নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। গত শুক্রবার একটা দৈনিকের সাহিত্য পাতায় কবিতা পড়লাম।
কবিতার নাম- ''একটা ভূত জানালা দিয়ে উঁকি দিচ্ছে বারবার, কি করি?''
কবিতার প্রথম লাইন এই রকম- 'ভুত ভুত ভুত, আমার চারদিকে ভুত! মনে হচ্ছে এরা আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখবে।'
২। সকালে ঘুম থেকে উঠে সূরা 'নমল' পড়লাম।
নমল মানে পিঁপড়া। সূরাটির এ ধরনের নামকরণের কারণ হচ্ছে এ সূরায় পিপিলিকার সঙ্গে হজরত সুলাইমান (আ.)’র কথোপকথনও স্থান পেয়েছে।
সুলায়মান (আঃ)-এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। তের বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুক্বাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন।
আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুঅতের সম্পদে সমৃদ্ধ করেন।
৩। বড় যদি হতে চাও, ছোট হও তবে।
ছোট হতে হতে মাটির সাথে মিশে যাচ্ছি।
নাদের আলী, আমি আর কত ছোট হবো?
কেউ অপমান করলে আমার উপকার'ই করে আসলে। সেই রাত্রেই একটা কবিতা বা অন্য কিছু লিখে ফেলি। অপমান বা অবজ্ঞা বরাবর'ই আমাকে কিছু লেখার প্রেরণা দেয়।
৪। একমাত্র তুমি ছাড়া কেউ ই জানে না তুমি কি... তোমার ক্ষমতা... তোমার মধ্যে কি আছে...।
মানুষ তোমায় মাপে তোমাকে দেখতে কেমন, তোমার পোশাক, গেজেট, তোমার যা কিছু আছে তাই দিয়ে। কিচ্ছু যায় আসে না তাদের মাপায়। যুদ্ধ করো যোদ্ধার মতো। এ যুদ্ধ নিজেকে ইতিহাসের পাতায় ঠাই দেয়ার যুদ্ধ। হাল ছেড়ো না কোন কিছুতেই। এ লড়াই শুধু অস্তিত্তের না আরও বেশী কিছুর জন্য যেটা একমাত্র তুমি ই জানো।
এমনকি যদি তোমার সব কাপর চোপড় বিক্রি করে রাস্তার কুকুরের সাথে শুয়ে থাকতে হয়, ভয় পেওনা। কোন সমস্যা না। যতক্ষণ তুমি বেঁচে আছ ততক্ষন তোমার গল্প শেষ হবে না... ’’
৫। চার্লস ডিকেন্স লোকটা অন্য রকম ছিলেন। পত্রিকায় তিনি ধারাবাহিক উপন্যাস লিখতেন। তাঁর উপন্যাসের কিস্তি পড়ার জন্য অধীর আগ্রহে পাঠকেরা অপেক্ষা করতেন। মাস্টার হামফ্রেজ ক্লক নামের একটা সাপ্তাহিকে তাঁর উপন্যাস প্রকাশিত হতো। দি ওল্ড কিউরিসিটি শপ ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করে ১৮৪০ সালে। উপন্যাসটি ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে আমেরিকায়ও তুমুল জনপ্রিয় হতে শুরু করে।
কাহিনি তখন চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র একটি পর্ব বাকি। সবার আগ্রহ উপন্যাসের নায়িকা নেলের পরিণতি নিয়ে। সে কি বাঁচবে, নাকি মারা যাবে। তখন সাপ্তাহিকটি আমেরিকা যেত জাহাজে করে। জাহাজ যেদিন ভিড়বে, সেদিন ঘাটে হাজার হাজার মানুষের ভিড়। পত্রিকা হাতে পেয়ে পড়ার জন্য সবাই অস্থির। আর সহ্য করতে না পেরে জনতা চিৎকার করে জাহাজের নাবিকদের কাছেই জানতে চাইল, ‘নেল কি মারা গেছে?’
এ রকম এক গল্প জানার পর লেখক হতে কার না ইচ্ছা করে!
৬। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- 'ডান হাতে ব্যথা, তাই বাম হাতে এক গ্লাস পানি খেলাম, শান্তি লাগতছে!'
