নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারের চিন্তা ভাবনা অনেক উন্নত

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩



করোনার সমাধান কি শেষমেশ প্রকৃতির হাতেই ছেড়ে দিতে হবে?
আয়তন ও সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যাই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। দিনকে দিন করোনা মানুষের জীবন পুরোপুরি এলোমেলো করে দিচ্ছে। সামনে কী অপেক্ষা করছে, চিন্তা করতে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আপাতত বুঝা যাচ্ছে ভ্যাকসিন হাতে না পাওয়া পর্যন্ত করোনা থেকে সহসাই মুক্তি মিলবে না। বিশ্বের সব মানুষ প্রকৃতির উপর করা অন্যায়ের মাশুল দিচ্ছে। তবু কি মানুষের শিক্ষা হবে? করোনা পরবর্তী পৃথিবী আরো অনেক মানবিক হবে বলেই মনে হয়। বিশ্বের সব মানুষের প্রত্যাশা এখন একটাই, সুদিন ফিরে আসুক আবার, স্বাভাবিক হোক সব কিছু।

কখনও ভাবিনি জীবনে এরকম কোন ঘটনার সাক্ষী হব।
বাসায় বন্দি হয়ে থাকতে হবে। এদিকে ত্রানের চাল-তেল চোর। আমরা যে কত দূর নীচে নামতে পারি তার প্রমান খাটের নীচে তেল। অবশ্য এসব চুরি হয়ত কোনদিনই ঠেকানো যাবে না, অন্তত আমাদের মতো দরিদ্র দেশে। বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে অসৎ। আমাদের যেটি অনেক বেশি দরকার তা সততা আর দেশ প্রেম। তবে লোক দেখানো সততা আর দেশ প্রেম আছে বেশ। দিন শেষে বলা যায়- এখন, এই রকমের সমস্যায় দুনিয়ার সমস্ত মানুষও একত্রিত হবে এবং বড় সমস্যার সমাধানে কাজ করবে।

চোরের দেশ বাংলাদেশ। এইটা প্রমানিত।
অযোগ্য মানুষ যোগ্য মানুষের জায়গা দখল করে আছেন। দেখা যাক মানুষ কত দ্রুত হারিয়ে দেয় করোনা'কে। আমার মতো অনেকেরই বিশ্বাস আগামী মাস এক মাসের মধ্যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। যদি কেউ কেউ বলছেন দুই বছর লাগবে। আমার মনে হয় না এত সময় লাগবে। ভ্যাক্সিন আসতে সময় লাগবে হয়তো কিন্তু রিকভারি ড্রাগ চলে আসবে শ্রীঘই। আবারও বিশ্ব হয়ে উঠবে লোকে লোকারণ্য, প্রানবন্ত পরিবেশ। ভ্যাক্সিন তৈরিতে দেরি হলে হতাশা বাড়বে।

এটা বাংলাদেশ।
জন্ম অসভ্য আর বর্বদের দেশ, যাদের মধ্যে যেমন কোনো নীতি-নৈতিকতা নাই, তেমনই নাই কোনো শৃংখলাবোধ। লাশের পিছনে দাড়িয়ে মনে করছে বিরাট ধার্মিক হয়ে গেলো! ওদের আখাউড়া সীমান্ত দিয়ে যখন লক্ষ লক্ষ বোতল ফেন্সিডিল ঢোকে, তখন এই নেশার প্রতিরোধের জন্য ওদের এই ধর্মবোধ থাকে না। দু:খ এটাই বেজম্মা গুলি শুধু নিজেরাই মরবে না, দেশের ১৮ কোটি মানুষকেও মারবে। ধর্মান্ধরা শহীদ হওয়ার জন্য লাফাচ্ছে। এদের মোটিভ এখন যত বেশি পারা যায় অন্যকে নিয়ে শহীদ হওয়া।


মন্তব্য ৫০ টি রেটিং +০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি যে হবে কিছু ভাবতে পারছিনা ।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আরে কোনো সমস্যা নাই।
কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আমরা মানুষ। আমাদের অনেক ক্ষমতা।

