নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৯

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০



১। নীতিবাক্য : প্রতিটি সফল মানুষের পেছনে একজন নারী থাকে।
গূঢ় অর্থ : কারণ দুজন নারীর পাল্লায় পড়লে পুরুষ অসফল হতে বাধ্য।

নীতিবাক্য : চালাক ছেলেরা কখনো বিয়ে করে না।
গূঢ় অর্থ : কারণ শুধু চালাক হলে বউকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, হতে হবে অতি চালাক।

২। দিন যায়, রাত আসে।
গাছে ফুল-ফল ধরে। আকাশে কালো মেঘ করে বৃষ্টি পড়ে। আবার বৃষ্টির অভাবে মাটি শুকিয়ে যায়। গৃহিনীরা তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন- টিভি সিরিয়ালের জন্য। দিনের বেলা অফিস গুলোতে ব্যস্ততা, রাস্তায় জনতার কোলাহল। আবার রাতের বেলা সব নিঝুম। কেউ কেউ না ঘুমিয়ে পার করে দেয় সারারাত। অনেক দূর থেকেও কেউ কেউ প্রিয় মানূষের জন্য চোখের জল ফেলেন। খুব একা চুপ-চাপ দূরে গিয়ে বসে থাকেন। প্রতিটি দিন সব মানুষকেই কোনো না কোনো অভিনয়ে অংশ নিতে হয় -আমি ভালো আছি, এই দেখো না হাসছি! মানূষের গতিবিধি সব লক্ষ্য রাখছেন একজন দূরে বসে। তিনি দূর থেকে সব দেখেন, কখনো কখনও মিটি মিটি হাসেন। এই ভাবেই চলছে প্রতিদিনের জীবন যাত্রা।

৩। ইশ্বর নিয়ে আমি চিন্তা করি না। আমার চিন্তা মানুষদের নিয়ে।

৪। যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা- এই মুভি গুলো দেখতে পারেন।
১/ A Beautiful Mind
২/ Children of Heaven
৩/ The Blind Side
৪/ Fire Proof-
৫/ Though None Go with Me
৬/ inception
৭/ Life is Beautiful
৮/ Who Am I
৯/ Home alone
১০/ A walk to remember

৫। কিছু মানুষ উপহাস এবং সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে।
সহজ সরল সত্য হলো- যারা সমালোচনা করে ওরাই বেশি সমালোচিত হয় এবং যারা উপহাস করে ওরাই উপহাসিত হয়।

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার উপরের কোন ক্রমিক নম্বরের বিষয়গুলো
টুকরো টুকরো সাদা মিথ্যা- "?

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: শুধু প্রশ্ন আর প্রশ্ন।

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন কি সত্য না মিথ্যা বলুন ?

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: সত্য মিথ্যা মিলিয়েই।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭

অনন্য দায়িত্বশীল বলেছেন: ভবঘুরের মতো ব্লগ নিয়েই থাকেন, তাই না ব্রাদার?

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: না। সব কিছু নিয়েই আছি।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ফালতু একটি পোস্ট।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

এইচ তালুকদার বলেছেন: প্রিয়জনদের আসলে ধরে রাখতে হয় নইলে পরে চোখের পানি ফেলেও লাভ হয় না।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: যে যাওয়ার সে তো যাবেই।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ০৪ টি সিনেমা দেখেছি, বাকীগুলো দেখবো।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখবন।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মাথায় পোস্টের বন্যা

দিনরাত ঢেউ উঠে তার ব্লগের পাতায় পাতায়

ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ্দোয়া করবেন ব্বোন।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

আকতার আর হোসাইন বলেছেন: মুভিগুলো দেখতে হবে। লেখাটা খুব সুন্দর হয়েছে। ঈশ্বর নিয়ে চিন্তা করতে নেই। ঈশ্বরের বিধি বিধান মেনে চলাটাই মূখ্য। আমিও মানুষদেখতে হবে। লেখাটা খুব সুন্দর হয়েছে। ঈশ্বর নিয়ে চিন্তা করতে নেই। ঈশ্বরের বিধি বিধান মেনে চলাটাই মূখ্য। আমিও মানুষ নিয়ে চিন্তা করি। নিয়ে চিন্তা করি।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন: মুভিগুলো দেখবো।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: দেখব দেখব বললে হবে না। দেখতেই হবে।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন: সময় পাই না বন্ধু্ । এক সময় আমি মুভি দেখার পোকা ছিলাম।আর এখন গত ছয় মাসে একটাও মুভি/ নাটক কিছুই দেখতে পারিনি।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: ব্যস্ত থাকা ভালো।
দেখেন না আমি আজাইরা ঘুড়ে বেড়াই।

১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

ইসিয়াক বলেছেন: চলেন বন্ধু ,দুজন মিলে একটা বই বের করি। আপনার গল্প আর আমার কবিতা নিয়ে।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা-------
না, থাক দরকার নাই।

১২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: শুধু প্রশ্ন আর প্রশ্ন।

বুড়াদের স্বভাব গুড়াদের মতো
শুধুই প্রশ্ন করে !!

