নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ভদ্রলোকের সন্তান মানুষের গায়ে হাত তোলে না। কুলাঙ্গারই কেবল মাত্র পিটাতে উস্কানি দিতে পারে। জন্ম পরিচয়হীনের পক্ষেই অন্যের মৃত্যুতে উল্লাস সম্ভব।
২। জনগণের টাকায় চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে টা কী! এদিকে তাকান একটু। দেখেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে কারা গুণ্ডামি-মাস্তানি করছে? এদের চিহ্নিত করে বিচার করুন সরকার বাহাদুর। ও মানুষ, আসেন, আমরা নূরদের পাশে দাঁড়াই।
৩। ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের বেধরক পিটিয়ে তা অকপটে স্বীকার করেছে ছাত্রলীগ নেতারা। তাদের বক্তব্যের সারকথা হলো, 'হ মারছি। যে বাল পারেন, করেন।'
কিন্তু দুঃখের কথা হলো, হামলায় আহত ২৪ জনের তিনজন এখন আইসিইউতে। একজন রয়েছে লাইফ সাপোর্ট। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে তুহিন ফারাবি নামের একটি ছেলে।
৪। নুরুর যে সাহস আছে তা ফখরুলের নেই।
৫। ঢামেক হাসপাতালে ভিপি নুরকে দেখতে এসে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। ভিপি নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢামেক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি। কোনো ভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে। তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারে আওতায় আনা হবে। ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৬। ভারতের আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতার প্রতিবাদ, আবরার হত্যা, 'র' এর এজেন্ট অঞ্জন রয়ের ক্রমাগত উস্কানি, দৈনিক সংগ্রামের উপর ন্যাক্কারজনক হামলা, ভিপি নুরের উপর আজ পৈশাচিক হামলা সবকিছুই একই সূত্রে গাঁথা।
আজও যদি এদেশের ছাত্র-জনতার ঘুম না ভাঙ্গে তবে এদেশের স্বাধীনতা হরণ হতে খুব বেশি দেরী নাই।
৭। মুক্তিযুদ্ধের নামের সাইনবোর্ড লাগিয়ে সবাই এদেশে ব্যবসা করতে চায়। মুক্তিযুদ্ধের মঞ্চের নামে এসব সন্ত্রাসীদের এখনই নির্মুল করা না হলে দেশের সাধারণ জনগণ এদের হাতে জিম্মি হয়ে যাবে।
৮। নুরুকে একধাপে মাইরা ডাকসুর ভিপি বানাই ফেলছেন; আরেকধাপে মাইর খাইয়া না জানি আবার সংসদ সদস্য হইয়া যায়!
৯। আজকাল সব ই মুক্তিযুদ্ধের চেতনা .....কয়দিন পর হয়তো দেখবো ভিন্নমতের কাউকে রেপ করে বলবে সেটাও মুক্তিযুদ্ধের চেতনা ..
১০। আমাদের এলাকার মুরুব্বিরা একটা কথা বলে। "পাগল পিটানোর পর পাগলের শরীরে পানি মাইরা দিবি, পাগল মাইরের কথা না বলে বলবে আমারে পানি মারছে।"
বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো।
১১। এই সরকারের আমলেই 'মুক্তিযুদ্ধ' শব্দটাকে চরমভাবে পদদলিত করা হলো। আর কত?
ধিক্
১২। মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে করা 'মুক্তিযুদ্ধ মঞ্চ'- স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে রাজাকার।
(নুরুদের) রাজনৈতিক অধিকার হরণকারীরা রাজাকার।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:১৩
মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: গণতন্ত্র হত্যা করে স্বৈরশাসনের বিজয় কেতন উড়িয়েছি। তবুও যদি গণতন্ত্র গণতন্ত্র করে রাজপথে চিল্লা পাল্লা করো,তাহলে তোমাদের রক্ত দিয়ে উল্লাস করা আমাদের পবিত্র দায়িত্ব...।। জয় ছাত্রলীগ, জয় মুক্তিযুদ্ধ মঞ্চ ...।।
মুক্তিযুদ্ধের নামকরণে সংগঠন বানিয়ে স্বাধীন বাংলাদেশের বুকে যখন এক দল নেকড়ে রক্তের হোলি খেলায় মেতে ওঠে, তখন বেঁচে থাকা মহান মুক্তিযোদ্ধাদের কেমন অনুভব হয় ...
