নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দুটি হাঁসের পিছনে একটি হাঁস, দুটি হাঁসের সামনে একটি হাঁস, এবং দুটি হাঁসের মাঝখানে একটি হাঁস। মোট ক’টি হাঁস রয়েছে?
১। লোকে যে কেন বসন্তের গুনগান করে বুঝতে পারি না।
কালিদাসও করেছিলেন। বসন্তের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। কিন্তু শরৎ সবার ঊর্ধ্বে। সারা বছর শরতের দেশ থাকলে আমি সেখনকার সিটিজেনশীপ নিয়ে নিতাম। হে প্রভু, আমি যেন শরতে মরি!
শরৎটাকে অনুভব করতে জানতে হয়। ঢাকায় প্রকৃতি নেই, তবু ভালো করে খেয়াল করে দেখো- আকাশ কী অলৌকিক নীল এবং রোদ কী স্বচ্ছ!! শরতে দারুন মোহময় সকাল অথবা বিকেলটা কোনো ফোটোগ্রাফার কি তার ক্যামেরায় বন্ধী করতে পারবে? কোনো ফোটোগ্রাফারের সাধ্য নেই তা ছবিতে ফুটিয়ে তোলার। কোনোও মহৎ শিল্পী পারবে না, কবিও পারবে না, কেউ পারবে না। এখন মনে হচ্ছে-পৃথিবীতে সবচেয়ে বড় আটিস্ট হলো- প্রকৃতি।
২। ঢাকা চিড়িয়াখানা এত নোংরা কেন? খুব অপরিস্কার-অপরিচ্ছন্ন। সব গুলো পশু-পাখি মরা মরা অবস্থা। দর্শনার্থীদের আনন্দের বদলে মন খারাপ হয়ে যায়। প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে। সরকারকে বলতে চাই- পশু পাখির প্রতি যত্নবান হন। চিড়িয়াখানা উন্নতির জন্য খুব দ্রুত পদক্ষেপ নিন।
৩। ব্যক্তিত্বহীন হওয়ার অসুবিধে অনেক আছে, আবার সুবিধেও কি আর কিছু নেই! ব্যক্তিহীন মানুষদের সঙ্গ বেশির ভাগ মানুষই পছন্দ করে। কেননা, তারা সব কথাতেই সায় দেয়, অকারণে অন্যায্য প্রশংসা করে এবং হাবিজাবি কথাও মন দিয়ে শোনে। চালাক মানুষ গুলো নিজের ইচ্ছে মতো চালানোর জন্য এসব ব্যক্তিত্বহীন লোককে সব সময়েই সঙ্গী হিসেবে চায়। চালাক মানুষের সস্তা ইচ্ছা পূরণের সাহায্য করে বলেই কিছু দয়া ও দাক্ষিণ্য তারা পেয়ে থাকে।
৪। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে ইলেক্ট্রিক্যাল চেয়ারে বসানোর পর সে পুলিশকে জিঞ্জাসা করলঃ স্যার, খুব বেশী কষ্ট হইব?
পুলিশঃ আরে না !! অল্প একটু।
কিছুক্ষণ পর আসামি মাগো বাবাগো বইলা চিল্লাইয়া উইঠা বললঃ স্যার এত গরম লাগে কেন, জ্বলতাছে, মনে হয় পুইড়া যাইতাছে...!
পুলিশঃ চুপ কইরা বইসা থাকেন, কারেন্ট নাই, চেয়ারের নীচে মোমবাতি দিয়া মৃত্যুদন্ড কার্যকর করা হইতাছে...!!!
৫। তিনটি তথ্যই সমান গুরুত্বপূর্ণ। বলতে হবে মেয়ে তিনটির বয়স কত...
১। তিন মেয়ের বয়সের গুনফল ৩৬।
২। বয়সের যোগফল বলে দিলেও বয়স বের করা যাবে না।
৩। সবচেয়ে বড় মেয়েটা কুকুর পুষতে পছন্দ করে?
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: জ্বী।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৩
ইসিয়াক বলেছেন: পৃথিবীতে সবচেয়ে বড় আর্টিষ্ট হলো প্রকৃতি।সুন্দর ভাবনা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই আল্লাহ সুবহানাতায়ালা ইচ্ছা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সবই যদি তার ইচ্ছায় হয়, তাহলে আমার সমস্ত পাপ, গুনাহ তার ইচ্ছায় হয়েছে।
কাজেই হাশরের ময়দানে আমার বিচার হবে না।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
ইসিয়াক বলেছেন: ৪নং মজা পাইছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
ইসিয়াক বলেছেন: ২নং পশুপাখির খাবার গুলো এখন মানুষ খেয়ে ফেলছে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: আসলেই মানুষ খাচ্ছে।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: সবই যদি তার ইচ্ছায় হয়, তাহলে আমার সমস্ত পাপ, গুনাহ তার ইচ্ছায় হয়েছে।
কাজেই হাশরের ময়দানে আমার বিচার হবে না।
আল্লাহর ইচ্ছার বাইরে গাছের একটা পাতাও নড়ে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ঠিক আছে তাহলে দুনিয়ার সমস্ত মানূষে পাপ আল্লাহর ইচ্ছায় হয়েছে। বাহ খুব ভালো।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
কোন কালিদাস, ব্লগার কালিদাস, নাকি কবি কালিদাস?
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: কবি কালিদাস।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
ঢাবিয়ান বলেছেন: আসলে বিদেশে আসলে বোঝা যায় যে, আমাদের দেশের মত এত চমৎকার ঋতু বৈচিত্র আর কোন দেশেই নাই। গরম কা্লটা বাদ দিলে বাদ বাকি আর সব ঋতুই দারুন বৈচিত্রময় এবং উপভোগ্য। দেশটা যদি অমানুষদের হাতে না পড়ে মানুষের হাতে পড়ত তবে বাংলাদেশ হতে পারত সেরা টুরিস্ট ডেসটি্নেশনগুলোর একটি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আজও কোঠাও গেলে খুব কষ্ট হয়। যাতায়াত ব্যবস্থা ভালো না। খাবারের মান ভালো না। সবার চিন্তা থাকে কিভাবে ঠকানো যায়।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ধাধার উত্তর টা জানা দরকার, সর্বশেষে হলেও উত্তর দিয়ে জানাবেন কার বয়ষ কতো?
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: ঠিক আছে তাহলে দুনিয়ার সমস্ত মানূষে পাপ আল্লাহর ইচ্ছায় হয়েছে। বাহ খুব ভালো।
তিনি যাকে খুশী হেদায়েত দান করতে পারেন। তিনি অসীম দয়ালু। বিশ্বজগতের মালিক।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২১
বনসাই বলেছেন: ধাঁধা দুটি ৬ বছর আগেই এই সেপ্টেম্বর মাসে আরেকবার দিয়েছিলেন। তখনো এগুলোর উত্তর আপনার জানা ছিল না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
ইসিয়াক বলেছেন: ধাঁধা..........