নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আসুন ৭ দিন পেঁয়াজ কেনা বন্ধ রেখে পেঁয়াজ সিণ্ডিকেটের বারোটা বাজিয়ে দেই। কারণ, পেঁয়াজ পচনশীল। ৭ দিন না কিনলে পেঁয়াজ পচে যাবে। কোনো প্রক্রিয়ায় সংরক্ষণ করতে চাইলে গাছ গজাবে। তার মানে সিন্ডিকেট লোকসান গুণতে বাধ্য।
তাহলে, আজ থেকেই পেঁয়াজ কেনা বন্ধ করি।
২। জোরালো আন্দোলন দরকার। আর সকল পণ্যের একক ও স্থিতিশীল ও পূর্ব ঘোষণা ছাড়া কোন কিছুর দাম বাড়ানো যাবে না।এমন দাবি প্রয়োজন।
৩। বাণিজ্য মন্ত্রণালয়ের ’আশ্বাস’ উড়িয়ে দিয়ে বাজারে এই সর্বনাশা মাদকের দাম ২০০টাকা ছুঁয়েছে ১৪ নভেম্বর, ২০১৯। এ যেন আমাদের কাঙ্খিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছোঁয়ার মতোই। আজ থেকে আমজনতার স্লোগান হোক একটাই- ’পেঁয়াজ কেউ ছোবো না/ট্যাকা জলে দেবো না‘।
৪। পেয়াজ আসছে । ট্রাক পৌছে যাবে দ্বারে দ্বারে । কানাডায় দাম বেড়ে ছিল । কিন্তু দপ করে পড়ে গেল ৭/৮ দিনে ! এমন হল আগের চাইতে কমে গেল !! ধৈর্য হারাবেন না । জন্মলগ্ন থেকে শুনে আসছি সরকার future continuous term এ কথা বলেন । আমরা present tense এ শুনি ।
৫। আজ পেয়াজের কেজি আড়াইশ, কাল চালের কেজি পাঁচশ হবে। সমস্যা তো নাই। আপনারা কংক্রিটের দালান-কোঠা খেয়ে থাকতে পারবেন। কারণ, ক্রমাগত কৃষি জমি নষ্ট করে দালান অট্টালিকা তো আপনারাই বানাচ্ছেন বা বানিয়েছেন।
৬। বাংলাদেশ টেস্ট দলের উচিৎ পিঁয়াজ থেকে শিক্ষা নেয়া। কি ভাবে একটু একটু করে রান করে ডাবল সেঞ্চুরি করা যায়।
৭। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির অর্থ এই নয় যে, দেশ উন্নয়নের সাগরে ভাসছে। উন্নয়নের অর্থ এইটাও নয় যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য দ্বিগুণহারে বৃদ্ধি পেতেই থাকবে। রাষ্ট্র যখন দুর্নীতিগ্রস্থ, তখন সাধারণের রক্তচোষা ঠুকনো একটি বিষয়।
৮। দেশবাসীর কাছে আল্লার দোহাই। কাইল শনিবার বাজারে গিয়া কেউ পেঁয়াজ কিনবেন না। মাত্র একটা দিন পেঁয়াজ কেনা থেকে বিরত থাকেন, দেখবেন ঝাঁঝ কইমা গ্যাছে। আইজ রাইতেই দেশের ১৬ কোটি মানুষের মধ্যে অন্তত ২ কোটির কাছে এই আহ্বানটুকু পৌঁছানোর ব্যবস্থা করেন সবাই... পিলিজ।
৯। পেয়াজ আর গুলতেকিন ছাড়া আর কোন সাবজেক্ট নাই কথা বলার! এর মানে নিজের খেয়ে অন্যের জীবন কিভাবে কাটাবে তার আলোচনা ছাড়া আর কোন কাজ নেই আমাদের।
১০। আজকে ঝালমুড়ি খেলাম পেয়াজ ছাড়া। ঝালমুড়ি আলার প্রতিভায় মুগ্ধ আমি। প্রথমে মুড়ি, এরপর ঘুগনি, এরপর পেয়াজ ছাড়া মসলা, এরপর শশা - কাচামরিচ কুচি।
১১। পোঁয়াজ নিজেকে ইতিহাসের পাতায় নাম লেখাতে সক্ষম হয়েছে। ব্যর্থ রসুনসহ অন্যরা!
