নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজীর সাথে দেখা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯



সময়ঃ সকাল আট টা পাঁচ মিনিট।
বারঃ রবিবার। ২৩ মহরম ১৪৪১ হিজরি। ৮ আশ্বিন ১৪২৬ বাংলা।
স্থানঃ কমলাপুর রেলস্টেশন।
ট্রেন ছাড়ার কথা নয়টায়। শাহেদ জামাল দিনাজপুর যাবে। এখনও হাতে পঞ্চান্ন মিনিট সময় আছে। পঞ্চান্ন মিনিট অনেক সময়। এই সময়ের মধ্যে অনেক কিছুই করা যায়। সকালের নাস্তাটা করে ফেলা যায়। কয়েকটা জরুরী ফোন করে নেওয়া যায়। ট্রেনে খাওয়ার জন্য কিছু কিনে নেওয়া যায়। শাহেদ জামালের কিছুই করতে ইচ্ছা করছে না। সে চুপ করে বসে আছে। এত সকালেও চারপাশের মানুষ জন খুব ব্যস্ত। শাহেদের কোনো ব্যস্ততা নেই বলেই, তার অন্যের ব্যস্ততা দেখতে ভালো লাগে। গতকাল রাতে নীলার সাথে বেশ ঝগড়া হয় শাহেদের। নীলা বেশ কিছু কঠিন কথা শাহেদকে বলেছে। রাগের সময় নীলার নাক ফুলে যায়, চোখ লাল হয়ে যায়। তখন তাকে বিছছিরি লাগে। নীলা যে এত কঠিন করে কথা বলতে পারে, তা শাহেদ কোনোদিন চিন্তাও করে নি। প্রেমের সময় নীলা কত সুন্দর করেই না কথা বলতো! ভীষন মিষ্টি লাগতো শুনতে। নীলা বদলে গেছে। আসলে মেয়েরা বিয়ের পর বদলে যায়।

ট্রেন চলছে। এক ঘন্টা দেরী করে ট্রেন ছাড়লো।
অবশ্য দুই ঘন্টা দেরী করে ট্রেন ছাড়লেও শাহেদ জামালের কিছু যায় আসে না। সে কোনো জরুরী কাজে যাচ্ছে না। স্ত্রীর সাথে রাগ করে কমলাপুর রেলস্টেশন চলে এসেছে। কাউন্টারে গিয়ে দিনাজপুরের টিকিট পেয়েছে। দিনাজপুরের টিকিট কেটেছে। রাজশাহীর টিকিট পেলে, রাজশাহীর টিকিট কিনতো। দিনাজপুর বা রাজশাহীতে শাহেদের কোনো পরিচিত কেউ নেই। ট্রেনে যেখানে গিয়ে থামবে শাহেদ নেমে যাবে। এবার শাহেদ নীলাকে একটা শিক্ষা দিবে। খারাপ ব্যবহার করার মজা পাবে। শাহেদ কতটা কঠিন হতে পারে এবার নীলা তা টের পাবে। ট্রেনে উঠেই শাহেদ জামাল তার মোবাইল বন্ধ করে দিয়েছে। নীলার ঘুম ভাঙ্গবে সকাল দশটায়। সে ঘুম থেকে উঠে দেখবে- শাহেদ নেই। টেবিলে একটা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা- ''তুমি একটা প্রচন্ড বেয়াদপ মেয়ে। প্রচন্ড নির্বোধ। আর আমি খুব বেশি ভদ্র এবং সহজ সরল ভালো মানুষ। কিন্তু তুমি আমার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছো। তোমার মতো মেয়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিদায় নিলাম। কাল রাত্রে কেন তোমাকে একটা লাথথি দেইনি, তাই এখন আমার আফসোস হচ্ছে।