মন্তব্য ১- ওয়াও! দারুণ লিখেছেন!
মন্তব্য ২- আপনার শান্তি লাগছে দেখে আমাদেরও শান্তি লাগছে!
মন্তব্য ৩- রবীন্দ্র পরবর্তী যুগে এমন অসাধারণ লেখা আর পড়া হয় নাই! চালিয়ে যান!
মন্তব্য ৪- স্যালুট বস! শেয়ার দিলাম! এই লেখা শেয়ার না দিলে গুনাহ হবে!
মন্তব্য ৫- "বাম হাতে এক গ্লাস পানি খেলাম" এর দ্বারা বোঝা যায় আপনি পরোক্ষভাবে "বাম রাজনীতি" এর সাথে যুক্ত!
মন্তব্য ৬- ভাল লিখসেন ভাই, আমি ব্লকড, আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান প্লিজ! আল্লাহ্র দোহাই লাগে!
মন্তব্য ৭- আপনি পানি পানের আগে "বিসমিল্লাহ" বলেন নাই, এর দ্বারা প্রমাণিত হয় যে আপনি একটা নাস্তিক!
ইত্যাদি...ইত্যাদি...
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া দাদা।
২| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Bogus!
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: কি বলছেন!!!!!
৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২
ইসিয়াক বলেছেন: ৫ নম্বরটা আসাধারণ ।
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি পিপড়াদের কথা না বুঝেন, বাদশাহ সলোমোনও বুঝতো না; উনি বাদশাহ ছিলেন, উনার নামে গুজব ছিলো; আপনি ব্লগার, আপনার নামেও গুজব আছে: আপনার বাসায় প্রতিদন ইলিশ রান্না হয়।
বাদশাহ সলোমোন ইহুদী ছিলেন; তিনি যীশুর জন্মের ১ হাজার বছর আগে যেরুসালেমে ইহুদীদের ১ম টেমপল তৈরি করেন।
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: মাই গড!!!
আমার বাসায় আসলেই ইলিশ রান্না হচ্ছে।
সুরভি গিয়েছে বেড়াতে। দুইটা ইলিশ রান্না করে গেছে। গত তিনচার ধরে আমি শুধু ইলিশ মাছই খাচ্ছি।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার খিচুড়ি মার্কা পোস্টে কোনটা নিয়ে মন্তব্য করবো বুঝে উঠতে পারি না।
শিরোনামটা ঠিক করেন, মানে "টুকরো টুকরো সাদা মিথ্যা" লিখেন
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: শিরোনাম ঠিক করেছি।
অনেক ধন্যবাদ।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
জুন বলেছেন: ভালো লাগা রইলো
+
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
ভুয়া মফিজ বলেছেন: ৫ আর ৬ ভালো লাগলো।
হয় "টুকরো টুকরো সাদা মিথ্যা'' লেখেন, নয়তো ''টুকর টুকর সাদা মিথ্যা''; যে কোনও একটা। খিচুড়ি পোষ্টের মতো নামেও খিচুড়ি!!
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: খিচুড়ি কি পছন্দ করেন না??
৮| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনি যদি পিপড়াদের কথা না বুঝেন, বাদশাহ সলোমোনও বুঝতো না; উনি বাদশাহ ছিলেন, উনার নামে গুজব ছিলো; আপনি ব্লগার, আপনার নামেও গুজব আছে: আপনার বাসায় প্রতিদন ইলিশ রান্না হয়।
বাদশাহ সলোমোন ইহুদী ছিলেন; তিনি যীশুর জন্মের ১ হাজার বছর আগে যেরুসালেমে ইহুদীদের ১ম টেমপল তৈরি করেন।
বুদ্ধিদীপ্ত একটি সুন্দর মন্তব্য।
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: বোগাস।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ হয়েছে এবারের কিস্তি। পড়ে মজা পেলাম এবং জানলামও কিছু।
০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
ভালোবাসা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২২
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের সাথে মিথ্যা বললাম। তবে সবচেয়ে ভালো লেগেছে মাস্টার হামফ্রেজ ক্লকের ঘটনাটি। আজকের পর্বে এই অংশটির জন্য টুকরো টুকরো সাদা মিথ্যা একশোতে একশো।