নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সুরভিকে রাগানোর জন্য বেশি কিছু করতে হয় না।
ইউটিউবে খুব জোরে তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে এই গানটা ছেড়ে দিলেই হলো। প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে পাশের ঘরে চলে যায়। আমি সাউন্ড বাড়িয়ে দেই। সুরভি রেগেমেগে আসে। বলে, তুমি কি চাও? আমি বাসা থেকে বের হয়ে যাই? একটা রুচিশীল মানুষ এই গান শুনতে পারে? ছিঃ আমি বলি- এটা তো ভালো গান। ধর্মীয় গান। গানের কথা গুলোও কত সুন্দর। সুরটাও সুন্দর। সুরভি রাগে চোখ মুখ লাল হয়ে যায়। আমি গান বন্ধ করে দেই। স্ত্রীর দিকে তাকিয়ে নিজের আনন্দ মাটি চাপা দেই। আমি বাসায় ওয়াজও শুনতে পারি না। ওয়াজ শুনলেও বলবে তোমার রুচি ভালো না।
সংসার করাটা বিরাট দিকদারি।
এই জন্যই বোধহয় গৌতম বুদ্ধ একদিন রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। আমিও একদিন যাবো। যাই হোক, সকালে বাজারে গিয়েছিলাম। জিনিস পত্রের দাম সব সময় বাড়ার দিকেই থাকে। বিশেষ করে ফলের দাম অনেক বেড়েছে। সামান্য একটা ছোট তঁরমুজ তিন শ' টাকা। অন্য সময় এই তরমুজ এক শ' টাকা দিয়ে কিনেছি। আপেল ছিলো ১২০ টাকা করে। এখন ১৮০ টাকা। মালটা কিনতাম ১০০ টাকা করে। এখন ১৭০ টাকা। ডাব একটা ৭০ টাকা। খেজুর এগারো শ' টাকা কেজি। আমার মতো গরীব মানুষেরা খেয়ে পড়ে বাচবে কিভাবে? শুধু মাত্র সস্তা এখন লেবু আর শশা। এক ডজন লেবু ৫০ টাকা। শশা এক কেজি ২৫ টাকা।
গত এক সপ্তাহ সুরভিকে ঘরে ইফতারী বানাতে দেই নি।
বাইরে থেকে কিনে এনেছি। এখন বাইরের ইফতারী খেতেও ভালো লাগে না। সুরভি অসুস্থ। থাইরয়েড সমস্যা। কিন্তু সে লকডাউনের কারনে ডাক্তারের কাছে যেতে পারছে না। সে তার ডাক্তারকে ফোন দিচ্ছে নিয়মিত। ডাক্তার ফোনেই বলে দিচ্ছেন- কোন ওষুধ খেতে হবে, কত টুকু খেতে হবে। ডাক্তারের ভিজিট ৫০০ টাকা করে। প্রতিবার পাঁচ শ' টাকা করে। এ পর্যন্ত সুরভি ডাক্তারকে ৭ বার ফোন করেছে। মানে সাড়ে তিন হাজার টাকা! এদিকে আমি সুরভির জন্য প্রতি সপ্তাহে পাঁচ শ' টাকার ওষুধ তো কিনছিই। আমার দাতে সমস্যা, পা চাবায় টাকা খরচ হবে বলে ডাক্তার দেখাই না। অথচ সুরভি !
সুরভি একটা বালতিতে ধনেপাতা বুনেছে।
অল্প কিছুদিনের মধ্যেই ধনেপাতা দিয়ে ভরে গেছে। দেখতে বেশ ভালো লাগে। ধনেপাতা যাকে ইংরেজিতে coriander। সুরভি আফসোস করে বলে, একটু জায়গা থাকলে সবজি আর বাইরে থেকে কিনতে হতো না। আসলেই সুরভির হাতে সবজি ভালো হয়। অলরেডি করলা, পুইশাক আর পেয়ারা ভালো পরিমানে হয়েছে। চিংড়ি মাছ দিয়ে পুইশাক খুব ভালো লাগে। মাঝে মাঝে সুরভি ডাল দিয়েও পুইশাক রান্না করে। খেতে দারুন লাগে। এই লকডাউনে আমি বেশ পেটুক হয়ে গেছি। বেশ কিছুদিন ধরে কাইকা মাছ খেতে ইচ্ছা করছে। বেশ কয়েকবার বাজারে গিয়েও কাইকা পাই নি। আমার মার কাইকা মাছের একটা রেসিপি আছে। দারুন। বেগুন দিয়ে কাইকা মাছ ভাজা। সেরকম লাগে খেতে।
মায়ের সাথে ঝামেলা মিটমাট হয়েছে।
মা নিজেই আমাকে ডেকেছে। জোর করে আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছে। হাত একদম খালি ছিলো। তাই বেশি বাড়াবাড়ি করি নি। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সাবধানে থাকুন। আচ্ছা, 'তিস্তা পারের বৃত্তান্ত' বইটা কি কেউ পড়েছেন? দেবেশ রায়ের লেখা। গতকাল তিনি মারা যান কোলকাতায়। ৮৪ বছর বয়সে। উনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। এই উপন্যাসের জন্যেই ১৯৯০ সালে তিনি সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান। উপন্যাসটা খুব পড়তে ইচ্ছা করছে। রকমারিতে বললে কি তারা বাসায় পৌঁছে দিয়ে যাবে? দাম কত বইটার?
