নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একদিন রাত আটটায় মা আমাকে ঘর থেকে বের করে দিল। তখন আমি অনেক ছোট। হাফ প্যান্ট পড়ি।
এক আকাশ দুঃখ-কষ্ট আর অভিমানে কলিজাটা ছিড়ে গেল। আমি রাগ করে বেলী রোডের ফুটপাতে শুয়ে ছিলাম। রাত ১১ টায় মা আমাকে কান ধরে বাসায় নিয়ে এলো। তারপর অনেক মারল।
২। রিকশায় বসে কোথাও যাবার সময় যাত্রী দু'জন যে ধরনেরই কথা বলুক না কেন, যাত্রীরা ভুলে যায় তাদের কথা তৃতীয় ব্যক্তি স্বয়ং রিকশা চালকও শুনছে।
৩। 'সিদ্ধার্থ' নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক হেরমান হেস এর লেখা অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস।
গৌতম বুদ্ধের সময়ে ব্রামণ পরিবারে জন্মগ্রহনকারী 'সিদ্ধার্থ' নামে এক যুবকের আধ্যাত্বিক অভিযাত্রা এবং দর্শন এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসটি লেখা হয়েছিল জার্মান ভাষায়, খুব সরল অথচ মাধুর্যপূর্ণ ছন্দে। হেরমান হেস ১৯১০ সালে ভারতে কিছুদিন কাটানোর পর, বইটি সর্বপ্রথম প্রকাশ পায় ১৯১২ সালে। বাংলাদেশে বইটি সর্বপ্রথম প্রকাশ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ২০০২ সালে। বইটি অনুবাদ করেন জাফর আলম এবং সম্পাদনা করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
৪। Diligite Lumen Sapientiae অর্থাৎ জ্ঞানের আলোকে ভালোবাসো।
৫। যারা প্রথম কোনও সংস্কার ভাঙে, তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনও পথ দেখায়, তাদের সবসময় তৈরী থাকতে হয় পথের অনেক বাঁধার জন্য। যারা মুক্তি অভিলাষী, তাদের খুলতে হয় অনেক বন্ধ দরজা। কিন্তু মেয়েরা এগিয়ে যেতে চাইলে তাকে পেছন দিক থেকে টেনে ধরে মেয়েরাই।
৬। স্নেহ, প্রেম, ভালোবাসা- এসব কি মানুষকে দুর্বল করে দেয়? অন্ধ স্নেহে সাধারন বুদ্ধি, বিবেচনা, বিবেক বিসর্জন দিতে হলে তো দুনিয়া পিছন দিকে হাঁটতে থাকবে।
৭। গৌতম বুদ্ধ ছিলেন ছোট্ট একটি রাজ্যের রাজপুত্র।
১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তার স্ত্রীকে লাভ করেন। অতঃপর পুত্র রাহূল জন্মগ্রহণ করে। বুদ্ধ দুঃখের কারণ, দুঃখ দূর করার উপায় সমন্ধে উপদেশ দিয়েছেন। তার মতে জীবন দুঃখপূর্ণ। দুঃখের হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম, জরা, রোগ, মৃত্যু সবই দুঃখজনক। আর বাসনাই হল সব দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখমিশ্রিত। অবিমিশ্র সুখ বলে কিছু নেয়।
বুদ্ধ বলেনঃ যে কোন কাজ তাড়াহুড়া করে করা উচিত নয়। সব কাজ ধীরে ধীরে নির্ভূল ভাবে করা উচিত। প্রথমে সম্যকভাবে বিচার-বিশ্লেষণ করুন; তাড়াহুড়া না করে এই বিষয়ে আরও প্রশ্ন করার অবকাশ নিন। যথার্থ বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নেয় সমীচিন নয়।
১৪ ই মে, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: ৌদ্ধদের মধ্যেও আজকাল অনেক ভাগ হয়ে গেছে। নেপাল আর ভূটানেররা ৌদ্ধ রা ভালো। বার্মার বৌদ্ধরা হিংস্র।
২| ১৪ ই মে, ২০২০ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মেয়েদের হেলা করবেন না
তারা হেঁসেল থেকে শুরু করে
বিমান পর্যন্ত অত্যান্তু সুচারু রুপে
পরিচালনা করেন। মেয়েরা ব্যাক্তিগত চাহিদার
কাছে কখনো পরাজিত হয় না এই উক্তিটি কার ?
১৪ ই মে, ২০২০ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: মেয়েদের আমি সম্মান করি। ভালোবাসি।
উক্তিটি হুমায়ূন আহমেদের।
৩| ১৪ ই মে, ২০২০ দুপুর ২:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বুদ্ধং শরণং গচ্ছামি ।
ধম্মং শরণং গচ্ছামি ।
সঙ্ঘং শরণং গচ্ছামি।
১৪ ই মে, ২০২০ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ১৪ ই মে, ২০২০ দুপুর ২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শ্রীলঙ্কার বুদ্ধরাও উগ্র।
১৪ ই মে, ২০২০ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: শ্রীলংকার উগ্র ৌদ্ধ গুলো মিয়ানমারথেকে এসেছে।
৫| ১৪ ই মে, ২০২০ দুপুর ২:৩৫
আল ইফরান বলেছেন: ৪ নম্বর পয়েন্টের রেফারেন্স ধরে একটা প্রশ্নঃ আপনি কি এনডিসির ছাত্র ছিলেন?
১৪ ই মে, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: না।
৬| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বুদ্ধ ধর্মে কিন্তু কোন বেহেশত ও দোযখ নেই।
১৪ ই মে, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: রুপ কথা সবাই বিশ্বাস করে না।
৭| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:৫৬
আল-ইকরাম বলেছেন: বেশ। অনেক বিষয় জানা হলো। শুভেচ্ছা অগনিত।
১৪ ই মে, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
৮| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:০৮
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
বাসনা-ই হোল সব দুঃখের মূল এবং অবিমিশ্র সুখ বলতে কোথাও কিছু নেই।
১৪ ই মে, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২০ দুপুর ১:১৬
চাঁদগাজী বলেছেন:
৭ নং:
বার্মার বিপুল পরিমান মানুষ বৌদ্ধ-ভিক্ষু, এরা কাজ করে না, অন্যের দেয়া অন্ন ভক্ষণ করে; আরাকানের ভিক্ষুরা রোহিংগা হত্যায় জড়িত ছিলো।