নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৪৩

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫১



১। এই তো জীবন!
কে বলতে পারে, তোমার শরীরের কোনখানে হয়তো এই মুহুর্তে একটি ক্যানসারের ভ্রুন তৈরি হয়েছে। আজ আছো, কাল থাকবে না। ভেবে কি হবে, কষ্ট পেয়ে কি হবে! মানুষের নিয়তিও ক্যানসারের মতো। অপ্রতিরোধ্য।
ওই যে মেয়েটা যৌবন দেখিয়ে সিনেমায় কোমর দুলিয়ে নাচছে, দশটা বছর যেতে দাও, ওর দিকে কেউ ফিরেও তাকাবে না। জীবন ফুটো পাত্রে জলের মতোন। চুঁইয়ে চুঁইয়ে পড়তেই থাকবে।

২। সিড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে একেবারে ফুটপাতে পড়ে গেলাম। একজন পথচারী আমাকে টেনে তুললেন। মাথাটা ভাগ্যের জোরে বেঁচে গেছে।
কয়েকদিন ধরেই দেখছি ছোটখাটো নানা দূঘর্টনা থেকে একটুর জন্য বেঁচে যাচ্ছি। গতকাল একটা বাসের তলায় প্রায় পড়েই যাচ্ছিলাম।
আকাশের দিকে তাকাই। ঢাকার আকাশে কোনো রহস্য নেই। তবু মনে হয় কিছু আছে, অবশ্যই কিছু আছে।

৩। একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না।
পৃথিবীতে আমরা যত সহজে অন্যের দোষ বর্ণনা করি, ঠিক ততটুকু পরিমাণ প্রশংসা করতাম তাহলে পৃথিবীর চেহারাটা অন্যরকম হত।

৪। আপনি খুশি না আয়ে
না আপনি খুশি চলে,
লাই হায়াত আয়ে,কাজা লে চলি চলে।
অর্থঃ পৃথিবীতে নিজের খুশি মতো আসি নি, খুশি মতো চলেও যাবো না। জীবন হাত ধরে নিয়ে এসেছিল বলেই এসেছো। মৃত্যু হাত ধরে নিয়ে চলে যাবে, তখন চলে যাবে।

৫। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি সবসময়।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০১

জুন বলেছেন: গতকাল আপনি বাসের তলায় পরছিলেন মানে :-*
ঢাকা শহরে কি এখনো বাস চলে রাজীব নুর B:-)

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: উফ---
না মানে এটা আগের লেখা। তখন বাস চলছিলো।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

প্রেক্ষা বলেছেন: সিড়ি দিয়ে পিছলে পড়া থেকে সাবধান থাকবেন।বয়স হয়েছে তো,কোমড় ভাঙ্গলে কিন্তু আর জোড়া লাগবে না

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: না আমি অতটা বুড়ো হইনি।
এখনও হেঁটে এয়ারপোর্ট চলে যেতে পারবো।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুন আপু এটা খানসাবের টুকরো টুকরো সাদা মিথ্যা!
তিনি অবলীলায় মিথ্যা কথা বলেন। একবার বললেন
তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। একবার বললেন
৫ এপ্রিল তার জন্মদিন। কি মিথ্যুক !!!

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: পথ দুই দিকে যায়। এখন আপনি কেন দুই দিকের পথ একসাথে করতে চাচ্ছেন?
কথা যে পথে বলি সেপথে থাকেন। এক পথের কথা অন্য পথে কেন আনেন। এই জন্যই তো ক্যাচাল বাজে।

মুরুব্বী আপনার বয়স হয়েছে। নিজেও শান্তিতে থাকুন। অন্যকেও শান্তিতে থাকতে দেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তিনের সাথে সহমত।দুই,সাবধানে চলাচল করবেন।এক,হতাসাবাদী চিন্তাভাবনা।পাঁচ,আল্লাহ কেমন রাখবে সেটা,হাজার হাজার বছর আগেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।সেটা পরিবর্তন করার খমতা আল্লাহর নেই।যদি করে তবে আল্লাহর জানাটাই মিথ্যা হয়ে যায়।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুনশ্চ ,চার বাদ পরেগিয়েছিল।নিয়তীবাদী চিন্তা ।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: মুরুব্বী আপনার বয়স হয়েছে। নিজেও শান্তিতে থাকুন। অন্যকেও শান্তিতে থাকতে দেন।

মিথ্যা বললে ছাড়ৃুম না !!!

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: সাধারনত মিথ্যা আমি বলি না। মিথ্যা আমার নিজের পছন্দ না।

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা পড়লাম।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: আপনার সমস্যা আছে। আপনি কখনও ভালো ব্লগার হতে পারবেন না।

৮| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫

নিশাচড় বলেছেন: কেমন আছেন?
সাবধানে থাকবেন। দোয়া রইলো।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম।

৯| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ্যাক্সজাবিয়ান বলেছেন: ছি !!! মুখ খারাপ করেন ক্যান !!
খানসাব একটু আধটু টুকরা টুকরা সাদা মিথ্যা বলে তাতে
আপনার মাথায় আকাশ ভাইঙ্গা পরে নাই !!

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

১০| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে অসৎ । পুরোপুরি সৎ মানুষ দেশে আছে বলে আমার বিশ্বাস হয় না।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আমি তো এখন পর্যন্ত সৎ আছি।

১১| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সাধারনত মিথ্যা আমি বলি না। মিথ্যা আমার নিজের পছন্দ না।

পাবলিক বু্ইঝা গেছে
সত্য বলেন না মিথ্যা !!!

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: হুম রসিকে সাপ আর কত দিন মনে করবেন??

১২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০০

Subdeb ghosh বলেছেন: ৩ নং বেশি ভালো লেগেছে।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।

১৩| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪২

আশাবাদী মানব বলেছেন: জীবন ঘনিষ্ঠ কিছু কথা শুনিলাম। ভাল লাগল। সংজ্ঞায়িত ও অসংজ্ঞায়িত হরেক রকম সুখ দুঃখের অদ্ভুত এক মিশেল হল জীবন। যথার্থই বলেছেন জীবন ফুটো পাত্রের জলের মতন। চুইয়ে চুইয়ে পড়তেই থাকবে সুখ- দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি যাই থাকুক না কেন

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.