১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের ইফতার হয়ে গেছে।
১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: আমাদের আরো ৪০ মিনিট বাকি আছে।
৩| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
মীর আবুল আল হাসিব বলেছেন: মায়ের সাথে ঝামলা মিটিয়ে ফেললে লাভ আছে। নগদ পাঁচ হাজার টাকা পেলেন? যারা আপনাকে মায়ের সাথে ঝামেলা মিটিয়ে ফেলতে বলেছিল তারা কি ৫০০ টাকা করে পাবে?
বাজারে যাবেন ফোর জি স্পিডে আর আসবেন ওয়াইফাই স্পিডে। সময় খুবই খারাপ।
১৫ ই মে, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: বাজারে দেরী করি না। কেনাকাটা শেষ হলেই চলে আসবো।
৪| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
আপনি পরিবারের কিছু নিয়ম কানুষ চালু করেছেন: ক্যাশও ঠিক সময়ে এসে যাচ্ছে!
১৫ ই মে, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: এটা অলিখিত নিয়ম।
৫| ১৫ ই মে, ২০২০ রাত ৮:০০
আমি সাজিদ বলেছেন: আহা!
১৫ ই মে, ২০২০ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২৬
শুভ্রনীল শুভ্রা বলেছেন: কাইকা মাছ কোনটি ? কাচঁকি মাছ ? ৩০০ টাকার তরমুজ মোট কত কেজি হতে পারে ? গত সপ্তাহে তরমুজ কিনেছি বাংলাদেশী টাকায় আনুমানিক ১৩০ টাকা কেজি হতে পারে।
১৫ ই মে, ২০২০ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: না কাচকি না।
কাইকা। চিকন লম্বা করে।
কেজিতে কিনি নাই। এমনি কিনেছি।
৭| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কাইকা মাছ ফ্রাই করে খেতে খুব মজার। এই মাছের ফ্রাইকে আমি বোম্বেটাক বলি।
১৫ ই মে, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: আচ্ছা, এই মাছ কি নদী ছাড়া অন্য কোথাও হয়?
১৫ ই মে, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: আচ্ছা, এই মাছ কি নদী ছাড়া অন্য কোথাও হয়?
৮| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার সুলেমানী গানটা শুনলাম ।
খারাপ না।
১৫ ই মে, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: হে হে---
৯| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি বয়াতী গান শোনার পাশাপাশি ওয়াজ মাহফিল ও শুনি।
ওয়াজ মাহফিল শুনে ব্যাপক বিনোদন পাই।
১৫ ই মে, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: আমিও ওয়াজ বিনোদনের জন্য শুনি।
১০| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: আচ্ছা, এই মাছ কি নদী ছাড়া অন্য কোথাও হয়?
এটা আবদ্ধ পরিবেশে হয় কি না জানা নেই। জানতে পারলে জানাবো।
১৫ ই মে, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: মাছওয়ালা বলব এই মাছ নদীতে হয়। আরেকজন জানালো এই মাছ সমুদ্রে পাওয়া যায়। তবে নদীর টার স্বাদ বেশি।
১১| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৩৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: আজকের ডায়েরী পড়ে ভাল লাগলো, বেশ ছোট গল্পের মতো, এক নিশ্বাসে পড়া যায়, ধন্যবাদ ।
১৬ ই মে, ২০২০ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১২| ১৬ ই মে, ২০২০ সকাল ১০:৪৯
সাকলায়েন শামিম বলেছেন: উপস্থাপন খুব সুন্দর। ভালো লেগেছে পড়ে।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৩| ১৬ ই মে, ২০২০ বিকাল ৪:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লকডাউনের সময় কাউকে অযথা রাগাতে যাবেন না।
হীতে বিপরীত হতে পারে। হিংস্র হয়ে ওঠে মানুষ।
তা্ই নিরাপদ দূরত্বে থাকবেন। সতর্ক থাকুন. নিরাপদ
থাকুন।
১৬ ই মে, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: আমি তো মুরুব্বী মাটির মানুষ। কারো সাথে লাগি না। কেউ ধাক্কা দিয়ে ফেলে দিলেও চুপ করে থাকি।
১৪| ১৬ ই মে, ২০২০ রাত ৮:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাগ করা সঠিক কাজ নয়।
রেগে গেলেন তো হেরে গেলেন।
১৬ ই মে, ২০২০ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: রাগ ছাড়া আমার আর কিছুই নেই।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।