নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের খোঁজে

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭



এখন মধ্যরাত!
প্রভু কথা বলো, আমার সাথে কথা বলো তুমি-
কোথায় আছো তুমি? আকাশে? শূন্যে? মসজিদ নাকি মন্দিরে?
তোমার কিছু আভাস দাও আমায় প্রভু, প্লীজ।

তুমি যে আছো, তার আমি প্রমান চাই
সামান্য আভাস বা প্রমান পেলে মনপ্রান জুড়াবে
বেচে থাকা সহজ হবে, আনন্দময় হবে
যত কঠিন অংকই হোক, তার সমাধান আছে

আমি কখনই তোমাকে অবিশ্বাস করতে চাইনি
আকাশ, গ্রহ, নক্ষত্র, সমুদ্র বা পাহাড়ের দিকে শুধু চেয়ে থাকি
তারা কিছু বলে না আমায়, পাই না তোমার দেখা!

প্রয়োজন না হলে কেউ প্রভুকে নিয়ে ভাবে না
তোমাকে আমার দরকার নেই, তাই তো আমি নাস্তিক
যখন দরকার হবে আস্তিক হয়ে যাবো।

মন্তব্য ৬৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সবাই তাই করে

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: সবাই তাই করে??!!!!
তাহলে আমি অন্য কিছু করবো।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একমাত্র মুসানবী ছাড়া প্রভূ আর কারো সাথেকথা বলে নাই।তার যে প্রিয় বন্ধু তার সাথেও প্রভূ দোভাষীর মাধ্যমে কথা বলেছেন। দেখেন চেষ্টা করে।কথা হলে জানাবেন?

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই জানাবো।

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মনে করে দেখো, যখন তোমরা বলেছিলে, “মুসা, আমরা তোমার কথা বিশ্বাস করব না,
যতক্ষণ না আমরা আল্লাহকে নিজের চোখে সামনাসামনি দেখছি।” ঠিক তখন তোমাদের
উপরে বজ্রপাত হলো, যখন তোমরা স্পষ্ট ভাবে তাকিয়ে ছিলে। [বাকারাহ ৫৫]

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: মূসা তার জীবদ্দশায় খুব ভালো ভালো কথা বলে গেছেন।
তার এত ক্ষমতা- অন্ধকে সারিয়ে তুলেন। অথচ তাকে যখন নির্মভাবে শাস্তি দেওয়া হলো এবং হত্যা করা হলো তখন উনি উনার কোনো অলউকিক ক্ষমতা দেখাতে পারেন নি।

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ্যাক্সজাবিয়ান সভ্যতা ভব্যতা পারিবারিকভাবে লালিত হয়।
মানুষের আচার আচরণ ও কথাবার্তায় প্রকাশ
পায় তার বাসাতে কোন সংস্কৃতির চর্চা হয়।
আপনার অসত্য কথনে প্রমান
পেয়েছে আপনার শিক্ষা ও কৃষ্টি !!
আফসোস !!

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: আজ রাতে আপনার ঘুম হবে না।

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৩

এ্যাক্সজাবিয়ান বলেছেন: নূর মোহাম্মাদর নূরু বহুত ধর্ম চিপাচিপি করেন, কবরের আযাবের দোহাই দিয়া কন আপ্নে ফেইক আইডি কয়ডা খুলছেন? কি করেন এইসব ফেইক আইডি দিয়া? আল্লার কসম লাগে কইয়া দিলাম ব্লগে পর্ণ ছবি আপ্নে দেন নাই?

