় চলে এলাম। গ্রামে গিয়ে রফিক ভাই আমাকে ফোন দিলেন। টুকটাক কিছু কথা হলো। পরের দিন বিকেলে আমাদের মসজিদে মাইকে একটি ঘোষনা হলো-একটি শোক সংবাদ। ফেনী ফার্মেসীর রফিক সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রফিক ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আমি খুব কষ্ট পেলাম। তার কোনো অসুখ ছিল না। হাস্যজ্জল মানুষ ছিলেন। রফিক ভাইয়ের চিন্তায় সারারাত আমার ঘুম হলো না। বারবার শুধু রফিক ভাইয়ের কথা মনে পড়লো। একদিন আগে তার সাথে দেখা হলো, কথা হলো। পরের দিন তিনি নেই!
রফিক ভাইয়ের জানাজায় গেলাম না।
তার বাসায় গেলাম। ভাবী বললেন, গ্রামে যাওয়ার সময় সব সময় আমরা লাগেজে করে আমার সমস্ত গহনা সাথে করে নিয়ে যাই। আপনার ভাই খালি বাসায় গহনা রেখে যেতে চাইতেন না। এবারও গ্রামে যাওয়ার সময় লাগেজে করে সমস্ত গহনা নিয়ে গেলাম। বাসে আমরা সব সময় লাগেজ আমাদের পায়ের কাছে রাখি। এবার বাসের কন্টাকটর অন্যান্য যাত্রীদের মালামালের সাথে গাড়ির ডেকে আমাদের লাগেজ রেখেছে। ফেনী থেকে ঢাকা আসার পথে অনেক যাত্রী কুমিল্লা নেমে যায়। কুমিল্লায় নেমে যাওয়া এক যাত্রী আমাদের লাগেজ নিয়ে যায়। ঐ যাত্রীর দোষ নেই। বাসের কন্টাকটর ভুলে আমাদের লাগেজ দিয়ে দেয়। দু'টা লাগেজ দেখতে একই রকম। আমরা বাস থেকে সায়দাবাদ নেমে দেখি, আমাদের লাগেজ নেই। কন্টাকটর আমাদের অন্য লাগেজ দেয়। লাগেজ খুলে বুজতে পারি লাগেজ বদলে গেছে। দীর্ঘ দিনের কষ্ট করে জমানো সঞ্চয় আমাদের সব শেষ।
ভাবী কাঁদতে কাঁদতে আমাকে বলে যাচ্ছেন।
সায়দাবাদ নেমে রফিক বাস কাউন্টারের সামনে বাসের ড্রাইভার আর কন্টাকটের সাথে অনেক কথা কাটাকাটি করে। ওখানকার লোকজন পারলে রফিককে মারে এমন অবস্থা। একসময় খুব অসুস্থ হয়ে পড়ে। রফিক মাটিতে পড়ে যায়। সাথে তাকে ঠান্ডা পানি খাওয়ানো হয় এবং মাথায় ঠান্ডা পানি ঢালা হয়। তাতে রফিকের কোন উপকার হয় না। বরং হাঁসফাঁস আরো বেড়ে যায়। নিঃশ্বাস নিতে পারছিলো না। সাথে সাথে মুগদা হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানালেন দশ মিনিট আগে মারা গেছেন।
মানূষের মৃত্যু কোনো ঘটনাই না আজকাল। যে কোনো সময় যে কেউ মরে যেতে পারে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
সাইন বোর্ড বলেছেন: আপনার বর্ণনা মতে লাগেজ বদল হয়ে যাওয়ার কারণেই রফিক সাহেবের হঠাৎ মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি । খুব মর্মান্তিক ঘটনা ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: তের ভরি গহনার শোকেকেই হয়তো রফিক ভাই মারা গেলেন।
বেঁচে থাকলে হয়তো ২৬ ভরি গহনা করতে পারতেন।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
সাহিনুর বলেছেন: খুবই কষ্টদায়ক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: রফিক ভাই এর কথা ভাবলেই কষ্ট লাগে।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
ইসিয়াক বলেছেন: এই আমার নাম কিন্তু রফিক ।
রফিক মানে সহচর ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: এই জন্যই তো আপনি আমার বন্ধু।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
ইসিয়াক বলেছেন: প্রথমে পড়িনি নামটা শুধু দেখেছি । এটা কি সত্যি ঘটনা ?
