নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেয়ে তুমি ভাবো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৪



এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছে..
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের কোন বিশ্বাস নাই! আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাইনা…
২য় মেয়েঃ কি হইছে?? তুমি কি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না ! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে.. কালকে ও আমারে বলছিল ও নাকি শহরের বাইরে যাবে.....
মিথ্যুক, বদ, ধোঁকাবাজ....

মেয়েদের ঘর সংসার ছাড়া আর কিছু করার নেই?
ছেলেদের বিয়ে করা আর মেয়েদের বিয়ে করা কিন্তু এক ব্যাপার নয়। ছেলেদের বিয়ে করা অনেকটা আনন্দের ব্যাপার, একটু ভারমুক্ত হওয়ার ব্যাপার। কারণ তাকে দেখাশোনা করার একজন আসছে। কিন্তু মেয়েদের বিয়ে করার মানেই হচ্ছে ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা। নিজের পরিবার ছাড়তে হবে, সন্তান ধারণ থেকে আরও অনেক কিছুর দায়-দায়িত্ব নিতে হবে। এবং তার পরে সংসার ছাড়া তার আর কিছু করার থাকবে না।

কোনো পুরুষই কখনও মেয়েদের সত্যিকারের কষ্ট বুঝতে পারে না।
সিপপ্যাথাইজার হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু মেয়েদের আসল মস্যাটা শুধু মেয়েরাই টের পায়। ছেলেদের প্রবলেম গুলো কি মেয়েরা বুঝতে পারে? ধারালো মেয়েরা আজকাল ইচ্ছা করেই ব্যক্তিত্বহীন আবুল টাইপ, জো-হুজুর মার্কা পুরুষদের পছন্দ করে। তাতে তাদের ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকে, যা খুশি করতে পারে, স্বামীকে ইচ্ছে মতো চালাতে পারে। আসলে মানূষের মন স্বভাবতই এলোমেলো। চিন্তা গুলোকে পর্যায়ক্রমে সাজাতে পারে না বলে তার সিদ্দান্তে আসতে দেরী হয় বা কখনই আসতে পারে না।

প্রত্যেকটা মানূষের মধ্যেই লুকানো, অব্যবহৃত কিছু গুন আছে।
কেউ কেউ হয়তো সারা জীবন নিজের সেই গুনটার কথা জানতেই পারে না। লোকে কত ভালোবাসার কথা বলে, কিন্তু ভালোবাসা কাকে বলে তা তাদের জানা নেই। প্রেমিক প্রেমিকারা কত ভালোবাসার কথাটথা বলে বিয়ে করে- তারপর তাদের ঝগড়ার জ্বালায় বাড়ীতে কাকও বসতে পারে না।

আপনি কি আরণ্যক উপন্যাসটা পড়েছেন ?
যে লোকটা জঙ্গলে নতুন নতুন গাছ লাগিয়ে বেড়াত। জঙ্গলটা তার নিজের নয়, গাছ লাগালে তা থেকে কোও লাভও হতো না । শুধু জঙ্গলটাকে সুন্দর দেখাবে বলে। এটাই হলো- ভালোবাসা। কেউ কি পারবে এই ভাবে ভালোবাসতে? আজকাল ইউনিভার্সিটি'র ভালো ভালো ছেলে-মেয়েরা চাকরির পরিধির বাইরে আর কিছু বুঝতে চায় না। চাকরি ছাড়াও যে সাকসেস বলে আর একটা ব্যাপার আছে, তা তারা বুঝতেই পারে না।

এই আধুনিক যুগে এসেও দেশে নারীদের অবস্থান খুব উন্নয় হয়নি।
আজও একটা মাস্টার্স পাশ করা মেয়ে একা চাকরীর ইন্টারভিউ দিতে যেতে সাহস পায় না। সাথে করে মা, বাবা অথবা চাচা-মামাকে সাথে করে নিয়ে যায়। বেশির ভাগ মেয়ে লেখাপড়া শিখলেও সে তার লেখাপড়া কাজে লাগাতে পারে না। সংসারের ঘানি টানতে টানতেই তার জীবন যায়। তাহলে এত লেখাপড়া করে তার লাভ কি হলো? বেশির ভাগ শিক্ষিত মেয়ের'ই এই দশা। নিজের ঘরের কথাই বলি, সুরভি মাস্টার্স পাশ করে বসে আছে। এখন ঘর সংসার নিয়ে ব্যস্ত। তাহলে সুরভির বাবা মা তাকে এত লেখাপড়া করালো কেন? সুরভি চাকরী করলে আমার কোনো আপত্তি নেই। অবশ্য চাকরী পাওয়া সহজ কোনো ব্যাপার নয়। শিক্ষিত নারীরা কি সারা জীবন ঘর সংসার সামলেই যাবে? সমাজের জন্য কোনো অবদান রাখবে না?

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গবেষণা করেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: না।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০

ইসিয়াক বলেছেন: সুন্দর ভাবনা ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ছেলেমেয়েদের চাকুরী নেই, লাখ লাখ বিদেশী এখানে চাকুরী করছে, শেখ হাসিনা আসলে চিন্তাশীল প্রাইম মিনিষ্টার নন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: শুধু মাত্র শেখ হাসিনা চিন্তা করলে হবে না।
উনি মাত্র একজন। আর উনার কাজের অভাব নেই। একা মানুষ উনি কত দিকে যাবেন???

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ ক্ষোভ থেকেই এই পোস্ট।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মেয়েরা এখনো চলতি বিশ্বের মেয়েদের তুলনায় গড়পড়তা 50 বছর পিছিয়ে আছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত বড় বড় পদক্ষেপ নেওয়া।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

নৈরাশ্য বাদী বলেছেন: ভবনা টা চমৎকার তবে কিছু প্রশ্ন । পড়াশোনার উদ্দেশ্য কি কেবল চাকরি করা ? মেয়েদের চাকরি করা আমার ব্যক্তিগত কোন সমস্যা নেই । কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই শৈশব গুলোর কি হবে। যারা মায়ের ভালাবাসা ছাড়াই বেড়ে উঠছে তারা বড় সবাই তাদের মা কে সম্মান করবে তো, ভালোবাসবে তো ? দেশ বা জাতিকে একজন শ্রেষ্ঠ সন্তান উপহার দেয়াটাও কিন্তু কম কৃতিত্বের নয় ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: যারা শুধু মাত্র চাকরীর জন্যই লেখাপড়া করে তারা দেশের মেরুদন্ডটাই নরবড়ে করে দেয়।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: আপনি বড্ড বেশি স্ববিরোধী।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: মাস্টার্স পাশ করেও কেউ কেউ মাধ্যমিক পর্যায়ের জ্ঞান আহরণ করতে পারে না। ডিগ্রী অর্জন এখন যতটা সহজলভ্য, জ্ঞানার্জনের সুযোগ ততটাই দুর্লভ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
এখন যারা দূর্নীতি করছে তারা সকলেই মাস্টার্স পাশ। লেখা পড়া না জানলে দূর্নীতি করা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.