নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পরকীয়া! পরকীয়া বড় অদ্ভুত এক শব্দ!
বসন্তের আকাশে প্রজাপতি উড়ে যায়
অন্ধকারে জোনাকী জ্বলে আর নিবে
যত নষ্ট পুরুষ-নারী পরকীয়ায় মজে
গভীর কলঙ্কের ভয় গায়ে নিয়ে তারা
পরকীয়ায় নিশ্চিত ধ্বংস হয় পরিবার।
পরকীয়া মানেই গভীর গোপন প্রেমলীলা
প্রেমে আনন্দ যেমন, যন্ত্রনাও মন্দ নয়
নিষিদ্ধ প্রেমে থাকে পাপ, তবে সুখ বেশ
পূণ্যে নয়, পৃথিবীর আসল মজাই পাপে
পরকীয়া মানে না ধর্ম আর সমাজের ভয়।
ভালোবাসা থেকেই তো পরকীয়া করা হয়
লোকে বলে, পৃথিবীতে পরকীয়ার ঠাই নাই
অপরাধ দিতে চাই না বন্ধু, তোমাদের আমি
প্রেম তো এমনই হয়! জানেন আমার প্রভু
পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত পরকীয়া থাকবে
যুগল বলে দিন শেষে, পরকীয়া অবশ্যই ভুল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!!
আমি তো আমার কথা বলি নাই।
জনতার কথা বলেছি। মানুষের কথা কথা বলেছি।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৯
ইসিয়াক বলেছেন: আপনি আল্লাহর নাম নেন তাহলে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: আল্লাহর নাম আমি সব সময় নিই।
সুখে দুঃখে আনন্দে সব সময়।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৩
রুমী ইয়াসমীন বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া কবিতাটা। এই পরকীয়া নিয়ে আমার দেখা জঘন্য এক সত্য কাহিনী লিখবো লিখবো করে লিখা হয়না কারণ আমি গল্প ভালো লিখতে পারিনা বলে। তবে প্রায়ই এই নিয়ে ছোটখাট পোস্ট লিখি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: গল্প আপনি ভালো লিখেন না লিখেন তা ঠিক করবো আমরা। আপনি বললে তো হবে না।
আজই একটা গল্প পোষ্ট করুন।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৪
রুমী ইয়াসমীন বলেছেন: আচ্ছা, পরকীয়া প্রেম কি এতই মধুর যে,
৪০ বছরের বুড়ি তখন হয়ে যায় ছুড়ি!
অতি ধার্মিক ব্যক্তি হুজুর থেকে হয়ে যায় মুজুর!
রাজপথের নেতা তখন হয়ে যায় গায়ের খেতা!
এ কেমন পরকীয়ার বিষাক্ত মধুরতা!
যে এর জন্য ৩/৪ সন্তানের জননী তার স্বামীকে করে হত্যা!?!
এ কেমন পরকীয়ার আবেগ!
যার জন্য বিবেকহীন পশু হয়ে
গলাটিপে মারে নিজ কোলের নিষ্পাপ শিশু!?!
এ কেমন পরকীয়া প্রেমের অশুভ শক্তি!
যার জন্য রাজপ্রাসাদ ছেড়ে হয় শেষে রাস্তার ভিখারী!?!
এ কেমন পরকীয়া প্রেমের শান্তি!
যে স্বর্গের মতন সুখের ঘরকে করে নরকের অশান্তি!?!
ধিক! ধিক! কেবল-ই ধিক্কার জানাই এমন পরকীয়ায় রত বহুগামীতামুখী নারী-পুরুষদের!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: মানুষ যখন ভুল করে বা ভুল পথে থাকে সাথে সাথে বুঝতেপারে না।
পরে বুঝতে পারে। ততক্ষনে অনেক দেরী হয়ে যায়।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
প্রেম ভালোবাসার বীজ বপন করে, পরকীয়া ভালোবাসার মৃত্যু ঘটায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: যত যা-ই বলেন, পরকীয়ায় শান্তি আছে, আনন্দ আছে।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পরকিয়া নারীদের এক সময় পুূরুষের নিচে দাড় করানো হবে,পুরুষদের লিং গলে পচে সেই নারীর মুখে পরবে আর নারীরা সেগুলো
খাবে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: ওয়াক!!!
ছিঃ।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৮
কনফুসিয়াস বলেছেন: জঘন্য বিষয়। আল্লাহ এসব থেকে আমাদের হেফাজত করুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: আল্লাহ হেফাজত করবে ভালো কথা। কিন্তু এসব বিষয়ে মানুষ জড়ায় কার ইশারায়?
