নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা পয়সায় করোনা বিতরণ চলছে!

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪২


এক হুজুরের জানাজায় আজ ব্রাক্ষণবাড়িয়া।

ব্রাহ্মনবাড়িয়া কি দেশের বাইরে? নাকি তারা অ্যালিয়েন!
কত বড় অসভ্য ইতর এরা! নিজের জানাজায় তো উপস্থিত হতে পারবে না তাই আগেই কামটা সারতেছে। ওদের কারনে আমরা মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম। প্রকৃত বাংলাদেশ কে যদি দেখতে চাও তাহলে একবার ব্রাম্মণবাড়িয়ার দিকে তাকাও…
নিজেদের মৃত্যুর মিছিল নিজেরাই করবেন বাঙ্গালী, প্রথম ১০০০ হতে সময় লেগেছে ৩৭ দিন, পরের ১০০০ হলো মাত্র ৪ দিনে।


কিছু আহাম্মক, নির্বোধ ও হিংস্র জনগোষ্ঠী।

হে অনুসারীগণ,
আল্লাহর ঘর বায়তুল্লাহ'র তাওয়াফ কি সাময়িকভাবে বন্ধ রাখা হয় নি?
জামায়াতে পবিত্র জুমার ফরজ নামাজ কি স্থগিত করা হয় নি?
তোমাদের কাছে প্রশ্ন, জানাজার নামাজ কি ফরজের চেয়ে বেশি?


ব্রাহ্মণবাড়িয়া এখন একটি সার্কসের মঞ্চ।

এই উন্মাদনা ঠেকাতে পুলিশের কিছু করার ছিলনা একথা সত্য।
ব্রাক্ষণবাড়িয়া শহরের আশেপাশের কয়েকটি গ্রাম ধর্মীয় উগ্র এবং অন্ধ মৌলবাদিদের আখড়া। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের অন্যসব জেলা থেকে ডিজকানেক্ট করা হোক। আজই। অন্যথা মহা বিপদ এগিয়ে আসছে সামনেই। আমাদের এখানে; আমেরিকার মতো জায়গাতে আজ একদিনেই মৃত্যুর সংখ্যা দুই হাজার পাঁচশত পয়ত্রিশ জন।

বিশ্বাস করুন আমি কখনও কাউকে খালি দেই না।
কিন্তু এদের কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দিতে ইচ্ছা করছে। এগুলো অমানুষের বাচ্চা। ওরা কি জানে না দেশের বর্তমান পরিস্থিতি কি? এই আধুনিক যুগে এসে মানুষ এত নির্বোধ হয় কি করে! সেই পুরোনো কথা আবারও বলতে ইচ্ছা করে। ধর্মই দেশটারে খাইলো। আবারও প্রমানিত হলো- হুজুর, মাদরাসা আর তাদের ধর্ম জাতিকে শেষ করে দিবে।


তাদেরকে ঘৃনা করতেও আমার ঘৃনা করছে।

মন্তব্য ৬৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

নেওয়াজ আলি বলেছেন: হুজুরকে মাটি না দিলে উনি মাইন্ড করবে। আমরা আবাল এখনো।

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: আমরা আবাল হতে যাবো কোণ দুঃখে?

২| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



হেলোকপ্টার থেকে মরিচের গুঁড়া ও কাঁদুনে গ্যাস নিক্ষপ করে দেখতে পারতো পুলিশ।

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: গরম পানি ফেললেও ভালো হতো।

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

ডার্ক ম্যান বলেছেন: এই এলাকার কোন ব্লগার থাকলে সাড়া দিক।

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



*হেলিকপ্টার থেকে মরিচের গুঁড়া ও কাঁদুনে গ্যাস নিক্ষপ করে দেখতে পারতো পুলিশ।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: পুলিশ তো শুধু চেয়ে চেয়ে দেখেছে।

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৫

সুপারডুপার বলেছেন: ব্লগের নূরু হুজুরের কাছে এর ব্যাখ্যা থাকতে পারে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব আধুনিক মানুষ নন।
উনার ব্যাখ্যা যুক্তি সঙ্গত হবে না।

৬| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ভয়াবহ, জানিনা এর পরিণতি কি হতে পারে!

