নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি কি বুদ্ধিমান?

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮



১. আপনি বিস্কুট কিনতে গেলেন। দোকানি বললেন দাম ২০% বেড়ে ১২০ টাকা হয়েছে। আপনি বললেন না, না, ২০% কমাতে হবে। দোকানি ১২০ টাকার ওপর ২০% কমিয়ে দাম নিলেন। বলুন তো এতে কার লাভ হলো?

২। ডাক্তার তোমাকে তিনটা ট্যাবলেট দিয়ে বললেন, ‘আধঘন্টা পর পর খেয়ো।’ তিনটা ওষুধ শেষ করতে কত সময় লাগবে?

৩। চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায়। কেন?

৪। একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?

৫। আপনি এক তুমুল ঝড়ের রাতে গাড়িয়ে চালিয়ে যাচ্ছেন,যখন আপনি একটি বাসস্টপ পার হবেন তখনই আপনি দেখলেন তিনজন মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন।

একজন বৃদ্ধা যাঁকে দেখে মনে হচ্ছে তিনি মৃত্যুপথযাত্রী।
একজন পুরনো বন্ধু যিনি একবার আপনার জীবন বাঁচিয়েছিলেন।
একজন উপযুক্ত জীবনসঙ্গী যার স্বপ্ন ই আপনি দেখেন।
আপনার গাড়িতে শুধুমাত্র একজন যাত্রী উঠার ব্যবস্হা আছে।এখন আপনি কাকে বেছে নেবেন?

৬। বাংলাদেশের এমন একটি জিনিস যা নাই অথচ তার দাম বাড়ানো হচ্ছে মাঝে মাঝেই। বলুন তো, জিনিস টা কি? যদিও জিনিসটা নাই কিন্তু জিনিসটার নাম তো আছে। তাই নামটাই বলতে হবে। পারলে পুরস্কার এবং পুরস্কারটাও ঐ জিনিসটার মতোই পাবেন।আর না পারলে পুরস্কারটাও ঐ জিনিসটার মতোই- নাই।

৭। পৃথিবীর কোন স্থান? যেখানে সূর্যের আলো শুধু একবারই পড়েছিলো কিন্তু আর কোনদিন পড়বে নাই?

৮। টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?

৯। কচ্ছপ কেন এত ধীরগতির?

১০। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকে কখন?

মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কোনোটারই উত্তর জািন না :(

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: আপনি চেষ্টাই করেন নি।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুদ্ধি মাপার লেভেল কি ?
সেটা কি বুদ্ধিমান ?

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


১ নং: ক্রেটার লাভ, ৪ টাকা

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


২ নং: ১ ঘন্টা।
যাক, আমার অন্য কাজ আছে, বাকীগুলো দেখার সময় নেই

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: না না ব্যস্ততার দোহাই দিলে হবে না। চেষ্টা করতে হবে।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




৩। চীনে জনসংখ্যা বেশী।

ব্লগার রাজীব নুর ভাইয়ের লেখার অভাব হবে এটি কল্পনা করা যায়? সবগুলো প্রশ্ন ফেসবুকে শেয়ার হয়ে এখন পুরাতন রদ্দি!

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: লেখার অভাব না।
আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে।
ছোট- ভাই বড় ভাইয়ের ল্যাপটপ চালাই। বন্ধুর বাসায় গিয়ে চালাই। মোবাইলে চালাতে বেশ সমস্যা হয়। পারিও না।
আর এগুলো আমি ফেসবুক থেকে নিই নি।
বিভিন্ন পত্র পত্রিকা থেকে সংগ্রহ করেছি।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৪

এম ডি মুসা বলেছেন: ১। বিক্রেতা তার লাভ কারন, পূর্ব টাকার কেনা ছিল নইতো দিতনা কারণ ব্যবসায়ী কখনো ক্ষতি দিয়ে মাল বিক্রি করবেনা

লাভ% ১২০ টাকার
বেড়ে দিয়েছে সেটা ছাড়া ও তার ২০% কম দিলে বিক্রিতার ক্ষতি হবে।
৪। মহাশূন্যে দিকে।
৯। বুকের উপর ভর দিয়ে চলে , সরীসৃপ বলে।
৭। লোহিত সাগরের একটি স্থান ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭

এম ডি মুসা বলেছেন: ২। প্রথম টা ০ মিনিটে খাবে, পরবর্তী ৩০✝৩০
মোট এক ঘন্টা পেরিয়ে যাবে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০০

এম ডি মুসা বলেছেন: ৮। আপনার টাকার উপর দ্বি গুন শ্রম নিয়োগ করেন।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪

এম ডি মুসা বলেছেন: ১০। স্বামী স্ত্রী এর নিজস্ব ব্যাপার।
আনুমানিক ভুল না বুঝলে ।।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: রাইট।

১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: সকালে এসে উত্তর দিব ইনশাআল্লাহ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: অপেক্ষায় থাকলাম।