গাঁ শিরশির করছে। মন খারাপ হয়ে গেলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: মিথ্যা তো আমি লিখতে পারি না। আমার হাতে এবং মুখে মিথ্যা আসে না।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
ইসিয়াক বলেছেন: +++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
তারেক_মাহমুদ বলেছেন: শেষটা এমন হবে ভাবতেই পারিনি, রফিক ভাইয়ের জন্য সত্যি খারাপ লাগলো
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: আসলেই রফিক ভাই ভালো মানুষ ছিলেন।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
করুণাধারা বলেছেন: মৃত্যু কখন আসবে কেউ বলতে পারেনা, কিন্তু যখন সে আসে, তখন সবকিছু অর্থহীন হয়ে যায়। শূন্য হাতে চলে যেতে হয়...
রফিক সাহেবের ঘটনাটা পড়ে খুব খারাপ লাগলো। তার জন্য প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, উনার হার্টের সমস্যা ছিলো আগের থেকে; কখনো হার্ট চেক করা হয়নি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: হতে পারে।
উনি হার্ট এটার্ক এই মারা গেছেন।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, উনার হার্টের সমস্যা ছিলো আগের থেকে; কখনো হার্ট চেক করা হয়নি।
সহমত।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: রাইট।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে রফিক সাহেবের মত এমন কমবয়সী তাজা প্রাণের চলে যাওয়াটা নিঃসন্দেহে অতীব বেদনার। মাত্র দুই বছর হলো বিয়ে করেছেন। একটা বাচ্চা সদ্য হাঁটা শিখেছে অথচ তারই মধ্যে সে তার বাবাকে হারালো।
উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: দাদা, একসময় মানুষ বুড়ো হলে মারা যেত। এখন, আর সেই নিয়ম নেই। যে কেউ যে কোনো সময় মরে যাবে।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
এমজেডএফ বলেছেন:
রফিক ভাইয়ের মতো ফার্মেসীওয়ালা বাংলাদেশের প্রতিটি বাজারে দুই-একজন থাকে। এইসব ফার্মেসীতে সাধারণত স্থানীয় শিক্ষিত লোকজন আড্ডা দেয়। এই দুঃখজনক ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। একই ধরনের লাগেজ একাধিক যাত্রীর থাকতে পারে। তাই নিজের লাগেজে রঙ্গীন টেপ বা কলম দিয়ে সংক্ষেপে নাম বা কোনো চিহ্ন দেওয়া এবং টাকা, স্বর্ণ, দলিল - এই জাতীয় জিনিসগুলো হাতব্যাগে নেওয়া ও হাতব্যাগটি সবসময় সাথে রাখা ইত্যাদি।
হারানো স্বর্ণালঙ্কার হয়তো কোনোদিন আবার জোগাড় করা যেতো, কিন্তু রফিক ভাইকে তো আর ফিরে পাওয়া যাবে না!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: কিছু কিছু মৃত্যু খুব কষ্টের।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফার্মেসী মালিক। সচেতন থাকার কথা।
দেখতে সুস্থ, স্বাভাবিক মানুষ হার্টের সমস্যা, স্ট্রোক ইত্যাদিতে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গেলে বেশি খারাপ লাগে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: আসলে লাগেজ এর চিন্তায় এই অবস্থা। আবার বাদ কাউন্টারে হাতাহাতি হয়েছে।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০২
ঠাকুরমাহমুদ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মানুষের মৃত্যু কোনো ঘটনাই না, যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে। রফিক ভাই জীবনের সঞ্চয়ের উপর এমন একটি ধাক্কা পাবেন তা তিনি নিতে পারেন নি। আফসাস এই দেশে বাস ট্রেনে অহরহ ব্যাগ লাগেজ পার্স হাতবদল হয়ে চলে যাচ্ছে। চোর কতো শক্তিশালী চক্র।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: এটা ইচ্ছাকৃত ভুল না। ভুলে বদলে গেছে লাগেজ।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৫
ইসিয়াক বলেছেন:
সুপ্রভাত বন্ধু
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন:
শুভ সকাল।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
ইসিয়াক বলেছেন: এটা কোন জায়গা ?????
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: শরীয়তপুর।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০০
খায়রুল আহসান বলেছেন: মৃত্যু মানুষের জীবনে যবনিকা টেনে দেয়। সে যবনিকা আর কখনো উঠে না।
দুঃখজনক ঘটনাটি পড়ে ভারাক্রান্ত হ'লাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসেছেন, মন্তব্য করেছেন- অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। + সমসাময়িক প্রেক্ষপটে ।