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫। কিছু মানুষ উপহাস এবং সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে।
সহজ সরল সত্য হলো- যারা সমালোচনা করে ওরাই বেশি সমালোচিত হয় এবং যারা উপহাস করে ওরাই উপহাসিত হয়।

আপনার বসকে এটা বুঝাবে কে !!!

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: উনি সজ্জন ব্যাক্তি। সাহসী, পরিশ্রমী এবং বুদ্ধিমান।
উনাকে কিছু বুঝানোর দরকার নাই।
উনি নিজ থেকেই ভালো বুঝেন।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

শের শায়রী বলেছেন: প্রশ্ন জাগল " প্রতিটা সফল নারীর পেছনে তাইলে কে থাকে?"

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: দিছেন প্যাচ লাগিয়ে!!!!!!!!!!!!

১৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২১

নিভৃতা বলেছেন: এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ধরে নেবো?

সিনেমা আজকাল দেখা হয় না। তবে হোম অ্যালোন দেখি ছেলেদের সাথে। ভীষণ মজা পাই।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আপনি আপনার মনের মতোণ ধরে নিন।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: এখন শরীর কেমন?

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ভালো।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

নিভৃতা বলেছেন: আমি জানতাম এই উত্তরটাই আপনি দিবেন। :)

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

মিরোরডডল বলেছেন: পুরুষের জীবনে দুজন নারী থাকেন ।
সফলতার পেছনেও দুজনেরই ভূমিকা থাকে ।
একজন মা যিনি তাকে স্নেহ মায়া মমতা দিয়ে একজন মানুষ করে গড়ে তোলেন ।
আর একজন নারী তাঁর সুখে দুঃখে বন্ধুর মতন পাশে থেকে তাঁর জীবন চলার পথটাকে অনেক সহজ করে তোলে ।
এই দুজন নারী ছাড়া একজন পুরুষ খুবই অসহায় ।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
আমার এক বন্ধু। মিজাব নাম।
জন্মের সময় তার মা মারা গেছেন। তিনি এখনও বিয়ে ক্রএন নি। অর্থ্যাত তার জীবনে কোনো নারী নেই। নারী ছাড়াই তিনি জীবনে সাফল্য পেয়েছেন।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন যায়, আপনার পোস্ট আসে...

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।

২০| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: থালের ফল খেলে দেহ মন সুস্থ থাকবে। দাম বেশি।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: দাম হলেও খেতে মজা।

২১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দৈনিক দুবেলা খাওয়া যায় না। আমি অন্তত পারব না। বেশি দাম।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: কেউ কেউ মাসেও খেতে পারে না। কেউ কেউ বছরে। আবার কারো ঘর ভর্তি ফল।

২২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

মিরোরডডল বলেছেন: নারী ছাড়া একজন পুরুষ সফল হতে পারবেনা এটা কিন্তু আমি বলিনি । একজন পুরুষের জীবনে দুজন নারীর ভুমিকার কথা বলেছি । জীবনের সফলতার পেছনে দুজন নারীর অবদানই থাকে একজনের নয় । Based on your statement.
আর বলেছি এই দুজন ছাড়া একজন পুরুষ অসহায় ।
Your friend can be a successful man but that doesn’t mean he has any conflict with women in his life. Please check with your friend how badly he missed his mother and I’m pretty sure he will marry soon. Why? Because he needs companionship a friend a partner to make his life happier easier and fun. And that partner will be obviously a woman.

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: ভেরি ক্লিয়ার।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

কালো যাদুকর বলেছেন: আপনি একজন নাছোড়বান্দা ব্লগার। জোকগুলো মজা লেগেছে। কয়েকটা ছবি খুবই ভাল।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া জনাব।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

আসোয়াদ লোদি বলেছেন: অধিক বিবাহ ও নারী সঙ্গ লাভের পরও সফল হয়েছেন এরকম মহাপুরুষ আছে। নাম বলছি না।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ওকে।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

রুমী ইয়াসমীন বলেছেন: ২ আর ৫ নম্বর ভালো লেগেছে খুব।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফলগুলো খেয়ে ফেলতে মন চাচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.