১১| ২৮ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪২

রিফাত হোসেন বলেছেন: শিরোনাম এর উত্তর- আমি কতটুকু বোকা সেটা বোঝার জন্য।
কেমন আছেন? আমি আপনার ব্লগের একজন পাঠক। আমি আপনার ব্লগিং শুরুর সময় থেকেই পড়ে যাচ্ছি। প্রাথমিক দিকে আপনি ব্লগারদের মন্তব্যের উত্তর দিতেন না। তাই আমিও আপনার প্রবন্ধে আলোচনা করা থেকে বিরত থেকেছি। "+" ভরসা ছিল। আপনার ব্লগিং এর উন্নতি হয়েছে। তাই আমিও আপনার ব্লগে মূল ধারায় ফেরত এসেছি।
মুখবন্ধ শেষ।

১. ক্রেতার লাভ হবে। দাম যেহেতু জিজ্ঞাসা করেন নাই, তাই বললাম না।
২. ১ ঘন্টা। যেহেতু বিস্তারিত চান নাই, তাই কথা বাড়ালাম না।
৩. প্রচুর কাজ করে, কর্ম ব্যবস্থা তৃতীয় বিশ্ব এর মত, সংখ্যায়ও বেশি। (অন্ধকারে ঢিল ছুড়েছি)
৪. অভিকর্ষ বলের প্রভাব দিয়ে সম্ভব। (নিউটন মামু)
৫. মৃত্যু পথ যাত্রীকে। কেন? যেহেতু বলেন নাই, তাই প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে।
৬. দাম
৭. Grave gutter. এর উত্তর আমাকে ভুগিয়েছে।
৮. সুদের ব্যবসা
৯. প্রকৃতি চেয়েছে তাই।
১০. যখন দূরে থাকে। ব্যাখ্যা চাইলে জানানো যাবে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: তখন চাকরী করতাম। সময়ের অভাব ছিলো। তাই উত্তর দেওয়া হতো না।
যে সমস্ত উত্তর দেই নি, আজ এখন মাঝে মাঝে দেই।

আপনি অবশ্যই বুদ্ধিমান মানুষ।

১২| ২৮ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪২

এম এ কাশেম বলেছেন: ৫ নং - বন্ধুকে চাবি দিয়ে বলবো বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দিতে আর আমি স্বপ্নের নারীর সাথে প্রেম করতে করতে বাসের জন্য অপেক্ষা করবো।

৭ নং লোহিত সাগরে যেখানে হজরত মুসা (আঃ) এর লাঠির আঘাতে পানি দু'ভাগ হয়েছিলো।

১০ নং - স্বামী স্ত্রীর সম্পর্ক যখন খারাপ থাকে না।

বাকি গুলি অন্যরা দিয়েছে বলে দিলাম না।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

নজসু বলেছেন:




চেষ্টা করলে জবাব দিতে পারবো। B-)

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: গুড।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাক মানুষকে একটু চিন্তা করার বিষয় দিয়েছে ১ নম্বরে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: তবু মানুষ চিন্তা করে না।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

নিভৃতা বলেছেন: ১• ক্রেতা
২• এক ঘন্টা
৩• চীনের জনসংখ্যা বেশি
৪• উপরের দিকে
৫• বন্ধু
৬•
৭•
৮• আয়না
৯•
১০• সম্পর্ক যতদিন আছে ততদিনই ভালো থাকে। সুখে দুঃখে আনন্দ বেদনায় যাতনায়।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার তুলনা হয় না।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! এলাম পোস্ট পড়তে উল্টে আমাদের উদ্দেশ্য প্রশ্ন রাখা! ফাঁকিবাজি পোস্ট। নিজে না করে ঘুমিয়ে আমাদের জন্য রেখে দেওয়া।হেহেহে

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: দাদা আমি এগুলোর সব উত্তর পারি।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

নিভৃতা বলেছেন: উত্তরগুলো এবার দিন। আমরা মিলিয়ে দেখি। আর যেগুলো জানা নাই সেগুলো জেনে ধন্য হই।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: উত্তর তো প্রায় সবাইই মন্তব্যে দিয়ে দিয়েছে।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

জাহিদ অনিক বলেছেন: আমি বোকা

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: কবিরা বোকা বোকা হয়।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

ভুয়া মফিজ বলেছেন: আপনি কি বুদ্ধিমান? না, আমি প্রশ্নফাস জেনারেশানের সদস্য! অত্যন্ত বোকা কিসিমের একজন মানুষ!! :(

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ।

২০| ২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০

নিভৃতা বলেছেন: অনেক প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে দিয়েছে। কোনটা সঠিক বুঝবো কী করে :)

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: যেটা আপনার মনে ধরবে সেটাই।

২১| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৪

ফয়সাল রকি বলেছেন: না, বুদ্ধিমান হতে চাই না। এতোগুলো প্রশ্নের উত্তর যারা কষ্ট করে আপনাকে জানিয়ে দিচ্ছে (ধরে নিচ্ছি আপনি উত্তর জানেন না) তারাই বুদ্ধিমান।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: ঠিক।

২২| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি বড় বোকা ভাই,কিছু পারিনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.