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: না। উনি না।
আপনি শুধু শুধু মিথ্যা দোষারোপ করছেন।

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৯

সোনালি কাবিন বলেছেন: নুরু একজন কুরুচির মানুষ। ব্লগে আমার সাথে কথা চালাচালি করতে গিয়ে পুরুষের বীচির প্রতি উনার অনুরাগ প্রকাশ করেন। তখন আমি উনাকে বীচিমাস্টর বলাতে উনি খুশি হয়ে আমাকে ব্লক করে দেন

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ব্লগে অশান্তি করলে মডু ব্যবস্থা নিবেন।

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ২:১০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৭

সোনালি কাবিন বলেছেন:

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৪

এ্যাক্সজাবিয়ান বলেছেন: Click This Link

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:



'এ্যাক্সজাবিয়ান' নিকটা অকারণ আপনার পোষ্টে অপ্রয়োজনীয় কমেন্ট করে যাচ্ছে, ইহাকে ব্যান করা উচিত।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: পরনিন্দা বা কুৎসা ইসামের পরিভাষায় গিবত।
গিবতের শাব্দিক অর্থ হলো কুৎসা, পরনিন্দা বা পরোক্ষ নিন্দা।
ইসলামি শরিয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ। যারা অগ্র-পশ্চাতে
অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য ইসলামে ধবংসের দুঃসংবাদ রয়েছে। (মুসলিম)
আল কোরআনে সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে মানুষের দোষ
অনুসন্ধান করা মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে।
গীবতের সবচেয়ে উত্তম সংজ্ঞা দিয়েছেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, হজরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি জান গীবত কাকে বলে? সাহাবিরা
বললেন, আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন।
তিনি বলেন, তোমার কোনো ভাই (দীনি) সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে,
তাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আমি যে দোষের
কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি যে দোষের কথা বল, তা যদি তোমার ভাইয়ের ম
ধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে
তবে তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছো। (মুসলিম)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন,
হে আল্লাহর রাসুল গীবত কি জেনার চেয়েও মারাত্মক? জবাবে তিনি বললেন, হ্যাঁ,
কারণ কোনো ব্যক্তি জেনার পর (বিশুদ্ধ) তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু
গীবতকারীকে যার গীবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। (মুসলিম)

ইসলামের দৃষ্টিতে গীবত করা যেমন নিষেধ, তেমনি গীবত শোনাও নিষেধ।
যে গীবত শোনে সেও গীবতের পাপের অংশীদার হয়ে যায়। হাদিস শরিফে আছে,
যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গীবত করে তখন তাকে থামতে বলুন,
আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন। আর তাতেও যদি কাজ
না হয় তবে সেখান থেকে সরে আসুন। কোনোভাবেই গীবত শোনা যাবে না।

অনেকে ভাবতে পারেন আমিতো গীবত করি না। অন্যে বলে আমি শুধু শুনি। না,
তাদেরও রক্ষা নেই। কারণ তারা গীবতকারীকে সাহায্য করছে এই পাপ কাজ করতে।
গীবতকারী গীবত করার জন্য যদি কাউকে না পায় তাহলে সে আর গীবত করতে পারবে না।

সুতরাং অন্যের সমালোচনায় মত্ত না থেকে নিজের দোষগুলো খুঁজে বের করি আর
আল্লাহর কাছে সাহায্য চাই যাতে করে নিজের দোষগুলো কাটিয়ে উঠতে পারি। আমিন

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: কিছু দুষ্টলোক সব জাগায় থাকে। মক্কা মদিনায়ও আছে।

১২| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি আবারও স্ববিরোধী পোস্ট দিয়েছে।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: তাই নাকি???!!!!

১৩| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১০

নূর আলম হিরণ বলেছেন: এক্সিবিয়ান , থামুন। কি দরকার এসব করার, বলার। এগুলো সঠিক নয়।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৪| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈশ্বর আছেন মানুষের বিশ্বাসে । উহার অস্তিত্ব খোজার দরকার নাই।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

১৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

সুপারডুপার বলেছেন:


দেশের তথাকথিত মাদ্রাসার হুজুরদের যে সমস্যা থাকে ব্লগার নূর মোহাম্মদ নূরু -এর ও সেই সমস্যা আছে। আর এটা এখনকার সমস্যা না। এটা তার স্বভাবগত। আর কুত্তার ল্যাজ যেহেতু সোজা হয় না , তার এই স্বভাবও পরিবর্তন হবে না। এটা একটা মানসিক সমস্যা।