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ওদেরকে কিছুক্ষন কুৎসিত গালি দেন। তাহলে মনটা কিছুটা হালকা হবে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

সোনালি কাবিন বলেছেন: রাগে দুঃখে মাথার চুল ছিড়তে ইচ্ছা করে

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: আহাম্মক। এই দুর্যোগে আহাম্মক চেনা যাচ্ছে।

৮| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

আমি রানা বলেছেন: ধর্মান্ধ এই সব কুত্তার বংশধর পৃথিবীতে না থাকাই ভালো।
ব্রাক্ষণবাড়ীয়ার মানুষ হিসেবে আমি নিজের কাছে লজ্জিত।
ওরা কার অনুসারি তা বের করে A-Z সবগুলার পাসা লাল করাহোক।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি হতাশ হবেন না। ব্রাক্ষণবাড়ীয়ার সব মানুষ নির্বোধ না। অল্প কিছু মানুষ নির্বোধ।

৯| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ঠিকই বলেছেন -- "ধর্মই ( ব্যবসায়ীক স্বার্থে মোল্লাদের বানানো ধর্ম ) দেশটারে খাইলো।"

সরকারের উচিৎ এক্ষনি পুরো ব্রাক্ষণবাড়ীয়া এলাকাকে সম্পূর্ণ লকডাউন ঘোষনা করে সব আবাল পাবলিককে আন্ডার এ্যারেস্টে রাখা।পুরো এলাকা আর্মি দিয়ে প্রয়োজনে ট্যাঙ্ক নামিয়ে কর্ডন করে রাখা।
নইলে দিল্লির ইজতেমার মতো এ থেকে যে মহামারী শুরু হবে আজ থেকে তার হাত থেকে পালিয়ে কোনও মহারথীরাই পার পাবেন না। মহারথীরা যদি ভেবে থাকেন অন্যকিছু তবে বলতে হবে "মূর্খ"

পোস্টে +++++++

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: এদের কিছুটা শাস্তি হওয়া উচিত। তা দেখে অন্যরা শিক্ষা নিবে।

১০| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০

সাকলায়েন শামিম বলেছেন: "মানুষ সচেতন থাকায় ওই জানাজায় লোক কম হয়েছে। বলেছেন: খেলাফত মজলিস মহাসচিব "

এইবার বুঝেন! এরা কোন মাপের আহাম্মক।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: এই মহাসচিবকে কানটা টেনে দেওয়া দরকার।

১১| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১১

পুলক ঢালী বলেছেন: আমাদের দেশের সরকারগুলি টুপি দাড়ি দেখলে ভয় পায় মরলে তো আম জনতা মরবে তাতে সমস্যা কি ?
কিন্তু কেউ ভাবছেনা এটা মহামারী আমিও রাজ প্রাসাদে নিরাপদ নই।
এই দেশের মানুষ যেমন অবিবেচিতের ন্যয় পঙ্গপালের মত মানুষ জন্ম দিয়ে যাচ্ছে তেমনি পঙ্গপালের মতই আসলে মরা উচিত তাহলে যদি বিবেচনা বোধ ফিরে আসে।
এই অর্বাচীন গুলোকে ট্যঙ্ক নামিয়ে পিষে ফেলা উচিৎ বৃহৎ স্বার্থ রক্ষার তাগিদে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আমি তো ভাবতেই পারছি না। দেশের এই পরিস্থিতিতে এরা কি করে এমন একটা কাজ করতে পারলো না??
ওদের চেয়ে চাল তেল চোরও অনেক ভালো।

১২| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০১

ওমেরা বলেছেন: দেশে নাকি লকডাউন তাহলে এত লোক একত্রিত হল কি ভাবে?

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: লকডাউন ওরা মানছে না।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

আসোয়াদ লোদি বলেছেন: মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কিন্তু ওরা বদলাচ্ছে না। বড় আজব ব্রাহ্মণবাড়িয়া !

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: ওদের জন্য ঘ্রিনা।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৪

মলাসইলমুইনা বলেছেন: রাজীব নূর,
যে যতই ঈশ্বর অবিশ্বাস করুন এখন ঈশ্বর ছাড়া আর কিন্তু কেউ বাঁচাবার নেই । এই লাখ মানুষ যারা জানাজায় এসেছে তাদের অনেকেই এখন হিউম্যান এটম বোমের মতো প্রোগ্রামড হয়ে গেছে (করোনা ইনফেক্টেড কারো পাশে দাঁড়াবার বা হ্যান্ডশেক বা কুলাকুলি করে)। এ থেকে অনেকগুলো বোমাই ঘরে বাইরে অনেক বার ফুটবে। সরকার চেয়ে চেয়ে দেখেছে শুধু করোনা আসছে এখন বলার কিছু নেই আর ---। তবুও সবাই ভালো থাকে যেনো সেই কামনা ।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ওদের একটা বিচার দরকার।

১৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুপারডুপার বলেছেন: ব্লগের নূরু হুজুরের কাছে এর ব্যাখ্যা থাকতে পারে।

আমি আগেই বলেছি এবার তোরা মানুষ হ !!

১৮ এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪ !!!