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নূরের দিন দিন সাহস বাড়ছে দেখছি ? সুরভী ভাবি জানে তো আপনি কিসব নিয়ে লিখছেন ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: সুরভি জানে না।
জানলে আমার খবর আছে।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৯
নুরহোসেন নুর বলেছেন: পরকীয়া জঘন্য বিষ,
একটা সুখের সংসার ধ্বংস করার মুল হাতিয়ার!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: এভাবে না দেখলে হয়।
মানুষ যখন স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পায় না। তখন পরকীয়া করে।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১
নেওয়াজ আলি বলেছেন: ঘরের বাহিরে ক্রিয়া। নাই লাভ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: আনন্দ আছে।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই জঘন্য। কাল একটা কবিতা পড়লাম বইমেলায় বের হইছে
লেখক রুদ্রাক্ষ
জঘন্য পরকিয়া সংক্রান্ত কবিতা লিখেছে। পড়ে বমি আসে। মানুষ দেদারসে কিনছে
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: মানুষের মাথা আউলায়ে গেছে।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪১
মুক্তা নীল বলেছেন:
@চাঁদগাজী বলেছেন , প্রেম ভালোবাসার বীজ বপন করে, পরকীয়া ভালোবাসার মৃত্যু ঘটায় -- সহমত ।
রাজিব ভাই,
আজ আপনার কিছু প্রতি মন্তব্য পড়ে ভালো লাগেনি ।
মজা করেন না সিরিয়াসলি লিখেছেন বুঝলাম না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: স্যরি।
মজা করেছি।
কিন্তু আমাকে সিরিয়াস হতে হবে।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতাটা মোটামুটি হয়েছে। লেগে থাকুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
কবিতা কিন্তু এক্কেবারে পাকাপোক্ত হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: এটা আপনার মহানুভবতা।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না জনাব, কবিতার কিছু সংজ্ঞা আছে, আপনার কবিতায় তা বিদ্যমান।
বৃত্তে বৃত্তান্তের শেষের দিকে কবিতার ষোলোকলা বিশ্লেষণ করেছি। আমার পোস্টে লিংক দিয়েছিলাম দেখেছেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: ও হ্যা। দেখেছি। মনে পড়েছে।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২০
এম এ হানিফ বলেছেন: সূর্য বা চন্দ্র যেমন সত্য, যেন তেমনি এক অমোঘ সত্য লুকিয়ে আছে আপনার কবিতায়।
কবিতা পাঠে মুগ্ধ মন, প্রশান্ত হৃদয়। ভালো থাকবেন, শুভকামনা ভাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩
অজ্ঞ বালক বলেছেন: এই বিষয়ে কোন এক ইয়ে-টাইপের-লোক একবার বলছিলো, "হারাম-ই আরাম।" কবিতাটা সুন্দর হইছে। নাইস ওয়ান।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮
নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: প্রেম ভালোবাসার বীজ বপন করে, পরকীয়া ভালোবাসার মৃত্যু ঘটায়।
বহুদিন পরের উনার সাথে একটা বিষয়ে আমি একমত হতে পারলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ঈশ্বরকে।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: পরকিয়া আর পর্নের মত। পর্নোগ্রাফি যেমন মানুষ গোপনে দেখে, সবার সামনে আনতে পারেনা। পরকিয়া প্রেমিক প্রেমিকাও পর্ণ স্টারের মত। এরা আনন্দ দেয় ঠিক। কিন্তু ব্যাক্তির জীবনে এর কোন স্থান নাই। লজ্জায় সামনে আনতে পারেনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: মজা পাওয়াটাই বড় কথা তাই না?
মানুষের জীবনে আনন্দের উপকরন খুব কম।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নিষিদ্ধ কিছুর প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন | তবে সেই আকর্ষণ যখন নেশায় পরিণত হয় তখনই ঘটে বিপর্যয়, সেটা পরকীয়াই হোক বা দুর্নীতিই হোক | একজন সহব্লগার মন্তব্য করেছেন 'হারাম-ই আরাম' যেটা খুবই অপ্রিয় সত্য | আমাদের সমাজের একাংশ অবৈধ উপার্জন, অবৈধ প্রেম, অবৈধ ক্ষমতায় এমনই নিমজ্জিত যে এর নাগপাশ থেকে মুক্তির জন্য তারা কোনো ধরণেরই অনুশোচনা ভোগ করে না | বরং তাদের ই পাপাচারকে জায়েজ করার জন্য যত রকম (কূ)যুক্তির প্রয়োজন আছে (ধর্মীয়, সামাজিক বা দর্শন) তার সবকিছুরই সাহায্য গ্রহণ করে |
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: অবৈধ কোনো কিছুই আমার ভালো লাগে না। আমি সব সময় অবৈধ ব্যাপার স্যাপার থেকে দূরে থাকছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০
ইসিয়াক বলেছেন: প্রেমে আনন্দ যেমন,যন্ত্রণাও মন্দ নয়
নিষিদ্ধ প্রেমে থাকে পাপ,তবে সুখ বেশ
বন্ধু একথার মানে কি ?আপনি কি নিষিদ্ধ প্রেমের স্বাদ নিয়েছেন?বেশ গভীর উপলব্ধি