আরেকটা সমস্যা হলো কেউ ধর্মের সমালোচনা করলে বা ধর্মের বিরোধিতা করলে এরা তাকে নাস্তিক নাম দিয়ে ব্লগে ও সমাজে অরাজগতা তৈরী করে । কিন্তু কুত্তার ল্যাজ যেহেতু সোজা হয় না, ধর্মের সমালোচনা ও বিরোধিতা করলেই কেউ নাস্তিক হয় না এটা এরা বুঝবে না। বরং এরা সব সময় ফাঁদ পেতে থাকে কিভাবে অরাজগতা সৃষ্টি করা যায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায়। আরো তীর্যক ভাবে বললে এরা জঙ্গীবাদের পিছনে পর্দার আড়ালে থেকে মোটিভেটেট করে। কিন্তু এদেরকে সরাসরি ধরতে পারা যায় না।

ব্লগার রাজীব নুর কে এই জন্য সাবধানেই থাকতে বলি। কারণ উনাকে এই কুলাঙ্গাররা চেনে।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথাই বলেছেন।

১৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

সোনালি কাবিন বলেছেন: @ সুপারডুপার, আপ্নি নুরুর, " জারনো" নামের ব্লগটা সময় পেলে দেইখেন। নারী পুরুষ কেন প্রেম করে, নারীরা খারাপ হয়ে যাইতেসে, সব বিধর্মী হয়ে গেল, এইসব রোনাজারিতে ভর্তি ছিল। ব্লগাররা তাকে কড়া প্যাদানি সমেত জাউরা উপাধি দিয়েছিল।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: জাউরা শব্দটা বেশ। হা হা হা-

১৭| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব খা্ন্ এই জন্য আপনাকে বলি
আপনি্ মেরুদন্ডহীন্ লোক। সব দলেই
থাকেন। গিরগিটি যারা রং পাল্টায় !!
সত্য বলার সাহস নাই, বুদ্ধিও ব্যারো মিটারের
নিম্নস্তরে।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৭

রাজীব নুর বলেছেন: সাহস আমার আসলেই কম।
আশা করি কোনো একদিন আমার সাহস বাড়বে।

১৮| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৬

অনল চৌধুরী বলেছেন: মূসা তার জীবদ্দশায় খুব ভালো ভালো কথা বলে গেছেন।
তার এত ক্ষমতা- অন্ধকে সারিয়ে তুলেন। অথচ তাকে যখন নির্মভাবে শাস্তি দেওয়া হলো এবং হত্যা করা হলো তখন উনি উনার কোনো অলৌকিক ক্ষমতা দেখাতে পারেন নি। --
ভুল করে ঈসার জায়গায় মুসা লিখেছেন। তার নিজেকে রক্ষা না করার পিছনে বাইবেলের ইংরেজী ভাষ্যে লেখা আছে, তাকে ধরার পর তার সঙ্গী তলোয়ার বের করতে যায়। কিন্ত তিনি বলেন, STOP!!! THE MAN WHO LIVE BY SWORD,DIE BY SWORD.
বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা।
ব্লগে অশান্তি করলে মডু ব্যবস্থা নিবেন - ব্লগে চাদগাজির মতো অশান্তি,মানুষকে গালাগালি কে করে?
মটু তো কোনো ব্যবস্থা নেয় না !!!!!

