নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বিখ্যাত জাদুকর পি সি সরকার একবার স্টিমারে করে যাচ্ছিলেন।
স্টিমারের কিছু যাত্রী তাঁকে চিনে ফেলে একটা জাদু দেখানোর আবদার করল। পি সি সরকার প্রথমে রাজি হলেন না। পরে যাত্রীদের চাপাচাপিতে রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি জাদু করে স্টিমারটা থামিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর সত্যি সত্যি স্টিমার থেমে গেল।
সবাই যখন তাঁর জাদু দেখে মোহিত, তখন এক যাত্রী এসে বলল, আরে আপনি এখানে, একটু আগে না আপনাকে সারেং এর সঙ্গে কথা বলতে দেখলাম!
২। ব্যারোমিটারের সাহায্যে একটি ভবনের উচ্চতা কীভাবে মাপা সম্ভব?
দড়ি বেঁধে ভবনের ছাদ থেকে ব্যারোমিটারটি নিচে ফেলে দিতে হবে ।তাহলে ঐ দড়ির দৈর্ঘ্যই হবে ভবনের উচ্চতা?
৩। বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা বিষ্ঠা।
৪। বিয়ে খুব একটা সুখের ব্যাপার নয়। একটা মেয়ের সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্টে জড়িয়ে ফেলার মানেই হচ্চে জীবনটা ভোগে চলে যাওয়া। প্রেম জিনিশটা কম দামী সেন্টের মতো, গন্ধ বেশীক্ষন থাকে না। একজন চিন্তাশীল, কল্পনাপ্রবন মানূষ বিয়ের পর হয়ে যায় শ্রমিকের মতো।
৫। কেউ আমাকে অপমান করলেই আমি পাহাড়ের কথা ভাবি। কেবলই মনে হয়- আমি একদিন সব ক্ষুদ্রতা ত্যাগ করে পাহাড়ে চলে যাবো। যখন যাবো তখন আর কোনো অপমানই আমার গায়ে লেগে থাকবে না।
৬। মানুষের বিপদে পাশে দাঁড়াতে খুব ইচ্ছা করে। ইচ্ছা করে যদি তাদের উপকার করতে পারতাম। সমস্যাগুলোর সমাধান করতে পারতাম। কারো জব নিড, কারও টাকা নিড, কারও পাশে থাকার মানুষের নিড। কারও বা আশ্রয় নিড। কারও মাথা গোঁজার ঠাই দরকার। কারও একজন সান্তনা দেবার মানুষের প্রয়োজন। একটু সময় দেবার একজন মানুষ। কারোর আবার বুকে জমে থাকা না বলার জন্য একজনকে প্রয়োজন। কেউ আবার আগের মত হতে চায়, কেউবা সব ভুলতে চায়। কেউ অপেক্ষা করে কাউকে ফিরে আসার। কেউ কেউ আছে সে কি চাই না নিজেই জানে না। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এলোমেলো জীবন। ---পরিশেষে একটাই কামনা, সব চাওয়া ফিরে আসুক।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
সাদা মিথ্যায় কারো কোনো ক্ষতি হয় না।
২| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: ৬। মানুষের বিপদে পাশে দাঁড়াতে খুব ইচ্ছা করে। ইচ্ছা করে যদি তাদের উপকার করতে পারতাম। সমস্যাগুলোর সমাধান করতে পারতাম। কারো জব নিড, কারও টাকা নিড, কারও পাশে থাকার মানুষের নিড। কারও বা আশ্রয় নিড। কারও মাথা গোঁজার ঠাই দরকার। কারও একজন সান্তনা দেবার মানুষের প্রয়োজন। একটু সময় দেবার একজন মানুষ। কারোর আবার বুকে জমে থাকা না বলার জন্য একজনকে প্রয়োজন। কেউ আবার আগের মত হতে চায়, কেউবা সব ভুলতে চায়। কেউ অপেক্ষা করে কাউকে ফিরে আসার। কেউ কেউ আছে সে কি চাই না নিজেই জানে না। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এলোমেলো জীবন। ---পরিশেষে একটাই কামনা, সব চাওয়া ফিরে আসুক।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
ইসিয়াক বলেছেন: ৪ নম্বরটা ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ...১০০বার ঠিক ।
ভাবীর সাথে মনোমালিন্য চলছে মনে হয় !! আচ্ছা ঝগড়াটে তো আপনি !
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: ঝগড়া তো আমি পারি না।
৪| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯
ইসিয়াক বলেছেন: ৩নম্বরের ঘটনা কি সত্যি ?
ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে !
বিচ্ছিরি অভিজ্ঞতা .....।হে হে হে হে হে হে হে হে হে হে হে
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই সত্যি।
৫| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭
ইসিয়াক বলেছেন: ৬নম্বর ইচ্ছাগুলো সুন্দর মনের বহিঃপ্রকাশ । এই জন্য ++
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
কিরমানী লিটন বলেছেন: আমার মতে সবগুলোই সঠিক। শুভরাত্রি প্রিয় রাজীব নুর ভাই....
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: বানী চিরন্তন -" প্রেম জিনিসটা কম দামী সেন্টের মত , গন্ধ বেশিক্ষণ থাকেনা "- রাজীব নুর ।
মানুষ কমদামী সেন্ট মেখে কাজে যায়( বিয়ে করে ) পরবর্তীতে শ্রমিকের মত ভুরভুরে গন্ধ বের হয় শরীর থেকে ।
Sacrifice, ধৈর্য্য, হল তার মহৌষধ।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: আমি বিয়ে করেছি। প্রতিদিন দামী সেন্ট মেখে বের হই।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২
রক বেনন বলেছেন: তিন নম্বর টা আগে কোথাও পড়েছি বলে মনে হচ্ছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উত্তম সাদা মিথ্যা।