নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। নামায পড়ার উপকারিতা
● স্বাস্থ্য ভালো থাকে...
● হারাম সব কিছু থেকে দূরে থাকা যায়...
● রোগ মুক্ত থাকা যায়...
● মন দৃঢ় হয়...
● চেহারার উজ্জলতা বাড়ে...
● আত্মার শান্তি পাওয়া যায়...
● আলসেমি কাটে...
● দেহের শক্তি বাড়ে...
● মন ঠাণ্ডা রাখে...
● শয়তান হতে দূরে রাখে...
● বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায়...
● বেহেশতে যাবার একমাত্র পথই নামাজ...
সবচেয়ে বড় ব্যাপারটা হল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়....তাই আসুন আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি।
২। বনের এক রাস্তার মাঝে এক সিংহ শুয়ে আছে, তা দেখে খুবই ভয়ে ভয়ে একটা শিয়াল তার কাছে গিয়ে জিজ্ঞেস করল-
শিয়ালঃ -হুজুর আপনি এই অবেলায় রোদের মাঝে মাঝ রাস্তায় শুয়ে আছেন যে ?
সিংহঃ – আরেহ ! সাধে কি শুয়ে আছি ! গুলি লেগেছে উঠতে পারছি না।
.
.
.
.
.
শিয়ালঃ – তাই বলে তোর বাবার রাস্তা মনে করে শুয়ে থাকবি নাকি !
৩। মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয় তাহলে ৯ মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।
৪। অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন, নানান রকম কটু মন্তব্য করেন। কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়, আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়।
আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে- যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়, হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয় আবার কারোটা হয়তো অতোটা হয় না, তাই বলে কি ওটা সন্তান নয়?
৫। মানুষের জন্যই মানুষ। সংকটে, বিপদে মানুষ'ই ছুটে এসে সাহায্য করবে এই প্রত্যাশা আমরা করতেই পারি। না হলে মানব-জন্ম অনেকটাই অসম্পূর্ন থেকে যাবে।
১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: তারপরও আমি বলব, কবিতার মতোণ করে যা'ই লিখুক। তাকে তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। একজন কবি রাস্তার মোড়ে দাঁড়িয়ে না থেকে বরং কবিতার মতোণ কিছু একটা লিখতে চেষ্টা করেছেন। এজন্যই সে একটা ধনবাদ পেতে পারেন।
২| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, ডাক্তারের সিরিয়াল নেয় নাম লিখে নম্বর দেয় যেই বেয়াদব ছেলেটি (অধিকাংশ) সেও কিন্তু লিখে, তবে সে লেখক নয়।
১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
রাজীব নুর বলেছেন: না, সে লেখক নয়।
লেখক তো আসলে সমাজের আয়না।
৩| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়
তাই আসুন আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ
জামায়াতের সাথে আদায় করি।
.
.
.
.
.
শিয়ালঃ – তাই বলে তোর বাবার রাস্তা মনে করে শুয়ে থাকবি নাকি !
৩। মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয় তাহলে ৯ মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।
৪। অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন, নানান রকম কটু মন্তব্য করেন। কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়, আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়।
আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে- যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়, হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয় আবার কারোটা হয়তো অতোটা হয় না, তাই বলে কি ওটা সন্তান নয়?
৫। মানুষের জন্যই মানুষ। সংকটে, বিপদে মানুষ'ই ছুটে এসে সাহায্য করবে এই প্রত্যাশা আমরা করতেই পারি। না হলে মানব-জন্ম অনেকটাই অসম্পূর্ন থেকে যাবে।
১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: কিভাবে?
৪| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
ইসিয়াক বলেছেন: ১নম্বর খুব ভালো ।
২নম্বর সত্যিকথা।
১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: ১। নামাজ পড়লে যদি পকেটে টাকা আসতো তাহলে দুনিয়ার সব মানূষ নামাজ পড়তো।
৫| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
1 নম্বর পয়েন্টের কথাগুলো বাংলাদেশের মানুষের জন্য সত্য নয়। যদি সত্যি হতো তাহলে বাংলাদেশের এই রকম অবস্থা হওয়ার কথা না।
১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের এই রকম অবস্থা হওয়ার কথা না কোণ অবস্থার কথা বলছেন?? ছোট্র একটা দেশ। মানুষ বেশি। কিছু সমস্যা তো থাকবেই। তাছাড়া আপনি মালোশিয়ান???