ট্রেন মাত্র এয়ারপোর্ট পার হলো। বেশ কিছু যাত্রী উঠলো।
সামনের স্টেশনে ট্রেন থামবে সেখানে কিছু যাত্রী উঠবে, কিছু যাত্রী নামবে। এরকম চলতেই থাকবে। স্টেশনে ট্রেন থামলে ভালোই লাগে। ট্রেন থেকে নেমে চা-টা খাওয়া যায়। অবশ্য শাহেদ জামালের মেজাজ বেশ খারাপ। ট্রেন থামলেও সে ট্রেন থেকে নামছে না। সকাল থেকে সে চা-সিগারেট কিছুই খায়নি। নীলার খারাপ ব্যবহারের কারনে তার ক্ষুধা তৃষ্ণা বোধ সব চলে গেছে। কাল রাতে নীলা সিরামিকের ফুলদানিটা উড়িয়ে মেরেছে শাহেদের দিকে। শাহেদ সরে গেছে নইলে ফুলদানিটা তার কপালে লাগতো। রক্তারক্তি হতো! এই লজ্জার কথা শাহেদ কোনোদিন কাউকে বলত্রে পারবে না। শাহেদের জাগায় অন্য কোনো ছেলে হলে নীলার চুলের মুঠি ধরে মধ্যরাতেই ঘর থেকে বের করে দিত। শাহেদের পক্ষে এটা সম্ভব না। ট্রেন চলছে তার নিজস্ব ছন্দ নিয়ে। শাহেদ এর পাশে ব্যক্তিত্ব সম্পন্ন এক বয়স্ক একলোক বসে আছেন। তার চোখে ভারী চশমা। লোকটি খুব মন দিয়ে পত্রিকা পড়ে যাচ্ছেন। ভদ্রলোক দেখতে অনেকটা ভারতের অভিনেতা নানা পাটেকরের মতোন।

ট্রেন গাজীপুর পার হয়ে গেছে।
আগামী এক ঘন্টা ট্রেন আর কোথাও থামবে না। শাহেদ এর পাশে বসা ভারী চশমা পড়া ভদ্রলোক বললেন, আপনি কোথায় যাচ্ছেন? শাহেদ বলল, আমি দিনাজপুর যাচ্ছি। ভদ্রলোক বললেন, এই ট্রেন চিটাগাং যাচ্ছে। শাহেদ পকেট থেকে ট্রেনের টিকিট বের করে ভালো করে দেখলো, আসলেই ট্রেন চিটাগাং যাচ্ছে। দিনাজপুর নয়। ট্রেন চিটাগাং যাক, বা দিনাজপুর যাক তাতে শাহেদের কিছুই যায় আসে না। ভদ্রলোক টিফিন বক্স বের করলেন। টিফিন বক্স ভরতি খাবার। শাহেদকে বললেন, আপনি নিশ্চয়ই ক্ষুর্ধাত? ভদ্রলোক একাই খেলেন না শাহেদকেও সাথে নিয়েই খেলেন। চালের আটার রুটি, হাঁসের মাংস আর সবজি। চমৎকার রান্না। বেশ আরাম করেই তারা দু'জনে খেলো। সব শেষে ভদ্রলোক একটা ফ্লাক্স বের করলেন। ফ্লাক্স ভরতি চা। তারা দু'জনে বেশ আরাম করে চা খেলো। চা শেষ করে শাহেদ বললো, চাচা আসলেই আমার অনেক ক্ষুধা পেয়েছিল। চাচা বললেন, আমি জানি। এও জানি তুমি তোমার স্ত্রীর সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়েছে। কমলাপুর এসে আন্দাজে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছে। শাহেদ মনে মনে ভাবছে, কিছু মানুষ এত বুদ্ধিমান হয় কি করে!(?) মিসির আলীর সাথে উনার বেশ মিল।

কখন ট্রেন চিটাগাং চলে এসেছে শাহেদ জানে না।
চাচার কথা শুনতে শুনতে শাহেদ অবাক। চাচা অনেক জানেন। ওস্তাদ লোক। জ্ঞানী একজন মানুষ। বুদ্ধিমান একজন মানূষ। যখন কথা বলেন, প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বলেন। উনার কথা শুনে শাহেদ জামাল মুগ্ধ! ক্যাপিটালিজম আর রেসিজম নিয়ে উনার চিন্তা ভাবনা অনেক উন্নত। ইউনিভার্সিটির প্রফেসরদের মতন উনি একটানা কথা বলেন, তার কথা শুনতে শাহেদের একটু বিরক্ত লাগে নি। কথা বলার সময় উনার চোখ মুখ, বডি ল্যাঙ্গুয়েজ দূর্দান্ত। ফ্লাক্সের চা কখন শেষ হয়ে গেছে কে জানে! মন্ত্রমুগ্ধের মতো শাহেদ শুধু তার কথা শুনে গেছে। অবশ্য শাহেদ খুব ভালো শ্রোতা। উনি অযৌক্তিক কোনো কথা বলেন নি। তার প্রতিটা কথায় লজিক ছিল। ট্রেন থেকে নামার আগে শাহেদ বলল, চাচা আপনার কি? চাচা হাসি মুখে বললেন, নামের কি দরকার? মানুষের পরিচয় কর্মে। শাহেদ বললো, তারপরও আপনার নামটা দয়া করে বলুন, প্লীজ। যদিও আমি কারো নাম মনে রাখতে পারি না। তারপরও আপনার নামটা জানতে ইচ্ছা করছে। চাচা বললেন, আমার নাম চাঁদগাজী।