১২। হে আল্লাহ এই দেশের সবাইকে ৫০০ টাকা কেজি পেয়াঁজ কেনার তৌফিক দান করো। পবিত্র জুম্মাবারে এই হোক ফরিয়াদ ...
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: সুরভিকে বলেছি পেঁয়াজ ছাড়া রান্না করতে।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
ইসিয়াক বলেছেন:
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: ভেরি নাইস।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫০
মা.হাসান বলেছেন: আজ মূলা কিনলাম। ষাট টাকা কেজি। মূলায় অনেক ঝাঝ, পিয়াজের বিকল্প হিসেব ব্যবহার করা যায়। কাল? সাত দিন? নতুন পিয়াজ উঠে পিয়াজের দাম ৫০ টাকার নিচে না নামলে পিয়াজ খাবো না।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: কোলকাতাতে এক দোকানে দেখেছি পেঁয়াজের বদলে মূলা দিচ্ছে।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: পিঁয়াজের দাম বাড়াতে এর গুরুত্ব বুঝা যাচ্ছে।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাবছি, পেঁয়াজ দিয়ে তরল ফ্লেভার জুস কিংবা সুগন্ধি বানিয়ে ব্যবসা করবো। মানুষ ভাত খাওয়ার সময় জাস্ট ভাতে কিংবা তরকারীতে দু' ফোটা ঠেলে দিবে কিংবা স্প্রে করে নিবে।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন। ভালো বুদ্ধি।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা।
একদিন পানি নিয়েও আমাদের হাহাকার করতে হবে।
হীরা মুক্তা নয় যুদ্ধ হবে পানি নিয়ে।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ নদীর দেশ কাজেই পানির সমস্যা হবে না।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কষ্ট লাগে ভাবলে,কোথায় যেয়ে থেকছি আমরা ।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে তো এমনই হবে।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
পিয়াজ কি মদ ডাইল কোকেন হিরোইনের মত নেশাদ্রব্য? যত দামই হোক খেতেই হবে?
আমি এক ধনী মদখোর মোদুদিকে চিনি যে যত দামই, হোক মদ সে খাবেই। ৫ গুন বেশী মুল্যদিয়ে হলেও আনিয়ে খাবে।
পিয়াজ তো নেশাদ্রব্য না যে আনলিমিটেড মুল্যবৃদ্ধি হলেও খেতেই হবে।
এতই যদি খেতে হয় তরকারিতে ৩টার যাগায় ১ টা দিলেই তো হয়।
আর যেই শালা ৭৫০ টাকা কেজিতে খাশির গোস্ত অবলিলায় কিনে ফেলতে পারে সে ২৩০ টাকার পেয়াজে .... ....