২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


যদি দক্ষতার সাথে জাতিকে চালানো হতি, ১৯৭৫ সালের মাঝেই জাতি নিজপায়ে দাঁড়ায়ে যেতো; শেখ সাহেব ছিলেন খুবই অথর্ব মানুষ; তাজুদ্দিন থেকে প্রাধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই তিনি জাতিকে বিপদের মুখ ঠেলে দিয়েছিলেন। তারপরেরগুলো ছিলো ইডিয়ট।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: শেখ সাহেব আপ্রান চেস্টা চালিয়েছেন জাতির ভালোর জন্য।

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

সোনালি কাবিন বলেছেন: +++

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬

ঊণকৌটী বলেছেন:

এই মুহূর্তে সরকারের উচিত কঠোরতম রাষ্ট্রীয় অনুকরণীয় দৃষ্টান্ত সহ পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশী কঠিন নিয়ত্রনে সুশ্ট্য ভাবে প্রতিটি নাগরিকের কাছে রেশন বণ্টন করা উচিত। পাশাপাশী কেরল মডেল অনুযায়ী গভর্নমেন্টর প্রতিটি বাহু কে কাজে লাগিয়ে দেওয়া উচিত। অর্গানাইজড সামরিক আধা সামরিক ncc cader সিভিল ডিফেন্স সবাইকে একটি নির্দিষ্ট নীতিমালায় অন্তভুর্ত্য করে ফিল্ড য়ে নামিয়ে দেওয়া।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯

বিডি ট্রাভেলার গাইড বলেছেন: করোনা যাবে কিন্তু শিক্ষা দিয়ে যাবে অনেক কিছুর।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: সেই শিক্ষার কথা মনে থাকবে না এদেশের মানূষের।

৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপদে অপরকে দোষারোপ না করে
সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দ্বায়িত্ব পালন
করু্ন। বিপদে আতঙ্কিত না হয়ে সতর্কতার
সাথে পরিস্থিতি মোকাবেলা করুন।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই
কিন্তু একথাও ঠিক যে বিপদের সময় মাথা কাজ করে না।

৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৬

মিরোরডডল বলেছেন: লেট্ মি আন্ডারস্ট্যান্ড ইউর পোস্ট ।
রেফার টু শিরোনাম , পোস্টের কথাগুলো কি আপনার লেখা নাকি ব্লগারদের লেখা কোট করেছেন ?

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৫

রাজীব নুর বলেছেন: ব্লগার দের লেখা কোট করেছি। আমারও কয়েকটা লাইন আছে। আমিও তো একজন ব্লগার।

৮| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: কোথায় পুলিশ ,কোথায় সেনা বাহিনী । কোথায় সরকার।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৬

রাজীব নুর বলেছেন: আছে। সবাই আছে।

৯| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৯

পলাতক মুর্গ বলেছেন: করোনা ভাইরাস মানুষের জন্য একটা কালেকটিভ পানিশমেন্টের মত। যেই জনগোষ্ঠি যত অসৎ এবং নির্বোধ তাদের তত বেশি ক্ষতির আশংকা।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৬

রাজীব নুর বলেছেন: আমরা দরিদ্র দেশের লোকজন, আমাদের ক্ষতি হলে তো আমরা বিরাট বিপদে পড়বো।

১০| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫

বিভ্রান্ত পাঠক বলেছেন: বয়স্ক মানুষ জন এই ভাইরাস নিয়ে অনেক জায়গায় হাসাহাসি করে, এদেশের তরুণ মেধাবীরা ট্রল বানিয়ে সৃজনশীলতা দেখায়।। মহিলারা ঘরে খাবার মজুদ করার জন্য অভাগা স্বামীদেরকে তাগিদ দেয়।

এজন্যই কবি বলেছিলেন, অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ।।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৭

রাজীব নুর বলেছেন: দুর্যোগের সময় মানূষের মাথা ঠিক থাকে না।

১১| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যোগ্যরা পরাজিত হয়েছে।যে পরাজিত হয় সে আর যোগ্য থাকে না।সবাই আমরা কথায় যোগ্য হতে চাই,কাজেনা।খারাপ লোকরা সংগঠিত,ভাল লোকরা বিচ্ছিন্ন।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮

রাজীব নুর বলেছেন: খারাপ ভালো মিলিয়েই জীবন।
যা করার আমাদেরই করতে হবে।

১২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

পলাতক মুর্গ বলেছেন: হয়তো, করোনা আক্রান্ত হয়ে মরে যাওয়াই সহজ সমাধান - কে জানে? মরতে যখন একদিন হবেই।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮

রাজীব নুর বলেছেন: না ঠিক না। ভুল কথা।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭

পলাতক মুর্গ বলেছেন: করোনা ভাইরাস একটা দাবা খেলার "পিন" সিচুয়েশনের মত। আপনি যদি লক ডাউন নামের ঘুটিটা (মন্ত্রি) সরিয়ে ফেলেন তাইলে আপনার রাজার উপর চেক পড়বে (জীবনহানি হওয়ার আশংকা) আর যদি লক ডাউন না তুলে ফেলেন তাইলে আপনার জীবিকা সংকট হবে (মন্ত্রি খোয়া যাবে)।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০১

পলাতক মুর্গ বলেছেন: দুই ধরনের রিমান্ড আছে,
পুলিশের রিমান্ড এবং প্রকৃতির রিমান্ড।
পুলিশের রিমান্ড থেকে পালানো যায়,
কিন্তু প্রকৃতির রিমান্ড থেকে পালানোর উপায় নেই।

- হুমায়ুন আহমেদ (হিমু রিমান্ডে)

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৯

রাজীব নুর বলেছেন: ওস্তাদ ঠিক কথা বলে গেছেন।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৫

অনল চৌধুরী বলেছেন: সন্ত্রাসী এ্যামেরিকায় ১ দিনে মারা গেছে ৪৫৯১ জন।
এমন ঘটনা তাদের ইতিহাসে নাই।
কারণ তারাই দেশে-বিদেশে এভাবে মানুষ মেরে অভ্যস্ত
আপনি লিখে রাখেন,অতীতের সব মৃত্যুকে ছাড়িয়ে যাবে করোনায় মৃত্যু

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪০

রাজীব নুর বলেছেন: ভ্যাকসিন কি আসবে না?

১৬| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আয়তনও সম্পদের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক অনেক বেশী।
আয়তনের সাথে তুলনা করলে এই দেশের লোক সংখ্যা ৩ কোটি হলেও অনেক বেশী।
এই বার আমাদের সবাইকে ঠেলা সামলাতে হবে।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আপনার কাছে মনে হয়- বাংলাদেশের জনসংখ্যাটাই আসল সমস্যা। এটা ঠিক না। এই বিপুল জনগন কাজে লাগাতে পারলে দেশটা সোনার দেশ হতো।

১৭| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৭

মিরোরডডল বলেছেন: ইউ মাস্ট নো প্রশ্নটা কেন করেছিলাম । আমার কোন একটা রিসেন্ট কমেন্টের কথাগুলো এখানে দেখলাম কিন্তু সেই কথাগুলো ভেঙে ভিন্ন অনুচ্ছেদে এক দুলাইন করে করে লেখা হয়েছে ।

ওয়ান স্মল পিস অভ এডভাইস ইফ ইউ ডোন্ট মাইন্ড । এ ধরণের পোষ্ট প্রায়ই লেখেন তাই বলছি , যখন কোট করবেন , চেঞ্জ না করে এজ ইট ইজ করবেন । ইনভার্টেড কমার ভেতর রাখতে পারেন অথবা বোল্ড করে দিতে পারেন । তারপর সেই কোটের সুত্র ধরে আপনার লেখা অংশটুকু বা মতামত কো-রিলেট করবেন । এতে আপনার লেখাটা আরও গোছানো ও পরিচ্ছন্ন হবে । পড়তেও ভালো লাগবে । থ্যাংকস রাজীব ।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। এখন থেকে তাই করবো। ভালো থাকুন।

১৮| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮

সাইন বোর্ড বলেছেন: অবক্ষয়টা শুরু হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, সাধারন মানুষের মধ্যে তার বিস্তার ঘটবে - এটাই স্বাভাবিক ।

