নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মাটি থেকে ৩৫ হাজার ফুট ওপরে উঠলে তবেই বোঝা যাবে Perspective জিনিসটি কী !
২। বাংলাদেশের নদীর গুলোর মতন নৌকা গুলোরও অনেক সুন্দর সুন্দর নাম । যেমুন- ফিলচেরা (ফিলচেরা মানে হাতির মাথা), ময়ূরপংখী, বাজরা, ভুলিয়া, পানসি, খোলা, ডিঙ্গি, মাগারচেরা, জালিয়া, ডোনগা, বালাম, কোষা...ইত্যাদি ।
৩। একটা পেন্সিলের কিন্তু বাইরের কাঠ কি আকৃতির চাইতে ভেতরের শিসটাই আসল । মানুষের ক্ষেত্রেও তাই ; বাইরের চাইতে ভেতরের সৌন্দর্যটাই আসল । তোমার ভেতরে কি হচ্ছে , সেটার ব্যাপারেও লক্ষ্য রেখ ।
৪। ইসলাম সম্পর্কে জানুন, কোরআন শরিফ পড়ুন এর অর্থ বোঝার চেষ্টাকরুন,৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ধর্মীয় বিধান মেনে চলুন। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে সুনিশ্চিত।
৫। সহজ সরল সত্য কথা হলো- সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়। কাজেই কারো কাছে সুখ আশা করবেন না।
৬। একটা দামী কথা বলি- সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সুখে থাকা। কারণ কোনো কিছুই প্রতিপক্ষকে এর চেয়ে বেশী উম্মাদ করে না।
৭। আওয়ামীলীগ আর বিএনপির দুই দলের সবচেয়ে প্রিয় পথ হচ্ছে সংঘাতের পথ ।সংবিধান নামক অবাস্তব একটা বইয়ের দোহাই দিয়ে নানান হাস্যকর কর্মকান্ড ! মাহাথির এর মতন একজন পেলেই আমাদের চলতো।
চাই সুন্দর দেশ।চাই সুন্দর পরিবেশ। চাই দুই বেলা দুই মুঠো ভাত খেতে।চাই সু-চিকিৎসা।সব মিলায়ে চা্ই একটি সোনার বাংলা।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।
২| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ৭ নাম্বারের সাথে আমার কিঞ্চিৎ দ্বিমত আছে
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আমারও।
৩| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কথাগুলো
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৪| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
২ নং:
সাম্পান
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০
পদাতিক চৌধুরি বলেছেন: সাত নম্বরটি আমার বেস্ট লাগলো। বাকিগুল কমবেশি ভালো।
ভাইয়ের অবগতির জন্য জানাই, উপরওয়ালার ইচ্ছায় আমি খুব ভালো আছি।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: আগামী মাসে আপনার সাথে দেখা হবে।
৬| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালই তো...
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: শেষ ভালো যার সব ভালো তার।
৭| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৩
ভুয়া মফিজ বলেছেন: ৬ নং টা ভালো হয়েছে। ৪ নং এর ব্যাপারে কি আপনি নিশ্চিত?
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩
জাতির বোঝা বলেছেন:
নবী সাহেবকে গালি দিলে উনাদের কি সমস্যা?
নবীজীকে গালি দেয়ার বিচার তো আল্লাহ করবেন।
উনাদের কি সমস্যা।
বাংলাদেশের মানুষরা দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে।
২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশীর ভাগ লোকই অমানুষ।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬
বন্ধু শুভ বলেছেন: ৩ নম্বর সেরা ছিল
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮
ইসিয়াক বলেছেন: ২নম্বর , ৩নম্বর , ৪নম্বর , ৭নম্বর ভালো লেগেছে।