২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: মডু সব দেখে শুনে বুঝে।

১৯| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৭

সুপারডুপার বলেছেন:


নূর মোহাম্মদ নূরু অন্য একটি পোস্টে বলেছেন :
পবিত্র কোরআ্ন ,মা্নব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান।
আপনি মানবেন না ভালো কথা অন্যকে কেন সে পরামর্শ
দিবেন।

- আমিতো আপনার কথা বললাম। আপনিও তো পরিপূর্ণ কোরআন হাদিস মেনে চলছেন না। নিজের মনগড়া মত কিছু মানছেন, কিছু মানছেন না। তার মানে কী দাঁড়ায় ! আপনি নিজেই বুঝতেছেন কোরআন-হাদিস মেনে জীবন- যাপন সম্ভব না। কিন্তু ঝেড়ে কেশে তা বলতে পারছেন না। পাশাপাশি ক্রনিক মাদ্রাসা-হুজুর ব্যারামে তো ভুগছেনই। মানসিক ভাবে সুস্থ হন ও পল্টি মারা বাদ দেন।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: হুম।

২০| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

সুপারডুপার বলেছেন: উপরের মন্তব্য (২২ নং ) @ ব্লগার নূর মোহাম্মদ নূরু কে করা

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
বুঝতে পেরেছি।

২১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৬

সোনালি কাবিন বলেছেন: ব্লগার নুরু, রাজীব সাবকে রং পাল্টানোর অভিযোগ দ্যায়। অথচ রং পাল্টায় কে? যৌবনের জাউরা জারনো থেকে পক্ককেশ লেবাসধারী ছুপা ধর্মান্ধ - আহা!!

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: হুম।

২২| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেছেন্ একটাি নিক !!! কি করে এরা ছাড় পত্র পায় ব্লগ লেখার ?
যার নাম নাই তার উদ্দেশ্য সহজে অনুমেয় যাতে কেউ তাকে চিনতে না পারে।া
সাহস থাকলে নিজ নামে ব্লগিং কর । চামচিকার মতো অন্ধকারে চিমটি কাটিশ কেন?

রাজীব খানের মন্তব্য পড়লে বোঝা যায় তিনি কাদের
পৃষ্ঠপোষকতা করছেন,
একদিন এরাই আপনাকে ছোবল
মারবে। ভূজঙ্গের বুক পিঠ থাকেনা। দুধ কলা দিয়ে পুষেলেও
এরা সুযোগ পেলে ছোবল মারবেই।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আমি ভুল পথে গেলে
যেহেতু আপনি মুরুব্বী
তাই আপনিই আমাকে সঠিক পথে দেখাবেন।

২৩| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

সোনালি কাবিন বলেছেন: নুরু কি বুদ্ধিপ্রতিবন্ধী নাকি? যার নাম হাশেম খান, সে আব্দুল বাতেন নাম দিয়ে ব্লগিং করলে কি প্রমান হবে আর কি হবে না? বাংলা ব্লগিং এর কোয়ালিটি নামাচ্ছে নুরু আর কানিজ রিনা গং

২৪| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

সোনালি কাবিন বলেছেন: তা নুরু যখন জারনো নামে ব্লগিং করতেন, তখন সাহস কই ছিল.?

২৫| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জারনো একটি নিক ছিলে যেখানে মন্তব্য
করলে দেখা যেতো জারনো বলেছেন

শুধু বলেছেনকে মনে হয় তার ছাড়া মা্উসের মতো!!
তা সোনালি ডানার চিল নিকটা পরিবর্তন করলেন কেন?

২৬| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সোনালি কাবিন বলেছেন: @ নুরু সাহেব, =p~ =p~ =p~

কীভাবে সোনালি ডানার চিল আর আমার নিক এক হল?
বিজ্ঞানসম্মত পদ্ধতিটা জানাবেন?

২৭| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিলটা অশ্লীল মন্তব্য করতো
এইটাও তাই করে সুতরাং !!!
,

২৮| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৭

সোনালি কাবিন বলেছেন: নুরু ছাগ্লা মন্তব্য করে আর নিজের ওজন কমায়েন না।
আপ্নার মন্তব্যের স্টাইলে তো বলতে হয়,

পাক্কা কিছু বুড়া যখন রেপ করে, তাইলে নুরু ও একজন রেপিস্ট।

আর অশ্লীল কে? ব্লগের সবাই জেনে রাখেন, এই ব্লগার নুরুর রয়েছে পুরুষের বীচির প্রতি দুর্নিবার আকর্ষন, যা সে নিজের মুখেই বলে গেছে এবং স্ক্রিনশট আছে