৬| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকাল মহিলারা সিজার করে বাচ্চা নিতে পছন্দ করছেন।
১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: ভুল ধারনা আপনার।
কোনো মহিলাই সিজার করে বাচ্চা চান না। এটা ভাগ্য। তবে অনেক প্রাইভেট হাসপাতাল 'বিল' বেশি করার জন্য সজার করে।
৭| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
শয়তান বলতে কিছু নেই; আদিম সাহিত্য ছিলো পুরোপুরি রূপকথা; সেই আদিম সাহিত্যের এক চরিত্র হচ্ছে শয়তান।
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ ভরতি শয়তান।
৮| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে আমি কখন বললাম যে আমি মালয়েশিয়ান ? ব্যক্তিগত ভাবে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করাকে এখন আমি দুর্ভাগ্য মনে করি। কারণটা আপনিও জানেন।
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: যেহেতু এই বঙ্গদেশে জন্ম গ্রহন করেই ফেলেছেন। তাই দেশের প্রতি কিছু দায়িত্ব পালন করুন।
৯| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল নামাজ পড়লেই বেহেশতে যাওয়া যাবে না । নামাজ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ যা আপনাকে পালন করতে হবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য আপনাকে সৎ হতে হবে, পরোপকারী হতে হবে , ন্যায় নিষ্ঠ হতে হবে , সত্যবাদী হতে হবে।
আপনাকে চুপি চুপি আরেকটা কথা বলি। মালয়েশিয়া দেশটাকে কিন্তু আমি পছন্দ করি না। এখানকার মানুষ প্রচন্ডভাবে করাপ্টেড । এবং এখানে ভালো মানুষের সংখ্যা কম। বিগত 7 বছরের অভিজ্ঞতায় আমি এই দেশটাকে খুব ভালোভাবেই চিনেছি । তবে অপেক্ষাকৃতভাবে বাংলাদেশের চেয়ে একটু বেশি ভালো। বাংলাদেশ আমার জন্মভূমি , আমার নিজের দেশ।
১০| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: সত্য উচ্চারন করেছেন।
অনেক ধন্যবাদ।
১১| ১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৮
সুপারডুপার বলেছেন: ১ ---< আপনার এই পোস্ট তসলিমা নাসরিন দেখলে, আপনি উনাকে বোন বানালেও , উনি আপনাকে দাদা / ভাই বানাবেন না।
১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: ওকে।
১২| ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি সব সময়ই সত্য কথা বলি। তবে আপনার ভালো লাগে না এই যা। সত্য কথা সবার ভালো লাগে না। সত্য কথার ভাত বাংলাদেশে নেই।
১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: না না। ভালো লাগে। সত্য কথা ভালো লাগবে না কেন???
১৩| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
সাদা মনের মানুষ বলেছেন:
নামাজের উপকারিতা অ-নে-ক...................
কবিরা হয়তো কষ্ট করেই লিখে থাকেন সব কবিতা, কিন্তু আমি প্রায়শঃই কবিতা বুঝতে পারিনা, এটা আমার অক্ষমতা।
১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: কবিতা বুঝার দুরকার নাই। শুধু উপভোগ করুন।
১৪| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬
নীল আকাশ বলেছেন: আপনার এই লেখা পড়লে তসলিমা নাসরিন কিন্তু বলতে পারে শিবির আপনি। আপনাকে জ্ঞানবুদ্ধি এবং বিবেক ফিরিয়ে আনার জন্য দেশে সোনার টুকরা ছাত্রলীগের ছেলেরা আপনাকে ধরে নিয়ে যেয়ে আদর আপ্যায়ন করতেই পারে!
সাধু সাবধান!
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: আশা করি ছাত্রলীগের শিক্ষা হয়ে গেছে। তারা আর ভুল করবে না।
১৫| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার মত নাফরমান বান্দা নামাজের রাস্তায় ফিরে এসেছে
এই সুখবরটা ফরিদ চাচাকে জানানো দরকার
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকুন।
১৬| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগে ইসলাম, ধর্ম নিয়ে আপনার দ্বিমুখীতা আপনাকে বাস্তব জীবনে সমস্যায় ফেলতে পারে...
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: জীবনটা তো সমস্যা ময়। আর কি সমস্যা হবে?
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: ডায়েরি পড়তে ভালো লাগে-
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: নামায মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে।
কবিদেরকে অনেকেই অবমাননা করতে চান, তাতে কিছু যায় আসে না।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: কবিরা দেশের আত্মা।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
৪ নং:
অনেকেই পদ্য লেখেন, পদ্যে কথাও বলতে পারেন, ছন্দ মিলায়ে রাজনৈতিক ঘটনাও লিখেন; এগুলোর সবগুলো কবিতা নয়, কবিতায় মানুষের কন্ঠ, মানুষের ভাবনা ও জীবন-দর্শন থাকতে হয়; অনেকেই পদ্য লেখক, সবাই কবি নন।