নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১১৭

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২



১। সব মানূষই এক অসমাপ্ত কাহিনী। কোনো মানূষই তার জীবনের সব ঘটনা, সব কাজ শেষ করে যেতে পারে না। জীবনের অনেকটা বাকি থাকতে থাকতেই অনেকে খেলার মাঠ ছেড়ে চলে যায়। দেনা-পাওয়ার হিসেব মিলবে না। এই খেলার একজন খেলুড়ে তো আপনিও।

২। কুসমি বললে, তুমি বড্ড বানিয়ে কথা বল। একটা সত্যিকার গল্প শোনাও-না।
আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে। এক হচ্ছে সত্য, আর হচ্ছে—আরও-সত্য। আমার কারবার আরো-সত্যকে নিয়ে।
দাদামশায়, সবাই বলে, তুমি কী যে বল কিছু বোঝাই যায় না।
আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ।
আরো-সত্যি কাকে বলছ একটু বুঝিয়ে বলো-না।
আমি বললুম, এই যেমন তোমাকে সবাই কুসমি বলে জানে। এই কথাটা খুবই সত্য; তার হাজার প্রমাণ আছে। আমি কিন্তু সন্ধান পেয়েছি যে, তুমি পরীস্থানের পরী। এটা হল আরো-সত্য।

প্রশ্নঃ এটা কার লেখা?

৩। আমি জানি, মৃত মানুষদের আবার পৃ্থিবীতে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু খুব কঠিন নয়। আগে জানতে হবে -মানুষ কি? আসলে মানুষ বলতে কোনো কিছু নেই। কোটি কোটি এ্যাটম (Atom) একত্রে জড় করে মানুষ সৃষ্টি করা হয়েছে। দেহ বিজ্ঞানের মতে, জীবকোষ বিভক্ত হতে হতে প্রথম কোষ থেকে মাত্র পঞ্চাশ বা বায়ান্ন বার বিভক্ত হলেই প্রায় ত্রিশ কোটি কোষের অভিনব এবং অবিশ্বাস্য ভাবে মনুষ্য সৃষ্টি সম্ভব। গোটা মানব দেহটার এই যে পূর্ন গঠন ও অবয়ব, এ সর্ম্পূন শরীরটার কোটি কোটি এ্যাটম গুলো কীভাবে পরস্পর সামঞ্জস্য রেখে দেহকে এত সুষ্ঠভাবে খাড়া করে চালিয়ে নিয়ে যায়।

৪। আমার চেহারাটাই এমন যে সবসময় মনে হয় এ জগৎ সংসারের উপর আমি মহা বিরক্ত হয়ে আছি। তাই বোধ হয় বউ আমায় প্রায়ই জিজ্ঞেস করে, তুমি কি বিরক্ত?
ও জানে না, আমি কেবল ওর এই প্রশ্নটাতেই বিরক্ত হই।

৫। নিজের ইচ্ছের বিরুদ্ধে জোড়াতালি দিয়ে জীবন যাপনের কোন যৌক্তিকতা নেই। জীবন একটাই।সবার নিজের মত করে শ্বাস প্রশ্বাস নেয়ার অধিকার আছে। আমি এই জগতের অতি দুঃখী মানুষদের একজন। আবার অতি সুখী মানুষদেরও একজন। হে আল্লাহ!
আপনি আমাকে ক্ষমা করুন, দয়া করুন, নিরাপদে রাখুন, জীবিকা দান করুন, সরল পথ দেখান, শুদ্ধ করুন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৪ নম্বর টা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য !

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২

নয়ন বিন বাহার বলেছেন: রাজীব ভাই, আপনার দোয়া আল্লাহ কবুল করবে।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

ইসিয়াক বলেছেন: ইদানিং আপনার লেখায় এত হতাশার ছাপ কেন বন্ধু !!!!
যতদিন আছি বেঁচে
যাবো হেসে খেলে ,
সুখভাবনায় ,
স্বপ্ন দেবো মেলে ।
আনন্দ নিয়ে বাঁচুন ।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: হয়তো আমি একজন আগাগোড়া হতাশাগ্রস্ত মানুষ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

কনফুসিয়াস বলেছেন: সব টাকা ভাই, টাকা মানুষকে সুখি করতে পারে আবার দু:খের সাগরে ভাসিয়ে ও দিতে পারে। |-)

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজীব নুর ভাই আসুন কিছু খাই।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: আমি এসব খাবো না।
একটা বার্গার আর একটা কোক হলেই চলবে।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: হয়তো আমি একজন আগাগোড়া হতাশাগ্রস্ত মানুষ।
আপনি মোটেও একজন হতাশাগ্রস্থ মানুষ নন ।আপনার মত উৎসাহী লোক খুঁজে পাওয়া ভার।
আনন্দে থাকুন। সবাইকে ভালো রাখুন ।এই প্রত্যাশা করি।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: তাহলে আমি একজন আশাবাদী মানুষ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সাইন বোর্ড বলেছেন: আজকের গুলো মনে হয় খুব ভাল জমলো না ।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ওয়েট।
নতুন কিছু নিয়ে আবার আসবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.