নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একটি ইট দিয়ে ইমারত তৈরি হয় না।কিন্তু একটা ইট গেঁথে ইমারত নির্মানের শুভ উদ্বোধন হয়।একটি মেয়েকে ভালোবাসলে,সেই ভালোবাসা থেকে সমস্ত দেশের মানুষকে ভালোবাসা যায়।
২। স্ত্রীর পিড়াপিড়িতে নাসিরুদ্দিন একটা গরু কিনল। কিন্তু গরু ও গাধার জন্য গোয়াল ঘরে পর্যাপ্ত যায়গা না থাকায়, একটা ঘুমালে আরেকটাকে দাড়িয়ে থাকতে হতো।
প্রিয় গাধার এই দুরবস্থা দেখে হোজ্জা একদিন খোদার কাছে প্রার্থনা করছে, "হে আল্লাহ, দয়া করে গরুটাকে মেরে ফেল যাতে আমার গাধাটা একটু আরাম করে ঘুমাইতে পারে"।
পরদিন সকালে সে গোয়াল ঘরে গিয়ে দেখে যে গাধাটা মরে পরে আছে।
প্রানপ্রিয় গাধার মৃত্যুতে হতাশ হয়ে হোজ্জা বিরস বদনে আকাশের দিকে তাকায়ে বলল, "কোন অভিযোগ করবনা, খোদা, কিন্তু তুমি এতদিন ধরে সারা দুনিয়ার মালিক হয়েও, কোনটা গরু কোনটা গাধা এইটা চিনলানা !"
৩। এক হতভাগার জীবনের ঘটনা-দূর্ঘটনার কাহিনী। জা ভালজা চরিত্রটি এক অমর সৃষ্টি লেখকের। এক টুকরো রুটির জন্য তাকে খাটতে হয়েছে ২০ বছরের জেল। বারবার জেল আর পালানোর মধ্যে কেটেছিল তার জীবন।
বলুন আমি কোন উপন্যাসের কথা বলছি এবং লেখক কে?
৪। একজন সৎ ও সাহসী লোকের যে গুনগুলো থাকে আজকালকার বদমাইশরাও সেইসব গুন অর্জন করে রাখে।
৫। ১ হাজার ২৭৭টি দৈনিক পত্রিকার কি প্রয়োজনীয়তা বাংলাদেশে? কে পড়ে এত পত্রিকা? এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কি পরিকল্পনা? কি পরিকল্পনা আমাদের সাংবাদিক নেতাদের? খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।
৬।
৭। অন্যরা যখন আপনার বিষয়ে বিকৃত তথ্য পরিবেশন করবে তখন আপনি নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং বিকৃত তথ্য পরিবেশনকারী নিজের অজান্তেই নিজের চরিত্র হনন করছেন। তাদের জন্য অসংখ্য করুণা সঞ্চয় করে রাখুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: ভাই আসেন। বুকে আসেন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
ইমরান আল হাদী বলেছেন: ৩. বিখ্যাত উপন্যাস লা মিজারেবল
লেখক ভিক্টর হুগো।
কিন্ত আপনার এ প্রশ্নের মানে কি?
আপনি এই ক্লাসিক বইটি পড়ছেন বলে
কি সবাইকে একটু জানান দিলেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: জ্বী। জ্বী।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯
নিভৃতা বলেছেন: আমাকে যখন কেউ ব্লক করে তখন আমার খুব ভালো লাগে। নিজেকে তখন খুব গুরুত্বপূর্ণ মানুষ মনে হয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: কে ব্লক করেছে?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০
নিভৃতা বলেছেন: এখানে কেউ করেনি এখনও।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪
সাইন বোর্ড বলেছেন: ছোট ছোট অনেকগুলো ভাবনার সমন্বয় না থাকলে মন্তব্যে আলাদা করে বলা সম্ভব হয় না, তাই অবশেষে বলতে হয়, ভাল লেগেছে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩০
নেওয়াজ আলি বলেছেন: বাস্তবতার দারুণ প্রকাশ
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: ফধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩
অতি মানব বলেছেন: প্রতেয়কটা পয়েন্ট ই ভাল লেগেছে।যুক্তি সংগত।