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: করোনা আপডেট এর দরকার কি? আল্লাহ যা ঠিক করে রেখেছেন তাই তো হচ্ছে।

১৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

ঊণকৌটী বলেছেন: আখাউরা, ব্রাক্ষণবাড়ীয়া, কুমিল্লা আমদের খুব কাছের সীমান্ত । বিশেষ করে আখাউরা সীমান্ত থেকেই আগরতলা শহর শুরু হয়েছে। ত্রিপুরা ভারতের কোরোনা ম্যাপে গ্রীন জোনে আছে। মাত্র একজন সরকারী কোয়ারেন্টিনয়ে আছে । ভয় হছে বিপদ না বর্ডারের ক্রস করে উপার থেকে আসে। বিশেষ করে আখাউরা সীমান্তে একজনের শোবার ঘর যদি বাংলাদেশে হয় তবে রান্নার ঘর ইন্ডিয়াতে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: ভরসা রাখুন আল্লাহর উপর। সব ঠিক হয়ে যাবে।

১৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

সুপারডুপার বলেছেন:
এই ফ্যানাটিকরা তাদের ভাই পাকি ফ্যানাটিকদের অনুসরণ করছে। এরা লাফাচ্ছে যত বেশি পারা যায় অন্যকে নিয়ে শহীদ হওয়ার জন্য । এদেরকে দমনে অপারেশন সিকিউর শাপলার মত দরকার অপারেশন রেস্ট্রিক্টেট করোনা। আর সচেতন জনগণের উচিত এই সকল ফ্যানাটিকদের সাথে কঠোর সোশ্যাল ডিসটেন্স মেনে চলা।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: এই নির্বোধ গুলোকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে।

১৮| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৪

সোনালি কাবিন বলেছেন: নুরু ষাহেব, এইসব সংবাদ সবাই জানে । যত্তসব ।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের সমস্যা আসলে বয়সের লক্ষন।

১৯| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৭

কালো যাদুকর বলেছেন: আমেরিকাতে এক পাদ্রী প্রশাসনের কথা না শুনে রবিবার জমায়েত করেছিলেন। শেষে পুলিশ তাকে ফাইন বা এরেস্ট করেছিল।
ইন্ডিয়াতে ঝাড়খণ্ডে এক ধর্মীয় উৎসবে অনেক অনেক মানুষ ভিড় করেছিল। মিডিয়াতে এসেছিল। জানিনা এদের কি করেছে ভারতীয় সরকার।
বাংলাদেশে এই অবস্থা।

ধর্মের আগাছা সর্বত্র বিরাজমান।
"ধর্মের থেকে টুপি বেশী, ধর্মের আগাছা বেশী" - ওয়ালিউল্লাহ বলেছিলেন লালসালু গল্পে।


এ আর নতুন কি।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ওদের শাস্তির দরকার আছে। জানাজায় গেলে কী সোয়াব আছে??

২০| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১

কথার ফুলঝুরি! বলেছেন: এদের জীবনের মায়া নেই । মরতে মন চায় মর পানিতে ডুব দে কিন্তু এইসব ফাজলামো করে অন্য মানুষকে মারবি কেন ?
এই এলাকাকে কাল থেকে একদম লকডাউন করে দেওয়া উচিত । আজকের এই ঘটনার ফল যে কি হবে আল্লাহ্‌ জানে ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৩

রাজীব নুর বলেছেন: ওরা নির্বোধ।

২১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৪

অনল চৌধুরী বলেছেন: আখাউরা সীমান্ত দিয়ে ফেন্সিডিল আসলে তখন ধর্ম যায় না।তাই এর প্রতিবাদও হয়না।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ওরা আজ প্রচন্ড নির্বোধের মতো কাজ করেছে।

২২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০৭

বিভ্রান্ত পাঠক বলেছেন: ব্রাম্মনবাড়িয়া' বিভাগ চাই।।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৪

রাজীব নুর বলেছেন: হুম।

২৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪১

কানিজ রিনা বলেছেন: বাংলায় পঙ্গপাল আসার কথা, পঙ্গপাল
কাহাকে বলে আজকে দেখলাম। সত্যি
সেলুকাস কারো মুখে মাস্ক পর্যন্ত নাই।
হায়রে মানুষ এদের জন্য ইসলামের এত
কলংক। এরা যখন মড়ার ভয় করেনা
তখন বিমান থেকে এদের গায়ে এমন গরম
পানি ছিটানো দরকার ছিল যাতে করে
পুড়ে গায়ে ফসকা পড়ে যেত।
যতসব ভেরার পাল।
ব্রাম্মনবাড়িয়ায় কার্ফিউ দিয়া হোক।
এগুল তবলীগ জাতী কিনা কে জানে
হয়ত সুযোগে ছিল উগ্রজাতী গুল।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪৩

রাজীব নুর বলেছেন: এরা নির্বোধ শ্রেনীর মানূষ। সমাজে এদের সংখ্যা অনেক।

২৪| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হুজুরের সাথে সাথে কিছু মুরিদও দ্রুত জান্নাতে যাবার সুযোগ পেয়েছে করোনা মুবারকের মাধ্যমে | আপনার এতো লাগে কেন ?