তা খুব জানতে ইচ্ছে করে ......।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৮
ইসিয়াক বলেছেন: পড়লাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এইতো গেল সাধারন মানুষের ভাবনা, নূরকে নিয়ে আপনার ভাবনাটা কি?
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: সাধারন মানুষের ভাবনাই আমার ভাবনা।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সাধারণ মানুষ এও বলছে: নুর একটা কুলাঙ্গার!
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: কুলাঙ্গার কেন?
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
একটা ভিন্ন দেশে সংখ্যালঘু, ত্রুটিপূর্ণ নাগরিকত্ব আইন কারণে সেই দেশের শুশিল সমাজ ছাত্র সমাজ সংখ্যালঘুদের পক্ষে সোচ্চার হয়েছে।
নুরুদের উচিত বহিরাগত শিবিরদের নিয়ে রাস্তায় গ্যাঞ্জাম না করে নিজ দেশের সংখ্যালঘুদের পক্ষে দাড়ানো।
কিছুদিন আগে ভোলায় শত শত সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া কালে নুরুদের কিছু করতে দেখা যায় নি।
উল্টো মৌলবাদী প্রচার আর উষ্কানি দিতে দেখা গেছে।
এই হারামিদের আরো কঠিন পিটুনি দেয়া উচিত।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আপনি যা বললেন তা চিন্তার বিষয়।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
শার্লক_ বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা নিন। একদল মারবে, একদল এসে মলম দিবে আর একদল এসে বলবে, না কাজটা ভালো হয়নি, বিচার হবেই, কোন ছাড় দেয়া হবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: বিচার হয় শুধু ক্ষমতাহীনদের।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভিপি নুর না ঘরকা, না ঘাটকা। এমন দোনোমোনো স্বভাবের মানুষ শেষ পর্যন্ত শুধু মারই খায়। কিছু করতে পারে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: এই মাইর ওর জন্য আর্শীবাদ হয়ে দেখা দিবে।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৬
মলাসইলমুইনা বলেছেন: রাজীব নুর,
ব্লগ ডে, বড়দিনের পবিত্রতাও দেখি রাখতে চাইছে নাা এরা ! ব্লগ ডে, বড়দিন আসার এক দুইদিন আগে এসব কি হাঙ্গামা লাগানোর পায়তারা !
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: সব ঠিকঠাক। এখন আর ব্লগ ডে কেউ আটকাতে পারবে না।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা শুধু নিন্দা আর প্রতিবাদ জানানোর
মাঝেই হাবু ডুবু খাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ভিপির নাম আপনার নাম একই।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
কামরুননাহার কলি বলেছেন: এদের পতন তো একদিন হবেই্। ইতিহাস ঘাটলেই দেখা যায় স্বৈরাচারীদের কোন পথ থাকে না। একদিন না একদিন পদতলে পিষে যায়ই।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: পতন দেরীতে হয় তার আগেই তারা সব শেষ করে দেয়।
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মাইর খাওয়ার লোক মাইর খেয়েছেন, আর মাইর দেওয়ার লোক মাইর দিয়েছেন - উভয়ে ভালো কাজ করেছেন। সবাই “বড় ভালো লোক ছিলেন”।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: কিন্তু এরকমটা হবার কথা ছিল না।
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
রাশিয়া বলেছেন: আপনি তো গুবলেট করে ফেলেছেন সবকিছু। দৈনিক সংগ্রামে হামলা করা মুক্তিযুদ্ধ মঞ্চ আর ভিপি নূরের উপর হামলা করা মুক্তিযুদ্ধ মঞ্চ এক নয়। ভিপি নূরের উপর হামলা করা মঞ্চ প্রকাশ্যে স্বীকার করছে - আমরাই মেরেছি, পারলে কি বাল করবি কর। আর সংগ্রামে হামলা করা কাউকে এখন পুলিশ খুঁজে পাচ্ছেনা - এরা চোর।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। গুবলেট মুক্ত করার জন্য।
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
পদ্মপুকুর বলেছেন: সায়েন্স বলে, যে যত উপর থেকে পড়বে, তার ক্ষতি তত বেশি হবে....