চাঁদগাজীর একটা কথা শাহেদের মাথার মধ্যে বেশ ঘুরপাক খাচ্ছে। উনি বলেন, এই দেশের বেশির ভাগ মানুষ'ই গরীব। সম্পদহীন। আর সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ। ইয়েস। খুব ভালো কথা বলেছেন। খুব দামী কথা।

(দ্বিতীয় পর্ব আগামীকাল)

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

ভুয়া মফিজ বলেছেন: ছবিটা কার? কাজী আনোয়ার হোসেনের 'কুয়াশা' চরিত্রের মতো লাগে!! :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ছবিটা চাঁদগাজীর।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথেই প্রথম তাহলে চাঁদগাজীর দেখা হয়ে গেল , গল্পটা মন্দ নয়, পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গল্প চলুক , দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: শেষে জটিল মজা আছে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি সারছেন, অন্যকোন নিক টিক পাননি! আমার নিকটা মনে রাখা সহজ, অবশ্য!

আমি ট্রেন, বাস, রাস্তাঘাটে, সব যায়গায় মানুষের সাথে আলাপ করি, এখানে মিল আছে। গতকাল, একজন খুবই বয়স্ক মানুষকে রাস্তা পার করে দিয়ে, উনার সাথে কিছুক্ষণ হাঁটলাম, এটাসেটা নিয়ে জোক করে হাসলাম, তিনিও হাসলেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: আমি ভাবলাম আবার রাগ করেন কিনা!!!

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

নজসু বলেছেন:




আমি ভেবেছিলাম সত্যি সত্যি বুঝি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: সত্যিই তো। মিথ্যা নাকি!

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

সাহিনুর বলেছেন: হাহহা আমি ভাবলাম এই চাঁদগাজীর মহাশয়ের সাথে আপনার দেখা হয়েছে,,,এসে দেখি অন্যকিছু ,,চিঠি যা লেখা ছিল পড়ে মনে মনে হাসলাম অনেক ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে---

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৪

বলেছেন: শিক্ষাই সম্পদ.....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

ইসিয়াক বলেছেন: হাসবো না কাঁদবো বুঝতে পারছি না । ..........
চলেন আমেরিকা গিয়ে চাঁদ গাজী স্যারের সাথে দেখা করে আসি ..............ভিসা ফ্রি ।
আমিও স্বপ্নে দেখলাম .............হো হো হো।
আপনাদের প্রেম কাহিনী সেই শুরু .....।রাপা প্লাজার কথা নিয়ে তবে একটা পোষ্ট হয়ে যাক।

আমি ব্লগে নেই বলে তো আপনি একটু খোঁজ ও নিলেন না। বুঝলাম...............।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: মনে মনে ভেবে রেখেছি। আজ আপনাকে না পেলে আগামীকাল খোজ নিব্বো।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬

ইসিয়াক বলেছেন: আমি যদি আজ মরে যেতাম তবে তো আমার লাশ ও দেখতে পেতেন না। কি পেতেন?
শুভকামনা রইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১০

রাজীব নুর বলেছেন: লাশ আমি দেখি না। দেখতে ইচ্ছা করে না।
জীবন্ত মুখটাই মনে রাখতে চেষ্টা করি।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্যাপিটালিজম আর রেসিজম নিয়ে উনার চিন্তা ভাবনা
..................................................................................
চাঁদগাজীর মহাশয়ের সাথে চিন্তার মিল আছে ।
তবে দিনাজপুরের টিকেট কেটে আমেরিকা যাবার তো ব্যবস্হা নাই ।
প্লানচ্যাটে বসুন আরও কিছু পেয়ে যাবেন ।
.....................................................................................
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১১