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: মুরিদের সাথে কিছু সাধারন মানুষও আক্রান্ত হবে।

২৫| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১২

রাফা বলেছেন: এই হোচ্ছে অশিক্ষা ,কুশিক্ষার ফসল।মাদ্রাসা কর্তৃপক্ষ মিথ্যা কথা বলেছে।বলেছে তারা বড় জানাজার আয়োজন করবেনা।সরকার সেটা বিশ্বাস করছে। মাদ্রাসার সকলকে গুলি করে হত্যা করা উচিত।

ব্রাম্মন বাড়িয়ােয় কার্ফিউ দিয়ে সবাইকে গ্রেফতার করা উচিত।যেখানে জানাজা পড়েছে ঠিক সেখানে সবাইকে কোয়ারেন্টাই করে রাখা দরকার।খোলা আকাশের নিচে।চারিদিকে তিন স্তরে কর্ডন করে রাখতে হবে।প্রয়োজনে মেশিনগান সেট করে টাওয়ার নির্মানের মাধ্যমে এদের'কে গুলির আওতায় রাখতে হবে যাতে পালাতে না পারে।

এটাই আমার কাছে উপযুক্ত সমাধান বলে মনে করছি।ভালো লিখেছেন,রা.নুর।ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

২৬| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হুজুরাই দেশটাকে ধ্বংস করবে।
আমাদের কপালে শনি অপেক্ষা করছে।

মেধাতালিকাঃ

প্রথম স্থানঃ ভারত
দ্বিতীয়ঃ যুক্তরাষ্ট
তৃতীয়ঃ বাংলাদেশ

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
হুজুররা দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছে।

২৭| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেধাতালিকায় বাংলাদেশ প্রথম হলেও অবাক হবো না।

সামনে প্রতি দিন দশ হাজার করে মরতে হবে এইভাবে চললে।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ভাই কম কম বলেন। ভয় লাগে তো।

২৮| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওখানকার প্রশাসনের সব গুলোকে সাসপেন্ড করা উচিৎ।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: নির্বোধ হুজুরদের কাছে প্রশাসন দুর্বল।

২৯| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বি,বারিয়া দেশের বাইরে না।সারা দেশটাই এমন।সারা শরীরে ঘা,মলম দিবেন কোথায়?অজ এখানে তো কাল ওখানে।সচেতন করার মত লেখার জন্য ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: জাতিকে খাড়া করে রাখার মতো কঠিন লোক দরকার।

৩০| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
রাফা সঠিক বলেছেন

যেখানে জানাজা পড়েছে ঠিক সেখানেই সবাইকে ৭ দিন কোয়ারেন্টাই করে রাখা দরকার ছিল।
খোলা আকাশের নিচে। চারিদিকে কাটাতারে ঘিরে তিন স্তরে কর্ডন করে রাবার বুলেট আর গুলির আওতায় রাখা যাতে পালাতে না পারে।
৭ দিন পর শাপলার মত কানে ধরে এক এক করে হেটে বাসায় ...

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: সহমত।

৩১| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

নীল আকাশ বলেছেন: "ধর্মের থেকে টুপি বেশী, ধর্মের আগাছা বেশী" - ওয়ালিউল্লাহ/লালসালু।
এরা নিজেরা মরবে সাথে আমাদেওর ধর্মটাকেও কলুষিত করে যাবে। এটা সরকার এবং স্থানীয় প্রশাসনের ১০০% ব্যর্থতা।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: সব কিছুতে সরকারের দোষ দেওয়া ঠিক না।

৩২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


যারা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নিয়ে খুশী নয়, তাদের পোষ্টে কমেন্ট করতে একটু ভেবেচিন্তে কমেন্ট করবেন; পোষ্ট যদি পরিস্কার না হয়, সেগুলো সম্পর্কে ভেবে দেখবেন।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: ওকে।
অবশ্যই।

৩৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৮

অনল চৌধুরী বলেছেন: নাসির ইয়ামান-নামে এই জংলী চক্রের এক সদস্য আমার ব্লগে গিয়ে ক্ষোভ ঝেড়েছে।

৩৪| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: দুষ্ট লোকদের এড়িয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.