নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অনেকদিন ছবি ব্লগ দেই না।
বাইরে যাওয়া হয় না। ছবি ব্লগও দেই না। অল্প সময়ের জন্য বাইরে গেলেও ছবি তোলার কথা মনে থাকে না। আজ অল্প কয়েকটা ছবি দিয়ে এই ব্লগ। যাই হোক, করোনার কথা একটূ বলি- করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে ইতালি বা যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবো আমরা। ইউরোপের স্লোভাতানিয়া থেকে আনুষ্ঠানিকভাবে করোনা মহামারির সমাপ্তি ঘোষণা। চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে টনকিন উপসাগর আর ১১০০ কিলোমিটার স্থলসীমান্ত ভাগ করে নেওয়া সাড়ে নয় কোটি জনসংখ্যার দেশে লকডাউন উঠে যাচ্ছে। ২৬৮ জন কোভিড পজিটিভ রোগী বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে, একজনও মারা যাননি। চারপাশ দেখে শুনে মনে হচ্ছে- এই মহামারীতে আস্তিক আরও আস্তিক হবে, নাস্তিক হবে আরও বেশি নাস্তিক।
১।
অনেক আগের ছবি। কমপক্ষে দশ বছর আগের। আচ্ছা, এখন কি মেট্রোরেলের কাজ চলছে? কেউ জানেন কিছু?
২।
এই ছবিটা তুলেছি আমার বাসার ছাদ থেকে। ইফতারের কিছুক্ষন আগে ছাদে উঠেছিলাম।
৩।
এই ছবিটা তুলেছি আজকে। বেশির ভাগ দোকানপাটই খোলা। স্টীলের আলমারির দোকান খোলা। ফানিচারের দোকান খোলা, জানালার পর্দার দোকান খোলা।
৪।
এই মাংসের দোকানটা আমার বাসার কাছে। সকাল থেকে রাত পর্যন্ত একটু পরপর গরু জবাই হতেই থাকে। লোকজন পাগলের মতো মাংস কিনে। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না।
৫।
একটা কুকুর অনেক গুলো বাচ্চা দেয়। কুকুরের বাচ্চা গুলোর দিকে তাকালেই মায়া মায়া লাগে।
৬।
এই করোনা পরিস্থিতির মধ্যেও রাস্তায় অনেক মানুষজন দেখা যায়।
৭।
এই ছবিটা যে কবে কোথায় তুলেছি, মনেও করতে পারছি না।
৮।
রাজারবাগ মোড়।
৯।
বাসের চেয়ে ট্রেনের জার্নি আরামদায়ক, কি বলেন?
১০।
চলন্ত ট্রেনথেকে ছবিটা তুলি। ভোরবেলা।
১১।
মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনে কাজ করে।
১২।
ফার্মেসী গিয়েছি ওষুধ নিতে। বিরাট বড় ফার্মেসী। ওষুধ দিতে দেরী হচ্ছে বলে, ওরা আমাকে বসতে দিলো। চা খাওয়ালো।
১৩।
লকডাউনের আগের ছবি।
১৫ ই মে, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: এখন তো মোবাইল দিয়েও ভালো ছবি তোলা যায়।
২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:১০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ছবিতে মানুষ কম! প্রকৃত চিত্র আরো ভয়াবহ!
১৫ ই মে, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: হুম। জানি।
৩| ১৫ ই মে, ২০২০ রাত ১০:১২
পলাতক মুর্গ বলেছেন: ++++++++++++++
অসাধারণ ভাল একটা ছবি ব্লগ।
১৫ ই মে, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২৪
সোহানী বলেছেন: আম দেখে ঢুকলাম। এখন খেতে ইচ্ছে হচ্ছে। এরকম কাচাঁ পাকা আম কানাডার কোথাও পাওয়া যায় না। তবে আমরা সারা বছরই আম খাই। এখানে মূলত দুই ধরনের আম পাওয়া যায় এর বাইরে খুব কম।
১৫ ই মে, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ঢাকার বাজারে এখনও আম উঠে নাই। বে কিছু দিনের মধ্যে আম উঠবে। এখন যা অল্প আম দেখা যাচ্ছে সেটা কাচা এবং টক।
৫| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৪৮
সমূদ্র সফেন বলেছেন: ৭ নম্বর ছবিটা একটা হন্টেড ছবি ,"মেঘের উপর বাড়ি " লেখক হুমায়ন আহাম্মেদ
ছবি ৭ "মেঘের নিচে বাড়ি " রাজীব নুর
১৫ ই মে, ২০২০ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৬| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
চীনের সাথে ১১০০ কিলোমিটার সীমান্তের কোন দেশের কথা বলছেন?
১৫ ই মে, ২০২০ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: কেন কিছু ভুল হয়েছে নাকি?
৭| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৪৫
আমি সাজিদ বলেছেন: সুন্দর কনসেপ্ট৷ছবি এডটিং নিয়ে একটু কাজ করেন। আরও ভালো হবে।
১৬ ই মে, ২০২০ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: ছবি এডিটিং এর ঝামেলায় যাই না।
৮| ১৬ ই মে, ২০২০ রাত ১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ।শুভ কামনা
১৬ ই মে, ২০২০ রাত ২:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ১৬ ই মে, ২০২০ রাত ৩:২৫
অনল চৌধুরী বলেছেন: রাজশাহীর ফজলি চেয়েও বান্দরবনের পাহাড়ি মাটির আম্রপালি খেতে ভালো।
তা যাচ্ছেন কোথায়?
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: আম্রপলির অনেক গন্ধ।
১০| ১৬ ই মে, ২০২০ সকাল ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৬ ই মে, ২০২০ সকাল ৯:৪৭
মীর আবুল আল হাসিব বলেছেন:
লেখক বলেছেন: এখন তো মোবাইল দিয়েও ভালো ছবি তোলা যায়।
আমার মোবাইল নাই।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: মোবাইল নাই এটা তো ভালো।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ রাত ১০:০৮
মীর আবুল আল হাসিব বলেছেন: ছবি ব্লগ আমার খুব ভালো লাগে।
এবছর এর শেষের দিকে একটা ক্যামেরা কিনবো। তারপর প্রতিদিন আমিও পোস্ট দিব।
কুকুরছানা গুলোকে দেখলে সত্যি মায়া লাগে।