নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এ বছর আমার কোনো বই বের হয় নি।
আগের বছরও না। আগের-আগের বছরও না। তবে চার পাঁচ বছর আগে দু'টা বই বের হয়েছিলো। দু'টা বই অতি অখাদ্য। যদি এ বছর আমার কোনো বই বের হতো তাহলে অবশ্যই আমি তা ব্লগে জানাতাম। নিজের বই নিয়ে নিজেই ব্লগে লিখতাম। ফেসবুকে পোষ্ট দিতাম। টাকা থাকলে নামী দামী পত্রিকাতে বিজ্ঞাপন দিতাম।
যেহেতু আমার বই বের হয়নি। এবং অসংখ্য মানুষের বই বের হয়েছে। তাদের বই ব্যাপক প্রচারের আশায় তাদের অনুমতি না নিয়েই আমি তাদের বইয়ের প্রচারে নেমেছি। নিশ্চয়ই এটা মন্দ কাজ নয়। যদিও আমি তাদের চিনি না। জানি না। কোনোদিন কথা হয়নি। হবেও না হয়তো। তাতে কি হয়েছে? বই তো বই'ই। আমাদের বই পড়া উচিত। এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করা উচিত। নতুন বই দেখতেও ভালো লাগে। প্রচ্ছদও ভালো লাগে।
১।
'জীবনের টুকরো গল্প' লেখক- রহিমা আক্তার মৌ। প্রকাশক - আরিফ নজরুল।
প্রকাশনা - 'বাঙালি'। একুশে গ্রন্থমেলা ২০২০, স্টল নং- ৭২১
২।
৩।
বালিশটা আমার। বালিশের গায়ে যে স্বপ্ন লেগে আছে, সব তোমার।
মারুফ রেহমানের উপন্যাস --- লাবনী। স্টল: ২৩৬, বর্ষা দুপুর প্রকাশনি।
৪।
লেখক- পারভেজ আলম। বইটা পাওয়া যাবে আদর্শে। গায়ের দাম ৭০০ টাকা।
৫।
‘বিশ্বসাহিত্যের আখড়া রিপাবলিক’। পাবেন বইমেলায় ঐতিহ্য প্রকাশনা, প্যাভিলিয়ন--১৪।
৬।
বইটি বর্তমানে নতুন প্রচ্ছদে প্রকাশ করেছে বাতিঘর। যারা বইটি সংগ্রহে রাখতে চান তারা বাতিঘর থেকে কিনে নিতে পারেন।
৭।
মোস্তফা কামালের ''মানবজীবন''। (জীবন ঘনিষ্ট উপন্যাস; টানাপড়েন, ঘাত-প্রতিঘাতে ক্ষত-বিক্ষত, কঠিন সংগ্রাম আর সফলতার উপাখ্যান।) প্রকাশক : পার্ল পাবলিকেশন্স। প্যাভেলিয়ন নং ৩৪।
৮।
অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন ৩১, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা (টিএসসি গেট।)
৯।
বইমেলায় অনন্যা প্রকাশনীর বিশেষ আকর্ষণ: পাঠকনন্দিত ঔপন্যাসিক তৌহিদুর রহমানের তিনটি জনপ্রিয় উপন্যাস:
১.বসন্ত কারাগারে বারোমাস
২.বৃষ্টি ভেজা রোদ্দুর
৩.ভালোবেসে সখী নিভৃতে যতনে...
(মধ্যবিত্ত জীবনের আনন্দ-বেদনা, হাসি-কান্না আর অশ্রুভেজা সব চিরচেনা-অজানা উপাখ্যান)
১০।
১০৮ নং স্টল।
১১।
১২
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৯
রাজীব নুর বলেছেন: প্রান্ত ভাই মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৪
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫১
ইসিয়াক বলেছেন: বেশি বেশি বই কিনুন আর বেশি বেশি বই পড়ুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: বই যে কিনব টাকাত তো নাই ভাই।
টাকা থাকলে বস্তা বস্তা বই কিনতাম।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫
ইসিয়াক বলেছেন: আগামী বই মেলাতে আমি আপনাকে বই উপহার দেব। মিথ্যা নয় পাক্কা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫২
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি একজন জ্ঞানী মানুষ, অনেকদিন লেখালেখি করছেন। ব্লগেও আপনার লেখা মানুষ পড়ছে এবং সমালোচনা করছে। আপনি কেন নিজের বইকে অখাদ্য বলছেন??
আপনার বই অখাদ্য হলে, প্রকাশক কেনো নিজের টাকা খরচ করে আপনার বই ছাপবে? আপনি রবিঠাকুর নিয়ে একটি বই লিখেছেন বলে আমি জানি। শুভকামনা রইলো।
৫,৬,১১ নং বই মনোযোগ আকর্ষণ করেছে।
ধন্যবাদ।