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: বিজ্ঞান দিয়ে রাজনীতি চলে না রে ভাই।
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা দুর্ভাগ্যের। মানুষের শুভবুদ্ধির উদয় হোক।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা হলো সব জাগায় দুষ্টলোক দিয়ে ভরে গেছে।
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
একাল-সেকাল বলেছেন: রসুন টা ঊপড়ে না ফেললে চারা গজিয়ে-ই যাবে।
রসুন টা ঊপড়ে না ফেললে চারা গজিয়ে-ই যাবে।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: হুম।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
জাহিদ হাসান বলেছেন: ভারতের সম্রাজ্যবাদী সরকারের টাকায় ও মদতে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ মঞ্চকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করছি।
তাছাড়া নুরুল হক নুর ও তার সহযোগীদের হত্যাচেষ্টা যারা করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক।
এই পর্যন্ত ছাত্রলীগের সনজিত ও সাদ্দামের নাম প্রকাশ্যে এসেছে। এদের নেতৃত্বেই নাকি হামলা। আর হামলা ঘটিয়েছে তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন। দেখুন শেখ হাসিনা কি করেন।
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
হাসান রাজু বলেছেন: মনে পড়ে সিলেটের ছক্কা সাইফুরের কথা। পাগলা টাইপের খুব ভালো মানুষ ছিল। তার গায়ে হাত তোলার পর পুরো সিলেটবাসী তার পাশে এসে দাঁড়িয়েছিল। এমন আলোড়ন মনে হয় না কেউ এর আগে দেখেছে। একবার শুধু গর্জে উঠলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধাদের নিয়ে এইসব ইবলিশিপনা করা লাগবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: এখন মানুষ ঘরে বসে মজা দেখে।
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
নুরকে পিটানো সঠিক হয়েছে; নুরকে ও ওর শিবির বাহিনীকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকতে দেয়া ঠিক হবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য নিয়ে আমি ভাবছি।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
জাহিদ হাসান বলেছেন: চাঁদগাজী বলেছেন: নুরকে পিটানো সঠিক হয়েছে; নুরকে ও ওর শিবির বাহিনীকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকতে দেয়া ঠিক হবে না।
আপনারে আমরা সবাই মিলে একদিন পিটাবো। এই বুড়া বয়সে এত কিল সহ্য করতে পারবেন তো?
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: এইভাবে বলা ঠিক না।
মানী লোককে সম্মান দিয়ে কথা বলতে হয়।
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
মেটালক্সাইড বলেছেন: বরাবরের মত নাটের গুরুরা পেছনে অদৃশ্যি থাকল।।
সম্প্রতি নূরের অনেক কথা প্রথারিরোধী সুবিধাভোগীদের সরাসরি আঘাত করেছে।।
বিশেষ করে, অদৃশ্য ফেরাউনদের মাথাব্যথা শুরু হয়ে যায়।।
এই মাইর হল----প্রশ্নবিদ্ধ করা না যায় এমন একটা ব্যানার দিয়ে সংকেত দেয়া হয়েছে।।
পরবর্তী পদক্ষেপ----পরপারের টিকেট ধরিয়ে দেওয়া।।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: ওকে।
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
খোলা মনের কথা বলেছেন: চাঁদগাজী বলেছেন:
নুরকে পিটানো সঠিক হয়েছে; নুরকে ও ওর শিবির বাহিনীকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকতে দেয়া ঠিক হবে না।[/sb
মাঝে মাঝেই চাঁদ দাদুর মুখোশ উম্মোচন করে ফেলেন। দেশের বারোটা বেজে চৌদ্দটার কাছাকাছি গেলেও তিনি বিশ্বাস করেন আওয়ামীলীগ, মুজিব আর হাসু আপা ছাড়া দেশের ভাল কেউ করতে পারেন না, দেশের ভাল কথা কেউ বলতে পারেনা। মাঝে মাঝে হাসুদের বিপরীতে লিখে এমন ভাব ধরে থাকে যেন তিনি নিরেপেক্ষ। এসব ভাব এখন সবাই কমবেশি বুঝে। লেখার মাধ্যমে বুঝান তিনিই দেশের আইনস্টান তিনিই নিউটন....