রাজীব নুর বলেছেন: হুম।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৯

রাকু হাসান বলেছেন:

হাহাহাহা পারেন বটে । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১১

রাজীব নুর বলেছেন: হে হে---

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪১

কানিজ রিনা বলেছেন: বাস ট্রেনে উঠে কারো কাছ থেকে খাবার
খাওয়া ঠিকনা হা হা হা চাঁদগাজী হাঁসের
গোস্ত খায়? চট্টগ্রাম নেমে জাহাজে উঠার
চেষ্টা করে দেখেন তাহলে আপনার বিবিজান
ভাল সাজা পাবে। এরপর,

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৩

রাজীব নুর বলেছেন: আমার বিবি এলো কোঠা থেকে??
এটা একটা গল্প।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ সুন্দরতো চাদগাজীকে মিসিরআলীর মত করে উপস্থান করেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: তিনি আসলেই মিসির আলীর মতোন।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেন কি!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: চাঁদগাজীর সাথে দেখা সাক্ষাত পর্ব ভালই লাগল ।
তবে কোথাও কোন ভুল হয়েছে কিনা একটু খটকা লাগছে । অবশ্য অনেকদন ট্রেনে করে এই রুটে যাওয়া আসা হয়না, একটু খটকা লাগতেই পারে। এখন গাজীপুর ( জয়দেবপুর ) রেল জংসন হতে যদি একটি রেল লা্‌ইন পুবাইল হয়ে টংগী টু চিটাগাং রেল লাইনের সাথে যুক্ত হয় তাহলে বিষয়টি নিঃসন্দেহে খুশীর সংবাদ দেশের রেল যোগাযোগের জন্য । তবে যতদুর জানি গাজীপুর রেল ষ্টেশন ( যার পুর্ব নাম জয়দেবপুর , এখন জয়দেবপুর জংসন) হতে একটি লাইন ময়মনসিংহ হয়ে বাহদুরাবাদ ঘাট সেখান হতে ফেরী পার হয়ে অন্য ট্রেনে করে দিনাজপুরে যাওয়া যায় ) আর গাজীপুর হতে অন্য একটি ব্রডগেজ রেল লাইন টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পারি দিয়ে সিরাজগঞ্জ হয়ে দিনাজপুরে যাওয়া যায় । অপরদিকে চিটাগাংগামী ট্রেনগুলি গাজীপুরের আগের স্টেষন টংগী জংসন দিয়ে ভৈরব হয়ে মেঘনা সেতু পার হয়ে চিটাগাং যায় । এমন অবস্থায় ট্রেন গাজীপুর পার হয়ে গেলে তা চিটাগাং না গিয়ে দিনাজপুরেই যাওয়ার কথা । এখন ভুলটি কি শাহেদ আলী করেছেন না চাঁদগাজী করেছেন ভেবে দেখার বিষয় । তবে যেহেতু বিষয়টি পুরাটাই কল্পনিক তাই সেরকম ক্ষেত্রে এমনটি হওয়াই তো স্বাভাববিক কারণ এটা পাঠে আরো বেশী বিনোদন দেয় । ধন্যবাদ একটি স্বার্থক বিনোদনমুলক গল্প উপহার দেয়ার জন্য ।

শুভেচ্ছা রইল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: কবিরা যেমন পূর্নিমা চাঁদকে ঝলসানো রুটি মনে করেন। তেমনি এই ট্রেন গাজীপুর হয়ে চিটাগাং যায়।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৬

Sujon Mahmud বলেছেন: ভাল লাকচে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: হুম।

১৮| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

কোর্পরে্ট শয়তান বলেছেন: ২য় পর্বের জন্য অপেক্ষায় রইলাম

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: আলসেমি লাগছে। ২য় পর্ব আর লেখা হবে না।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৫

গরল বলেছেন: বাংলাদেশের সম্পধীনদের জন্য আওয়ামিলীগই সম্পদ, মাত্র এক বছর আওয়ামিলীগ করলে যে সম্পদ অর্জন করা যায়, হার্ভার্ডে দশ বছর পড়াশুনা করলেও পরের দশ বছরে তা অর্জন করা যায় না।

০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: কথা ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.