নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে দেশের সাধারন মানুষ যা ভাবছেন

১৪ ই মে, ২০২০ রাত ৯:২০



১। আনিসুজ্জামান স্যার,
আমি রা,বি, ছাত্র। তখন আপনি জাবির তরুন লেকচারার। রাবির সমাজ কর্ম বিভাগে একটা সেমিনারে এসেছিলেন। আপনাকে সেই প্রথম ও শেষ কাছ থেকে দেখা। ১৯৬৪ সালের সেই সেমিনারে আপনার পঠিত পেপারের শিরোনাম এখনো আমার মনে আছে--"মধ্যযুগের বাংলা সাহিত্যে সমাজ চিত্র" সেই সাথে মনে আছে আপনার পরণে খদ্দরের সাদা লম্বা পান্জাবী ও পাজামা। সেদিন থেকে আপনি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক। স্যার, যেখানে থাকেন ভালো থাকবেন।

২। বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে যে কয়জন লিডিংয়ে আছেন তাঁদের ভেতর আনিসুজ্জামান স্যার একজন। অল্প কথায় বেশি অর্থ বোঝানোর সামর্থ আছে তাঁর গদ্যের। তিনি বেশি বড়ো লেখেন না, কিন্তু যতটুকু লেখেন তা কংক্রিট। চমকপ্রদ। সমাজ, রাষ্ট্র কিংবা মানুষ তাঁর লেখায় বিবেচ্য।

৩। ড.আনিসুজ্জামান শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ছিলেন। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

৪। আনিসুজ্জামান স্যার প্রয়াত হলেন। পূর্ণ বয়সই তিনি পেয়েছিলেন; প্রজ্ঞায় তাঁর মতো মানুষ বিরল। তাঁর আত্মার শান্তি কামনা করি।

৫। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার ছিলেন এবং থাকবেন আমাদের সমাজ, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে সর্বপরি আমাদের প্রাণের সঙ্গে মিশে, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসায়।

৬। জাতি একজন অভিভাবক হারালো।

৭। গত বছরটাও আমরা একটা জেনারেশনের অনেককেই হারিয়েছি। এবছরও হারাচ্ছি। আরও কয়েকজন আছেন পাইপলাইনে। একে একে সবাই চলে যাবেন, আমরা ছায়াহীন হবো।

৮। আমাদের সমাজ ও সংস্কৃতির উর্বরতায় তার অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলা ও বাঙালি তার বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারালো। বিনম্র শ্রদ্ধা এবং শোক।

৯। হে মহান হে শান্ত সৌম্য মহাবীর
আপনার শেখানো---দেখানো পথের ওপর বার বার খুজে পাবো আপনাকে । আল্লাহ্ পাক আপনাকে বেহেস্ত নসিব করুন।

১০। দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত জাতীয় অধ্যাপক, গবেষক, লেখক, সমালোচক আনিসুজ্জামান স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করছি। যত দ্রুত সম্ভব স্যারের বইগুলো পড়ে তাঁর সাথে একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা করবো।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


উনি কি ডা:, নাকি ড:?

১৪ ই মে, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: উনি শিক্ষক। সহজ সরল ভালো মানুষ।

২| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৪৪

ডার্ক ম্যান বলেছেন: সাদেক হোসেন খোকার মৃত্যুতে ব্লগ শোক জানাতে দেরি করে নি । আর স্যারের বেলায় এখনো হয়তো সময় হয় নি অথবা হবে না ।
২০১৪ সালের ব্লগের প্রোগ্রামে স্যার সম্ভবত অতিথি ছিলেন। আমার তথ্য ভুল হলে ক্ষমা প্রার্থী ।

১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন মহান পন্ডিত ব্যক্তির প্রস্থান। শ্রদ্ধা।

১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: গভীর শ্রদ্ধা।

৪| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৪৫

সোহানাজোহা বলেছেন: @ব্লগার চাঁদগাজী জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর

আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি লাভ করেন। এবং ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেন।

১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: স্যার তো করোনায় মরেন নি?

৫| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৪৬

গুরুভাঈ বলেছেন: ১৯৬৪ সালের সেই....... আপনে চাচা না দাদা??

১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: উফ এটা আমার না।

৬| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব কথা প্যাচান কেন?
আপনি জানেন না উনি ড. না ডাঃ!!
এত জানেন আর এই সাধারণ কথাটা
জানেস না!! আশ্চর্য্য।
সম্ভব হলে শোক প্রকাশ করুন না হলে চুপ থাকুন।
নিরবতা কখনো কখনো হিরন্ময় !
ড. আনিসুজ্জামান আর নেই আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়
মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

১৪ ই মে, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: বড় দুঃসময় যাচ্ছে পুরো বাংলাদেশের।

৭| ১৪ ই মে, ২০২০ রাত ৯:৫৪

মীর আবুল আল হাসিব বলেছেন:


গুরুভাঈ বলেছেন: ১৯৬৪ সালের সেই....... আপনে চাচা না দাদা??

