নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১১৪

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪



১। সাইফ: তুই তোর বউ'র সাথে ঝগড়া করিস ?
রিয়াজ: হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
সাইফ: বলিস কী ! তারপর ?
রিয়াজ: তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর কিছু ছুঁড়ে মারব নাহ।’

২। যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তাকে ক্ষমা করে দাও এবং আল্লাহকে বল, হে আল্লাহ! আমি তোমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি তুমিও আমাকে ক্ষমা করে দাও।

৩। আজ সমগ্র পৃথিবীতে যত সমস্যা, অশান্তি, বিশৃংখলা এর সবকিছুই হল শুধুমাত্র মুহাম্মদ সা. এর শরীয়তকে উপেক্ষা করার ফল। এগুলো তো শুধু দুনিয়াতে বরং আখেরাতে এর চাইতে কোটি কোটি গুণ বেশি আক্ষেপ, লাঞ্ছনা ও শাস্তির মুখাপেক্ষী হতে হবে। ঐদিন সকলের বুঝে আসবে যে মুহাম্মদ সা. এর আনীত শরীয়ত ও জীবন বিধানের কী গরুত্ব!

৪। কোনো না কোনো বদ অভ্যাস নাই এমন লোক বিরল। আপনার বদ অভ্যাস নিচের কোনটি?

১) ফেইসবুকিং
২) টিভি দেখা
৩) কাউকে অন্ধভাবে ভালোবাসা
৪) ধূমপান অথবা সারারাত মোবাইলে কথা বলা
৫) পিসিতে গেইমস
৬) বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডাবাজি
৭) অধিক রাতে ঘুমিয়ে বেলা করে উঠা
৮) বদ মেজাজ
৯) চোখ-মুখ-কান গুঁজে পড়ালেখায় বূঁদ হয়ে থাকা
১০) অন্যান্য .......

৫। আইনস্টাইন : এ জগৎ থেকে বিচ্ছিন্ন কোন দৈবী সত্তায় কি আপনার আস্থা আছে?
রবীন্দ্রনাথ : বিচ্ছিন্ন নয়, মানুষের অনন্ত ব্যক্তিত্ব বিশ্বজগৎকে উপলব্ধি করে।এ বিশ্বে এমন কিছুই থাকতে পারে না যা বিশ্বমানব চেতনার অন্তর্ভুক্ত নয়। এর থেকেই বোঝা যায় যে বিশ্বের যা কিছু সত্য, তা আসলে মানবিক সত্য।

৬। ২৬৩ খ্রিষ্টপূবার্ব্দে হাসতে হাসতে মারা গিয়েছিলেন বিখ্যাত গ্রীস কবি ফিলমোন।একদিন দুপুর বেলা খাবার খেতে এসে তিনি দেখেন তার খাবার একটি গাধা খেয়ে নিচ্ছে। ঘটনাটি দেখে তার বেদম হাসি পায় এবং গলায় খাবার আটকে গিয়ে তিনি মারা যান।

৭। সিনেমাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুন:র্মিলনী। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কন্ঠে বললেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন। আয় ভাই আমার বুকে আয়।"

বাস্তবতাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমো সহ ম্যাসেজ দিলেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন আয় ভাই অনলাইনে আয় চ্যাট করি"!!!!

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: ১ নম্বর ভালো
৩ নম্বর ভালো
৪ এর ৮নম্বর বদমেজাজ
৭ নম্বর হাসি হাহাহাহাহাহাহাহা....

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: শুধু ধন্যবাদ !!!!!!!!!!!!!!! X( X( X( X( X((

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন:

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৪ নম্বরের বদঅভ্যাস একটাও নাই । আসলে সময়ই পাওয়া যায় না :)

সুন্দর পোস্ট

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলবে...

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
যেন অবশ্যই চলে।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন: :D :D

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: হে হে

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ সকাল!

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: শুভ অপরাহ্ন।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত গেলে আমার জন্য কিছু আনবেন, ভুলেননা যেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি আশ্চর্য !! এক সময় সব ই ছিল , এখন একটাও নেই।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: মানুষের সময় সব সময় এক রকম থাকে না।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন:
আসুন আমরা সবাইকে ক্ষমা করে দেই, এর ফলে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন ।

আমরা যদি ধর্মের বিধি অনুসরণ করি তবে আমাদের উভয় জীবনই শান্তিময় হবে ।

আসুন আমরা রাগ / বদমেজাজ এড়িয়ে চলি যা আমাদের শান্তিপূর্ণ জীবনযাপনে সহায়তা করতে পারে ।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: আমিন।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: নম্বর পয়েন্ট টার সাতে আমার বেশ মিলে যায় । রাতে ঘুম ভেংগে গেলে আর ঘুম হয় না।

ভালো থাকুন সব সময় লেখায় প্লাস দিলাম ++++

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগ মুক্তির শুভেচ্ছা নিবেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: না না, আমি পেঁপে খাবো না। অন্য কিছু দেন।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১০

পদাতিক চৌধুরি বলেছেন: একি আমি এখানে? ??

কোনটা ছেড়ে কোনটা বলি, সবগুলো জব্বর হয়েছে।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৪

বন্ধু শুভ বলেছেন: যা কিছু সত্য, তা আসলে মানবিক সত্য।।।।

২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: কিন্তু মানুষ তো আজ অমানবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.