১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৯| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: আপনার কাছে মনে হয়- বাংলাদেশের জনসংখ্যাটাই আসল সমস্যা। এটা ঠিক না। এই বিপুল জনগন কাজে লাগাতে পারলে দেশটা সোনার দেশ হতো।

আয়তনের ও সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের সকল সমস্যার প্রসূতি। বাংলাদেশের বাকি যে সমস্যাগুলো দেখেন সেটাও মূলত অতিরিক্ত জনসংখ্যা ও কম সম্পদের সমস্যা থেকেই এসেছে । এই যে করোনা সংক্রান্ত সমস্যা গুলি মোকাবেলা করতে গিয়ে ও সেটা টের পাবেন। বাংলাদেশের মতো ক্ষুদ্র কম সম্পদের দেশে 18 কোটি জনসংখ্যা কে কাজে লাগানোর কোন উপায় আপনি তো দূরের কথা আমেরিকার কোন অতিরিক্ত দক্ষ ব্যক্তি ও পারবেন না।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: করোনাকাল। জীবনে দুশ্চিন্তা আছে, উদ্বেগ আছে, সংকট আছে। কিন্তু জীবন থেমে নেই। আকাশের অশেষ নীল কী সুন্দর! মুক্ত জীবন নিয়ে অনন্তের পাখি ওড়ে। সন্ধ্যার মায়া রেখে সন্ধ্যামালতি ঝরে যায়! আবার ফুটে ওঠে নানা রঙের ফুল। এই রূপরসগন্ধবর্ণস্পর্শের জগতে জীবন সুন্দর, অনেক আনন্দের। তাই মনে ভাব জাগে। প্রেম উদয় হয়। এই শরীরী বিচ্ছিন্নতাকালেও অশরীরী ভাবের সংযোগ ঘটে, দূরত্বও নিকটে আসে! এক ও একাকার হয়ে ওঠে বাসনার রঙ।

২০| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু ব্লগার আসলেই অনেক ভাল।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯

বিড়ি বলেছেন: এতটা হতাশ হবেন না এই সুবিশাল জনসংখ্যা এই ছোট্ট দেশে টিকে আছে কারন বেশিরভাগ মানুষই ভালো , আর নিউজে নেগেটিভ খবরই আসে পজেটিভ খবর আসে না। আর শিরোনামের সাথে বিষয়ের মিল খুঁজে পাচ্ছি না।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আমার এই এক সমস্যা- শিরোনামের সাথে লেখার মিল থাকে না।

২২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৬

নাসির ইয়ামান বলেছেন: আপনার লেখাএগুলোর অধিকাংশই হতাশামূলক। ব্লগারের কাজ হবে সমস্যা তুলে ধরে এর সম্ভাব্য সমাধান বয়ান করা। আর আপনি শুধু হতাশই হন!

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আমি তো ভালো ব্লগার নই।

২৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৪

অনল চৌধুরী বলেছেন: করোনার প্রতিষেধক হয়তো কখনো বের করা সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির রোগতত্ত্ব বিশেষজ্ঞ প্রফেসর ইয়ান ফ্র্যাজার। তবে অস্ট্রেলিয়ার শীর্ষ এই গবেষক বলছেন, প্রতিষেধক না বের হলেও সার্সের মতো প্রাকৃতিকভাবে শেষ হয়ে যেতে পারে করোনা ভাইরাস।
https://www.ittefaq.com.bd/worldnews/145723/কখনোই-হয়তো-বের-হবে-না-করোনার-প্রতিষেধক?fbclid=IwAR1sw9k1SThYMxr09Eu-NzUSKzLhCuq616LeA6QDnqUMHOkNQ4XvqyauZSg

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: হুম।

২৪| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪২

অনল চৌধুরী বলেছেন: Click This Link

২৫| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২২

রাজীব নুর বলেছেন: লিংক দেখলাম।

২৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগার বিড়ি এর মত আমিও শিরোনামের সাথে বিষয়ের মিল খুঁজে পেলাম না। অথচ শিরোনামটা দেখেই এ পোস্টে এসেছিলাম।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: আপনাকে আনতেই এরকম শিরোনাম দিয়েছি। দর্শক টানার কৌশল। হে হে। আমি জিতেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.