=======================================

গুরুভাই এর মত মজার মানুষ মনে হয় এই ব্লগে দুইটা নেই। ;) ;)

১৫ ই মে, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: উফ।

৮| ১৪ ই মে, ২০২০ রাত ১০:০৫

সায়েমুজজ্জামান বলেছেন: স্যারের সাথে আমার পরিচয় ছিল। যদিও তার ছাত্র ছিলাম না। সাংবাদিকতা করার কারণে তার সাথে হৃদ্যতা ছিল। অনেক স্নেহ করতেন। ২০১০ সালে একবার তার সাক্ষাঃকার নিয়ে সামুতে পোস্ট করেছিলাম। অনৈক কথাই বলেছেন স্যার। স্যারের একটা গুণ ছিল। ছোট বাক্যে গুছিয়ে কথা বলতে পারতেন। তাকে কোনদিন নীতি ভ্রষ্ঠ হতে দেখি নাই। স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তার সাক্ষাতকারটি সামু থেকে কেউ পড়তে চাইলে এখানে ঢু মেরে দেখতে পারেন।
কেউ যদি মনে করেন আমার দল যত ভুল করুক সমর্থন দিয়ে যাবো- এটা বুদ্ধিজীবীদের দৃষ্টিভংগি হওয়া উচিত নয়- অধ্যাপক আনিসুজ্জামান

১৫ ই মে, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমিও পত্রিকায় কাজ করেছি। বহু মানুষের সাক্ষাতকার নিয়েছি। অথচ স্যারের সাক্ষাতকার নেওয়া হয়নি।

৯| ১৪ ই মে, ২০২০ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুরুভাঈ বলেছেন: ১৯৬৪ সালের সেই....... আপনে চাচা না দাদা??

মাইন্ড করবেন না গুরুভা্ঈ !! এটা খানসাবের পুরনো ট্রেন্ড
তিনি কোন গল্পের নায়কের নামের পরিবর্তে নিজের নামটি
বসিয়ে দিয়ে কার্য সমাধা করেন। পরিনতিতো আজ দেখতেই
পেলেন। এটা তার স্বভাব শুলভ টুকরো টুকরো সত্য মিথ্যে !!

১৫ ই মে, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: এই তো বিষয় টা আপনি ধরতে পেরেছেন।

১০| ১৫ ই মে, ২০২০ রাত ১২:১৬

সোহানী বলেছেন: আরেকজন গুনী নক্ষত্রকে হারালাম।

১৫ ই মে, ২০২০ রাত ২:৪৬

রাজীব নুর বলেছেন: খুব কষ্ট হয় আমার।

১১| ১৫ ই মে, ২০২০ রাত ২:১৫

নেওয়াজ আলি বলেছেন:
শোকার্ত আমরা

১৫ ই মে, ২০২০ রাত ২:৪৭

রাজীব নুর বলেছেন: শোকার্ত পুরো জাতি।

১২| ১৫ ই মে, ২০২০ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



গুণী মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন, সন্মান পেয়েছেন।
তবে, উনাকে "জাতীয় অধ্যাপক" উপাধী দেয়া সঠিক হয়নি; উনি জাতিকে শিক্ষিত করার জন্য কোন পদক্ষেপ নিয়েছেন বলে আমার মনে হয় না। উনি ইউনিভার্সিটির ছাত্রদের পড়ায়েছেন মাত্র; ইউনিভার্সিটির ছাত্ররা মানেই "জাতি" নয়।

১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: উনি যা করেছেন অন্য শিক্ষকরা তার কিছুই করেন নি।

১৩| ১৫ ই মে, ২০২০ ভোর ৫:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ একজন সৎ,গুনী লোক হরালো।

১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

১৪| ১৫ ই মে, ২০২০ দুপুর ১২:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: বসিরহাট থেকে অনেকেই ওপারে গেছেন, তাদের মধ্যে দুজন ভাস্বর হয়ে আছেন। একজন ভাষাবিদ শহিদুল্লাহ অপরজন সদ্য প্রয়াত ডঃ আনিসুজ্জামান স্যার।
স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
উল্লেখ্য বসিরহাট আমার হোম টাউন। কিন্তু দুর্ভাগ্যের যে শতবর্ষ প্রাচীন শহরটির উন্নতি কোন এক অজ্ঞাত কারণে থমকে আছে।

১৫ ই মে, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: দাদা উনার জন্ম কিন্তু ২৪ পরগনায়।

১৫| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ আগে বসিরহাট ২৪ পরগনা জেলার একটা মহকুমা শহর ছিল। পরে বাম আমলে প্রশাসনিক সুবিধার জন্য জেলা ভেঙে দুটি ভাগে বিভক্ত হয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বসিরহাট পড়ে উত্তর ২৪ পরগনার মধ্যে। বর্তমানে তৃণমূল সরকার আবার উত্তর ২৪ পরগনাকে ভাঙতে চলেছে। সেক্ষেত্রে বসিরহাট নিজ নামেই জেলার স্বীকৃতি পেতে চলেছে।

১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: দাদা আমার খুব ইচ্ছা ২৪ পরগনার প্রতিটা গ্রাম ঘুরে দেখার।

১৬| ১৫ ই মে, ২০২০ রাত ৯:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: উনাকে "জাতীয় অধ্যাপক" উপাধী দেয়া সঠিক হয়নি; উনি ইউনিভার্সিটির ছাত্রদের পড়ায়েছেন মাত্র; ইউনিভার্সিটির ছাত্ররা মানেই "জাতি" নয়।


আমাদের জাতীয় প্রাণি বাঘ। বাঘতো বনে থাকে। এখন আমাদেরও কি বনে থাকতে হবে ?


১৫ ই মে, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: বনের পশুর সাথে মানুষের তুলনা?

১৭| ১৫ ই মে, ২০২০ রাত ৯:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স্যারের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি থাকলো।।

১৫ ই মে, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৫ ই মে, ২০২০ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ চিরায়ত নিয়মে বিদায় নেবে এটাই স্বাভাবিক।
থেকে যাবে তাঁর কাজ ।
তাঁর এই কাজই তাঁকে অমর করে রাখবে।
মহা মানবরা বেঁচে থাকেন চিরকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.