নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আস্তিক, সুশীল, সেক্যুলার, এবং বামপন্থীদের কাজই হলো মিথ্যা ছড়ানো, বিভাজন সৃষ্টি করা, একজনকে কৌশলে আরেকজনের পিছনে লাগিয়ে দিয়ে দূরে বসে মজা দেখা।
২। ৫টি বাক্স পাশাপাশি রাখা আছে। ১টি বাক্সে পেঁয়াজ, ১টি বাক্সে রসুন, ১টি বাক্সে আদা, ১টি বাক্সে জিরা এবং ১টি বাক্সে মরিচ আছে। ৫টি বাক্সের ডান পাশে, সামনে ও উপরে বিভিন্ন রং রয়েছে। জিরার বাক্সের সামনে যে রং, রসুনের বাক্সের সামনেও ঐ একই রং। জিরার বাক্সের ডান পাশে যে রং, আদার বাক্সের ডান পাশেও ঐ একই রং। রসুনের বাক্সের উপরের যে রং, মরিচের বাক্সের সামনেও ঐ একই রং। প্রশ্ন হচ্ছে কোন বাক্সে কী রয়েছে?
৩। মন্ত্র এমন একটি জিনিস যা শুধু মুখে কয়েকবার আওড়ালেই কাজ করে না মন্ত্র শিখতে হলে সবার আগে চাই ধর্য্য ধারন ও কঠোর তপসা।
ধুল ধুল ধুলিয়া/ এই ধুল পরি দিনু
পমিক লাগিয়া/ হাত জলুক পা জলুক
জলুক মাথার বিষ/ মোক না দেখিলে
তোর কলিজা পুড়ি/ হইবে শেষ।
৪। বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো রাতের বেলায় ঘর আলোকিত করার জন্য এরা জোঁনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে আবার তাদের ছেড়ে দেয়।
৫। একবার রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে এক সাধু এসে উত্তেজিত স্বরে বলল,আমি ত্রিশ বছর সাধনা করে এখন হেঁটে নদী পার হতে পারি, আপনি কি সেটা পারেন ?পারলে করে দেখান দেখি ? স্মিত হেসে রামকৃষ্ণ বললেন,যেখানে এক পয়সা দিলেই মাঝি আমাকে নদী পার করে দেয় সেখানে এর জন্য ত্রিশ বছর নষ্ট করার পক্ষপাতি আমি নই !
৬। দুঃখকে জয় করার বিষয়ে নানা যুগে নানা মহৎ ব্যক্তি নানা মূল্যবান উপদেশ দিয়ে গেছেন । আমার জ্ঞান বুদ্ধি সীমিত । তাই দুঃখকে জয় করবার কোনো প্রয়োজন দেখি না । দুঃখ আসে তো আসুক না সু্খের মতোই - বাধ্যতামূলক, দুঃখও তো তাই ।
৭। আজকে একটি বিশেষ দিন
# আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিল।
# নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
# ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
# আইয়ূব (আঃ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগ মুক্তি লাভ করেন।
# ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
# ঈসা নবী আসমানে উঠে যান।
# পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
# আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।
এরকম অনেক অদ্ভুত সব ঘটনা ঘটেছিল।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ৪ নাম্বার টা জানতাম না ধন্যবাদ
০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: সকাল থেকে মাথা ঘুরতেছিল! ২ নং টা পড়ে মাথা ঘুরা বন্ধ হয়ে গেছে । ধন্যবাদ ।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩২
নয়ন বিন বাহার বলেছেন: ২ নং। বাক্সা খুললেই ত বুঝা যাবে কোনটাতে কি আছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: হুম তা ঠিক।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: যথার্থ বলেছেন। সব নষ্টের গোড়া - হিংসা বিদ্বেষ আর লোভ।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১
নতুন বলেছেন: বাক্সগুলি খুললেই বোঝা যাবে , তালা দেওয়া সেটা বলা হয়নি কোথাও।
নং ৫:- ৩০ বছর না ৩ হাজার বছর সাধনা করেও পানির উপর দিয়ে হেটে নদী পার হওয়া সম্ভব না। তাই এই কাহিনিটা ভুয়া, অবশ্যই এমন কিছু ঘটতে পারেনা।
এই সব কিছু একই দিনে ঘটেছিলো তার কোন সহী রেফারেন্স নাই, এটা মানুষের মুখে মুখে প্রচলিত বা কিছু মানুষ এটা বিনিয়েছে যে সব কিছু এই দিনে ঘটেছিলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কঠিন কিছু না।
ইউটিউবে দেখুন। ডায়নামো নামের একজন মেজিশীয়ান পানির উপর দিয়ে হাটছেন।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৮:২০
নতুন বলেছেন: লেখক বলেছেন: পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কঠিন কিছু না।
ইউটিউবে দেখুন। ডায়নামো নামের একজন মেজিশীয়ান পানির উপর দিয়ে হাটছেন।
এটা ম্যাজিক, এটাতে কিছু ট্রিক্স আছে.... আর কিছু না....
https://www.telegraph.co.uk/news/uknews/10140245/Are-these-the-secrets-behind-Dynamos-greatest-tricks.html
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: তাহলে কেন বলেন, মানুষের জন্য অসম্ভব কিছুই না।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: যত সমস্যা, সব কিছুর মূলে আছে হিংসা বিদ্বেষ আর লোভ - কথাটা ঠিক।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
নুরহোসেন নুর বলেছেন: সবগুলো পয়েন্ট অসাধারন ভালো ছিলো,
তবে ১নংটা হচ্ছে স্পেশাল।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
১০| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১১
নতুন বলেছেন: ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭০
লেখক বলেছেন: তাহলে কেন বলেন, মানুষের জন্য অসম্ভব কিছুই না।
ডাইনামো পানিতে প্লাটফ`ম বানিয়ে তার উপর দিয়ে হেটে মানুষকে দেখিয়েছে ... এটা একটা ম্যাজিকট্রিক্স মাত্র...
এটাকে পানির উপর দিয়ে হাটা বলেনা....
ব্রিজ পানির উপরে বানায়, ওনি পানির একটু নিচে বানিয়েছে যাতে মনে হয় উনি পানির উপরদিয়ে হাটছে...
মানুষ আকাশে উড়ে যেতে পারে যন্ত্রের সাহাজ্য, মন্ত্রের সাহাজ্য না।
০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি প্রথমেই বুঝতে পেরেছি।
আপনার সাথে একটু মজা করলাম। হে হে
যাদু তো কিছু কৌশল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন: ৪ নম্বর এবং ৫ নম্বর ভালো লাগলো