নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আসলে ভালোবাসা কিছুই না।
সামান্য আবেগ আর কিছুক্ষণের মোহ। যখন কাউকে বলতে শুনি- আমি তোমাকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে ছাড়া বাঁচবো না ইত্যাদি এই টাইপ কথায়- আমার খুব হাসি পায়। এগুলো আবেগের কথা। মানুষ যখন ঘরের মধ্যে থাকে তখন এরকম বকে। বাস্তব বড় কঠিন। বাস্তবে এসে পড়লে তখন আর আবেগ থাকে না।
২। আমি যে পৃথিবী আছি- কেউ জানে না।
আমার মৃত্যুর পর জানা যাবে, আমি পৃথিবীতে জন্মে ছিলাম এবং বেঁচে ছিলাম। আমি একা অন্ধকারে, কেউ শ্রোতা নেই জেনেও আপন মনে একটা গান গেয়েছিলাম। আমি জানি, সব দৃশ্যই অদৃশ্য জগতের উল্টা পিঠ। মাঝে মাঝে বালিশ ছাড়া বিছা্নায় শুই। চুপ করে দাঁড়িয়ে জোছনা দেখি একা।
৩। বিয়ের পর যদি আপনার স্বামীর প্রতি প্রেম ভালোবাসা কমে যায়- তাহলে 'The Vow' মুভিটি দেখুন। চরম রোমান্টিক একটি মুভি। ইদানিং দেখা যায় আমাদের সমাজে বিয়ের পর ভালোবাসা উঠেই গেছে। এই মুভিটি স্বামী-স্ত্রীদের নতুন করে ভালোবাসাতে শেখায়। বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে তাহলে বেঁচে থাকা অর্থহীন।
ছবির কাহিনী অনেকটা এই রকমঃ ভালোবাসার মানুষটির জন্য মানুষ কি না কি করে মুভিটিতে তাই দেখতে পারবেন। মুভিতে লিও এবং পেইজ হচ্ছে দম্পতি যারা সবেমাত্র বিয়ে করেছে। একটি গাড়ি দুর্ঘটনায় পেইজ এবং লিও মারাত্মকভাবে আহত হয়। লিও সম্পূর্ণ সুস্থ হলেও পেইজ তার স্মৃতিশক্তি হারায়। সে লিওকে চিনতে পারে না। লিও পেইজকে তার বাসায় আনতে চাইল, কিন্তু বাধ সাধল তার বাবা মা। যেহেতু লিও পেইজের কাছে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। তাই সে চেষ্টা করতে থাকে পেইজের স্মৃতি ফিরিয়ে আনার।
ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। মুভিটি দেখার পর এক আকাশ আনন্দে আপনার মন ভরে উঠবে। নিজের অজান্তেই চোখ ভিজে উঠবে। অবচেতন ভাবেই স্বামী-স্ত্রী দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা বেড়ে যাবে।
তো দেখে ফেলুন এই অসাধারন মুভিটি।
৪। মৃত্যুপথযাত্রী বৃদ্ধ চমকে উঠল।
‘- একি? তুই ধনিয়া?
- হাঁ চাচা। আমার জাত নেই, আমি নাকি রাণ্ডি!
- ছি ছি, এ কি বলছিস?
- হাঁ চাচা, আমাকে নাম লেখাতে হয়েছে। কাল থেকে বাজারে থাকতে হবে।
- আরে না, তুইতো লছমী।
- না চাচা, আমার স্বামী নেই।
- গাইগরুরও স্বামী নেই, তারা কি লছ্মী নয়?
- তা বললে চলে না, আমি তো গাই নই। আমি মানুষ।
৫। মহানবী (সাঃ) বলেছেন "যে ব্যাক্তি দিনে ৪০ জন লোককে সালাম দিবে, ঐ ব্যাক্তি ঐদিন
মারা গেলে জান্নাতে প্রবেশ করবে।
(- সহীহ বুখারী)
৬। আসছে----
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: শুভেচ্ছা লাগবে না। বার্গার আর কোক খাওয়ান।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন: জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবেনা
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া
পূর্ণ হবেনা
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবেনা
কন্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখেও এতো করেও
চেনোনিতো কভু তারে
অবহেলায় সরেও তবু
আমায় তুমি নাওগো ডেকে
সে তো কবেনা
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবেনা
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো…
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২২
নিভৃতা বলেছেন: বিয়ের আগের প্রেম ভালোবাসা হলো মোহ। এইটা এক ধরণের অসুস্থতা। আর বিয়ের পরে শত বাঁধা বিপত্তি পেরিয়ে ধীরে ধীরে যে মায়ার বন্ধনটা গড়ে ওঠে ঐটাই আসল ভালোবাসা।
লেখাটা ভালো লেগেছে। ছয় নম্বর খালি কেন? লছমি মানে কী?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: আসল কথা বলেছেন।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: শুভেচ্ছা লাগবে না। বার্গার আর কোক খাওয়ান।
কোনদিন হয়তো দেখা হবে। তখন নিশ্চয় কোক বার্গার খাওয়াবো । আর সেই সাথে জমিয়ে আড্ডাও দেবো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। বেশ ভালো লাগলো ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৮
সাইন বোর্ড বলেছেন: ভাল চিন্তার প্রতিফলন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: গরীবের চিন্তা ভাবনারও দাম নেই।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার একনম্বর (১) কাসুন্দি মানতে পারলাম না।
ভালোবাসা নাই এটা কি করে বলেন। আপনার গতকালের
ছবি দেখেতো বুঝলাম ভালোবাসায় টইটুম্বর রাজীব দম্পতি !!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: আরে মুরুব্বী সবাই তো আমার মতো না। তাহলে তো দুনিয়াতে কোনো সমস্যাই থাকতো না।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
রায়হানুল এফ রাজ বলেছেন: ৫ নং পয়েন্ট কি সহি???
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৫ নম্বটা কি সঠিক তথ্য?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২
শামছুল ইসলাম বলেছেন: অনেক ভালো ভালো কথা বলেছেন ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: ভালো কথার দাম নাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫২
ইসিয়াক বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো বন্ধু।