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: কথা তো সত্য বলেছেন।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৪
অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালীর এই বুদ্ধি নাই।
যে জিনিসের দাম বেশী,তারা সেটা বেশী করে কিনে দাম আরো বাড়িয়ে দেয়।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: এই টা ঠিক।
বাঙ্গালীর মধ্যে ঐক্য নাই।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৯
আখ্যাত বলেছেন:
শুভ সকাল ব্রাদার
নিশ্চয় ঘুমাচ্ছেন এখনো
ঘুম ভাঙলে সাড়া দিয়েন
পরসংবাদ
বুলবুলের আঘাত হানার দিন আমার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে।
প্রথম পাতা থেকে আমি উৎখাত হয়ে গেছি, নিজের দোষেই।
প্রথম পাতায় প্রবেশাধিকার ফিরে পেতে এখন আমার কী করণীয়, পরামর্শ দিয়ে বাধিত করবেন।
ইতি
আপনার জুনিয়র
আখ্যাত
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: হায় হায়---
খারাপ খবর।
কাভা ভাই এর সাথে যোগাযোগ করুন।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: আশা করি দুই একদিনের মধ্যে ঝামেলা শেষ হয়ে যাবে।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১২
নুরহোসেন নুর বলেছেন: আমাদের উন্নতির অখাদ্য পেঁয়াজ,
সরকারের উচিত পেঁয়াজ পুরোপুরি আমদানী বন্ধ করা।
আমরা বরং সাধুদের মত পেঁয়াজহীন রান্না শিখে নিবো;
এত দামী পেঁয়াজ গরীব মানুষদের অপ্রয়োজনীয়।
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: আপনার সাথে একমত।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
রাশিয়া বলেছেন: চাইনিজ প্লাস্টিকের পেঁয়াজ কবে বাজারে আসা শুরু করবে?
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
মলাসইলমুইনা বলেছেন: দশ নাম্বার পয়েন্ট মনে করিয়ে দিলো আপ্ত প্রবাদ --নেসেসিটি ইজ দ্যা মাদার অফ ইনভেনশন । আমাদের রান্নাদাররা এই ঝালমুড়িওয়ালার মতো ভাবতে পারলেই কেল্লাফতে । এই পেঁয়াজবাজারীদের (পেঁয়াজের কালোবাজারিদের) একটা জবাব দেওয়া যেত মঈন হয় ।
১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: জবাব তো সাধারন মানুষ দিতে পারবে না। জবাব দেবার কথা সরকারের।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
সুপারডুপার বলেছেন: পেঁয়াজ কেনা, খাওয়া থেকে বিরত থাকা / দেশে অসহযোগ আন্দোলন খুব একটা কাজ করবে না।
ছাত্রলীগ, যুবলীগ, পুলিশলীগ সব লীগবাহিনী মিলে পেঁয়াজবাহিনীকে আক্রমণ করলেই তো কিচ্ছা খতম। সংরক্ষিত সব পেঁয়াজ সুরসুর করে এমনিতেই বেরিয়ে আসবে ........
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: না তা হবার নয়।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
নিউটনিয়ান বলেছেন: পেঁয়াজ তুমি দামি হলে আজ
আমি আজ সস্থা বটে
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: হে হে
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১১
সুপারডুপার বলেছেন: ''লেখক বলেছেন: না তা হবার নয়।''
তাহলে, লীগবাহিনী পেঁয়াজবাহিনী মাসতুতো ভাই।
আর তখন , সাধারন মানুষেরও ও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। যখন তাদের প্রত্যাশিত মাল কামাই হয়ে যাবে। তখন এমনিতেই পেঁয়াজের দাম কমে যাবে।
১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: প্লেনে করে আজ পেঁয়াজ নামবে। হে হে
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন এক কােলে এক রাজার শখ হলো একটি
পুকুর খনন করবেন যে পুকুরে পানির পরিবর্তে
দুধ দিয়ে ভর্তি করা হবে আর সে জন্য প্রজাদের
বলা হলো প্রত্যকে এক কলসি দূধ ঢালতে হবে।
যে কথা সেই কাজ, পুকুর খনন হলো্ এবার দুধ
ঢালার পালা্ । এক প্রজা ভাবলো সবাইতো দুধ
দিবে আমি এক কলসি পাণি ঢাললে কেউ টেরই
পাবেনা। ব্যাস পুকুর ভর্তি হলো তবে দুধে নয় পানিতে।
কারণ সব প্রজাই তাই ভেবেছিলো!
দেখাযাবে সবাই পেঁয়াজ কিনবে, ভাববে সবাইতো
কেনা বন্ধ করেছে, আমি একা কিনলে সমস্যা হবে না।