নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম নারীর মূল্য দিয়েছেন।
নারীও যে মানুষ এবং রক্তমাংসের তিনিই চরিত্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তাঁর তৈরী নারী চরিত্র হয়তো যুদ্ধ করেনি, হয়তো রাজনীতি করেনি কিন্তু সংসার জীবনের পরাকাষ্ঠায় তিনি নারীর ভেতরের ও বাইরের রূপ এবং রূপান্তর দারুণ মমতায়, মানবিকবোধে লালন করেছেন। একই সঙ্গে, মানুষ বা নারী কতো ভিন্ন ভিন্ন হতে পারে, তারই উপমেয় বর্ণনা লিখেছেন তিনি 'শ্রীকান্ত' দ্বিতীয় খণ্ডের শুরুতে রাজলক্ষ্মীকে বিশ্লেষণ করতে গিয়ে।
তিনি লিখেছেন: ‘পিয়ারী ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি। কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়াই আমার পায়ের উপর ধীরে ধীরে আবার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারীই আমাকে যখন তাহার বাড়ি হইতে এক রকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এতবড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের মিনতি, সমস্ত এক সঙ্গে মনে করিয়া আমার বুক ফুটিতে লাগিল, কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না।
বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে কিন্তু যখনি ডাকবে, তখনি ফিরে আসব। যেখানেই থাকি, চিরদিন আমি তোমরই থাকবো রাজলক্ষ্মী।
২। দুই হাজার বারো সালের অক্টোবরে 'বিশ্ব শিশু দিবস' ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানে, 'একটি শিশুও পথে থাকবে না' - বলেছেন আমাদের প্রধানমন্ত্রী'। প্রায় এক লক্ষ শিশু রাস্তায় রাস্তায় জীবন যাপন করে। আপনাদের ধারনা কি প্রধানমন্ত্রীর এই নির্দেশ কবে কার্যকর হবে? নাকি নির্দেশ, নির্দেশের নিচে ধামাচাপায় মৃত্যু বরণ করবে। প্রধানমন্ত্রীর এই স্বপ্নটা সত্যি হওয়া জরুরী।
৩। ভ্রাম্যমাণ আইসক্রীম বিক্রীর জন্য আইসক্রীম এর গাড়ী কোথায় পাওয়া যায়? আমি সারা শহর ঘুরে ঘুরে আইসক্রীম বিক্রি করবো। সারা শহর ঘুরাও হবে কিছু পয়সাও হাতে আসবে। যদি আইসক্রীমের গাড়ি না পাই তাহলে রাস্তার মোড়ে মোড়ে ভ্যান গাড়িতে করে ডাব বিক্রি করবো। শুনেছি ডাব বিক্রিতে অনেক লাভ। ৬০ টাকা ৮০ টাকা দাম দিয়েও লোকজন প্রচুর ডাব খায়। এক শ' ডাবের দাম নিবে চার হাজার টাকা। কমপক্ষে আমার লাভ থাকবে দুই হাজার টাকা। মাসে ষাট হাজার টাকা। হে হে। চোখ বন্ধ করে সারাদিনে ১০০ ডাব বিক্রি করা কোনো ঘটনাই না।
৪। মক্কার অন্যতম জ্ঞানী ছিলেন আবু জেহেল। তাকে মক্কায় আবু হাকিম বা জ্ঞানীর পিতা বলেও ডাকা হত। ইসলামের পরিষ্কার প্রমান সে অস্বীকার করে আজ সে পুরো দুনিয়ার কাছে আবু জেহেল বা মুর্খের পিতা হিসেবে পরিচিত। আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা কতটুকু আপনার প্রভুকে চিনিয়েছে, নিজেকে চিনিয়েছে, সমাজ উন্নয়নে কাজে লাগবে সেটাও গুরুত্বপূর্ন।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫
ইসিয়াক বলেছেন: @শরৎচন্দ্র বাংলা সাহিত্যের এক মহা দিকপাল। আমি তার উপন্যাস সমগ্র ১৫বছর বয়সেই পড়ে ফেলেছিলাম। এখন আবার পড়বো বলে ভাবছি ।
@আমিও ডাব বিক্রি করবো বলে ভাবছি !! দারুণ আইডিয়া । কিন্তু আমি তো ডাব কাটতে পারিনা । সেটা একটা মহা সমস্যা।তাহলে কিভাবে বেচবো ?......
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: হা হা হা----
ডাব আমিও কাটতে পারি না। সমস্যা কি?? ডাব কাটার জন্য লোক রাখবো।
৩| ১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২
শুভ্রনীল শুভ্রা বলেছেন: লেখক, মনোযোগ দিয়ে ব্যবসায় লেগে যান। সময় -সুযোগমত আপনার দোকানে খেতে আসবো কিন্তু!
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।
৪| ১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: চিন্তা করার মতো লেখা, ভাবছি - - - - -
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: চিন্তা ভাবনা বাদ দেন।
৫| ১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন লেখক কি আর নারীর মূল্য দিতে পারেন?
নারীর মূল্য তো গ্রামে প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা । লেখক কেবল সমাজ ব্যবস্থা থেকে তার লেখনীর মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন। সেই দর্পণে আমরা সমাজকে দেখি।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: লেখকরা তো সমাজের আয়না। ভাল মন্দ তারাই কিন্তু ঠিক করে দে।
৬| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
সোনালী ডানার চিল বলেছেন: ৩ নং আইডিয়াটি ফ্যানটাস্টিক-
৪ নং টি ভাববার খোরাক!
ভালো থাকুন সবসময়, শুভ অপরাহ্ন!
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: শুভ সন্ধ্যা।
৭| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
কানিজ রিনা বলেছেন: আপনার শেষ প্যারা আমার বাবা একদিন
আমাকে বলল তোরা বড় হয়ে আমার কথা
অমান্য করতে শিখেছিস তখন আমি বললাম
বাবা তোমার কি লাগবে বলো তোমার যা
লাগবে তা দিব কিন্তু তুমি দাদার সম্পদ বিক্রি
করে বিলাকের ব্যবসা করোনা।
বাবা আমিতো তোমার সম্পত্তি কিছুই পাইনা।
আমি নিজে কামাই করে খাচ্ছি এখন কথা
হোল তোমার অন্যায় কথা আমি মান্য করবনা।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪
ইসমাঈল আযহার বলেছেন: শিশু পথে না থাকলে বাংলাদেশ হবে কেম্নে?
দারুণ, ব্যবসার টিপস দিয়ে দিলেন।
শেষ কথাটা সুন্দর।