২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: আপনি বাচ্চা মানুষ।
এখনও দিন দুনিয়া কিছুই বুঝেন না।
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
খোলা মনের কথা বলেছেন: লেখক বলেছেন: আপনি বাচ্চা মানুষ।
এখনও দিন দুনিয়া কিছুই বুঝেন না।
হাহাহাহা.....
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা স্বাস্থের জন্য ভালো।
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
অক্পটে বলেছেন: নূরকে মেরে ফেললে বোধ হয় চাঁদগপীর হাড় জুড়োবে। সন্ত্রাসীর হাতকে আরো মজবুদ করতেই চাঁদগপীরা আছেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন।
২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
সোহানাজোহা বলেছেন:
@মলাসইলমুইনা আপনি ব্লগে ইসলাম ধর্মের প্রচারকাজ করছেন আবার বড়দিনও মানছেন। আপনার তো ধর্মভ্রষ্ট হয়ে গেছে - মহল্লার হুজুরকে জিগ্যসা করুন। আর মুফতি আলেমের কাছে গেলে আপনি কি করছেন তা পুরোপুরি জানতে পারবেন।
নুরুকে অন্যায় ভাবে মেরে সঠিক কাজ করেছে ছাত্র্যলীগ। ধন্যবাদ ছাত্রলীগ।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: আমরা রাজনীতি করি না।
আমরা ব্লগার। আমাদের শান্ত থাকতে হবে।
২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ভিপির নাম আপনার নাম একই।
আপনিও কিন্তু বাদ যাবেন সা !!
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: বিশ্ববিদ্যালয় বাঙ্গালীদের জন্য, শিবিরের জন্য নয়। এদের বড় ভাইয়েরা ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল। ত্রিশ লাখ প্রাণ হারিয়েছেন। নুর ছদ্মবেশে ঢাকা ইউনিভার্সিটিতে রগকাটা জল্লাদদের নেতৃত্ব দিচ্ছে।
শিবিরেরা বই পড়ে, রগকাটে, সামনে কোনদিন ১৯৭১ সালের মত হত্যাকান্ড চালাবে। এরা ঢাকা ইউনিভার্সিটির কন্ট্রোল হাতে নেয়ার চেষ্টা করছে। ১৯৭১ সাল অবধি যাদের নাম, 'ইসলামী ছাত্র সংঘ' ছিল, তারা জেনারেল জিয়ার যুগে এসে 'ছাত্র শিবির' হয়েছে।
নুরুদের উচিত বহিরাগত শিবিরদের নিয়ে রাস্তায় গ্যাঞ্জাম না করে নিজ দেশের সংখ্যালঘুদের পক্ষে দাড়ানো। ভিপি নুর না ঘরকা, না ঘাটকা। এমন দোনোমোনো স্বভাবের মানুষ শেষ পর্যন্ত শুধু মারই খায়। মাইর খাওয়ার লোক মাইর খেয়েছেন, আর মাইর দেওয়ার লোক মাইর দিয়েছেন - উভয়ে ভালো কাজ করেছেন।
আমার মনে হয় নুরু আরো মাইর খাবে।বিশ্ববিদ্যালয় বাঙ্গালীদের জন্য, শিবিরের জন্য নয়। এদের বড় ভাইয়েরা ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল। ত্রিশ লাখ প্রাণ হারিয়েছেন। নুর ছদ্মবেশে ঢাকা ইউনিভার্সিটিতে রগকাটা জল্লাদদের নেতৃত্ব দিচ্ছে।
শিবিরেরা বই পড়ে, রগকাটে, সামনে কোনদিন ১৯৭১ সালের মত হত্যাকান্ড চালাবে। এরা ঢাকা ইউনিভার্সিটির কন্ট্রোল হাতে নেয়ার চেষ্টা করছে। ১৯৭১ সাল অবধি যাদের নাম, 'ইসলামী ছাত্র সংঘ' ছিল, তারা জেনারেল জিয়ার যুগে এসে 'ছাত্র শিবির' হয়েছে।