২৯| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৯

সোনালি কাবিন বলেছেন: নুরু, চুল্কানি বেশি উঠলে যখন যারনোর জাউরামি নিয়া পোস্ট দিমু তখন মজা লাগব। বেশি চুল্কায়েন না।

৩০| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেছেন: উষ্ণ স্বাগতমের জন্য আপ্নাকেও ধন্যবাদ।
আপ্নি ঠিকই ধরেছেন, আমি পুপা :P
আইডি খোলার সময় হঠাৎ মনে পড়ল আল মাহমুদের এই কাব্যগ্রন্থের নাম, তাই দেয়া।
কিন্তু আল মাহমুদ পড়া হয়নি সম্ভবত এক লাইনও।


কুকুর হাটুর উপর কামড়ানোর সাধ্য রাখেনা ।।

৩১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৯

সোনালি কাবিন বলেছেন: অশ্লীল লোকের নমুনা
অশ্লীল লোকের নমুনা। বুইড়া খাচ্চর কয় কি

৩২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওই বলদ তোর অন্ডকোষের মায়া না থাকলে
তোলাই দে, আমার মায়া আছে তাই রাখছি।
তোর নাই তবে রাখস কেন?

৩৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০০

সোনালি কাবিন বলেছেন: আরে পাঠা, এইটা আকর্ষনের বিষয় না, কোন পুরুষ যদি কয় যে তার নিজের নিপলের প্রতি আকর্ষন আছে, বুইঝা দেখসস এটা অস্বাভাবিক কীনা। বীচির কাজ বীচি করবে, তোর আল্গা আকর্ষণ দেখাইলে বিষয়ডা অস্বাভাবিক হয় না?
তোর মাথায় তো থাকে অন্ডকোষে তিন টোকা

৩৪| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচির প্রতি তোর যখন আকর্ষণ নাই
তা হলে তোলাই ফেল!!
তোলাই মানে বোঝস কা্ইট্টা ফেলা।
পাঠা থেকে ছাগল হওয়ার প্রক্রিয়া।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯

সোনালি কাবিন বলেছেন: আরে বীচিমাস্টর গে নুরু, বীচির প্রতি আমাদের আলাদা কোন আকর্ষণ বা বিকর্ষণ নাই। তোর যখন এতই আকর্ষণ, তুই তোরটা চুষতে থাক

৩৬| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সুপারডুপার বলেছেন:



বোঝাই যাচ্ছে নুরু হুজুর কী জিনিস ! দ্যাশে মানুষ এমনি কী হুজুরদের ভালো চোখে দেখতে পারে না !

আগে ছিল স্পষ্ট ধারণা, আর এখন প্রমাণিত।


এইডা অনেক পল্টিবাজ ও বহুত চালুমাল এই এইডা। মনে হচ্ছে অনেক কারিশমাও জানে । ব্লগের পরিবেশ যে এই লোক নষ্ট করতে পারে তা স্পষ্ট। কিছুদিন আগে ঘটে যাওয়া ব্লগে পর্নোগ্রাফি আক্রমনের রহস্যও এই হুজুরকে ধরলেই সন্ধান পাওয়া যেতেও পারে বলে আমার ধারণা। প্রিয় সামু ব্লগ কর্তৃপক্ষ মনে হয় এই হুজুরকে ধরেই রহস্যের সূত্র পেতে পারেন।

সবচেয়ে বড় কথা, এই হুজুর থেকে সকলেরই সাবধান থাকা উচিত।

৩৭| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সোনালি কাবিন বলেছেন: @ সুপারডুপার, আপ্নি ঠিক কথাই বলেছেন। এক্সজাবিয়ান যেসব পোস্টে নুরুর বিরুদ্ধে পর্ন এটাকের অভিযোগ এনেছে, সেসব পোস্টে নুরুর সংক্ষুদ্ধ প্রতিবাদ পাওয়া যায় নি। বিষয়টা গোলমেলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.