নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকালে বাসা থেকে নাস্তা করেই বের হয়ে গেছি।
ঘুম ভেঙ্গে গেছে আট টায়। নয়টায় বের হলাম। কোনো কারনে না। এমনি ঘুরে বেড়াতে। দেশের পরিস্তিতি বুঝার জন্য। টানা চার ঘন্টা ঘুরে বেড়ালাম। কিছুই বুঝতে পারলাম না। মাস্ক পড়ার কারনে নিজেকে কেমন যেন বাংলা সিনেমার OT থেকে বের হওয়া ডাক্তার ডাক্তার লাগছিলো!
আজ রোদ ছিলো কড়া। চান্দি ফাটা রোদ। ঘেমে নেয়ে একাকার অবস্থা। ঢাকায় মাস্কের বর্জ্য উৎপাদন হয়েছে ৩ হাজার ৭৬ টন। পলিথিন হ্যান্ডগ্লাভস ৬০২ টন, সার্জিক্যাল মাস্ক ৪৪৭ টন, পলিথিন ব্যাগ ৪৪৩ ও হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে ২৭০ টন বর্জ্য উৎপাদন হয়েছে। করোনা জয় করে আজ বাসায় ফিরেছেন বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু করোনায়। মোট মৃত্যু: ৩৪৯। এদিকে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে- ধেয়ে আসছে "আম্পান"। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়েছে! গভীর এক অশনি সংকেত তাড়া দিচ্ছে সারাদেশে!
১।
বাজারে প্রচুর ভিড়। এবং প্রচুর ভিক্ষুক। আগে কখনও বাজারে এত ভিক্ষুক দেখি নাই।
২।
উন্নয়নের মহাসড়কে এক পাগল শুয়ে আছে। মালিবাগ মোড়। সকাল সাড়ে দশটা।
৩।
ভিআইপি এলাকার রাস্তা গুলো বেশ ফাঁকা।
৪।
আগোরা তে কেনাকাটা করতে আসা লোকদের লম্বা লাইন দেখলাম। ভেতরে একসাথে বেশি লোক প্রবেশ করতে দিচ্ছে না।
৫।
এক লোক রাস্তায় কলা বিক্রি করছে।
৬।
প্রচুর রোদ। শরী্যর যেন পুড়ে যায়।
৭।
মগবাজার মোড়।
৮।
আমি ফ্লাইওভারের নিচ দিয়ে হেটেছি। গায়ে রোদ লাগে নি।
৯।
মৌচাক মার্কেট খোলা।
১০।
চশমার দোকান খোলা আছে।
১১।
দেশী কলা।
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: রোজা তো আমি রাখি না।
আমার ক্ষুধা বেশি।
২| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৩৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এই সময়ে ------- আফনেরে নাস্তা দিসে! এটা বলায় কি কোন বাহাদুরী আছে??
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: গরম রুটী বানিয়ে দিয়েছে। গতকাল মাংস রান্না করেছিলো। সেটা অনেকখানি থেকে গিয়েছিলো গরম করে দিয়েছে -আমি গরম রুটি দিয়ে মাংস পেট পুরে খেয়েছি।
৩| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ। তবে দু নম্বর ছবির সঙ্গে আজ একটা ওয়েব পোর্টালে ভারতের অন্ধ্রপ্রদেশে এক ডাক্তারের মিল পেলাম। ঢাকার রাস্তায় একজন পথচারী হয়তো বা মানসিক ভারসাম্য হীন ব্যাক্তি যেভাবে শুয়ে আছে, অন্ধ্রপ্রদেশে একজন ডাক্তার পিপি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করায় পুলিশ তাঁকে পিছমোড়া করে বেঁধে রাস্তার উপর ফেলে রেখেছে।
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
দাদা এই ছবিটার মতোন একদিন আমিও পাগল হয়ে রাস্তায় শুয়ে থাকবো।
৪| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৫২
আমি সাজিদ বলেছেন: ১, ৭, ৮ এই ছবিগুলা ভালো হইসে।
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৫| ১৮ ই মে, ২০২০ রাত ৯:৪৪
সমূদ্র সফেন বলেছেন: ছবিই এক মাত্র সময় কে আটকে রাখতে পারে । দেশী কলার ছবি ১০০ বছর পরেও এমনি সবুজ থাকবে।
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: কেন হলুদ হবে না?
৬| ১৮ ই মে, ২০২০ রাত ১০:২৩
রোহিট বলেছেন: খুব সুন্দর লেখা
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: দেখলাম।
ভালো লিখেছেন।
৭| ১৮ ই মে, ২০২০ রাত ১১:০৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঈদে আগে গ্রামের প্রচুর গরিব লোক শহরে আসে সাহায্যের জন্য।
১৮ ই মে, ২০২০ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: কিন্তু এবার ঈদ এবং করোনার কারনে অভাব এজন্য বেশী লোক দেখা যাচ্ছে।
৮| ১৯ শে মে, ২০২০ রাত ১২:০৬
আলো-আঁধারি বলেছেন: চর্যাপদ থেকে কিছু অনুবাদ প্রকাশ করলাম, আশা করি আপনাদের ভাল লাগবে, আমি ব্লগে নতুন, আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রন রইল।
১৯ শে মে, ২০২০ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।
৯| ১৯ শে মে, ২০২০ রাত ১:২৫
সোহানী বলেছেন: আপনার মায়ের সাথে রাগারাগির পর্ব কি শেষ করেছেন নাকি এখনো চলছে। না করে থাকলে ঈদের আগে এর সমাধান করবেন। এমনিতে লসেই আছেন, আরো লসে থাকবেন ।
আর মায়ের হাজারটা শাড়ি থাকলেও আপনার দেয়া শাড়িটাই তখন মূল্যবান হয়ে উঠবে। উনার অনেক আছে বলে তাকে দিবেন না!!!!
১৯ শে মে, ২০২০ রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: মিটমাট হয়েছে।
মা আমার হাতে অনেক গুলো টাকা গুজে দিয়েছে।
১০| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:৫১
আল-ইকরাম বলেছেন: সাদা মাটা বক্তব্য ও ছবিগুলোর জন্য মোবারকবাদ।
১৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ১৯ শে মে, ২০২০ বিকাল ৪:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ নিজের প্রয়োজনেই ঈশ্বর সৃষ্টি করে নিয়েছে।
প্রাচীনকালে এটার দরকার ছিল।
বর্তমান বিশ্বে এটার দরকার কমেছে।
১৯ শে মে, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: দরকার নেই। ঈশ্বর থাকা না থাকা সমান।
১২| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ইসিয়াক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যুবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকালে নাস্তা করে বের হলেন কিভাবে?
আজকে কি রোজা রাখেন নাই?