নুরুদের উচিত বহিরাগত শিবিরদের নিয়ে রাস্তায় গ্যাঞ্জাম না করে নিজ দেশের সংখ্যালঘুদের পক্ষে দাড়ানো। ভিপি নুর না ঘরকা, না ঘাটকা। এমন দোনোমোনো স্বভাবের মানুষ শেষ পর্যন্ত শুধু মারই খায়। মাইর খাওয়ার লোক মাইর খেয়েছেন, আর মাইর দেওয়ার লোক মাইর দিয়েছেন - উভয়ে ভালো কাজ করেছেন।
আমার মনে হয় নুরু আরো মাইর খাবে।
২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছি লজ্জা। ধিক্কার জানাই ।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: হুম।
২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৮
শের শায়রী বলেছেন: ভাই রাজনীতি খুব একটা বুজি না, তাই মন্তব্যও করিনা। সবার সব যোগ্যতা থাকে না। তবে লেখা আর মন্তব্য দেখে একটা ধারনা নেবার চেষ্টা করি এই যা।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
সোহানাজোহা বলেছেন:
নুরু একজন বিষধর সাপ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, নুরুকে যারা মেরেছে তারা অন্যায়ভাবে ভালো কাজ করেছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৪
সোহানাজোহা বলেছেন:
শের শায়রী বলেছেন: ভাই রাজনীতি খুব একটা বুজি না, তাই মন্তব্যও করিনা। সবার সব যোগ্যতা থাকে না। তবে লেখা আর মন্তব্য দেখে একটা ধারনা নেবার চেষ্টা করি এই যা।
@শের শায়রী, আপনি রাজনীতি বুঝলে বিপদ হয়ে যাবে ব্লগে। বিজ্ঞান+ধর্ম+রাজনীতি মিকচার করে যা পোষ্ট দেবেন তাতে পরিস্থিতি সামলানোর মতো ধৈর্য্য আপনার থাকবে না।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
কেউ বহিরাগত শিবির ক্যাডার এনে ঢাবিতে গন্ডোগল, মারামারি, ষড়যন্ত্র করতে পারলে মুক্তিযুদ্ধ পক্ষের বাধা দেয়ার অধিকার থাকবে না কেন?
দেশটা এখন কাহাদের শুনি?
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
জাহিদ হাসান বলেছেন: আমি তো মজা করে বলেছি।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আমি বুঝতে পারিনি।
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
সোহানাজোহা বলেছেন: @জাহিদ হাসান জীবনে কাউকে মেরেছেন? সাহস আছে?
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আমি মারিনি।
৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রধানমন্ত্রী নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে বলেছেন এবং ইতিমধ্যে দু'জনকে গ্রেপ্তার করাও হয়েছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীর বলতে হবে কেন?
প্রধানমন্ত্রী না বললে গ্রেফতার করা হবে না?
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০
হাবিব ইমরান বলেছেন: ছিঃ কি জঘন্য। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের থেকে এমনটা আশা করিনা। এমনতো না যে নুরু ভোট চুরি কইরা ভিপি হইছিলো, তাই অনৈতিক কাজের অপরাধে এমন মারপিট।
মরহুম এরশাদ সাহেবের কথা মনে পড়ছে খুব। তিনি সাহস করে ছাত্ররাজনীতি বন্ধ করে দিয়েছিলেন। আজ ছাত্র রাজনীতি বন্ধ থাকলে এমন সন্ত্রাস তৈরি হইতো না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে, আর সেখানে রাজনীতির মাধ্যমে বড় বড় সন্ত্রাস তৈরি হয়। লজ্জা।