নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একটা ঝাঁটা হাতে নিয়ে মুমূর্ষু বাবা ডাকলেন তাঁর ছেলেদের।
একটি ঝাঁটার কাঠি নিয়ে তা ভেঙে ফেললেন।
সেটা দেখিয়ে তিনি ছেলেদের বললেন, ‘দেখলি তো, একটা কাঠি সহজেই ভেঙে যায়।’
এরপর দশটি কাঠি হাতে নিয়ে ছেলেদের সেদিকে তাকাতে বললেন।
একটু চেষ্টা করতেই ১০টি কাঠিই ভেঙে গেল। দীর্ঘশ্বাস ফেলে বাবা বললেন, ‘দুর! ভেবেছিলাম, খুব ভালো একটা উপদেশ দেব তোদের! হলো না !’
২। একদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বের হয়ে যাবো সাদা একটা পাঞ্জাবি পড়ে। আর ফিরে আসবো না বাসায়। তাহলে কেমন হবে?
৩। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো ধৈর্য ও নামাযের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন।
(সূরা আল বাকারাঃ আয়াত ১৫৩)
৪। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না। তিনি আরও বলেছেন, ‘এর পরও আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই।’
৫। জীবনের বেশীরভাগ সময় না হলেও, কিছু কিছু সময় কিছু বিষয় লিটমাস কাগজের মত সবকিছুকে সাদাকালোর মতই স্পষ্ট করে দেয়। সেরকম একটি হোল ক্ষমতা। বিশেষত অর্থ, সম্পত্তি, আরাম, প্রভাব আর প্রতিপত্তির আকাঙ্ক্ষা।
৬। আজকাল সবচেয়ে বাজে লোকগুলো ভালো কথা বলে বেড়ায়। দূরে ধোঁয়া দেখে লোকজন যেমন আগুনের অস্তিত্ব অনুভব করে, ভালো কথার নেপথ্যে তেমন কুৎসিত চরিত্র চর্চাটাও দেখে। ইতোমধ্যে লোকের মনে এমন একটা সন্দেহ তৈরি হয়ে গেছে। এই সন্দেহের দৃষ্টি দিন দিন আরও বিস্তার পাচ্ছে। লেখকগুলোও আজকাল খুব চালাক হয়ে গেছে, অনেক নিপূণ প্রকাশভঙ্গিতে তারা আড়াল করতে চায় তার চারিত্রিক কদর্যতা।
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: না, আমি আগামীকাল রাতে যাবো।
সে অবশ্যই পারবে।
২| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
নাহিদ০৯ বলেছেন: ক্ষমতা অনেক কিছুই প্রকাশ করে দেয়। লুকায়িত কিছু কিছু.
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: তা ঠিকই বলেছেন।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
৬। আজকাল সবচেয়ে বাজে লোকগুলো ভালো কথা বলে বেড়ায়। - আপনি নিজে কি ভালো কথা বলেন না? রাজীব নুর ভাই, বাজে লোক কখনো ভালো কথা বলতে পারেন না। যা করেন সব অভিনয়। অভিনয় ধরতে পারা কি খুব কঠিন কাজ?
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: আমি কেমন লোক তা আমি জানি না। বুঝি না।
তবে আমি মন্দ কাজ করি না। এর জন্য আমার কিছুটা আত্মবিশ্বাস আছে।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪২
করুণাধারা বলেছেন: বেশ দরকারী কথা বলেছেন। ঢাকায় নাকি কলকাতায়?
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: এখনও ঢাকায়।
আগামীকাল যাবো রাতে।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫
ইসিয়াক বলেছেন: ৬ নম্বরটা কি আমার জন্য ?
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো ধৈর্য ও নামাযের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। (সূরা আল বাকারাঃ আয়াত ১৫৩)
আয়াতটি অনেক গুরুত্ব বহন করছে বলে আমার মনে হয়।
আয়াতটাতে দেখুন, আল্লাহ ধৈর্য এবং নামায দু'টোর কথাই বলেছেন। কিন্তু, তারপর বলেছেন, শুধু ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। তাহলে, কি নামাযীদের সাথে আল্লাহ নেই?
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: উফ---
সহজ ভাবে দেখুন তো !!!
৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০২
কিরমানী লিটন বলেছেন: আমরা সব বলেই শেষ করে ফেলি- তাই তা আর করার জন্য দম পাই না। বলার মতো যদি মন ও মগজে তা ধারন করে বলতে পারতাম- তবে কত সুন্দরই না হতো....
সবাই জানতে চাচ্ছে আপনি কি কোলকাতা? পোস্ট পড়ে আমি কিছুই বুঝলাম না - আপনি কোথায় !!!!
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: আমি আজ রাতে কোলকাতা যাবো।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৩
ঊণকৌটী বলেছেন: রাজিব ভাই আমি আগরতলা ত্রিপুরা থেকে,আপনার লেখা গুলি সত্যিই খুব ভালো লাগে। মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে,কতোনা সুন্দর ভাবে আপনার মনের কথা গুলি তুলে ধরেছেন ।যাই হোক দাদা আপনাদের পরী মা সমেত আমন্ত্রণ করছি,আমদের এই ছোট ত্রিপুরা রাজ্যে তে,আমরা বলি ত্রিপুরা সুন্দরী,আমদের এই ছোট রাজ্যে প্রকতি তার সুন্দর ভিউ দেক তে একবার আসুন । তাছাড়া আছে নর্থ ইস্ট ইন্ডিয়া। রাজিব ভাই আমার নাম রানা ফোন +919436121585 খুব খুশি হবো যদি আসেন,আপনি কল করলে খুব খুশি হবো রাজিব দা। আন্তরিক ভালোবাসা সহ ।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
একদম আপন ভাইয়ের মতোণ বললেন।
ভালো থাকুন।
কি করবো কিছুই বুঝতে পারছি না। দেখি কি হয়। এদিকে ঝড়টড় শুরু হচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনি কি এখন কলকাতা?
কাজী ফাতেমার ঘাড়ে যে বিরাট দায়িত্ব দিয়ে গেলেন, সে পারবে তো!!